Logo
আজঃ রবিবার ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম

দোহার প্রেসক্লাব এর নব-নির্মিত ভবনের উদ্বোধন

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

নূরুল্লাহ খান,নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাব এর নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জয়পাড়ায় দোহার প্রেসক্লাব প্রাঙ্গণে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ নতুন ভবনটির উদ্বোধন করা হয়।

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত এ ভবনটির উদ্বোধন করেন। এসময় দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন, দোহার প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে যা যা করা দরকার আমি তার সবই করবো। ঢাকা জেলার উন্নয়ন আমি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আমি বলবো না জনগণের সব চাওয়া-পাওয়া পূরণ করতে পেরেছি, তবে ঢাকা জেলায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ আমি করেছি। এসকল কিছুর উন্নয়নের দাবিদার আমার নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তার প্রতি চির কৃতজ্ঞ। তিনিই আমাকে এসব উন্নয়ন করার সুযোগ করে দিয়েছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। এ সময় তিনি দোহার প্রেসক্লাব এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দোহার প্রেসক্লাব এর সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, ঢাকা জেলা পরিষদের প্রকৌশলি আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন আহমেদ, দোহার প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি অলি আহম্মেদ,  সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা, দোহার প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ এর দোহার প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান, এনটিভির সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার পারভেজ, একাত্তর টিভির ঢাকা দক্ষিণ প্রতিনিধি ফারুক আহম্মেদসহ দোহার প্রেসক্লাব এর অন্যান্য সাংবাদিকবৃন্দ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বাংলাদেশও প্রয়োজনে কাউন্টার স্যাংশন দেবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিষেধাজ্ঞা যারা দেয়, তাদের দেশের নির্বাচন নিয়েও প্রশ্ন ওঠে। প্রয়োজনে বাংলাদেশও কাউন্টার স্যাংশন দেবে শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে নিজেই সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা মিট দ্য বাংলাদেশ প্রেসের এই আয়োজনের অধিকাংশ জুড়েই ছিল স্যাংশন আর নির্বাচনের প্রসঙ্গ। মার্কিন ভিসা নীতির ঘোর সমালোচনা করে শেখ হাসিনার আশ্বাস, ভয় পাওয়ার কিছু নেই।প্রধানমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে ভোট বানচালের চেষ্টা হলে বসে থাকবে না বাংলাদেশও।

সংবাদ সম্মেলনে সরকার প্রধান আরও বলেন, স্যাংশন দেয়ার ক্ষেত্রে একতরফা দেখলে তো হবে না। শুরুটা কারা করল, সেটা আগে দেখতে হবে। সেটা দেখে স্যাংশন দেওয়া হোক! কিন্তু শুধু যদি আওয়ামী লীগকে টার্গেট করা হয়, তাহলে আমার কিছু বলার নেই। তবে আমি কিন্তু কারও শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসিনি। আমি ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে। কাজেই কে স্যাংশন দিলো, কে দিলো না- তাতে কিছু এসে যায় না। আমার ছেলে তো এখানেই (যুক্তরাষ্ট্র) আছে। সে বিয়ে করেছে, এখানে সম্পত্তি আছে। বাতিল করলে করুক! এতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের তো বাংলাদেশ আছেই।

 তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ অনেক বাধা অতিক্রম করেই সরকারে আছি। জনগণ ভোট দিলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা করলে, তারা সেটাতে স্যাংশন দেবে। আমারও কথা থাকবে, এই বানচালের চেষ্টাটা যেন দেশের বাইরে থেকেও না হয়। দেশের বাইরে থেকে এমনটা হলে দেশের মানুষও স্যাংশন দিয়ে দেবে। 

 এ সময় প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন বানচালের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন তিনি। আর এজন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নির্বাচন ছাড়া ক্ষমতায় আসীন হলে সংবিধান মাফিক সাজার মুখোমুখি হতে হবে বলে জানান সরকারপ্রধান। তিনি বলেন, একমাত্র নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ যদি ক্ষমতায় আসতে চায়, তবে তাদেরকে কিন্তু সাজা পেতে হবে। বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলের আর কোনো সুযোগ নেই।


আরও খবর



ফুলবাড়ী পার্বতীপুর উপজেলার ১০টি ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরন

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর ৫ আসনের ফুলবাড়ী পার্বতীপুর দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশি মাটি ও মানুষের নেতা মোঃ জাকারিয়া জাকির দুই উপজেলার ১০টি ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরন করেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ ফুলবাড়ী শহীদ মিনার চত্তরে ফুলবাড়ী পার্বতীপুর ১০টি ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরন করেন আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশি মাটি ও মানুষের নেতা মোঃ জাকারিয়া জাকির। এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবলীগের নেতাকর্মী, সুধিজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মোঃ জাকারিয়া জাকির বলেন, প্রিয় অনুজদের প্রতি চাওয়া আসুন মাদক থেকে দূরে থাকি পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাই। তিনি আরও বলে, জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে তরুনদেরকে খেলাধুলা ও লেখাপড়ায় মনোযোগ দিতে হবে।


আরও খবর



নবীনগর বাড়িখলা গ্রামে পুকুরে পানিতে ডুবে ভেসে উঠল দুই বোন

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ২৬৫জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জান্নাতুল রাইসা (৫) ও রাইকা আক্তার রাইসা (৪) নামে আপন দুই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ৯ সেপ্টম্বর শনিবার দুপুরে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ওই দুই বোন বাড়িখলা দক্ষিণ পাড়ার সিঙ্গাপুর প্রবাসী মাহাবুবুর রহমান সাইফুল এর সন্তান।সরেজমিনে গিয়ে জানাযায়, প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলেন দুই বোন জান্নাতুল রাইসা(৫) ও রাইকা আক্তার মাইশা (৪) সেখানে থেকে হঠাৎ করে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন বাড়ির উঠানে।

কিছুক্ষণ পর তাদের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। দীর্ঘাক্ষণ খুজে তাদের না পেয়ে পরিবারের সদস্যরা টেনশনে পাড়ে প্রতিবেশীদের ডাক দেন।সবাই মিলে অনেক খোঁজাখুঁজি ও মার্কিং শুরু করেও কোন ফল পাচ্ছিলেন না। পরে তারা নিকটস্থ রাধানগর গ্রামের কয়েকজন জেলেকে বাড়িতে নিয়ে আসেন,এমন সময় তারা বাড়ির পাশে জলাশয়ে ফুটবল ভাসছে দেখে সন্দেহ করে পানিতে নেমে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন।মুহুর্তের মধ্যে মৃত্যু দুই বোনের লাশ দেখে ওই বাড়িতে কান্নার রোল নেমে আসে।

স্থানীয়দের ধারণা, ফুটবল খেলার সময় বলটি পানিতে পড়ে যাওয়ার কারণে নিশ্চয়ই তারা দুই বোন একে একে বলটি আনতে গিয়ে জলাশয়ে নামেন। এরপর পিছলিয়ে সেখানে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।তিন মেয়ে ও এক ছেলে নিয়ে মাহাবুবুর রহমান সাইফুল এর স্ত্রী রূপালি আক্তার গ্রামে বসবাস করতেন। হঠাৎ করে আদরের দুই মেয়েকে হারিয়ে তিনি সহ পুরো পরিবার বাকরুদ্ধ।হঠাৎ করেই গ্রামে এ ঘটনায় বাড়িখলা গ্রামে শোকে মাতম হয়ে আছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



এশিয়া কাপ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ




আরও খবর

সাকিব কবে মাঠে ফিরবেন, জানা গেল

রবিবার ০১ অক্টোবর ২০২৩




গোদাগাড়ীতে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ীতে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজুসহ স্কুলও মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন। আলোচ্য বিষয় ছিল, সকল শিক্ষা প্রতিষ্ঠান দশটা হতে চারটা খোলা রেখে পাঠদান অব্যাহত রাখতে হবে এবং বাল্য বিবাহ নিরোধ, স্কাউটিং গাল গাইডিং অব্যাহত রাখা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন কারিকুলম সঠিকভাবে পালন করা, বিদ্যালয় পরিষ্কার রাখা, ল্যাব ও লাইব্রেরী ভালোভাবে পরিচালনা করা, মিড ডে মিল, শিক্ষার্থীদের ড্রেস, শিক্ষকদের ড্রেস নিশ্চিত করা, এসেম্বলি করা, প্রতিষ্ঠানের ক্যাশ বই,সকল রেজিস্টার, ডেইলি কালেকশন রেজিস্টার আপটুডেট রাখা ও ব্যাংকের মাধ্যমে হিসাব পরিচালনা করা, শিক্ষারমান উন্নয়নে সঠিক মূল্যায়ন নিশ্চিত করার বিষয়ে ব্যাপক আলোচনা করেন। প্রধান অতিথি বলেন ইউএনও আতিকুল ইসলাম বলেন,শিক্ষা প্রতিষ্ঠান দশটা চারটা খোলা রাখা এবং সকল নিয়ম-শৃঙ্খলা সঠিকভাবে পালনের উপর বিশেষ গুরুতর করেন, অনুপস্থিত ক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন, তিনি বিকাল বেলায় আকস্মিক বিদ্যালয় পরিদর্শন করবেন বলে জানান ।এছাড়াও বক্তব্য রাখেন মাটিকাটা কলেজের প্রিন্সিপাল আব্দুল আওয়াল রাজু মইশালবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, বাসুদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদুল হাসান মুকুল।


আরও খবর