Logo
আজঃ রবিবার ১১ জুন ২০২৩
শিরোনাম

ফখরুল-আব্বাসসহ বিএনপির ২২৪ নেতাকর্মী জামিন পেলেন না

প্রকাশিত:সোমবার ১২ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ১৫৮জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক; বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।

জামিন নামঞ্জুর হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আব্দুস ছালাম,বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব।

গতকাল রোববার তাদের আইনজীবী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালতে জামিন আবেদন করেন। আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।

মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন। তাকে সহযোগিতা করেন জাকির হোসেন জুয়েল, শেখ শাকিল আহম্মেদ রিপন। এছাড়া মির্জা আব্বাসের জামিনের আবেদন করেন মহিউদ্দিন চৌধুরী।

এর আগে গত শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন আবেদন নানামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগেরদিন মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখায় ডিবি। এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে ৭ ডিসেম্বরের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড় থেকে দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।


আরও খবর



রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রেললাইনের উপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে দুর্ঘটনা হয়। রেলগেট পড়া থাকলেও পাশ থেকে গাড়ি ঢুকিয়ে দিয়ে দুর্ঘটনা হয়। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, ‘আপনারা দেখেছেন, ভারতে কী ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। এরকম দুর্ঘটনা কিন্তু সচরাচর চোখে দেখা যায় না। কারণ ভারতে সবই তো ইলেক্ট্রিক ট্রেন। তিনটি রেল একসঙ্গে দুর্ঘটনায় কবলিত হয়ে প্রায় ২৮৮ জন মানুষ মারা গেছেন। যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের প্রতি শোক জানাচ্ছি। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। ইতিমধ্যে আমি চিঠি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শোক বার্তা পাঠিয়েছি। এ ঘটনা খুবই দুঃখজনক। আমাদের দুজন বাংলাদেশি ওখানে আহত আছেন। এমন ভয়াবহ দুর্ঘটনা সত্যি চিন্তার বিষয়।

তিনি বলেন, ‘তারপরও আমি বলবো যারা রেল গাড়ি পরিচালনা করেন তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা, তাদের দক্ষ হিসেবে গড়ে তোলা ও যথেষ্ট লোকবল নেওয়া এগুলোর দিকে নজর দিতে হবে।

প্রধানমন্ত্রী জানান, যোগাযোগব্যবস্থা সহজ করতে দেশজুড়ে তার সরকার রেল নেটওয়ার্ক তৈরি করছে।

তিনি বলেন, ‘আমরা সরকার গঠন করার পর থেকে রেলপথ, সড়ক পথ, নৌপথ সবকিছু যাতে চালু হয় তার ব্যবস্থা নিয়েছি। আমাদের বিমানবন্দরগুলো উন্নত করেছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে জ্বালানি ও নিত্যপণ্যসহ সবকিছুর দাম বেড়ে গেছে। এর প্রভাবে বর্তমানে মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে দেশের মানুষ কষ্ট পাচ্ছে। একদিকে মূল্যস্ফীতি আর অপরদিকে এখন বিদ্যুৎ নেই; এই দুটো কষ্ট আমার দেশের মানুষ পাচ্ছে। আর একবার যদি বিদ্যুতের পাঙ্খায় বাতাস খাওয়ার অভ্যাস হয়ে যায় তারপরে না পেলে তো কষ্ট হয়ে যায়। এটাও তো বাস্তব কথা।

তিনি বলেন, ‘আজকে সারা বিশ্বব্যাপী গ্যাস, তেল, কয়লা সবকিছুর দাম বেড়ে যাওয়াতে এখন বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না- এরকমই অবস্থা দাঁড়িয়েছে। যার জন্য আমি জানি এই গরমে মানুষের কষ্ট হচ্ছে।

এর মধ্য দিয়ে চিলাহাটি-ঢাকা রেলপথে ‘চিলাহাটি এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। দূর গন্তব্যের ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও ঢাকা বিমানবন্দর যাত্রা বিরতি করে কমলাপুর স্টেশনে পৌঁছাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন প্রান্তে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির ছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া নীলফামারী প্রান্তে অন্যদের মধ্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্রেনটি সাজানো হয়েছে ১১টি কোচ দিয়ে। এতে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত একটি শয়ন কোচ, একটি স্নিগ্ধা এসি চেয়ার কোচ ও বাকিগুলো শোভন শ্রেণির কোচ।


