Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

ডিসেম্বরেও বাড়ল প্রবাসী আয় ১৭০ কোটি ডলার

প্রকাশিত:রবিবার ০১ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২৩৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; নভেম্বরের পর ডিসেম্বরেও বাড়ল প্রবাসী আয়। সদ্য শেষ হওয়া এই মাসে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ১৮৬ কোটি টাকা (প্র‌তি ডলার ১০৭ টাকা হিসাবে)। নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ৫১ লাখ মার্কিন ডলার।

২০২১ সালের ডিসেম্বরের চেয়ে প্রায় ৭ কোটি ডলার বেশি এসেছে গত বছরের ডিসেম্বরে। ২০২১ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ডলার। আজ রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৩ কোটি ৯৫ লাখ টাকা। সেই হিসাবে এ অর্থবছরের প্রথম ৬ মাসে ২৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার বেশি এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৮৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৭৬ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

ডিসেম্বর মাসেও ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫০ কোটি ১০ লাখ ডলার। এরপরই রয়েছে অগ্রণী ব্যাংকের অবস্থান। ব্যাংকটির মাধ্যমে ৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৭ লাখ ডলার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৮৮ লাখ ডলার এবং ডাচ্‌-বাংলা ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ রেমিট্যান্স বাড়াতে যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোর মধ্যে বৈধ উপায়ে ওয়েজ আর্নার্স রেমিট্যান্সের বিপরীতে আড়াই শতাংশ নগদ প্রণোদনা, রেমিট্যান্স প্রেরণকারীদের সিআইপি সম্মাননা প্রদান, রেমিট্যান্স বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও সহজ করা, পাশাপাশি অনিবাসী বাংলাদেশিদের জন্য বিনিয়োগ ও গৃহায়ন অর্থায়ন সুবিধা দেওয়া, ফিনটেক পদ্ধতির আওতায় আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের সঙ্গে ড্রয়িং ব্যবস্থা স্থাপনে উদ্বুদ্ধকরণ এবং রেমিট্যান্স পাঠাতে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজগুলোর চার্জ ফি মওকুফ করা।


আরও খবর



জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন না জোট হবে না।

শনিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঙ্গিত দেন, দলীয় মনোনয়নে এবার বাদ পড়তে পারেন পুরনো অনেক মুখ। তবে, নতুন কিংবা পুরনো নৌকার টিকিটের জন্য যাকেই বেছে নেওয়া হবে, প্রধান মাপকাঠি হবে জনসম্পৃক্ততা।

তিনি বলেন, জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জোটবদ্ধ ভোট না করার কথাও আমরা বলছি না। প্রয়োজন না হলে জোট হবে না। জোট হয় একটি জোটের বিপরীতে আরেকটি। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাবো?

মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে।


আরও খবর



গোদাগাড়ী সরকারি কলেজে নবাগত অধ্যক্ষর সাথে মতবিনিময় করেছে সাংবাদিকরা

প্রকাশিত:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ী সরকারী কলেজের সদ্য যোগদানকারী অধ্যক্ষ বিসিএস ক্যাডার প্রফেসর মাসিদুল হক সিদ্দিকীর সাথে মতবিনিময় করেছে সাংবাদিকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজের অধ্যক্ষর কক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিমিয় করেন। এ সময় ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা,পৌর প্রেসক্লাব সভাপতি ও প্যানেল মেয়র শহিদুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুকতার হোসেন ও পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ উমরুল হক, সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মজিবুর রহমান,ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক গোলাম রাব্বনীসহ অনন্য বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে নবাগত অধ্যক্ষ প্রফেসর মাসিদুল হক সিদ্দিকীকে সংবর্ধনায় ফুল দিয়ে বরণ করে নেন সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ইসমতআরা এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষক। গোদাগাড়ী সরকারী কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মাসিদুল হক বলেন, দায়িত্ব পালনকালে শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় আরো বলেন যে বিশেষ করে সাংবাদিকরা হলো সমাজের দর্পণ তাদের লিখনীর মাধ্যমে সমাজকে বদলে দিতে পারে এ জন্য সাংবাদিদের সহযোগিতা কামনা করেন।


