Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ফের সিসিইউতে খালেদা জিয়া

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৬২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবার কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সাত তলা থেকে চারতলায় সিসিইউতে নেওয়া হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার চিকিৎসকরা।

এর আগেও দুই দফা তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন- মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া।

৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




মিধিলির প্রভাব; দুবলার চরে শুটকি পল্লীতে ৮৫ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে সুন্দরবনের দুবলাসহ বিভিন্ন চরের শুঁটকির ব্যাপক ক্ষতি হয়েছে। অব্যাহত বৃষ্টি ও রোদ না থাকায় পচে গেছে শুঁটকি তৈরির জন্য মাচা ও আড়ায় থাকা মাছ।

ঝড়ো বাতাসে মাছ শুকানোর আড়া ও মাচা ভেঙে পড়েছে। ফলে আনুমানিক ৮৫ লাখ টাকার শুঁটকি নষ্ট হয়েছে বলে দাবি জেলে, ব্যবসায়ী ও বন বিভাগের।

শুঁটকি পল্লির জেলে আবু তাহের শেখ বলেন, হঠাৎ করে দুই দিনের বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। মাচায় শুকানোর জন্য রাখা অনেক মাছ পচে গেছে।কিছু শুকনা মাছও নষ্ট হয়ে গেছে। অনেক শুকনো মাছ ঝড়ে বালুর মধ্যে পড়ে নষ্ট হয়েছে।

ব্যবসায়ী আবু হানিফ বলেন, ঝড় ও বৃষ্টিতে চরে থাকা বিপুল পরিমাণ শুঁটকি নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতে আমরা বড় একটি ধাক্কা খেলাম।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, মিধিলির প্রভাবে ঝড় ও বৃষ্টিতে শুঁটকি পল্লিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। দুবলার চরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হিসাবে মিধিলায় আনুমানিক ৮০ থেকে ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতে হওয়ায় এই ক্ষতি রাজস্ব আদায়ে তেমন প্রভাব পড়বে না। পরবর্তী সময়ে আবহাওয়া অনুকূল থাকলে, ক্ষতি পুষিয়ে নিতে পারবেন জেলেরা বলে দাবি করেন এই কর্মকর্তা।


আরও খবর



সেরা করদাতার তালিকায় ৬ তারকা

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে অভিনেতা-অভিনেত্রী এবং গায়ক-গায়িকা-এই দুই শ্রেণিতে বিনোদন অঙ্গনের ছয়জন তারকা স্থান পেয়েছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ২০২২-২৩ করবর্ষের সেরা করদাতাদের নাম প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০২২-২৩ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, অভিনেতা মাহফুজ আহমেদ ও মো. সিয়াম আহমেদ।

অন্যদিকে ২০২২-২৩ করবর্ষে গায়ক-গায়িকা শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন সংগীতশিল্পী মমতাজ বেগম, তাহসান রহমান খান ও এস ডি রুবেল।

এবার এনবিআরের সেরা করদাতার তালিকায় ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন স্থান পেয়েছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

সাধারণত কর কার্ডধারীরা এক বছর বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পেয়ে থাকেন। যেমন- বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:মিরসরাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে নুরুল ইসলাম (৫৮) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের উত্তর মোবারকঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতার নুরুল ইসলাম মোবারকঘোনা এলাকার মৃত ইদ্রিসের ছেলে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭ টার দিকে শিশুটি মাদরাসায় যাচ্ছিল। পথে একটি সেতুর নিচে নিয়ে তাকে বলাৎকার করেন নুরুল ইসলাম। পরে শিশুটি তার বাবাকে জানালে তিনি একজনকে সঙ্গে নিয়ে নুরুল ইসলামকে আটক করেন। খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এসআই আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের বিষয়টি স্বীকার করেছেন নুরুল ইসলাম। বুধবার (৬ ডিসেম্বর) শিশুটির মেডিকেল পরীক্ষা করানো হবে।

ধুম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান বলেন, ঘটনা শোনার পর ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।


আরও খবর



আল্লু অর্জুন পুষ্পা-টু: একাই ৪৩৪ কোটি টাকা নিচ্ছেন

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image
আল্লু অর্জুন । ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক:‘পুষ্পা: দ্য রাইজ’ আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি মুক্তির পর রীতিমতো বাজিমাত করেছে। ভারত তো বটে; সারা বিশ্বে এটি এত সাড়া ফেলবে, সেটা হয়ত এর নির্মাতারা কল্পনাও করেননি।

ছবির এই অভাবনীয় সাফল্যের পর দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দেওয়া হয়। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ছবির কাজ। মুক্তি দেওয়া হবে ২০২৪ সালের ১৫ আগস্ট।

এদিকে সামনে এসেছে চমকপ্রদ তথ্য। প্রথমে শোনা গিয়েছিল, দ্বিতীয় কিস্তিতে ১২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬৩ কোটি ২৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন তিনি। এখন গুঞ্জন উড়ছে, সিনেমা থেকে মোটা অংকের অর্থ নিচ্ছেন তিনি, যা ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতার রেকর্ড ভেঙে দেবেন।

সিয়াসাত ডটকমের খবর বলছে, ‘পুষ্পা-টু’ সিনেমার লভ্যাংশ নেবেন আল্লু অর্জুন। থিয়েট্রিকাল, ওটিটি, সেটেলাইট, ডাবিং এবং অডিও স্বত্ব বিক্রি করে যা আয় হবে তার ৩৩ শতাংশ নেবেন তিনি। এই গুঞ্জন যদি সত্যি হয়, তবে ‘পুষ্পা-টু’ সিনেমা থেকে এ অভিনেতা ৩৩০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৪৩৪ কোটি ৫২ লাখ টাকা) বেশি ঘরে তুলবেন। এর মধ্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড গড়বেন এই নায়ক।

বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা রজনীকান্ত। প্রতি সিনেমার জন্য তিনি নিয়ে থাকেন ২১০ কোটি রুপি। অন্যদিকে প্রভাস, সালমান খান, শাহরুখ খান পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ থেকে ২০০ কোটি রুপি। আল্লু অর্জুনের পারিশ্রমিকের গুজবটি সত্যি হলে সবাইকে ছাপিয়ে যাবেন তিনি।

শোনা যাচ্ছে, পুষ্পা ও ভানওয়ার সিংহের চরিত্রের দ্বন্দ্বের ওপর ভিত্তি করে লেখা হয়েছে এই ছবির চিত্রনাট্য। এরইমধ্যেই বিশাখাপত্তনমের পর হায়দরাবাদে শুটিং সেরেছেন কলাকুশলী।


আরও খবর



ঢাকা টেস্ট: টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশর

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:সিলেট টেস্টে দারুণ জয়ের স্মৃতি নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ বুধবার থেকে শুরু হচ্ছে ম্যাচ, মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশে কোনও পরিবর্তন আসেনি। সিলেট টেস্টের একাদশে যারা ছিলেন, তারাই খেওবেন ঢাকা টেস্টে। অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে এসেছে এক পরিবর্তন। ইশ শোধির পরিবর্তে মিচেল স্যান্টনারকে একাদশে নিয়েছে কিউইরা।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকলস, ড্যারিল মিচেল, টম ব্লুন্ডেল (উইকেট রক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), আজাজ প্যাটেল।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