Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কাঁচা বাজার পরিদর্শন, ব্যবসায়ীকে জরিমান

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:সরকারের নির্ধারিত মূল্যে আলু, পিয়াজ ও ডিমের পাইকারী এবং খুচরা মূল্য যাচাইকরণের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলায় কাচাঁবাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)। এসময় উল্লেখিত পণ্য বেশি দামে বিক্রি করা হলেও ইউএনও’র আসার সাথে সাথে কমে যায় আলুসহ পিয়াজ ও ডিমের দাম। সোমবার (১৮সেপ্টম্বর) দুপুরে উপজেলা শহরের কাচাঁবাজার ও আড়ৎ বাজারে পরিদর্শন করা হয়েছে। কাচাঁ বাজারের ক্রেতা হৃদয় চন্দ্র (৪৫) বলেন, আমি ডোমার কাচাঁবাজারে আলুর দাম করি। বিক্রেতা আমার কাছে ৪২ টাকা কেজি দাম চায়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারে ঢুকলে বিক্রেতা ৪২ টাকার পরিবর্তে আমার কাছে ৩৫টাকা কেজি দরে আলু বিক্রি করে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম (বিপিএএ) বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলু, পেঁয়াজ ও ডিম বেশি দামে বিক্রি হওয়ার অভিযোগে ডোমার বাজারে মনিটরিং করা হয়। তবে মনিটরিংয়ের সময় বেশি দামে বিক্রি করছিল না ব্যবসায়ীরা। পরবর্তী সময়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, ক্রয়-বিক্রয় মূল্যের তালিকা না থাকায় মেসার্স রতন ভান্ডারের আড়ৎদার আব্দুল মালেক বাবুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আল-আমীন রহমানসহ ডোমার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। এরপর দুপুর আড়াইটার দিকে আলু সংরক্ষণাগার শাওন হিমাগারের কতৃপক্ষ ও পাইকারী ব্যবসায়ীদের নির্ধারিত দামে আলু ক্রয়-বিক্রয়ের জন্য সর্তক করা হয়।


আরও খবর



রাজধানীর হাসপাতালে ছাত্রীকে অস্ত্রোপচারের পর যৌন হয়রানি

প্রকাশিত:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানী উত্তরার একটি বেসরকারি হাপাতালে দশম শ্রেণির এক শিক্ষার্থীর অপারেশন করা হয়। অস্ত্রোপচার শেষ হলে চিকিৎসকরা বেরিয়ে যান। এরপর অপারেশন কক্ষেই শিক্ষার্থীকে যৌন হয়রানি করা হয়। এমন অভিযোগ উঠেছে হাসপাতালটির ওটি সহকারীর বিরুদ্ধে। 

অভিযোগে বলা হয়েছে, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ আগস্ট দুপুরে ওই ছাত্রীর অস্ত্রোপচার শেষ হলে ওটি সহকারী তাকে যৌন হয়রানি করেন।

ভুক্তভোগী জানান, অস্ত্রোপচার শেষ হলে চিকিৎসকেরা বেরিয়ে যান। তখন ওটিতে একজন পুরুষ ও একজন নার্স ছিলেন। পুরুষটি ওই নার্সকে কৌশলে বের করে দিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। পরে নার্স ওটিতে ফিরে বলেন, তাকে তো কেউ ডাকেনি।

এ ঘটনায় অভিযুক্তের কঠোর বিচার চান ওই ছাত্রী। পরবর্তীতে যেন এ ঘটনা আর কারও সঙ্গে না ঘটে। 

ভুক্তভোগীর খালা বলেন,  ১৭ আগস্ট বেলা ১টা ২০ মিনিটে আমার ভাগনির অপারেশন করেন ডা. শামিমা হক চৌধুরী। অপারেশনের পর ডাক্তাররা অবজারভেশনে রেখে বেরিয়ে যান। তখন সেখানে রোগী, একজন পুরুষ ও একজন নার্স ছিলেন। ওই অবস্থায় আমাদের ভাগনি সব শুনছিল, টের পাচ্ছিল। কিন্তু নড়াচড়া করতে পারছিল না। লোকটি নার্সকে চালাকি করে বের করে দিয়ে ভাগনির আপত্তিকর স্থানে হাত দেন।

এ বিষয়ে ভুক্তভোগী ২০ আগস্ট হাসপাতালের পরিচালক বরাবর অভিযোগ দেয়। তার স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। 

জানা যায়, এ ঘটনায় হাসপাতালের উপপরিচালক মেজর (অব.) ডা. মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। 


আরও খবর



পাপনের বাসায় সাকিব-হাথুরুসিংহের বৈঠক

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করেছেন শীর্ষ বোর্ড কর্তারা তামিম ইকবাল ইস্যুতে । সংবাদমাধ্যম থেকে জানা যায়, চোট থাকায় বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলার কথা জানিয়েছেন এই ওপেনার। অন্যদিকে তামিমের এই দাবি মানলে বিশ্বকাপে না খেলার হুমকি দিয়ে রাখেন সাকিব আল হাসান।

এই দ্বন্দ্বের কারণে সোমবার রাতে আবারও পাপনের বাসভবনে আলোচনা চলে। এবার বোর্ড সভাপতি পাপন বৈঠক করেন সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। যে আলোচনা শুরু হয় রাত ১১টা ৫০ মিনিটে। বৈঠক শেষে রাত সাড়ে ১২টায় বের হয়ে যান সাকিব।

এর আগে গেল শনিবার তামিম নিজেও জানিয়েছিলেন, তিনি পুরোপুরি ফিট নন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সময় ভুগেছেন অস্বস্তিতে। যে কারণে বিশ্বকাপে সব ম্যাচে খেলতে অপরাগতা জানিয়েছেন তামিম।

