
নাজমুল হাসান: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, সড়কের মেইন হোলের ঢাকনা উধাও সহ মশার উপদ্রবে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে ডিএসসিসির নবগঠিত ৬৫ নং ওয়ার্ডের অন্তর্গত আলী মোহাম্মদ খান রোড আদর্শ বাগ এলাকায় নির্মিত নতুন সড়কটি মেরামতের কয়েক মাস যেতে না যেতেই ড্রেনেজ লাইনে প্রায় ৩টি ,বানিয়ারবাগে ৩টি, মাতুয়াইল মেডিকেল থেকে মাতুয়াইল চৌরাস্তা পর্যন্ত ৭ টি ম্যানহোলের ঢাকনা নেই। সড়কগুলো দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার লোকজন।৭ ফুট গভীরতার বড় বড় ম্যানহোলগুলো খোলা থাকায় অহরহ দুর্ঘটনা ঘটছে। তাছাড়া ড্রেনেজ ব্যবস্থার সিষ্টেম ত্রুটিপূর্ণ হওয়ায় প্রধান নালা ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে,ড্রেনগুলোতে জমে থাকা পানির মধ্যে মশার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে পানিনিষ্কাশন,ড্রেনেজ লাইনের উপড় মেইন হোলের ঢাকনা উধাও এবং মশার উপদ্রব বৃদ্ধি পেয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট হচ্ছে প্রতিনিয়ত।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক গুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে,৬৫ নং ওয়ার্ডে লক্ষাধিক লোক বসবাস করে বর্তমানে মেইন হোলের ঢাকনা উধাও, নর্দমার জলজট, মশার উপদ্রব সব কিছু মিলিয়ে কঠিন দুঃসময় পার করছি।
অটোরিকশাচালক ইকবাল জানান, এক সপ্তাহ আগের চার-চারটি ম্যানহোলে ঢাকনা ছিল না। এখন দেখি অনেকগুলোতে নাই। যাত্রী নিয়ে চলতে অনেক অসুবিধা হচ্ছে। রাতে বেশি আতঙ্কে থাকতে হয়।
৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনাম আহমেদ এনাম জানান, মেইন হোলের ঢাকনা গুলো ভারী যানবাহন চলাচল করার কারণে ভেঙ্গে গেছে, সেই ভাঙ্গা ঢাকনাগুলো রাতের
আঁধারে চুরি করে নিয়ে গেছে। অনেক দিন যাবত ভোগান্তিতে রয়েছে ওয়ার্ডবাসী।
অনেকে অভিযোগ দিয়েছেন। স্থানীয় কাউন্সিলর কে বিষয়টি অবগত করেছি। মেরামতসহ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।