Logo
আজঃ রবিবার ১১ জুন ২০২৩
শিরোনাম

এমবিএ সম্পন্ন করলেন মাহমুদউল্লাহ

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক ;পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। একই দিনে সাকিব আল হাসানও গ্র্যাজুয়েট হয়েছিলেন। যেখানে সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ এমবিএ করলেন।

তবে সমাবর্তনের দিন দুয়েক পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খুশির সংবাদ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন রিয়াদ। এমবিএ সম্পন্ন করার খবর জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সবসময় চেষ্টা করেছি ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় অংশ গ্রহণ করতে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য সহজ ছিল না, তবে এআইইউবি (একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়) থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি।'

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের কারণে নিজের এমন আনন্দের দিনটায় কনভোকেশনে উপস্থিত হতে পারেননি মাহমুদউল্লাহ।


আরও খবর



তানোর পৌরসভায় মেয়র ভায়ের উন্নয়নের নামে ধাপ্পাবাজি

প্রকাশিত:শনিবার ১০ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ২০জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর পৌর মেয়র ইমরুল হকের ভাই সোহেল রানা গত অর্থ বছরের উন্নয়নের কাজ করেছেন ধাপ্পাবাজি দিয়ে বলে অভিযোগ উঠেছে। প্রায় ৭ লাখ টাকার কাজ শহরের ঠিকাদারের কাজ থেকে আগ্রিম ১০% লাভ দিয়ে একেবারে নিম্মমানের ড্রেন ও কার্লভাট নির্মান করেছেন। ড্রেন ও কার্লভাট নির্মানের সময় এলাকাবাসি বাঁধা দিয়ে বন্ধ করে দিলেও মেয়রের ভাই সোহেল রানার লাঠিয়াল বাহিনী দিয়ে কাজ শেয করেছেন। কার্লভাট নির্মানে তিন নম্বর ইট ও পুরাতন ঝং ধরা যত সামান্য রোড দিয়ে ঢালায়ের কাজ শেষ করেছেন। আবাাা নিচের ঢালায়ে কোন রড ব্যবহার করা হয়নিি। মেয়র ও তার ভায়ের এমন চাপাবাজির উন্নয়নে চরম ভাবে ক্ষুব্ধ জনসাধারন। দীর্ঘ  দিন ধরে মেয়র ও সহকারী প্রকৌশলী অফিসে না আসার সুযোগে এমন অনিয়মের কাজ করেছেন বলে পৌরসভার একাধিক কর্মকর্তা রা নিশ্চিত করেন। ফলে কাজগুলোর বিষয়ে ডিডিএলজি ও স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের সরেজমিন তদন্তের দাবি তুলেছেন।জানা গেছে, গত অর্থ বছরে এডিবি প্রকল্পের কাজ পায় শহরের ঠিকাদার। কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয়নি। তার কাছ থেকে ১০% অগ্রিম লাভ দিয়ে কাজ কিনেন মেয়রের ভাই সোহেল রানা। গত অর্থ বছরের কাজ হলেও গত প্রায় ১৫ দিন ধরে মেয়র ও সহকারী প্রকৌশলী না থাকার সুযোগে একেবারে নিম্মমানের ইট ও ঝং ধরা যত সামান্য রোড দিয়ে কাজ সেরেছেন বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়রা জানান, গত কয়েকমাস আগে তালন্দ সুমাসপুর পার হয়ে মুল রাস্তার দক্ষিনে ড্রেন নির্মান করা হয়। নির্মানের সময় এলাকাবাসী বাঁধা দিলেও কোন লাভ হয়নি। জীবনে এমন ড্রেন নির্মান দেখিনি। কিন্তু এবার দেখলাম।পৌরসভার বেশকিছু কর্মকর্তারা নাম প্রকাশ না করে জানান, পৌরসভার কোথায় কি করা লাগবে সবকিছুই করে থাকেন মেয়রের ভাই রানা। মেয়র শুধু চেয়ারেই বসেন। কাকে হাট দিতে হবে, কোন কাজ কাকে কিভাবে দিতে হবে সবকিছুই করে থাকেন রানা। মেয়র নির্বাচিত হওয়ার পর পাকা  ফ্লাট বাড়ি করছেন রানা। তার ভাই মেয়র হওয়ার পর কেন বাড়ি করতে লাগলেন। এমন নানা প্রশ্ন তালন্দ বাসীর। এটা সবার প্রশ্ন ভাই মেয়র হতে না পারলে ফ্লাট বাড়ি হত না।তালন্দ বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, সার ব্যবসায়ী মোহাম্মাদ আলী বাবুর বাড়ির সামনে মাটির রাস্তায় কার্লভাট তৈরি করা হয়েছে। তিন নম্বর ইট দিয়ে কাজ করছিল কুঠিপাড়া গ্রামের ফটিক। বাঁধা দিলেও কাজ হয়েই গেল। শুধু তাই না ঢালায়ে পুরাতন ঝং ধরা সামান্য রোড দিয়ে ঢালায় দেওয়া হয়েছে। নিচের ঢালায়ে রোড দেওয়া হয়নি।এক ঠিকাদার জানান, কার্লভাট আর ড্রেনের কাজ কিনে করা হয়েছে। দরপত্রে কাজ পেয়ে করলেও লোকসান গুনতে হচ্ছে। আর মেয়রের ভাই ইচ্ছেমত দায় সারা কাজ করল। যা সরেজমিমে তদন্ত করলেই ভয়াবহ অনিয়ম ধরা পড়বে।কাজ করা ফটিক জানান, আমার কাজ না বলে দায় সারেন।মেয়রের ভাই সোহেল রানা জানান, ফটিকরা কাজ কিনে করছে। আপনি নাকি কিনেছেন জানতে চাইলে তিনি জানান এসব অপপ্রচার।মেয়র ভারতে, সহকারী প্রকৌশলী হজ্বে,প্যানেল মেয়র আরব আলী জানান, কাজের বিষয়ে অজানা।


আরও খবর



হজযাত্রীদের ভিসা ইস্যু না করায় ৯০ এজেন্সিকে শোকজ

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ধর্ম মন্ত্রণালয়ের বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা ইস্যু না করায় ৯০টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ রোববার এ নোটিশটি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সময় শেষ হয়ে হলেও বেসরকারি প্রায় ৪৯ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি। এ পরিস্থিতিতে গত ৩১ মে চিঠি দিয়ে তিন দিনের মধ্যে হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এজেন্সিগুলো সেই নির্দেশনা মানেনি।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, চলতি বছর হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিকে তিন দিনের মধ্যে স্ব স্ব এজেন্সির হজযাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত নিবন্ধিত হজযাত্রীদের ভিসা ইস্যু করা হয়নি, যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় অসহযোগিতার সামিল। এ ধরনের অব্যবস্থাপনা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করেছে। সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে। এ ঘটনা ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’র পরিপন্থী। এতে এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

নোটিশে এসব হজ এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’র ১৩ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই জবাব আগামী তিন দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে দাখিল করার অনুরোধ জানানো হয়।


আরও খবর



হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটকে ব্যক্তিগত এবং সুরক্ষিত রাখতে নতুন চ্যাট লক চালু করছে। নতুন বৈশিষ্টটি ব্যবহারকারীদের ‘গোপন চ্যাট’কে সুরক্ষার একটি অতিরিক্ত স্তরে আড়াল করে রাখবে।

এই ‘লকড চ্যাট’-এর সঙ্গে সম্পর্কিত যেকোনো নতুন বিজ্ঞপ্তি লুকানো থাকবে এবং ব্যবহারকারীদের তাদের ডিভাইসের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক তথ্য (যেমন, ফিঙ্গারপ্রিন্ট চাট বা ফেসিয়াল রিকগনিশন) ভেরিফাই করতে হবে।