আরও খবর



মাগুরায় জাসদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে নির্বাচন বন্ধের দাবি

প্রকাশিত:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:দেশের প্রথম রাজনৈতিক সংগঠন , বাংলাদেশ জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ৩১ অক্টোবর , মঙ্গলবার, সকাল ১১ টায়, সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। , বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম মহব্বত আলীর সভাপতিত্বে সভায়  বক্তব্য রাখের জেলা শাখার সাধারন সম্পাদক কাজী জিন্নাতুল নূর, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিষ্ট লীগ মাগুরা জেলার সভাপতি কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাসদ নেত্রী প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক এ.এফ.এম বাসারুল হায়দার বাচ্চু , মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম পিকুল প্রমূখ। বক্তারা বলেন পাতানো নির্বাচনের পায়তারা বন্ধ কর ও সভার সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচনী সরকার গঠন করার দাবী জানান । লুটপাট বন্ধ , বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং দ্রব্যমূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবী জানান ।


আরও খবর



বাগেরহাটে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | ৭৭জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোংলায় ফাতেমা আক্তার ময়না (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) বিকালে মোংলা পৌর শহরের ৭ নং ওয়ার্ড খোসেরডাঙ্গা এলাকার ইসমাইল হাওলাদারের ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন। 

নিহত ফাতেমা আক্তার ময়না ইসমাইল হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া মৃত আঃ জব্বারের পুত্র মো: জাকির হাওলাদার (৪৫) এর ২য় স্ত্রী ও পৌর শহরের মোরশেদ সড়ক এলাকার লোকমান হোসেনের মেয়ে ।

গত মার্চ মাসের ৭ তারিখ সম্পর্কের জেরে জাকির হাওলাদারের সঙ্গে ফাতেমা আক্তার ময়নার বিয়ে হয়েছিল। জাকির হাওলাদারের ১ম স্ত্রীর ঘরে কলেজ পড়ুয়া একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের আত্মীয় ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাত মাস আগে মোংলা পৌর শহরের চাল ব্যবসায়ী জাকির হোসেনের সাথে বিয়ে হয় ফাতেমার। ভাড়া বাসা নিয়ে মোংলার খোসেরডাঙ্গা এলাকায় বসবাস করতেন এই দম্পতী। কিন্তু জাকিরের আগের সংসারে স্ত্রী সন্তান থাকায় প্রতি নিয়ত তাদের মধ্য মন মালিন্য চলে আসছিলো। আজ দুপুরে তারা ফাতেমার কান্নাকাটির শব্দ শুনতে পান। 

নিহত ফাতেমার চাচাতো ভাই সোহাগ বলেন, দুপুরে ফাতেমার স্বামী জাকির তার শাশুড়িকে ফোন দিয়ে বাসায় আসতে বলে। এ সময় তিনি বাসায় আসলে ঘরের বাহির থেকে তালা মারা দেখতে পান, কিছুক্ষন পর জাকির এসে জানায় সে খাবার আনতে গিয়েছিলো বাহির থেকে তালা মেরে। নিহত ফাতেমার মা ও স্বামী গেটের তালা খুলে রুমের ভিতর প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করেন। পরে পুলিশে খবর দেন নিহত ফাতেমার মা আম্বিয়া বেগম।

তবে নিহতের স্বামী জাকির হাওলাদার বলেন, তার সঙ্গে কোনো শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেনি। আমার ছেলের কথার ঘটনার রেশ ধরে সে আমাদের শয়নকক্ষে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও খবর



হোমনায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে নানা আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি কুমিল্লা-০২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন। র‌্যালিতে অংশ

নিয়ে তিনি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিক চাকমার সভাপতিত্বে “সমবায়ে গড়ছি দেশ, স্মাট হবে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য সেলিমা আহমাদ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খান। পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু ও মো. কামাল হোসেন প্রমুখ। শেষে প্রধান অতিথি সেলিমা আহমাদ এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে ভঙ্গারচর আশ্রায়ণ প্রকল্প সমবায় সমিতি ও অনন্তপুর দড়িকান্দি আদর্শ গ্রাম সমাবায় সমিতিকে দুটি সেলাই মেশিন প্রদান করেন।


আরও খবর