Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

এইচএসসি পরিক্ষার্থীকে প্রকাশ্যে পেটালো পুলিশ ক্ষুব্ধ তানোরবাসী

প্রকাশিত:বুধবার ২৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

আব্দুস সবুর ,তানোর ;রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার চোলায়মদ উদ্ধারের স্বাক্ষী হতে অপরগতা প্রকাশ করায় এক এইসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউল ইসলামের বিরুদ্ধে। গত সোমবার ঘটে ঘটনাটি। এখবর ছড়িয়ে ওই পুলিশের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে পড়েছেন সহপাঠী রা। পুলিশ এমন অনৈতিক কর্মকান্ডে হতাশ শিক্ষক মহল। দ্রুত জড়িত পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তানাহলে পুলিশের ভাবমূর্তি চরম ভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলেও মনে করেন ছাত্র সমাজ।

এঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বিনা দোষে ছেলেকে  মারধরের ঘটনার প্রতিকার চেয়ে এসআই রবিউলের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ওই পরীক্ষার্থীর নাম মেহেদি হাসান (১৭) তিনি পৌর এলাকার মাহালিপাড়া মহল্লার জিয়াউর রহমানের পুত্র। তিনি চলতি বছর মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ হতে এইচএসসি পরীক্ষায় অংশ নিবেন।

 জানা গেছে, গত সোমবার সাড়ে তিনটার সময় নিজ বাড়ি হতে রাস্তা দিয়ে হেটে মুন্ডুমালা বাজারে যাচ্ছিলেন মেহেদি হাসান (১৭)। এমন সময় মাহালিপাড়া নামক স্থানে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউল ইসলাম ও এএসআই সুলতান তার পথ আটকিয়ে  সাদা কাগজে স্বাক্ষর করতে বলেন। তিনি সাদা কাগজে কেন স্বাক্ষর করবেন তা জানতে চান। এ সময় এসআই রবিউল বলেন, এখানে চোলাইমদ উদ্ধার করা হয়েছে। তোকে স্বাক্ষী হতে হবে। এমন সময় মেহেদি বলেন, তিনি একজন ছাত্র তা ছাড়া তিনি কোন মদ উদ্ধার করতেও দেখেনি তাই তিনি স্বাক্ষী হতে অপরগতা প্রকাশ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে এসআই রবিউল তার কলার ধরে প্রথমে গালে দুই তিনটা থাপ্পর লাগান। এতে ক্ষান্ত না হয়ে এসআই পাশে দোকানের কাছে পড়ে থাকা একটি মোটা পাইপ এনে তাকে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে শিক্ষার্থী রোজা অবস্থায় থাকায় তিনি সেখানেই জ্ঞান হারিয়ে নুয়ে  পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায়  তার পরিবারের সদস্যগণ তাকে উদ্ধার করে মুন্ডুমালা স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করান।

 স্থানীয় কয়েকজন জানান, গত সোমবার দুপুরে এসআই রবিউলসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য মাহালিপাড়ায় অভিযান চালাই। এ অভিযানে এক আদিবাসি বৃদ্ধ মহিলার ঘর হতে কয়েক লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ। পরে অন্য একবাড়িতে অভিযান চালাই, সেখানে কোন মদ উদ্ধার করতে পারেনি। তবুও সে বাড়ির অন্য মহিলাকে আটক করে চালান দেয়ার ভয় দেখায় এবং ২০ হাজার টাকা দাবি করেন এসআই রবিউল। বিষয়গুলো নিজচোখে দেখেছেন স্থানীয়রা। তাই মিথ্যে স্বাক্ষী হতে চাইনা কেউ।

মেহেদির পিতা জিয়াউর রহমান বলেন, আমার ছেলে একজন শিক্ষার্থী। তাকে বিনা দোষে এসআই রবিউল যেভাবে পিটিয়ে জখম করেছে তা এভাবে গরুকে মারে না কেউ। তার শরীরের বিভিন্ন স্থানে লাল হয়ে দাগ পরে গেছে। আমি ঘটনার পর তার ছেলের চিকিৎসা সেরে স্থানীয় গণ্যমান্য ও পৌরসভার মেয়রকে তার শরীরের বিভিন্ন স্থান দেখায়েছি। এছাড়াও মঙ্গলবার বিকেলে ছেলেকে মারধরের প্রতিকার চেয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছি।

