Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

‘এপিক’ গ্যালাক্সি এস২৩ সিরিজ উন্মোচন করলো স্যামসাং

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারী 2০২3 | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

চৌধুরী আসিফ : ডিভাইস পড়ে গিয়ে আকস্মিক দুর্ঘটনা থেকে সুরক্ষায় স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক গরিলা গ্লাস ভিক্টাস ২ আকর্ষণীয় অফার সহ বাংলাদেশে খুব শীঘ্রই গ্যালাক্সি এস২৩ আলট্রা’র প্রি -অর্ডারস শুরু হতে যাচ্ছে!

গ্যালাক্সি এস সিরিজের ফ্যানদের জন্য ২০২৩ সালের বহুল প্রতীক্ষিত ‘এপিক’ স্মার্টফোন গ্যালাক্সি এস২৩, গ্যালাক্সি এস২৩+ ও গ্যালাক্সি এস২৩ আলট্রা উন্মোচন করলো স্যামসাং। ২০০ মেগাপিক্সেল ক্যামেরা,  স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ও গরিলা গ্লাস ভিক্টাস ২ এর মতো দুর্দান্ত সব ফিচার গ্যালাক্সি এস২৩ সিরিজের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে গতকাল ডিভাইসগুলো বিশ্বব্যাপী উন্মোচন করা হয়। গ্যালাক্সি উন্মোচন অনুষ্ঠানের পর বাংলাদেশেও খুব দ্রুত গ্যালাক্সি এস২৩ আলট্রা’র প্রি-অর্ডার গ্রহণ করা শুরু হবে। 

গ্যালাক্সি এস২৩ সিরিজের মাধ্যমে স্যামসাং বাজারে নিয়ে এসেছে নতুন গরিলা গ্লাস ভিক্টাস ২। এটি হাত থেকে পড়ে গিয়ে ফোনের ক্ষতি হওয়া থেকে সুরক্ষা দিবে এবং ফোনের লাইফ সাইকেল ৪-৫ বছর পর্যন্ত বাড়াবে। গ্যালাক্সি এস২৩ আলট্রা, গ্যালাক্সি এস২৩+ ও গ্যালাক্সি এস২৩ ডিভাইসগুলয়তে যথাক্রমে ৬.৮ ইঞ্চি, ৬.৬ ইঞ্চি ও ৬.১ ইঞ্চির স্ক্রিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, তিনটি ডিভাইসের থাকবে ১,৭৫০ নিটস ডিসপ্লে ব্রাইটনেস। 

বাংলাদেশে খুব শীঘ্রই গ্যালাক্সি এস২৩ আলট্রা প্রি -অর্ডারস শুরু হতে যাচ্ছে! সাথে থাকছে দুর্দান্ত সব অফারস! অফারস এর ব্যাপারে বিস্তারিত জানতে স্যামসাং এর ফেসবুক পেইজে চোখ রাখুন। 

উন্মোচন করা প্রতিটি ফোনেই থাকবে অ্যান্ড্রয়েড ১৩, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর (বাংলাদেশ সহ সব দেশে), ১২জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ। আগের জেনারেশনগুলোর তুলনায় স্ন্যাপড্রাগন প্রসেসর ২৫ শতাংশ বেশি দ্রুত হবে; যেখানে গেমস খেলার অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তুলবে। একইসাথে, আগের চেয়ে ৪০ শতাংশ বেশি বিদ্যুৎসাশ্রয় করবে স্ন্যাপড্রাগন জেন ২।  

গ্যালাক্সি এস২৩ আলট্রায় থাকছে ওআইএস সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, অটোফোকাস সহ ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, ৩ী অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ১০ অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। আইএসওসিইএলএল এইচপি ২ এর মাধ্যমে ক্যামেরা আরও নিখুঁত ছবি তুলতে পারবে এবং একইসাথে, ৮কে ভিডিওর ক্ষেত্রে ৩০ ফ্রেমস পার সেকেন্ডের ফলে কম আলোতেও ঝকঝকে ভিডিও করতে পারবেন ব্যবহারকারীরা। বাংলাদেশে গ্যালাক্সি এস২৩ আলট্রা ডিভাইসটি ১২/৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। লো লাইট ফটোগ্রাফির জন্য 'নাইটোগ্রাফি' সহ দারুন সব ফীচার থাকছে গ্যালাক্সি এস২৩ আলট্রায়!

