Logo
আজঃ শুক্রবার ০৯ জুন ২০২৩
শিরোনাম

এবাদতের জোড়ার পর তাসকিন আঘাত, সাকিবের ব্রেকথ্রু

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক ;আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের দেওয়া ৩৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে আইরিশরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে আয়ারল্যান্ড।

৩৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড দারুণ শুরু পায়। উদ্বোধনী জুটিতে ১১.২ ওভারে ৬০ রান তোলেন দুই ওপেনার স্টেফেন ডোহেনি ও পল স্টার্লিং। তবে এরপর সাকিব আল হাসানের ব্রেকথ্রুর পর জোড়া আঘাত করেন এবাদত হোসেন। দলীয় ৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় সফরকারীরা। ডোহেনিকে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচে ফেরান সাকিব। এই ব্যাটার ৩৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৪ রান করেন।

১৩তম ওভারে আরেক ওপেনার স্টার্লিংকে ব্যক্তিগত ২২ রানে সেই মুশফিকের ক্যাচে আউট করেন এবাদত। নিজের পরের ওভারে ফের এবাদতের আঘাত। এবার হ্যারি টেক্টরকে (৩) বিদায় করেন। ক্যাচ নেন মুশফিক। নিয়মিত বিরতিতে উইকেট হারানো আয়ারল্যান্ড ১৬তম ওভারে ফের চোট পায়। এবার তাসকিন আহমেদ সরাসরি বোল্ড করেন দলটির অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিকে (৫)।

এর আগে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় খেলতে নামে দুদল। প্রথমে ব্যাটিংয়ে নামা টাইগাররা সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে। ওয়ানডেতে বাংলাদেশের এটাই সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। এর আগের সর্বোচ্চ ছিল ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ বিশ্বকাপে নটিংহামে সেবার অস্ট্রেলিয়ার ৩৮১ রান তাড়া করতে নেমে এই সংগ্রহ করেছিল বাংলাদেশ।

টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে অবশ্য বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। অধিনায়ক তামিম ইকবাল ব্যক্তিগত ৩ রানে মার্ক অ্যাডায়ারের বলে আউট হন। এরপর দলীয় ৪৯ রানে আরেক ওপেনার লিটন দাস ফেরেন। কার্টিস ক্যাম্ফারের বলে ২৬ রান করা এই ডানহাতি পল স্টার্লিংকে ক্যাচ দেন। আর ২৫ রান করা নাজমুল হোসেন শান্ত অ্যান্ড্রু ম্যাকব্রিনের বলে বোল্ড হন।

দলীয় ৩৮তম ওভারে নড়বড়ে নব্বইয়ে আউট হন সাকিব আল হাসান। দুর্দান্ত ব্যাট করা এই তারকা ৮৯ বলে ব্যক্তিগত ৯৩ রানে গ্রাহাম হিউমের শিকার হন। ৫৩তম ফিফটি পাওয়া এই তারকা ৯টি চার হাঁকিয়েছেন। চতুর্থ উইকেট জুটিতে তিনি তৌহিদ হৃদয়ের সঙ্গে ১২৫ বলে ১৩৫ রান তোলেন।

যদিও তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব। ২০তম ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে মিড অফে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন তিনি। পাশাপাশি ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ও হয়ে গেছে সাকিবের। আর এই ডাবলে সাকিবই দ্রুততম। তিনি পেছনে ফেলেন শ্রীলংকান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদিকে।

৪৬তম ওভারে মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয় আউট হন। যেখানে অভিষেকে দারুণ ব্যাটিং করলেও নড়বড়ে নব্বইয়ে বিদায় নিয়েছেন হৃদয়। তিনি গ্রাহামের বলে ৮৫ বলে ৯২ করে বোল্ড হন। ৮টি চার ও ২ ছক্কা হাঁকান এই ডানহাতি। একই ওভারে এর আগে মুশফিক ২৬ বলে সমান ৩টি চার ও ছক্কায় ৪৪ করে মাঠ ছাড়েন। এই দুজন জুটি গড়ে ৪৯ বলে ৮০ রান তোলেন।

হিউমের চতুর্থ শিকার হওয়া তাসকিন আহমেদ ৭ বলে এক ছক্কায় ১১ রান করেন। আর শেষ ওভারে ইয়াসির আলী ১০ বলে ১৭ করে রান আউট হন।

আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান হিউম। একটি করে উইকেট পান অ্যাডায়ার, ম্যাকব্রিন ও ক্যাম্ফার।


আরও খবর



হাইতিতে ৪.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৪, আহত ৩৬

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:হাইতির পশ্চিমাঞ্চলে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর পাঁচটার পরপরই দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের ১৮৫ মাইল পশ্চিমে গ্র্যান্ড আনজ বিভাগ উপকূলের পাঁচ কিলোমিটার দূরে এ ভূমিকম্প আঘাত হানে।

এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের ভেতর অনেকেই আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হাইতি রেডক্রস জানায়, এখনো যারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে রয়েছে তাদের সন্ধানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছে।

খবরে বলা হয়, হতাহতদের বেশির ভাগই জেরিমি শহরের সেন্ট হেলেনের পার্শ্ববর্তী দরিদ্র এলাকার বাসিন্দা।

গ্র্যান্ড আনজের নাগরিক সুরক্ষা প্রধান ক্রিস্টিন মনকুয়েলা বলেন, ‘নিহতদের তিনজন একই পরিবারের সদস্য। ঘর ধসে পড়ায় তারা প্রাণ হারান।’

ক্যারিবীয় এ দেশটিতে প্রায় ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়। ২০১০ সালে দেশটিতে রিখটার স্কেলে ৭.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়। ভয়াবহ এ ভূমিকম্পের আঘাতে রাজধানী পোর্ট-অ-প্রিন্স ধ্বংসস্তুপে পরিণত হয় এবং ১৫ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

অপরদিকে, হাইতিতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১ জন। দেশটির জনসুরক্ষা–বিষয়ক কর্মকর্তারা সোমবার এ কথা জানান।

অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও গ্যাং সহিংসতার জেরে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশটিতে মানবিক সংকট চলছে। এ অবস্থায় দেশটির ১০ বিভাগের মধ্যে ৭টিই বৈরী আবহাওয়ার কবলে পড়েছে।


আরও খবর



বাবা যাওয়ার সময় অনেক কষ্ট করে গেছেন: ফারুকের ছেলে

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: ‘চিকিৎসাধীন থাকাবস্থায় বাবা বারবার তার প্রিয় মানুষজন ও আপনাদের কথা বলেছেন। তিনি দেশে ফেরার জন্য পাগল হয়েছিলেন। এ বছরের শুরুতে আমাদের এখানে (এফডিসি) আসার কথা ছিল! কিন্তু সেই আসা আর হলো না। আজ আসলাম, তার মরদেহ নিয়ে। আমার বাবাকে আপনারা ক্ষমা করে দিবেন। তিনি যদি কোনো ভুল করে থাকেন বা কারও মনে কষ্ট দিয়ে থাকেন, তার হয়ে আমরা ক্ষমা চাচ্ছি। দয়া করে তাকে আপনারা ক্ষমা করে দিবেন।’ কান্নাভরা কণ্ঠে এভাবেই কথাগুলো বলেন বরেণ্য অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান।

আজ মঙ্গলবার দুপুরে এফডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ‘আপনারা জানেন বাবা অনেকদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ছিলেন। কিছুদিন আগে বাবার শরীর হঠাৎ অসুস্থ হয়ে যায়। তখন মা আমাকে ফোন দিয়ে জানান, সেখানে যাওয়ার জন্য। আমি এই খবর শুনে দ্রুত ছুটে যাই। বাবা হয়তো আমার জন্যই পৃথিবীতে ছিলেন। তিনি যাওয়ার সময় অনেক কষ্ট করে গেছেন। মাকে বারবার বলেছেন, দেশে যাওয়ার কথা। অনেকদিন দেশে বাইরে থাকলে মানুষের মন ছুটে যায় দেশে জন্য। বাবার বেলায়ও তাই হয়েছে।

রওশন বলেন, ‘বাবা তার সহশিল্পী ও আপনাদের কথা প্রায়ই মাকে বলতেন। দেশ থেকে কেউ তার সঙ্গে দেখা করতে গেলে (সিঙ্গাপুরের), তিনি সবার কথা জানতে চাইতেন। আর যখন একটু সুস্থবোধ করতেন তখন তিনি সবাইকে ফোন করতেন। বাবা এই দেশ ও দেশের মানুষকে অনেক ভালোবাসতেন। যারা তার সঙ্গে দেখা করেছেন বা কথা বলতেন, তারা তা বলতে পারবেন। আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করব, বাবাকে ক্ষমা করে দেওয়ার। আর বাবার জন্য সবাই দোয়া করবেন।


আরও খবর

মনোনয়নপত্র সংগ্রহ করলেন ফেরদৌস

বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩




ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) প্রণয়ন করা হয়নি।

তিনি বলেন, এই আইনের অপব্যবহার রোধে তিনি বেশকিছু পদক্ষেপ নিয়েছেন। এ বিষয়ে একটি টেকসই সমাধান দরকার। এই সমাধানের অংশ হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু সংশোধনী আনা হবে।

আজ রোববার রাজধানীর মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ডিজিটাল আইন ও মতপ্রকাশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, সংলাপ ও আলোচনা একটি গণতান্ত্রিক সমাজের চাবিকাঠি। তাই সরকার সমাজের বিভিন্ন অংশ এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পরামর্শ করতে উৎসাহিত বোধ করে। সরকার ডিএসএ’র বিষয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে, তাদের কিছু ইনপুট পেয়েছে এবং এটি পর্যালোচনা করছে।