এবিষয়ে মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান বলেন, শিক্ষার্থী মেহেদি হাসানকে অন্যায় ভাবে পিটিয়েছে এসআই রবিউল শুধু তাই নয়। পৌর এলাকাসহ আশপাশে এমন আরো ঘটনা রয়েছে এসআই রবিউল এর বিরুদ্ধে। তিনি সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করেন, মোটা অংকের টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়াসহ এমন অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে। তিনি এলাকায় অনেকটা বেপরোয়া হয়ে চলাফেরা করেন।

এসব বিষয়ে অভিযুক্ত এসআই রবিউল ইসলাম বলেন, মেহেদি হাসানকে প্রথমে ভালভাবে বোঝানো হয়েছে। সে চোলাইমদ উদ্ধার করতে দেখে কিন্তু কেন স্বাক্ষী দিবে না। তাই বড় ভাই হিসাবে সাশন করে দুইটি থাপ্পর মেরেছি মাত্র।

মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির আইসি মনিরুল ইসলাম জানান, আমি ছিলাম না, মঙ্গলবার রাতে এসেছি। ঘটনা সম্পর্কে অবহিত না। এখানে কোন অভিযোগ হয়নি।  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হত।

থানার ওসি কামরুজ্জামা মিয়া জানান, আমার জানা মতে আপোষ মিমাংসা হয়ে গেছে। তবে নির্যাতিত শিক্ষার্থীর পিতা জিয়াউর জানান কোন মিমাংসা হয়নি। পুনরায় ওসিকে বলা হয় মিমাংসা হয়নি আপনি কিভাবে বলেন জানতে চাইলে তিনি জানান এব্যাপারে আমার কোন কথা নাই। 

জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ রানার সরকারী মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।






আরও খবর



শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্মের স্বীকৃতি পেল হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিক

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি গবেষণা ও পরামর্শক সংস্থা গার্টনার সম্প্রতি হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিককে অন্যতম শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি গার্টনার প্রকাশিত ‘২০২৩ ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ ফর ডিসট্রিবিউটেড ফাইল সিস্টেমস অ্যান্ড অবজেক্ট স্টোরেজ’ রিপোর্টের মাধ্যমে এ স্বীকৃতি দেয়া হয়। এটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের উচ্চক্ষমতার ভারসাম্যপূর্ণ স্কেল-আউট স্টোরেজ সল্যুশন। গার্টনারের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারিক পর্যায়ের সাতটি ক্ষেত্রের মধ্যে পাঁচটিতেই শীর্ষস্থান অর্জন করেছে ওশানস্টোর প্যাসিফিক।


এ প্রতিবেদন তৈরির জন্য গার্টনার বিভিন্ন জটিল সক্ষমতা ও সাতটি ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি স্টোরেজ প্রোডাক্টের মূল্যায়ন করেছে। এবং তারপর একটি বিস্তৃত রিপোর্ট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। রিপোর্টে বিভিন্ন স্টোরেজ প্রোডাক্টের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। ফলে গ্রাহকদের জন্য এটি একটি অপরিহার্য রেফারেন্স গাইড হয়ে উঠেছে।


প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে হুয়াওয়ে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আর এটা হলো ওশানস্টোর প্যাসিফিকের পণ্যের সক্ষমতার ধারাবাহিক রূপান্তরের একটি মূল কারণ, যাতে করে গ্রাহকদের সব ধরণের ব্যবসায়িক চাহিদা মেটানো সম্ভব হয়।


হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ ডোমেইনের প্রেসিডেন্ট ওয়াং ইডং বলেন, “গার্টনার ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ রিপোর্টে হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অর্জন দেখতে পারা অত্যন্ত আনন্দদায়ক। আমরা বিশ্বাস করি, গ্রাহক-কেন্দ্রিক চিন্তা করে যে উচ্চমানের প্রোডাক্ট তৈরির সক্ষমতা আমাদের রয়েছে, এ স্বীকৃতি তারই প্রমাণ। এই অর্জন আমাদের আরও বেশি কিছু করার উৎসাহ প্রদান করবে। ইয়োটাবাইট যুগে যাতে নতুন নতুন অ্যাপ গ্রহণ করা সম্ভব হয়, সে জন্য আমরা প্রোডাক্ট সক্ষমতার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এবং হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ সল্যুশনের মাধ্যমে ইন্ডাস্ট্রির পার্টনারদের জন্য আরও নির্ভরযোগ্য ও দক্ষ অবকাঠামোর উন্নয়ন ঘটাব।”