আরও খবর



তানোরে নিয়োগ পরিক্ষার্থীরা মাদ্রাসায় সুপার সভাপতি লাপাত্তা

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৭২জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভা দাখিল মাদ্রাসা( আমশো)তে নিয়োগ পরিক্ষার নির্ধারিত দিনে প্রার্থীরা যাবতীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হলেও সুপার মুনসুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক যুবলীগ নেতা ইকবাল মোল্লা উধাও হয়ে গেছেন বলে নিশ্চিত করেন প্রার্থী রা। শুক্রবার সকাল ৯ টার দিকে নিয়োগ পরিক্ষার সময় দিলেও দুপুর ১২ টা পর্যন্ত প্রার্থী রা বসে থাকলেও সুপার ও সভাপতির দেখা মিলেনি। এতে করে নিয়োগ পরিক্ষার্থীরা তাদের না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করে কাঁদতে কাঁদতে ফেরত যান। ফলে সুপার ও সভাপতির শাস্তির দাবিতে ফু্ঁসে উঠেছেন স্থানীয়রা।শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার মাঠে নিয়োগ পরিক্ষার্থীরা বসে কান্নাকাটি করছেন। মাদ্রাসার অফিস খোলা রয়েছে। ভিতরে কয়েকজন শিক্ষক কর্মচারী বসে আছেন। তাদের কাছে নিয়োগ পরিক্ষার বিষয়ে জানতে চাইলে তারা জানান, গত বৃহস্পতিবার সুপার জানায় নিয়োগ পরিক্ষা হবে এজন্য শুক্রবার সকালে আসতে বলেন। সে অনুযায়ী আমরা সকাল থেকে বসে আছি। সুপার ও সভাপতি কেউ আসেনি। মোবাইল করলে ধরছেন না। পরিক্ষা না হলেও তো আমাদেরকে বলতে পারে। কারন যারা নিয়োগের জন্য আবেদন করেছেন সবাই আমশো গ্রামের বাসিন্দা। যতই বেলা গড়াচ্ছে গ্রামের লোকজন ততই জড়ো হচ্ছেন। আমরাও অফিস বন্ধ করতে পারছিনা। নিয়োগ পরিক্ষার্থী ও গ্রামের মানুষকে কিছু বলে পাঠাবো সেটাও বলছে না সুপার। কতবার বিজ্ঞপ্তি প্রকাশ ও কত জন আবেদন করেছেন জানতে চাইলে তারা জানান, যে আলমারিতে কাগজপত্র থাকে সেটার চাবি সুপারের কাছে, তিনি ছাড়া কেউ কিছুই বলতে পারবেন না।

নিয়োগ পরিক্ষা বন্ধের বিষয়ে এক শিক্ষক জানান,  আয়া ও নিরাপত্তা পদে দুটি নিয়োগ হওয়ার কথা। কিন্তু সুপার একাধিক ব্যাক্তির কাছ থেকে টাকা আদায় করেছেন। এজন্য সে বেশ কিছুদিন ধরে মাদ্রাসায় আসছেন না। আসলেই পাওনাদারেরা ধরবে।  মুলত এসব কারনেই সুপারের ইচ্ছায় নিয়োগ পরিক্ষা বন্ধ হয়েছে। শুধু চাকুরী দেওয়ার নামে টাকা নেয় না, একাধিক ব্যক্তির কাছ থেকে সুদের উপরে লাখলাখ টাকা নিয়েছেন। গত ৩০ মার্চ চাকুরীর ৪ লাখ টাকা আদায়ের জন্য সাব রেজিস্ট্রি অফিসের সামনে চাকুরী প্রার্থীর স্বজনরা ধরে সুপারকে থানায় দিতে চান। কিন্তু স্থানীয়দের অনুরোধে তালন্দ ইউপি চেয়ারম্যান বসে মিমাংসা করে দেন এবং দু মাসের মধ্যে টাকা ফেরত দিবে মর্মে লিখাপড়া হয়।এঘটনায় সুপার মুনসুর বলেছিলেন, চাকুরীর টাকা না সুদের উপর টাকা নেওয়া হয়েছিল।জানা গেছে, (আমশো) পৌরসভা দাখিল মাদ্রাসায় নিরাপত্তা ও আয়া পদে নিয়োগ দেওয়ার জন্য চলতি মাসের ১৪ মে শনিবার মাদ্রাসার প্যাডে সুপার মুনসুরের স্বাক্ষরিত নিয়োগ পরিক্ষার জন্য স্বাক্ষাতকার/ প্রবেশপথ দেওয়া হয়।নিরাপত্তা কর্মী পদের আবেদন কারী সাফিউল ইসলাম, আশিক হাসান ও আয়া পদে নাসিমা, শিমানা ও জুথিসহ আরো কয়েকজন জানান, গত ১৪ মে প্রবেশ পত্র দিয়ে বলা হয়েছে শুক্রবার সকাল ৯ টার সময়  লিখিত ও মৌখিক পরিক্ষা হবে। সে মোতাবেক আমরা মাদ্রাসায় উপস্থিত হয়েছি। তিন ঘন্টা ধরে উপেক্ষা করার পর জানতে পারলাম পরিক্ষা স্থগিত। কিন্তু আমাদেরকে কিছুই বলা হয়নি।

মাদ্রাসা সুপার মুনসুরের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি রাজশাহীতে আছি, সমস্যার জন্য পরিক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতের বিষয়ে আবেদন কারীরা নাকি কিছুই জানেন না প্রশ্ন করা হলে উত্তরে বলেন হঠাৎ কর্মকর্তা অসুস্থ এজন্য স্থগিত জানানোর সময় পাওয়া যায়নি। আপনি নাকি একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন জানতে চাইলে তিনি অস্বীকার করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর যুবলীগের সভাপতি ইকবাল মোল্লা জানান, রাজশাহীতে নিয়োগ পরিক্ষা শুরু হয়েছে। সুপার বলেছে স্থগিত আপনি কিভাবে বলেন শহরে পরিক্ষা হচ্ছে প্রশ্ন করা হলো উত্তরে বলেন আমি ব্যস্ত আছি পরে কথা বলছি।
একথা শোনার পর পুনরায় সুপার মুনসুরেকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