তিনি বলেন, অনলাইনে নারীদের প্রায়ই হয়রানি করা হচ্ছে, যার সুরাহা হওয়া দরকার। ডিজিটাল স্পেসের যথেচ্ছ অপব্যবহারের মাধ্যমে দেশ, সরকার বা কোনো ব্যক্তির মানহানি করতে দেওয়া হবে না ।

মন্ত্রী বলেন, ‘সময়ের প্রয়োজনে বর্তমানে সমস্ত দেশ ডিজিটাল স্পেসে পরিচালিত হচ্ছে। আমাদের জাতীয় স্বার্থ এবং যারা ডিজিটাল আক্রমণের লক্ষ্যবস্তু ও আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ, তাদের রক্ষা করা দরকার। এ জন্য ডিএসএ দরকার। তাই এ আইন বাতিলের প্রশ্নই আসে না। তবে আইনটি সংশোধনের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। এটি অবশ্যই বিবেচনা করা হবে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, প্রফেসর ড. কাবেরী গায়েন প্রমুখ বক্তব্য দেন।

বক্তব্য শেষে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে আলোচকদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।


আরও খবর



‘এগিয়ে নেই এরদোয়ান , তথ্য ভুয়া দিয়েছে আনাদোলু এজেন্সি’

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে ১৭ শতাংশের ভোট গণনার ওপর বেসামরিকভাবে ফলাফল জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।

আল জাজিরার জানিয়েছে, আনাদোলু এজেন্সি ১৭ শতাংশ ভোট গণনার ওপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একে একে পার্টি ৫৬ দশমিক ৬৭ শতাংশ ভোটে এগিয়ে। অন্যদিকে এরদোয়ানের তুমুল প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুগলুর সিএইচপি পেয়েছে ৩৭ দশমিক ৪১ শতাংশ।

তবে আনাদলু এজেন্সির এমন খবরে বেজায় চটেছে এরদোয়ানের প্রধান বিরোধীদল সিএইচপি। ইস্তাম্বুলের মেয়র একরিম ইমামোগলু ফলাফল ম্যানুপুলেশনের জন্য আনাদোলু এজেন্সির কড়া সমালোচনা করেছেন।

আংকারার মেয়রের সঙ্গে যৌথ বিবৃতিতে ইমামোগলু বলেছেন, তাদের দলের তথ্যানুসারে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে কিলিচদারুগলু এগিয়ে আছেন। তিনি আরও বলেছেন, আমরা আবার আনাদোলু এজেন্সির আরেক মামলার সম্মুখীন। এই এজেন্সির সুনাম শূন্যের নিচে। তাদের বিশ্বাস করা যায় না।

এসময় তিনি অতীতের নির্বাচনের ফলাফল নিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন।

এছাড়া কেমাল কিলিচদারুগলুও এক টুইট বার্তায় বলেছেন, তিনি এরদোয়ানের চেয়ে এগিয়ে আছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, আমরা এগিয়ে।

তবে আল জাজিরা বলছে, এ মুহূর্তে দেশটির নির্বাচনের ফলাফল নিয়ে আগাম বলা অনেক কঠিন। তুরস্কে এবারের নির্বাচনে ৩০টির বেশি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং ১৫০ জনের বেশি স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী মুহাররেম ইনসে লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন।

গত ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন এরদোয়ান। দেশটিতে এতদিন অনেকটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন এরদোয়ান। তবে দেশটিতে আজকে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনেই এবার এরদোয়ানের ভাগ্য নির্ধারণ করে দেবে। কেননা এবারের নির্বাচনে এরদোয়ান বিরোধীদের পক্ষ থেকে সবচেয়ে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে ফলাফল পেতে তিনদিন সময় লাগতে পারে। এছাড়া প্রেসিডেন্ট পদে জিততে হলে একজন প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের অন্তত ৫০ শতাংশ পেতে হবে। নতুবা দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোট নেয়া হবে। এমনটি হলে আগামী ২৮ মে দ্বিতীয়বারের মতো ভোট হবে।


আরও খবর



বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ ১১তম, শীর্ষে দিল্লি

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এলো ভারতের রাজধানী দিল্লি। আর দূষণ মাত্রা কিছুটা কমে ঢাকার অবস্থান এখন ১১তম। আজ বুধবার সকাল ৮টা ৩৯ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ২১৭। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। শহরটির স্কোর হচ্ছে ১৯১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘অস্বাস্থ্যকর’।

রাজধানী ঢাকা রয়েছে ১১তম স্থানে। ঢাকার বায়ুর মানের স্কোর হলো ১৩৮ অর্থাৎ এখানকার বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত রোগ রয়েছে তাদের জন্য ঢাকার বাতাস ক্ষতিকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


আরও খবর