Logo
আজঃ রবিবার ১১ জুন ২০২৩
শিরোনাম

ডলার সংকট জানুয়ারির মধ্যে কেটে যাবে: সালমান এফ রহমান

প্রকাশিত:শনিবার ২৬ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; আগামী বছরের জানুয়ারির মধ্যে ডলার সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আজ শনিবার সকালে মেহেরপুরে মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডলার সংকটের ব্যাপারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে দেশে চলমান ডলার সংকট কেটে যাবে।

সালমান এফ রহমান বলেন, ‘বিশ্বজুড়েই এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে। সংকট কত গভীরে পৌঁছাবে কেউ বুঝতে পারছে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ও পরিকল্পনার কারণে দেশ কোনো ধরনের সংকটে পড়বে না।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা বলেন, ‘রমজান মাসের আগে যেসব পণ্য আমদানি করতে হবে সেগুলো নিয়েও কোনো সমস্যা হবে না। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে গেছে। দেশের বাজারে সেই প্রভাব পড়েছে।’

মেহেরপুরের কৃষি-অর্থনীতির বিষয়ে সালমান এফ রহমান বলেন, ‘মেহেরপুর জেলা কৃষিভিত্তিক এলাকা। এখানে নানা ধরনের ফসল উৎপন্ন হয়। দেশের সব এলাকায় শিল্পপ্রতিষ্ঠান করতে হবে এমন কথা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘কৃষি এলাকা নষ্ট করে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করা যাবে না’’। এ এলাকায় একই জমিতে ৩ থেকে ৪ বার ফসল উৎপন্ন হয়।’

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মনসুর আলম খান, পুলিশ সুপার (এসপি) রাফিউল আলম প্রমুখ।


আরও খবর



তালা-কলারোয়ার উন্নয়নের রূপকার এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ. লীগ সরকার দেশকে উন্নয়নের দূর্বার গতিতে এগিয়ে নিচ্ছে। সমগ্র দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে সংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ তালা-কলারোয়ায় ব্যাপক উন্নয়নের কাজ করে চলেছেন। এ দুই উপজেলায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনার সময় যে উন্নয়ন হয়েছে তার বুন্দু মাত্র উন্নয়ন মূলক কাজ বিগত কোন সরকারের আমলে হয়নি। উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তা ঘাট সংস্কার ও নির্মাণ, বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, শিক্ষা সামগ্রী বিতরণ, মসজিদ, মন্দির নির্মাণ ও সংস্কার, স্বাস্থ্য, কৃষি ও মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন আ. লীগের নৌকা প্রতিক নিয়ে বার বার নির্বাচিত সংসদ সদস্য উন্নয়নের রূপকার এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

তিনি ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য হয়েও শেখ হাসিনার সরকারের হাতকে শক্তিশালী করতে বিরামহীন ভাবে কাজ করে চলেছেন। সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ একান্ত সাক্ষাতকারে বলেন, দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন আ. লীগ সরকার দেশ পরিচালনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি সংসদ সদস্য হয়ে এলাকার উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ডের রাস্তায় ইটের সলিং, প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন বাউন্ডারি বিদ্যালয়ের ওয়াশ বøক ক্স বিশুদ্ধ পানির স্থাপন, নতুন নতুন রাস্তা নির্মান রাস্তা পাকা করণ, ড্রেন নির্মাণ, ই সেবা কেন্দ্রে আধুনিক সরঞ্জাম প্রান, ব্রীজ নির্মাণ, বিভিন্ন উন্নয়ন মুলক কাজ তার উদ্যোগে হয়েছে। আর্সেনিক মুক্ত টিউবয়েল স্থাপন। এলাকায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির মাদরাসা, ঈদগাহ ও কবর স্থানে ব্যাপক অনুদান প্রদানের মাধ্যমে তিনি দুই উপজেলাবাসীর কাছে ইউনিয়নে রুপকার হিসাবে নিজের অবস্থান করে মাদক ও সন্ত্রাসমুক্ত করে যাচ্ছি এবং প্রতিটি ইউনিয়ন আধুনিক রূপান্তরিত করার জন্য ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। আসন্ন সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। সকাল হতে শুরু করে রাত-দিন পথে ঘাটে, পাড়া, মহল্লা, হাট বাজারে ও চায়ের দোকানে চলে নির্বাচনী মতবিনিময় ও প্রচার-প্রচারণা। 

