Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

দোকান বরাদ্দে সাঈদ খোকনের অনিয়ম পায়নি পিবিআই

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ নকশাবহির্ভূত দোকান বরাদ্দে ৩৪ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে। তবে সেই অভিযোগের সত্যতা পায়নি মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের দেওয়া এই প্রতিবেদন গ্রহণ করে সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রতিবেদন গ্রহণ করে সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দেন।

মামলার অপর আসামিরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান ও ওয়ালিদ।

২০২০ সালের ২৯ ডিসেম্বর ঢাকার আদালতে মামলাটি করেছিলেন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর সভাপতি দেলোয়ার হোসেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআই-কে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।


আরও খবর



ওয়ালটন স্মার্ট ফ্রিজ ৬ষ্ট জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃচার বছর পর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র পৃষ্ঠপোষকতায় আবার মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় মহিলা রাগবি। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের আয়োজনে ২৫ মে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ ষষ্ঠ জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতা-২০২৩।পল্টন ময়দানে ১৮টি দলের অংশগ্রহণে চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৮ মে পর্যন্ত। এই প্রতিযোগিতার পাওয়ার স্পন্সর ওয়ালটন স্মার্ট টিভি।প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই সাথে করা হয় টুর্নামেন্টের জার্সি উন্মোচন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), জ্যেষ্ঠ অতিরিক্ত পরিচালক মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী ও যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদসহ অন্যান্যরা।সংবাদ সম্মেলনে জানানো হয় ১টি সার্ভিসেস দলসহ প্রতিযোগিতায় মোট ১৬টি জেলা দল অংশ নিবে। দলগুলো হলো- বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, ফরিদপুর জেলা, চট্টগ্রাম জেলা, গোপালগঞ্জ জেলা, ঠাকুরগাঁও জেলা, মাগুরা জেলা, নড়াইল জেলা, জামালপুর জেলা, দিনাজপুর জেলা, রাজশাহী জেলা, গাইবান্ধা জেলা, টাঙ্গাইল জেলা, হবিগঞ্জ জেলা, বাগেরহাট জেলা ও জয়পুরহাট জেলা।

দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনালে উঠবে। ২৪, ২৫ ও ২৬ তারিখ গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৭ তারিখ হবে দুটি সেমিফাইনাল। আর ২৮ তারিখ হবে ফাইনাল।সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি স্পোর্টসের সবগুলো সেক্টরেই কাজ করার চেষ্টা করছি এবং করেও যাচ্ছি। রাগবির সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক পুরনো। আমরা বিশ্বাস করি আমাদের এই সম্পর্কটা উত্তোরোত্তর আরও বেশি গাঢ় হবে। ফেডারেশন যদি চায় তাহলে আগামী বছর জানুয়ারি মাসেই আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট করে দেওয়ার চেষ্টা করবো আমরা।’

মৌসুম আলী বলেনন, ‘ওয়ালটনকে ধন্যবাদ। তাদের পৃষ্ঠপোষকতায় চার বছর পর আবার আমরা করছি জাতীয় মহিলা রাগবি। এবার ১৫টি জেলা ও একটি সার্ভিসেস দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। বাংলাদেশে ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে নারী রাগবির দিগন্ত। ভবিষ্যতে আরও বাড়বে নারী রাগবি দলের সংখ্যা। এই প্রতিযোগিতার পাওয়ার স্পন্সর ওয়ালটন স্মার্ট টিভি। ইভেন্ট পার্টনার মার্সেল। মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।


আরও খবর



নারায়নগঞ্জের রূপগঞ্জে এক যুবককে আটক করে জোর পূর্বর হত্যা মামলায় আসামী করার চেষ্টা পিবিআই'র

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

 নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি হত্যা মামলাকে কেন্দ্র করে সুজন নামে এক যুবককে ঐ হত্যা মামলায় জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতে আটক করছে নারায়নগঞ্জ পিবিআই । এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পূর্ণিমা শেখ পুলিশের আইজিপি সেল ও সিনিয়র সচিব জন নিরাপত্তা বিভাগ স্বরারাষ্ট্র মন্ত্রনালয়ে একটি লিখিত অভিযোগ করেন।অভিযুক্ত কর্মকর্তার নাম নজরুল ইসলাম (এস আই) তিনি পুলিশ  ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জে কর্মরত রয়েছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মে শুক্রবার পূর্ণিমা জানতে পারে তার স্বামী মো সুজন শেখকে নারায়নগঞ্জ জেলার পিবিআইর সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম আটক করেন। খবর পেয়ে তিনি পিবিআই নারায়নগঞ্জের সাইনর্বোড গিয়ে  , দেখে তার স্বামী খুবই অসুস্থ। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীর সাথে কথা বলে জানতে পারে পিবিআই কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম শারীরিক ভাবে নির্যাতন করেছে। এসময় তার স্বামীকে কেন ধরে এনেছে জানতে চাইলে এস আই নজরুল জানান, সুজনকে একটি হত্যা কান্ডের মামলায় সন্দেহজনক ভাবে আটক করছে।