একটি ব্লগ পোস্টের মাধ্যমে নতুন বৈশিষ্টটি চালু করার সময়, হোয়াটসঅ্যাপ বলেছে, ‘আমরা মনে করি এই বৈশিষ্টটি সেই সমস্ত ইউজারদের জন্য দুর্দান্ত হবে যাদের পরিবারের সদস্যদের সঙ্গে মাঝে মধ্যেই তাদের ফোনটি শেয়ার করতে হয়। এই বৈশিষ্টের সাহায্যে আপনি ফোন শেয়ার করলেও আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট গোপনই থাকবে।

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি নতুন বৈশিষ্ট্য ঘোষণা করে এবং এটি কীভাবে কাজ করবে তা দেখানোর জন্য একটি ভিডিও প্রকাশ করেছে। হোয়াটসঅ্যাপ আগামী কয়েক মাসে চ্যাট লকের আরও বিকল্প যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে আপনার ডিভাইসে চ্যাট লক করার ক্ষমতা এবং আপনার লক করা চ্যাটের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করার ক্ষমতা অন্তর্ভুক্ত থাকবে যা আপনার ফোনের পাসওয়ার্ড থেকে আলাদা হবে৷ নতুন চ্যাট লক বৈশিষ্টটি iOS এবং Android উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে।


আরও খবর



সর্বজনীন পেনশন চালু হচ্ছে আগামী অর্থবছর

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:দেশের সব শ্রেণির মানুষকে পেনশনের আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রবাসীরাও এই পেনশন সুবিধা পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করার সময় পেনশন কর্মসূচি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, জাতীয় সংসদে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ পাস হয়েছে। ২০২৩-২৪ অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে। প্রস্তাবিত স্কিমে অন্তর্ভুক্ত হলে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের বেশি বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর পর্যন্ত চাঁদা দেওয়া সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। এতে প্রবাসীরও অংশগ্রহণ করতে পারবেন। পেনশনে থাকাকালীন ব্যক্তি ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মারা গেলে নমিনি ৭৫ বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন।

অর্থমন্ত্রী আরও বলেন, চাঁদাদাতা কমপক্ষে ১০ বছরের চাঁদা দেওয়ার আগেই মারা গেলে জমা করা অর্থ মুনাফাসহ নমিনিকে ফেরত দেওয়া হবে। চাঁদাদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ হিসাবে উত্তোলন করা যাবে। পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য হবে ও এর বিপরীতে কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে।

২০২৩-২০২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট আজ জাতীয় সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও খবর



ইউক্রেনের দাবি, রাশিয়ার ২ লাখ সেনা নিহত

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার দুই লাখ ৮ হাজার সেনা নিহত হয়েছে। আজ শুক্রবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে বিভিন্ন সূত্র রাশিয়ান সেনা হতাহতের সংখ্যা ভিন্ন ভিন্ন প্রকাশ করেছে। গত মে মাসে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গত ডিসেম্বর থেকে যুদ্ধে রাশিয়ার আনুমানিক এক লাখের বেশি সেনা হতাহত হয়েছে।

সেইসময় ক্রেমলিন যুক্তরাষ্ট্রের এ দাবি উড়িয়ে দেয়। মস্কোর এক মুখপাত্র জানান, সঠিক হতাহতের সংখ্যা জানানো কোনো উপায় নেই যুক্তরাষ্ট্রের।

এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সরকারিভাবে তাদের হতাহত সেনার সংখ্যা প্রকাশ করে। সেখানে বলা হয়, এই সংখ্যা ছয় হাজারের একটু বেশি।

এদিকে বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বিপজ্জনক পর্যায়ে অবস্থান করছে। গত মাসেই শুধু ইউক্রেনের রাজধানী কিয়েভে ১৭ বার সিরিজ হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। অন্যদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিরল ড্রোন হামলার ঘটনা ঘটেছে।


আরও খবর