আরও খবর



৭৬তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের উপস্থিতিতে পর্দা উঠল ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা।

দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এই উৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট। সাগরপাড়ের পালে দে ফেস্টিভ্যাল ভবনকে ঘিরে গোটা বিশ্ব থেকে আগত চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ যেন উপচে পড়ছে। মধ্যরাতেও ভবনের সামনে ভিড়ের কমতি ছিল না।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন অভিনেত্রী চিয়ারা মাস্ত্রোইয়ান্নি। পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড লুমিয়রের থিয়েটারের মঞ্চে স্বাগত জানান উৎসবের প্রতিযোগিতা বিভাগে জুড়ি প্রধান সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ডসহ অন্য সদস্যদের।

তারা হলেন- ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন এবং স্বর্ণপামজয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো।

এর আগে ঘোষণা হয়েছে এবারের উৎসবের প্রধান বিচারক হিসেবে আছেন সুইডেনের চলচ্চিত্র পরিচালক রুবেন অস্টলান্ড। মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া ১৯টিসহ অফিসিয়াল সিলেকশনে থাকা মোট ৫২টি চলচ্চিত্রের তালিকা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ গত ১৩ এপ্রিল সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেন। উৎসবিট চলবে ২৭ মে পর্যন্ত।

এবারের প্রতিযোগিতায় যে ১৯টি চলচ্চিত্র স্থান পেয়েছে সেগুলো হলো, ক্লাব জিরো, পরিচালক: জেসিকা হাউসনার। দ্য জোন অব ইন্টারেস্ট, পরিচালক: জোনাথন গ্লেজার। ফলেন লিভস, পরিচালক: আকি কৌরিসমকি। ফোর ডটার্স, পরিচালক: কাউথার বেন হানিয়া। অ্যাস্টেরয়েড সিটি, পরিচালক: ওয়েস অ্যান্ডারসন। অ্যানাটমি ডি উনে চুট, পরিচালক: জাস্টিন ট্রিয়েট। মনস্টার, পরিচালক: হিরোকাজু কোর-এডা। সল ডেলভানাইর, পরিচালক: নান্নি মরেট্টি। লা চিমেরা, পরিচালক: এলিস রোহরওয়াচার। লা’টে ডেরনির, পরিচালক: ক্যাথেরিন ব্রেইল্লাত। লে প্যাশন ডি ডোদিন বৌফান্ট, পরিচালক: ট্রান আনহ হুং। অ্যাবাউট ড্রাই গ্রাসেস, পরিচালক: নুরি বিলগে চেইলান। মে ডিসেম্বর, পরিচালক: টড হেইন্স। রাপিটো, পরিচালক: মার্কো বেলোচ্চিও। ফায়ারব্র্যান্ড, পরিচালক: করিম আইনুজ। দ্য ওল্ড ওক, পরিচালক: কেন লোচ। বনেল এট আদমা, পরিচালক: রামাতা-তৈলায়ে সি। পারফেক্ট ডেইজ, পরিচালক: উইম ওয়েন্ডারস এবং সর্বশেষ চলচ্চিত্র জেউনেস্সে, পরিচালক: ওয়াং বিং।

প্রতিযোগিতার বাইরে যে চলচ্চিত্রগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম কয়েকটি চলচ্চিত্র হলো- কিলার অব দ্য ফ্লাওয়ার মুন, পরিচালক: মার্টিন স্কোরসেস। জেয়ান্নে ডু ব্যারি, পরিচালক: মাঈয়েন। দ্য আইডল, পরিচালক: স্যাম লেভিনসন। কাবওয়েব, পরিচালক: কিম জি-উন এবং ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি, পরিচালক: জেমস ম্যাঙ্গোল্ড।


আরও খবর



দেশে ফিরলেন টাইগাররা

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক: দুই ভাগে ভাগ হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সফল সিরিজ শেষে গতকাল বিকাল ৫টার দিকে একই বহরে ঢাকায় এসে পৌঁছান নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও লিটন দাস। পরিবারের সঙ্গে সময় কাটাতে সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। আর বাকি চারজন সপ্তাহখানেক ইংল্যান্ডে অবস্থান করে দেশে ফিরবেন।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ খেলতে গত ১ মে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন টাইগাররা। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন তারা। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।


আরও খবর



ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৪

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০৬ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ১২২ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১২ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৪৩৭ জন ঢাকার এবং ৬৯ জন ঢাকার বাইরে।

প্রসঙ্গত, দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর ১ লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। পরের বছর ডেঙ্গু রোগের বিস্তার ঘটেনি। ২০২১ সালের মাঝামাঝি ও ২০২২ সালে এসে উদ্বেগজনকহারে বাড়তে থাকে ডেঙ্গু রোগী।


আরও খবর