এদিকে তামিমের এমন শর্ত নিয়ে অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা করেছেন বোর্ডের নির্বাচকরা। অবশ্য বিশ্বকাপ খেলা নিয়ে তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হয়েছেন সাকিব।


আরও খবর



গাংনী; গৃহবধু জবার সফলতার গল্প

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

গাংনী(মেহেরপুর) প্রতিনিধি:একযুগ আগের কথা মনে হলে গা শিউরে ওঠে গৃহবধু জবার। সংসারে অভাব যেন হা করে গিলে খাচ্ছিল। রাজমিস্ত্রী স্বামীর আয়ে সংসার চালানো ছিল একরকম অভাবের সাথে যুদ্ধ করা। সামান্য কটা টাকা দিয়ে সংসার চালানো তো দূরের কথা সন্তানের চিকিৎসা আর পড়াশোনা যেন আকাশ কুসুম চিন্তা। আজ আর সে অবস্থা নেই জবার। সেলাই মেশিনের চাকার সাথে ভাগ্যের চাকাও সচল। এখন সংসার চলছে স্বাচ্ছন্দ্যে। সেলাই কাজের পাশাপাশি দিয়েছেন মুদি দোকান। দুটি প্রতিষ্ঠান থেকে এখন তার আয় মাসিক অন্ততঃ ২০ হাজার টাকা। আর সেখানে রয়েছে প্রায় ১০ লাখ টাকার মালামাল। জবা খাতুন গাংনীর উপজেলা পরিষদ পাড়ার রাজমিস্ত্রী আব্দুস সালামের স্ত্রী। জবা জানান, তার পিতার অভাবের সংসারে মাধ্যমিকের গন্ডি পেরুনোর আগেই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে তাকে। রাজমিস্ত্রি সালামের সংসারে হাল ধরতে হয়। যে বয়সে বান্ধবীদের সাথে পড়ালেখায় মত্ত্ব থাকার কথা সেই বয়সে রীতিমত অভাবের সাথে যুদ্ধ করতে হয়েছে তাকে। সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় সন্তানের পড়ালেখা আর নিজেদের চিকিৎসা করানো যেন দুঃস্বাধ্য। চোখে মুখে যখন অন্ধকার দেখছিলেন জবা ঠিক সে সময় প্রতিবেশির পরামর্শে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন সেলাই কাজের। কৃতিত্বের সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে একটি এনজিও থেকে ঋণ নেন ১০ হাজার টাকা। ওই টাকা সেলাই মেশিন কেনেন ও কিছু কাপড় ওঠান। শুরু হয় সেলাই কাজ। কিছু দিনের মধ্যে পরিচিত হয়ে ওঠেন জবা। দূর দূরান্ত থেকে মেয়েরা আসেন তাদের জামা কাপড় তৈরী করতে। আর পেছন ফিরে তাকাতে হয়নি তার। প্রতিমাসে সেলাই করে তার আয় হয় অন্ততঃ ২০ হাজার টাকা। এ টাকা দিয়ে সংসারের ব্যায় নির্বাহের পাশাপাশি দোকানে মালামাল কেনা হয়। সেই সাথে একটি মুদি দোকানও দেয়া হয়। দোকানে তার কাজের ও বেচা বিক্রিতে সহায়তা করেন তার স্বামি আব্দুস সালাম ও বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসি। এদিকে বড় মেয়েকে লেখা পড়া তেমন শেখাতে না পারলেও ছোট মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ তৈরী করতেন চান। ছোট মেয়ে ফাতেমাতুজ্জোহরা স্থানীয় সন্ধানী স্কুল অ্যা- কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রি। দোকানে কাজের পাশাপাশি অন্যদেরকেও সেলাই প্রশিক্ষণ দেন জবা। প্রতিমাসেই বেশ কয়েকজনকে প্রশিক্ষণ দেন। এখান থেকেও মোটা অংকের টাকা আয় হয়। সেই সাথে বেকার যুবতীদের হয় কর্মসংস্থান। জবার প্রতিবেশি আরিফা জানান, একসময় জবার খুব অভাব ছিল। সেলাই কাজ শিখে এখন তিনি স্বাবলম্বী। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে সেলাই কাজ করছেন তিনি। একই কথা জানালেন প্রতিবেশি সাথি ও রাণী। তারা সকলেই সেলাই কাজ করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। গাংনী মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন জানান, জবা সেলাই কাজ শিখে তার সংসারে যে স্বচ্ছলতা এনেছেন এটা প্রশংসার দাবীদার। তার কাজ দেখে অনেকেই মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। আবার অনেকেই জবার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে স্বামীর সংসারে স্বচ্ছলতা এনেছেন। শিক্ষিত বেকার যুবতীদের চাকরীর প্রত্যাশা না করে হাতের কাজ শিখে স্বাবলম্বী হবার আহবান জানালেন এই কর্মকর্তা।


আরও খবর



রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযানে দুই হাজার ৮১৭ পিস ইয়াবা, ৫৯ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬৯৮ গ্রাম গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।


আরও খবর

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮ জনই ঢাকার বাইরের। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১২৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৪৩ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ২৮৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯৬৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫১ হাজার ২৮৩ জন। মারা গেছেন ৭৯০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৪৭ জন এবং ঢাকা সিটির বাইরের ২৪৩ জন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ও ৫৬ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড প্রতি সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী প্রাপ্তির মানদণ্ডে দক্ষিণ সিটির ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।


আরও খবর