ভবিষ্যত-উপযাগী স্মার্ট সল্যুশন্স এর মাধ্যমে পুরোপুরি কানেক্টেড ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির জন্য হুয়াওয়ে’র যে প্রতিশ্রুতি, তারই প্রমাণ হলো হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অসাধারণ অর্জন।


আরও খবর



হিলিতে লালনের গানে মুগ্ধ দশনার্থীরা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের হিলিতে বাউল ফকির লালন শাহের ১০ তম ¯œরণোৎসব উপলক্ষে লালন সঙ্গীত অনুষ্ঠানে লালনের গানে মুগ্ধ দশনার্থীরা। সোমবার রাতে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় হিলি লালন চর্চা একাডেমীর আয়োজনে বাউল ফকির লালন শাহের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালন চর্চা একাডেমীর সভাপতি ফকির আনোয়ার বাউলের সঙ্গীতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় ও কুষ্টিয়ার লালন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।সঙ্গীত অনুষ্ঠান দেখতে ভক্তরা ভিড় জমান। দুর দুরান্ত থেকে ছুটে আসেন লালন সঙ্গীত অনুষ্ঠান দেখতে। বাউল সম্ম্রাট ফকির লালন শাহের সরনে লালনের গান,গ্রামের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই প্রতি বছরের নেয় এই বছরে লালন উৎসব আয়োজন করা হয়েছে। আমাদের এই প্রয়াস বলে জানান বাংলাহিলি লালন চর্চা একাডেমীর প্রতিষ্ঠাতা ফকির আনোয়ার। এইবার লালন সঙ্গীত গান গাইতে দেশের বিভিন্ন এলাকা থেকে লালন অনুসারী আসেন এই অনুষ্ঠানে।

লালনের মর্মবানী গান শুনতে হালকা শীত উপেক্ষা করে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিত ঘটে। লোকজনের বিপুল উপস্থিতিতে ঘটনাস্থল মেলায় পরিনত হয়। বাংলাহিলি লালন চর্চা একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি বাউল ফকির আনোয়ার হোসেন জানান, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে লালন সঙ্গীত হারিয়ে যাওয়ার অবস্থা,সেই বাউল সম্মাট লালনের গান ফিরে আনতে সাধারন মানুষের মাঝে তুলে ধরতে প্রতিবছর এই আয়োজন করা হয়।


আরও খবর



রূপগঞ্জে রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান ফটক,সীমানা প্রাচীর ও ৪র্থ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ২ ,৩ তলা উদ্বোধন করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি।বৃহস্পতিবার সকালে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ভবনটি উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল্লাহ খান মুন্না।

৪ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আবুল হাসনাত ভুঁইয়া হাসু, আওয়ামী লীগ নেতা মোসাদ্দেক হোসেন পান্নু, রূপসী বাগবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক শামীম মাহবুবু, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম পনির খাঁন, সুপার শহীদুল হক,সহ-সুপার মুফতি ওবায়দুল হক।

সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, শহীদ বকুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম ভুঁইয়া, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী হাসান বাবেল প্রমুখ।অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, সবাই উন্নয়ন দেখে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবেন। রূপসী দাখিল মাদ্রাসা এগিয়ে যাচ্ছে। এই মাদ্রাসায় আমার সব ধরণের সহযোগিতা অব্যাহত আছে। মুন্না খাঁন সভাপতি হওয়ার পরে রূপসী দাখিল মাদ্রাসার নতুন ভবন দিয়েছি। প্রধান ফটক নির্মাণ করে দিয়েছি।

সীমানা প্রাচীর নির্মাণ হয়েছে।শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, আপনারা উন্নয়ন পেয়েছেন এখন ছাত্র-ছাত্রীদের ভালো রেজাল্ট করার ব্যবস্থা করেন। আপনারা ভালো রেজাল্ট করলে আরও উন্নয়ন পাবেন। জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।মেয়র হাছিনা গাজী বলেন, সবাই সতর্ক থাকবেন। কোন অপশক্তি যেনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। বিএনপি এ দেশের উন্নয়ন চায় না। রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাথে আমরা আছি।