গ্যালাক্সি এস২৩ আলট্রায় থাকছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি, থাকছে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। এই ফোনটি চারটি রঙে পাওয়া যাবে: ফ্যান্টম ব্ল্যাক, কটন ফ্লাওয়ার, এবং বোটানিক গ্রিন। 



আরও খবর



৯ বছর পর ফেসবুকে ফিরছে ইন-অ্যাপ মেসেঞ্জার

প্রকাশিত:রবিবার ১২ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

প্রযুক্তি ডেস্ক: প্রায় এক দশক আগে ২০১৪ সালে ফেসবুক থেকে মেসেজিং কার্যক্রম সরিয়ে নেয় ফেসবুক। এ কারণে অনেক ব্যবহারকারী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর পর থেকে মেসেঞ্জার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের আলাদা করে আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হতো। তবে ফেসবুকের প্রধান টম অ্যালিসন জানান, ফেসবুকের মূল অ্যাপে মেসেজিং ফিচার পুনরায় চালুর পরীক্ষা চালাচ্ছে কোম্পানিটি। ফলে ব্যবহারকারীরা আলাদা মেসেজিং অ্যাপ চালু করা ছাড়াই সহজে যে কোনো কনটেন্ট শেয়ার করতে পারবেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই ফেসবুক মূলত নতুন এ উদ্যোগ নিয়েছে। এ সুবিধা চালুর মাধ্যমে ব্যবহারকারীদের নতুন কনটেন্ট খুঁজে পাওয়ার পাশাপাশি শেয়ার করার সুবিধাও দেবে।

এক সাক্ষাৎকারে অ্যালিসন বলেন, ‘কোনো কনটেন্ট একা দেখার পরিবর্তে ব্যবহারকারীরা যেন বন্ধুদের সঙ্গে তা শেয়ার করতে পারে সেটি আমরা বিশ্বাস করি। এমনকি একই মতাদর্শের গ্রুপে অংশগ্রহণকারীদের মধ্যে কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘কোনো কনটেন্টের পরিপ্রেক্ষিতে বন্ধু বা গ্রুপের সদস্যদের সঙ্গে আলাপ করার যে সুবিধা, তা টিকটক থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামকে আলাদাভাবে উপস্থাপন করবে।’ শর্ট ভিডিও শেয়ার করার দিক থেকে টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ফেসবুক ও ইনস্টাগ্রাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে রিলস চালু করেছে। প্ল্যাটফর্মে পাওয়া যে কোনো ভিডিও একে অন্যকে পাঠানোর জন্য টিকটকে সরাসরি মেসেজ পাঠানোর সুবিধা রয়েছে। আর এটিই প্ল্যাটফর্মটিকে এগিয়ে নিয়ে গেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে অ্যালিসনের দাবি তাদের প্ল্যাটফর্মের কারণে টিকটকে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ছে।


আরও খবর

ইভ্যালির গ্রাহকদের জন্য বড় সুখবর

সোমবার ২৭ ফেব্রুয়ারী ২০২৩




রূপগঞ্জে ভূমিকম্প-অগ্নি দুর্ঘটনায় করণীয় বিষয়ক ফায়ার সার্ভিসের মহড়া

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু  রূপগঞ্জ  নারায়ণগঞ্জ প্রতিনিধি: ভূমিকম্প-অগ্নি দুর্ঘটনায় ভিকটিম উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী করণীয় বিষয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহড়া করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাঞ্চন ফায়ার সার্ভিস ইউনিট। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

কাঞ্চন ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং নিঃস্বার্থ সমাজকল্যাণ সংস্থা (এনএসএস) এর সমন্বয়ে অনুষ্ঠিত এই মহড়ায় সংস্থার সদস্য, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা বিভাগীয় প্রশিক্ষন প্রধান ও নিঃস্বার্থ সমাজকল্যাণ সংস্থার (এনএসএস) সভাপতি ইফতেখার আহমেদ রিদ্বীন জানান, দূর্যোগ-দূর্ঘটনায় আতঙ্ক নয় বরং সকলে সমন্বিত চেষ্টায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

এ লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগীতায় বিভিন্ন সময় বিভিন্ন বিদ্যালয়ে কমিউনিটি পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে সামাজিক সংগঠন ‘এনএসএস’ ।কাঞ্চন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের ইনচার্জ রফিক আহমেদ জানান, মহড়ায় ভূমিকম্প, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলার কৌশল ও প্রাথমিক চিকিৎসা প্রদানের নানা কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান,  শিক্ষক মৃনাল ক্রান্তি চক্রবতী, মনির হোসেন, এনামুল হক, লিপি আক্তার, সংবাদকর্মী শাহেল মাহমুদ, কাঞ্চনপৌর।

ছাত্রলীগের সভাপতি আইবুর রহমান খোকা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভাগীয় সেবা ও স্বাস্থ্য প্রধান মিনহাজুল রহমান হীরা, বন্ধুত্ব প্রধান ইমন মিয়া, জনসংযোগ ও পরিকল্পনা প্রধান মেহেদী হাসান, বিভাগীয় রক্ত প্রধান মাহাদুল ইসলাম, এনএসএসের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আবিদ, সহ-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম রাতুল, সাংগঠনিক সম্পাদক শামিম মিয়া, ত্রাণ সম্পাদক সাদিকুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, সহ-অর্থ সম্পাদক আবু সানি, সদস্য অন্তর চন্দ্র সরকার, মহিউদ্দিন রিয়েল ও নয়ন মিয়া প্রমুখ।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



রোহিঙ্গা ক্যাম্পে আগুন

প্রকাশিত:রবিবার ০৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ৩টায় ক্যাম্পের ‘বি’ ও ‘ই’ ব্লকে এই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৫০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, আজ দুপুরে ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম ও জেলা হেড কোয়ার্টার থেকে আরও দুটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।


আরও খবর



মধুপুরে শ্রী শ্রী মদন গোপাল দেব বিগ্রহ মন্দিরের কার্যকরী পরিষদের নির্বাচন

প্রকাশিত:শনিবার ১১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের মধুপুরের শ্রী শ্রী মদন গোপাল দেব বিগ্রহ মন্দিরের কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ মার্চ) সকাল ১০টায় শ্রী শ্রী মদন গোপাল মন্দিরের নিজস্ব ভবনে  ভোট গ্রহন শুরু হয়ে  চলে  বিকেল চারটা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ২১৪ জন এবং  প্রার্থীর সংখ্যা  ৩৫ জন। সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ- সাধারণ সম্পাদক পদে ৩ জন,প্রচার সম্পাদক পদে ২ জন, সমাজ কল্যাণ পদে ২জন,পাঠাগার পদে ২জন, কার্যকরী সদস্য পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।



নির্বাচনের দায়িত্বপালন করেন উপদেষ্টা মন্ডলী / নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা শ্রী মধুসূদন সাহা, উপদেষ্টা শ্রী দুলাল চন্দ্রসাহা, ডাঃ জহর লাল চৌধুরী, শ্রী বিধুভূষণ মজুমদার, শ্রী ভানুরাম সাহা, শ্রী সাধন মজুমদার, অধ্যাপক মানিক চন্দ্র বসু। সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে বলে জানান  উপদেষ্টা মন্ডলী/ নির্বাচন কমিশন এর প্রধান উপদেষ্টা শ্রী মধুসুদন সাহা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন মধুপুর থানার এস, আই, মামুনুর রশিদ, এস, আই, মেহেদী হাসান,এস আই আনিছুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



নবীনগরে পৃথক অভিযানে ১টি ড্রেজার মেশিন জব্দ সহ ৮টি মামলায় ও অর্থদন্ড

প্রকাশিত:শুক্রবার ০৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনভর পৃথক তিনটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ড্রেজার মেশিন জব্দ সহ  ১৭৫০০ টাকা অর্থদন্ড করে।

২ মার্চ বৃহস্পতিবার তিতাস নদীতে লাইফ জ্যাকেটবিহীন  স্পীডবোট চলায় ও অতিরিক্ত যাত্রী বোঝাই করে নৌযান চলাচল করায় অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী ০৮ টি মামলায় এ অর্থদন্ড করেন নবীনগর সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। এছাড়াও নবীনগর পশ্চিম মধ্যপাড়ায় অবৈধ ভাবে ড্রেজার চালানোর দায়ে ঘটনাস্থলে কাউকে না পেয়ে ঐ ড্রেজার মেশিনটি জব্দ করে।

এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা জাহান জানান,জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর