Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

দুর্বৃত্তের গুলিতে টেক্সাসে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত:বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর গুলিতে আসিফ ইমরান (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। টেক্সাস অঙ্গরাজ্যের অরেঞ্জ শহরে লিংক অ্যাভিনিউয়ের ২১০০ ব্লকে গত শনিবার ভোরে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন তিনি। গতকাল সোমবার এ খবর নিশ্চিত করেছেন টেক্সাসের বাসিন্দা নিহত যুবকের আত্মীয় ফেরদৌস বারী।

জানা যায়, গত শনিবার রাত ৩টা ৩৩ মিনিটে আসিফ নিজেই তার গাড়ি চালিয়ে অরেঞ্জ শহরে বাসার কাছে পৌঁছলে একদল দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়ির ভেতরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসিফ ইমরান। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর গাড়ির ভেতর ও বাইরে থেকে ১৮টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আসিফের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরিয়ে দিতে পুলিশ ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করেছে।

ইমরানের খালু ফেরদৌস জানান, আসিফ বাংলাদেশের বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকার জাকির হোসেন নয়নের ছেলে। ১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।

ফেরদৌস আরও বলেন, আসিফ ইমরানের বিয়ের জন্য পারিবারিকভাবে মেয়ে দেখা হচ্ছিল। কী কারণে আসিফকে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আসিফ ইমরানের মরদেহ সেখানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হলে সেখানেই দাফন করা হবে।


আরও খবর



দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে ঢাকা

প্রকাশিত:শনিবার ০৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বাতাসের মান আজ শনিবার ‘খুবই অস্বাস্থ্যকর’। তবে দূষণের মাত্রা গতকালের শুক্রবার চেয়ে বেশি। আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ২৫৫ যা গতকাল ছিল ২২১। ২০০-এর বেশি স্কোর নিয়ে গতকালের মতো আজও একই শ্রেণিতে রয়েছে ভারতের মুম্বাই।

সকাল সাড়ে ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের তালিকায় দেখা যায়, এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং ও উহান, থাইল্যান্ডের চিয়াংমাই, মিয়ানমারের ইয়াঙ্গুন, নেপালের কাঠমান্ডু, পাকিস্তানের লাহোর, চীনের সেনইয়াং এবং হাংঝু।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ছয়টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এরপরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় চার স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি।


আরও খবর



ভারতে ফের বাড়ছে করোনা, চার মাসে সর্বোচ্চ

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;ভারতের প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ফের বাড়ছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। খবর এনডিটিভির।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানানো হয়েছে, নতুন করে ৮৪১ জনের করোনা শনাক্তের মধ্য দিয়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ৩৮৯জনে দাঁড়িয়েছে। দেশটির ঝাড়খন্ড ও মহারাষ্ট্রে একজনের করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

বর্তমানে দেশটির কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক এবং গুজরাটে নতুন করে করোনা রোগীর সংখ্যা সর্বোচ্চ। ভারতে দৈনিক গড় নতুন করোনা রোগী এক মাসে ছয় গুণ বেড়েছে।

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২২০ কোটি ৬৪ লাখ করোনার ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে, ছয় প্রদেশকে হঠাৎ করে বেড়ে যাওয়া ভাইরাল সংক্রমণ নিয়ন্ত্রণের ওপর জোর দিতে বলা হয়েছে।


আরও খবর



তুরাগে মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআই আহত

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৪৮জন দেখেছেন

Image

শফিক আহমেদ: রাজধানীর তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের উপ-পরিদর্শক শাহিনুর রহমান আহত। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরের গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার  বলেন, আজ সন্ধ্যার পর মাদক মামলার আসামি রউফকে ধরতে ফুলবাড়ী এলাকায় যায় শাহিনুর রহমান। এসময় রউফ ধারালো অস্ত্র দিয়ে শাহিনুরকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

তিনি আরও বলেন, মাদক মামলার ওই আসামি নিজেই শাহিনদের ওপর অতর্কিতভাবে হামলা চালান। এসময় তার সাথে আরও তিন/চারজন ছিল। তবে তাদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরে বিস্তারিত জানানো হবে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