এ কথা বলতে বলতে তিনি আমার সামনে আমার স্বামীকে অকর্থ্য ভাষায় গালিগালাজ করে। পরে একটি লাঠি দিয়ে বেধড়ক পিটায়। আমি বাধা দেওয়ায় আমাকে ধাক্কা দিলে আমি পড়ে যাই ও আহত হই। মারতে মারতে নজরুল বলেন, তুই স্বীকার কর যে ঐ হত্যা কান্ডে তুই (সুজন) জড়িত।  তা না হলে গাড়ী চাপা দিয়ে তোকে মেরে ফেলব। তারপর সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিব। যার রেকর্ড পূর্ণিমার মোবাইলে রয়েছে।  সুজনের ভাই মজিবর জানান,গত ১ বছর আগে রূপগঞ্জে বরপা এলাকায় এক রাখাল খুন হয়।


এই ঘটনায় এস আই নজরুল গত এক মাস ধরে আমাদের এলাকায় গিয়ে আমার ভাইকে ডেকে এই খুনের হত্যাকারীদের ধরতে সোর্স হিসাবে কাজ করতে চাপ প্রয়োগ করে। কিন্তু আমার ভাই সুজন এই বিষয় কাজ করতে অস্বীকার করলে তাকে এই হত্যা মামলায় আসামী করবে বলে হুমকি প্রয়োগ করে আসছিল। পিবিআই এর কর্মকর্তার ভয়ে আমার ভাই ফরিদপুর গেলে সেখান থেকে গত শুক্রবার আটক করে নিয়ে আসে।পুলিশ সুপার নারায়নগঞ্জ গোলাম রাসেল মোস্তফা গণমাধ্যমকে জানান, এই বিষয়টি আমি অবগত নাই।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



‘পাঠান’র পর আসছে ‘কিসিকা ভাই কিসিকা জান’

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। সাফটা চুক্তির আওতায় আগামী শুক্রবার (১২ মে) ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। এই সিনেমার মধ্যদিয়ে দেশের বাজারে বছরে ১০টি বিদেশি সিনেমা মুক্তির সূচনা হচ্ছে। যা বদলে দিবে এই শিল্পকে- এমনটাই মনে করছেন অনেকে।  

‘পাঠান’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনন্য মামুন বলেন, ‘আমরা সব হলে ছবিটি দিচ্ছি না। যেসব সিনেমা হলের মান ভালো, সেখানেই একমাত্র “পাঠান” চলবে। আর হলগুলো নিয়ন্ত্রণ হবে একটি সার্ভারের মাধ্যমে। এর মধ্যে সিনেপ্লেক্স গুলোতে নিয়ন্ত্রণের বিষয়টি আগে থেকেই আছে।

তবে দেশের যেসব হলে এই প্রযুক্তিটি নেই, সেখানে আমরা নিজস্ব সার্ভার বসাচ্ছি। আর যারা ছবিটি চালাতে চাচ্ছে তাদের বলেছি, হলের পরিবেশটি সুন্দর করার। আশা করি, দেশের দর্শকরা আগামীতে ভালো কিছু পাবে।’

এই নির্মাতা জানান, ‘পাঠান’র পর দেশের বাজারে আসছে বলিউড ভাইজানের নতুন সিনেমা। ফরহাদ সামজি পরিচালিত সালমান খানের ‘কিসিকা ভাই কিসিকা জান’ আনার চেষ্টা চলছে। যার ঘোষণাও আসবে খুব শিগগিরই।

এ প্রসঙ্গে মামুন বলেন, ‘সরকার দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে বিদেশি ছবি আমদানির অনুমতি দিয়েছে- আশা করি, এই সময়ের মধ্যেই দেশের হলগুলো ঘুরে দাঁড়াবে। আর ১০টি ছবির অনুমতি দিয়েছে। “পাঠান” আসার পর তো আরও ৯টি ছবি থাকছে। আমরা এরই মধ্যে পরবর্তী ছবির বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এরপর দর্শক দেখবে সালমান খানের “কিসিকা ভাই কিসিকা জান”। এভাবে বছরজুড়েই থাকছে নতুন ছবি।

এদিকে, ‘পাঠান’র বিপরীতে ওপার বাংলায় যাচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’। অনেকেই ইতিমধ্যে নতুনের সঙ্গে পুরোনো সিনেমার আমদানি-রপ্তানির বিষয়টি নিয়ে কথা তুলেছে।

এ প্রসঙ্গে মামুন বলেন, ‘আমরা ২০১৯ সালে আবেদনটি করি। সেসময় “পাঙ্কু জামাই”-ই নতুন ছবি ছিল। আর এর বিপরীতে কথা হয়েছিল জয়া আহসানের “বিনিসুতোয়”র। সেসময় “পাঙ্কু জামাই” সেখানে মুক্তিও পায়। এরপর আমাদের আনার পালা ছিল। তার মধ্যেই তো করোনা চলে আসল। এখন আমরা “পাঠান” আনছি। তো এখানে নতুন-পুরোনোর কি আছে? আর “পাঠান” নিয়ে কিন্তু দর্শকদের দারুণ সাড়া পাচ্ছি। এরই মধ্যে প্রায় ৮০% টিকিট বিক্রি হয়ে গেছে। এমনটি চলতে থাকলে, দেশের বাজারে অন্যরাও বিদেশি সিনেমা আনতে আগ্রহী হবেন। শুধু তাই না, দেশেও ভালো সিনেমা নির্মাণ হবে।’

অন্যদিকে, ‘পাঠান’ মুক্তির মধ্যদিয়ে চলচ্চিত্র শিল্পে আশার আলো দেখছে হল মালিকরা। তাদের কথায়, দেশের প্রেক্ষাগৃহে বিদেশি সিনেমা মুক্তি পেলে এই শিল্প ও সরকার দু’জনেই লাভবান হবে।

আরও পড়ুন: বিদেশি সিনেমার মুক্তি পেছাতে সংবাদ সম্মেলন

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ভালো ছবি চললে দর্শক হলে আসবেই। আমরা কিন্তু “পরাণ” ও “হাওয়া’র বেলায় বিষয়টি দেখেছি। বিদেশি ছবি যখন বাংলাদেশে আসবে তখন ভালো গল্পের সিনেমা নির্মাণের প্রতিযোগিতাও বাড়বে। ভালো সিনেমা হলে মানুষ হলমুখী হবেই- এটা নিশ্চিত।’

যমুনা ব্লকবাস্টার সিনেমাসের অপারেশন ইনচার্জ এ আই রাজু বলেন, ‘বাংলাদেশে দর্শকদের কমতি নেই। যার প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি। ভালো ভালো সিনেমা দেশে মুক্তি পেলে মানুষ হলে আসবেই। আরেকটা বিষয়, দর্শকরা এখন উৎসব কেন্দ্রিক হলে আসছে। অনেক সিনেমা হলও ঈদকে কেন্দ্র করে চালু হয় আর ঈদ উৎসবের পর তা বন্ধ হয়ে যায়। এখন যদি নিয়মিত বিদেশি সিনেমা দেশে আসে, তাহলে সেই বন্ধ হয়ে যাওয়া হলগুলো পুরোদমে চালু হয়ে যাবে। আর দেশের প্রযোজক ও নির্মাতারা ভালো সিনেমা নির্মাণের সাহস পাবে।’


আরও খবর



রাজধানীতে ৩ থানায় নতুন ওসি

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী, শাহজাহানপুর ও খিলগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়, গোয়েন্দা-মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহা. মাহফুজুর রহমান মিয়াকে পল্লবী থানার ওসি, খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলমকে শাহজাহানপুর থানার ওসি এবং শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লাকে খিলগাঁও থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলামকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।


আরও খবর



তারেক-জোবায়দার বিরুদ্ধে আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে তিন ব্যাংক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।

তারা হলেন, এস এম মুসা করিম, ওবায়দুর রশিদ খান, ইমরান আহমেদ। তারা সবাই এবি ব্যাংকের কর্মকর্তা।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। এদিন তারা আদালতে সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্য শেষে আদালত আগামীকাল মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেছেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৬ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

গত ২১ মে মামলার বাদী দুদকের উপপরিচালক জহিরুল হুদার সাক্ষ্যের মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে গত ১৩ এপ্রিল একই আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এ মামলায় তাদেরকে পলাতক দেখানো হয়েছে। গত বছরের ১ নভেম্বর একই আদালত তারেক ও জোবায়দার বিরুদ্ধে আনা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত বছরের ২৬ জুন হাইকোর্ট তারেক ও জোবায়দাকে ‘পলাতক’ ঘোষণা করে ৪ কোটি ৮২ লাখ টাকার দুর্নীতি মামলা দায়ের ও তার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা পৃথক রিট আবেদন খারিজ করে দেন।

রিট খারিজ করে দেওয়া রায়ে হাইকোর্ট একইসঙ্গে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা এ মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম শেষ করার নির্দেশ দেন।

এছাড়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এ রায় পাওয়ার ১০ দিনের মধ্যে মামলার রেকর্ড ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠাতে বলা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, জ্ঞাত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়ি মারা যাওয়ায় এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।


আরও খবর