এরই ধারাবাহিকতায় তালা-কলারোয়া-১ আসনের নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে জনসংযোগ। তবে এলাকায় উন্নয়নে সাধারণ ভোটারদের মতামত নিয়ে চলে নানা প্রতিক্রিয়া এনিয়ে অনেকের কাছে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছেন এড.মুস্তফা লুৎফুল্লাহ। এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেন, তালা-কলারোয়ার-১ আসন থেকে আমাকে দুই দুই বার নৌকা প্রতিক দিয়েছে এলাকাবাসি আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আমি আমার দুই উপজেলায় মাদকমুক্ত আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব মডেল উপজেলা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি এজন্য অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কষ্ট এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুব কাছ থেকে সাধারণ মানুষের সমস্যা সমাধানে করে যাচ্ছি বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব, বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের সহায়তা করে যাচ্ছি। দীর্ঘদিন যাবত রাজনীতি করে এলাকায় সাধারণ মানুষের স্বার্থে উন্নয়ন মূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। করোনা কালিন সময়ে সরকারি বরাদ্বের পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে সাহায্য সহযোগিতা করেছি। স্থানীয় তরুণ প্রজন্মের জনগণ মনে করেন সব সময় কাছে পাবার জন্য এমন একজন জনবান্ধব এড.মুস্তফা লুৎফুল্লাহ। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উপজেলাবাসী চাইলে আসন্ন সংসদ নির্বাচনে আবারও আমাকে এমপি নির্বাচিত করবেন। আমি আমার সংসদীয় এলাকাবাসীর পাশে আছি ভবিষৎতে ও পাশে থেকে আধুনিক ডিজিটাল উপজেলা গড়ে তুলবো।


আরও খবর



নবীনগরে ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানের আত্মীয়ের ড্রেজার ও ভেকু মেশিন জব্দ

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১২৯জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের লাউরফতেহপুর ইউনিয়নের টানচারা আশ্রয়ণ ও গুচ্ছগ্রামের পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে ফসলি জমি ও সরকারি খাল থেকে মাটি উত্তোলন করে বিক্রির অভিযোগে রাতের আধাঁরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা সহ মাটি খেকুদের জেল জরিমানা করেন উপজেলা নির্বাহী  অফিসার একরামুল ছিদ্দিক।  

১৬ মে মঙ্গলবার  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থল থেকে ০৪ (চার) জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এঅভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন  নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার সহ থানা প্রশাসনের সঙ্গীয় ফোর্স  ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিগণ।এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের নির্দেশে কাজ করার কথা স্বীকার করা তার চাচাতো ভাই ঐ ইউনিয়ন বাশারুক গ্রামের আব্দুর রহমানের  ০৪ টি ড্রেজার, বিপুল সংখ্যক পাইপ ও সরঞ্জামাদি  এবং লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ভাগিনা পরিচয় দেয়া মুরাদনগর উপজেলার গাঙ্গেরকোট গ্রামের মোমেনের ০২ টি এক্সকাভেটর মেশিন জব্দ করা হয়।

উল্লেখ্য ১৫ মে সোমবার বিভিন্ন পত্র পত্রিকায় সরকারি খালের মাটি অর্ধকোটি টাকা অন্যত্রে বিক্রির অভিযোগে এলাকাবাসী ও মাটি খেকুদের মধ্যে সংঘর্ষের আশংকা শিরোনামে সংবাদ প্রকাশ হওয়া সহ স্থানীয় ওয়াড মেম্বার ও এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। 

এবিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক জানান, ফসলি জমি ও সরকারি খাল থেকে অবৈধভাবে ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা সহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। কৃষিজমি ও কৃষকের স্বার্থ রক্ষার্থে এধরনের অভিযান চলমান থাকবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বিরামপুরে পেঁয়াজের কেজি সেঞ্চুরিতে