ইরানে শত শত স্কুলছাত্রীকে বিষপ্রয়োগ

প্রকাশিত:সোমবার ২৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক; ইরানের এক উপমন্ত্রী গতকাল রোববার জানিয়েছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে কিছু লোক পবিত্র কোম শহরে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগ করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি শিক্ষার্থীদের বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পানাহির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরএনএ বলছে, কোমের স্কুলে শিক্ষার্থীদের বিষপ্রয়োগের ঘটনার পর জানা গেছে কিছু লোক স্কুলে শিক্ষার কার্যক্রম বন্ধ করে দিতে চাচ্ছেন, বিশেষ করে মেয়েদের স্কুল।

স্থানীয় রিপোর্ট বলা হয়েছে, গত বছরের শেষ নভেম্বর থেকে দক্ষিণ তেহরানের কোমে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগের তথ্য আসতে শুরু করে। এদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইআরএনএ জানিয়েছে, তবে এই বিষয়টি গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসে। অসুস্থ শিক্ষার্থীর অভিভাবকরা শহরের প্রশাসনের বাইরে যখন কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যার দাবিতে বিক্ষোভে নামেন।

এরপরের দিন সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি বলেন, শিক্ষামন্ত্রী এবং গোয়েন্দারা এই বিষয়ের তদন্ত করছেন। এই নিয়ে প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মন্তাজেরি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত বছরের ১৩ সেপ্টেম্বর ঠিকমত হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তার হন কুর্দি তরুণী মাশা আমিনি। এরপর তিনদিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় আমিনির। এর জেরে দেশটিতে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। টানা কয়েক মাসের বিক্ষোভে শতশত বিক্ষোভকারী দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন বলে অভিযোগ উঠে।

এমন ঘটনার মধ্যই দেশটিতে স্কুলছাত্রীদের বিষপ্রয়োগের ঘটনা ঘটে।


আরও খবর



প্রশ্ন ফাঁস না হওয়ার কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ১০ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: মেডিকেল প্রশ্নপত্রের সঙ্গে ট্র্যাকিং ডিভাইস যুক্ত করায় প্রশ্ন ফাঁস হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘সারা দেশে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি এবং প্রশ্ন ফাঁসও হয়নি।

আজ শুক্রবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য জোরালো কমিটি হয়েছে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। তারা প্রশ্ন তৈরি করেছেন। ডিজিটাল মাধ্যমে ট্র্যাকিং করে প্রশ্নপত্র প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জিপিএর মান বাড়ানোয় মেডিকেলে ভর্তির পরীক্ষার্থী কমেছে। আগে দুই পরীক্ষা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) মিলিয়ে জিপিএ ৮ পেলে আবেদন করা যেত। এবার তা বাড়িয়ে ৯ করা হয়েছে। যে কারণে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস–এ ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার। আজ সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন ভর্তি–ইচ্ছুক। এ ছাড়া বেসরকারি ৭১টি মেডিকেল কলেজে ভর্তি যোগ্য আসন রয়েছে ৬ হাজার ৭৭২টি। এ বছর ছেলে পরীক্ষার্থী থেকে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর ৫৬ শতাংশ মেয়ে শিক্ষার্থী আবেদন করেছেন তার বিপরীতে ছেলে শিক্ষার্থী ৪৬ শতাংশ।

এ বছর ছাত্রের তুলনায় ছাত্রী পরীক্ষার্থী বেশি। ছাত্রীরা বেশি পরীক্ষা দিচ্ছে প্রায় সাড়ে ১০ হাজার। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৫৪ শতাংশ আর ছাত্র ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর সাড়ে ৪ হাজার শিক্ষার্থী কম রয়েছে।

মন্ত্রী বলেন, ‘একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে থাকলে দেশ এগোতে পারে না। আজ পরীক্ষায় বেশি অংশগ্রহণ বলে দেয় মেয়েরা এগিয়ে যাচ্ছে। পরীক্ষায়ও মেয়েরা বেশি পাস করছে। আমাদের সরকারি হাসপাতালে চিকিৎসক নিয়োগেও মেয়েরা এগিয়ে।


আরও খবর