কোন কাজ বাদ থাকলে আপনারা মুন্না অথবা যে কারও মাধ্যমে আমাকে জানাবেন আমি করে দেবো।রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মুন্না খাঁন বলেন, সবার সহযোগিতায় আমাদের মাদ্রাসা পিছিয়ে নেই। মেয়র মহোদয়ের অনুদানে আমাদের অফিস কক্ষ হয়েছে। আমাদের শিক্ষার্র্থীরা জেলা ,উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ভালো করছে। মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী মহোদয়ের সহযোগিতায়  আমাদের মাদ্রাসায় এখন কোন সমস্যা নেই। সবাই বাপ্পী ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি আমাদের ঈদগার মাঠ সংস্কার করে দিয়েছেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



সারাদেশে ১২ ঘণ্টায় ১২ স্থানে আগুন

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১২৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ সকাল ৬টা থেকে। তবে অবরোধের আগের রাত থেকেই রাজধানীসহ অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে।

বিভিন্ন স্থানের পাওয়া খবর অনুযায়ী ১২ ঘণ্টায় অন্তত ১২টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এটি বিএনপির ডাকা দ্বিতীয় অবরোধ।রোববার ৫ নভেম্বর সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম।

তালহা বিন জসিম বলেন, রাজধানীসহ দেশব্যাপী শনিবার সন্ধ্যা ৭টা থেকে আজ রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত। ১২টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে সাত জায়গায় আগুন লাগানো হয়েছে।

তিনি জানান, এ সময়ের মধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ,গাজীপুর) দু’টি, রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ) একটি, বরিশাল (চরফ্যাশন) একটি, রংপুর (পীরগঞ্জ) একটি ঘটনা ঘটে।

এ ঘটনায় ৯টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।

তিনি আরও জানান, ঢাকাসহ সারাদেশে ৯টি বাসে আগুন, সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন এবং একটি জায়গায় গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেওয়া হয়েছে।


আরও খবর



ভোলায় পারিবারিক বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক গ্রেফতার

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

শরীফ হোসাইন ভোলা (বিশেষ) প্রতিনিধি :ভোলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টুলু (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত টুটুল রাজাপুর ইউনিয়নের রহমান চোকদারের ছেলে। এ ঘটনায় প্রতিপক্ষ ফারুককে দায়ী করেছে নিহতের পরিবার। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যা কান্ডের ৫ ঘণ্টা পর অভিযুক্ত ফারুককে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত টুলু ও অভিযুক্ত ফারুক রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২৪ নভেম্বর শুক্রবার রাতে টুটুল ও ফারুকের স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর সূত্র ধরে ২৫ নভেম্বর ভোরে টুটুল ও ফারুকের মধ্যে আরেক দফা ঝগড়া হয়। এ নিয়ে টুটুল স্থানীয় মেম্বার ইমাম হোসেনের কাছে বিচার দিলে সে মিমাংশা করে দেয়ার আশ্বাস দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা ভাঙ্গা ব্রিজ সংলগ্নে টুটুলকে ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে টুটুলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকার মেম্বার ইমাম হোসেন জানায়, সকাল ৭টার দিকে তিনি জনতা বাজারে গেলে টুটুল তাকে পারিবারিক বিরোধ ও ঝগড়া বিবাদ সম্পর্কে অবহিত করলে সে মিমাংশা করে দেয়ার আশ্বাস দেয়। পরে সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন টুটুলের ছুরিকাঘাতের ঘটনা যানায়।

ঘটনা সম্পর্কে এসআই গোলাম মোস্তফা জানান, তাৎক্ষণিক ভাবে জানা গেছে টুলু ও ফারুক মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে। গতকাল শুক্রবার টুলু ও ফারুকের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। তাদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে ফারুক ছুরিকাঘাতে টুলুকে হত্যা করেছে। ঘটনার পর ফারুক পালিয়ে গেছে। পুলিশ রক্তাক্ত ছুরিও জব্দ করেছে। টুটুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে হত্যাকান্ডের ৫ ঘণ্টা পর সকাল ১১টার দিকে রাজাপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক একাই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মামুন অর রশিদ জানান, ঘটনার পর ফারুক পালিয়ে গেলেও ৫ ঘণ্টা পর তাকে রাজাপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক স্বীকারোক্তিতে সে একাই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানিয়েছে। তবে এ ঘটনায় শুধু ফারুকই জড়িত নাকি অন্য কেউ আছে সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ। এদিকে টুলুর পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর