Logo
আজঃ শুক্রবার ০৯ জুন ২০২৩
শিরোনাম

দৃশ্যমান ইজিপিপির প্রকল্পের নির্মিত রাস্তা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

একেএম শামছুল হকঃ ছবিতে দৃশ্যমান রাস্তাটি কোন টিআর,কাবিখা, কাবিটায় বরাদ্দ দেওয়া প্রকল্পের নয়,,দৃশ্যমান রাস্তাটি সুন্দরগজ্ঞ উপজেলার ধোপাডাঙ্গা হাফিজিয়া ইতিম খানা সংলগ্ন রোস্তম আলীর দোকান হতে পুর্বদিকে বজরুভাটিয়ার বাড়ি পযন্ত ১২শ মিটার রাস্তা ইজিপিপি+এর ১১০দিনের ১ম পর্যায়ে কর্মসৃজন কর্মসূচির দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রুপের ৩৯জন শ্রমিকদের অংশ গ্রহণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সটিক তদারকিতে চলাচলের অযোগ্য রাস্তা সংস্কার করে দৃশ্যমান রাস্তায় রুপান্তর করায় এলাকা বাসি সন্তোষ্টহযেছেন।।


আরও খবর



তানোর পৌরসভা মহিলালীগের ত্রিবার্ষিক সম্মেলনে শিউলি সভাপতি নাসিমা সম্পাদক

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর: রাজশাহীর তানোর পৌরসভা মহিলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে শিউলি রানীকে সভাপতি ও নাসিমা বেগমকে সম্পাদক করা হয়েছে। সোমবার বিকেলের দিকে পৌরসভা মহিলালীগের আয়োজনে গোল্লাপাড়া ফুটবল মাঠে সম্মেলন উদ্বোধন করেন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সোনিয়া সরদার। পৌরসভা মহিলালীগের সভাপতি শিউলি রানীর সভাপতিত্বে  অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এমপি ওমর ফারুক চৌধূরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মারজিনা পারভীন, সম্পাদক এডভোকেট নাসরিক আক্তার মিতা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ সরকার( প্রদিপ), উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন, উপজেলা কৃষকলীগের সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,  তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু,পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি ফজলো রাব্বি ফরহাদ, কলমা ইউপির সেচ্ছাসেবকলীগ সভাপতি তানভীর রেজা প্রমুখ।

সকল অতিথি সম্মেলন স্থান ত্যাগ ও সন্ধ্যার  পর মহিলারা নব মনোনীত সভাপতিকে ধরে বসেন এই বলে যে আমাদেরকে জনপ্রতি ১০০ টাকা করে দেওয়ার কথা, আমাদেরকে টাকা দিতে হবে নইলে স্বামী মারপিট করবে। এক প্রকার বাধ্য হয়ে সবাইকে ৫০ টাকা করে দেয় সভাপতি। কিন্তু যারা একাধিক মহিলাকে সম্মেলনে নিয়ে আসেন সে মোতাবেক টাকা না পেয়ে গালমন্দ করে চলে যান।

উপজেলা সভাপতি সোনিয়া সরদার জানান, আমাকে কোন লোড নিতে হবে না, কিন্তু সবাই চলে গেছে, আমি মঞ্চ, ডেকোরেশন ও মহিলাদের কিভাবে টাকা দিব। আমাকে দায়িত্ব দিলে এমন বিশৃঙ্খলা হত না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসময় পৌর এলাকার মহিলালীগ ও আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন। 


আরও খবর



সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আজ শনিবার বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যা ৭টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র।

এর আগে গত ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতির সঙ্গে এবারই প্রথম সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী৷

জানা গেছে, সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই মূলত সন্ধ্যায় এই সৌজন্য সাক্ষাতের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷

প্রসঙ্গত, রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বিদেশে গেলে সেখান থেকে ফিরে এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে থাকেন।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। এরপর ২৪ এপ্রিল রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


আরও খবর



রোমাকে হারিয়ে ইউরোপার সপ্তম শিরোপা জিতল সেভিয়া

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:চরম উত্তেজনার ম্যাচ শেষে টাইব্রেকারে রোমাকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের রেকর্ড সপ্তম শিরোপা জিতল সেভিয়া। খেলার নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনে শেষ হয়।

ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় সেভিয়া আগে ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি উঁচিয়ে ধরেছিল। ফাইনালে শতভাগ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা। অন্যদিকে, রোমার কোচ জোসে মরিনিয়ো ইউরোপিয়ান প্রতিযোগিতায় আগে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই পেয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। এবার তাকে ফিরতে হলো খালি হাতে, মন বেজার করে।

বুধবার রাতের ফাইনালে হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় মাঠে নামে রোমা ও সেভিয়া। তবে পেনাল্টি শ্যুটআউটে সেভিয়ার চার জন শট নিয়ে সবাই পান সাফল্য। আর রোমার মাত্র একজন জালের দেখা পান, ব্রায়ান ক্রিস্তান্ত।

সেভিয়ার হয়ে অসাধারণ সেভ করে নায়ক বনে যান কাতার বিশ্বকাপে মরক্কোর হয়ে চমক দেখানো গোলরক্ষক ইয়াসিন বোনো।

ম্যাচের ৩৪তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় রোমা। মাঝমাঠে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে সেভিয়ার ইভান রাকিতিচ পজেশন হারান, বল ধরেই মানচিনি দারুণ পাসে খুঁজে নেন দিবালাকে। দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে উচ্ছ্বাসে ভাসান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় সেভিয়া। এরই মাঝে ৫৫তম মিনিটে ভুলটা করে বসেন ডিফেন্ডার মানচিনি। হেসুস নাভাসের একটি বিপজ্জনক ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠান তিনি। স্বস্তির সমতায় ফেরে সেভিয়া। এরপর আর কোনো দল গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত প্রথম ১৫ মিনিটে কোনো দলই পারেনি উল্লেখযোগ্য কিছু করতে। এই পর্বের দ্বিতীয়ার্ধও কেটে যাচ্ছিল সেভাবে। যোগ করা সময়ও পেরিয়ে যায় ১০ মিনিট। একেবারে শেষ মৃহূর্তে সুযোগ পেয়ে যায় রোমা; কিন্তু ইংলিশ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ে হেড ক্রসবারে বাধা পায়।

৪০ ফাউলের (সেভিয়া ২১, রোমা ১৯) ঘটনায় বারবার ছন্দপতন এবং বাড়তি দৈর্ঘ্যের লড়াই শেষে শুরু হয় টাইব্রেকার। যেখানে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ রোমা। তাতে আরও একবার বিজয়ীর বেশে রেকর্ড চ্যাম্পিয়ন সেভিয়া।


আরও খবর



বিএনপি নেতা মজনু রিমান্ডে

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:রাজধানীর পল্টন থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিন এ রিমান্ড আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর শাহিন মিয়া আসামি মজনুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। মজনুর পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ২১ মে মধ্যরাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রফিকুল আলম মজনুকে রাত ১২টার দিকে শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।


আরও খবর

মনোনয়নপত্র সংগ্রহ করলেন ফেরদৌস

বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩




ঝড় বৃষ্টির সঙ্গে ১২ জেলায় মৃদু তাপপ্রবাহের আভাস

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ১২টি জেলায় মৃদু তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী দুই দিন বৃষ্টিপাতের একই প্রবণতা অব্যাহত থাকলেও পরের পাঁচ দিনে তা কমে আসতে পারে। আগামী ২৮ মের পর থেকে তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া খুলনা বিভাগের ১০ জেলা এবং মাদারীপুর ও পাবনার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ২৫টি অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে, ৭৩ মিলিমিটার।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ জানান, ২৮ মে বা এর পর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।


আরও খবর