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: শস্যে ভান্ডার খ্যাত দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদনের পরও এবার পেঁয়াজের কেজি সেঞ্চুরিতে ঠেকেছে। সোমবার (৫ জুন) বিরামপুর পৌর শহরের বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হলেও গ্রামাঞ্চলের বাজারে তা ১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (৫ জুন) সকালে বিরামপুর নতুন বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও মজুদ থাকলেও দাম উর্দ্ধমূখী। পাইকারি আড়ৎদার আফিমুদ্দিন জানান, তিনি প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৮৪ টাকা দরে বিক্রি করছেন। এই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। আবার শহর থেকে গ্রামাঞ্চলে নিয়ে গিয়ে সেই পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।উপজেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী আয়ড়া মোড় বাজারের দোকানী আয়েজ  উদ্দিন জানান, এ বাজারে পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের হেড়মা গ্রামের আবু হোসেন আবু জানান, পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও মজুদ থাকলেও অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বেশী দাম বিক্রি করছে।বিরামপুর কলেজ বাজারে বাজার করতে আসা প্রভাষক মেফতাহুন নাহার কবিতা জানান, শুধু পেঁয়াজ-ই নয় বাজারে সব কিছুর দাম আকাশ ছোঁয়া এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাই প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং করা প্রয়োজন।

এদিকে বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান, বিরামপুর উপজেলায় গত মৌসুমে ৩ হাজার ১৩০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। কৃষি বিভাগের হিসাব মতে, উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ১ হাজার ৮৭ বিঘা জমিতে পেঁয়াজ রোপন করা হয়। এর মধ্যে কৃষি প্রণোদণার আওতায় ১৬০ বিঘা জমিতে আবাদের জন্য কৃষি বিভাগ ১৬০জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে।


আরও খবর



যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত হলে ভয়াবহ বিপর্যয়: চীন

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিয়ে সতর্ক করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। তিনি বলেছেন, সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চায় চীন। এ সময় লি সতর্ক করে বলেন, দুই দেশের মধ্যে সংঘর্ষ হলে বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় নেমে আসবে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়ার শীর্ষ নিরাপত্তা বৈঠকে লি রোববার বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে বেড়ে ওঠার জন্য বিশ্ব যথেষ্ট বড়। চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থা আছে এবং অনেকক্ষেত্রেই ভিন্ন।

তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি ও সহযোগিতা গভীর করার জন্য অভিন্ন ভিত্তি এবং অভিন্ন স্বার্থ অনুসন্ধান থেকে উভয় পক্ষকে আটকে রাখা উচিত নয়। লি বৈঠকে বলেন, এটা অনস্বীকার্য যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি তীব্র সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য একটি অসহনীয় বিপর্যয় নিয়ে আসবে।

বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও চিপ রপ্তানি নিয়ে বিধিনিষেধ ইস্যুতে দেশ দুটির সম্পর্ক ভালো অবস্থানে নেই।


আরও খবর



পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রিয়াসুস সতর্ক করে বলেছেন, বিশ্বকে পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে। এমনকি এটি কোভিড-১৯ মহামারীর চেয়েও মারাত্মক হতে পারে বলে জানান তিনি।

আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম সভায় এক প্রতিবেদন পেশ করার সময় এসব কথা বলেন তেদরোস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘বিশ্বব্যাপী করোনা সম্পর্কিত স্বাস্থ্য জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তবে তা বিশ্বব্যাপী এই ভাইরাসের স্বাস্থ্য হুমকির সমাপ্তি নয়।

তিনি বলেছেন, ‘বিশ্বে করোনাভাইরাসের আরেকটি ভ্যারিয়েন্ট উদ্ভূত হওয়ার হুমকি এখনও রয়ে গেছে। যা নতুন করে এই রোগ ও মৃত্যুর সংখ্যা বাড়াতে পারে। এর ফলে মারাত্মক শঙ্কাসহ নতুন করে আরও রোগজীবাণু উদ্ভূত হওয়ার হুমকিও রয়ে গেছে।

ডব্লিউএইচও’র প্রধান বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অধীনে স্বাস্থ্য-সম্পর্কিত লক্ষ্যগুলো অর্জনের বিরুদ্ধে কোভিড-১৯ উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, যার সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত। এছাড়া করোনা মহামারি ২০১৭ বিশ্ব স্বাস্থ্য সমাবেশে ঘোষিত ট্রিপল বিলিয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতিকেও ক্ষতির মুখে ফেলেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহুান শহরে করোনা ভাইরাসের প্রথম উৎপত্তির খোঁজ পাওয়া যায়। এর কিছুদিনের মধ্যেই পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস।


আরও খবর