
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় পঞ্চান্ন বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করে জেলে পাঠিয়েছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-৪৯-২২৯২) জব্দ করা হয়। আটকরা হলেন- মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মো. রুপ মিয়ার ছেলে মো. রুবেল (৩৬) ও নোয়াখালী জেলার সুধরাম উপজেলার সৈয়দপুর গ্রামের (দেওয়ান বাড়ি) আব্দুল খালেকের ছেলে মো. রাজু (২২)। বুধবার উপজেলার কাঠালিয়া ব্রীজের পূর্ব পাশে জয়দেবপুর মাথাভাঙ্গা সাদ্দাম মার্কেটর সামনের সড়কে পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাথাভাঙা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
হোমনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ৫৫ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। ফেন্সিডিলগুলো তারা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যা”িছল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। আজও (বৃহস্পতিবার) অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।