Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ঢাকার যেসব মার্কেট-দোকানপাট সোমবার বন্ধ

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৩১৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট, দোকানপাট বন্ধ থাকে। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন মার্কেটে যাবেন আজ। কিন্তু সেই মার্কেট খোলা আছে কিনা তা হয়তো জানেন না। তাই আগে জেনে নিন ঢাকার কোন মার্কেট আজ বন্ধ এবং খোলা রয়েছে। না হলে কষ্ট করে গিয়ে ফিরে আসতে হতে পারে।

 আসুন জেনে নেওয়া যাক সোমবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট সাধারণত বন্ধ থাকে।

 

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট:

আগারগাঁও, তালতলা, শেরে বাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএসএইচ, ওল্ড ডিওএসএইচ, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

 

অর্ধদিবস বন্ধ থাকবে যেসব মার্কেট:

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।


আরও খবর



এনআইডি সেবা ৩৮ ঘণ্টা পর পুরোদমে চালু

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশি নাগরিকদের অন্যতম নথি জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। বর্তমানে সরকারি ও বেসরকারি সেবা পেতে এনআইডি দরকার হয়। ফলে দুদিন ধরে এনআইডির সার্ভার বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন সেবাপ্রত্যাশীরা। প্রায় ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার পুরোদমে চালু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম করা যাচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বন্ধ হওয়া এই সার্ভার বুধবারও পুরোদমে চালু করা যায়নি। তবে বুধবার সকাল থেকে পার্টনার সার্ভিসগুলোর (সেবাদানকারী প্রতিষ্ঠান) জন্য সার্ভার চালু হওয়ায় তারা সেবা দিচ্ছিলেন। তবে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম রাত পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে পূর্ণাঙ্গভাবে সার্ভার চালু হয়েছে।

মঙ্গলবার সকালে হঠাৎ করে রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে এনআইডি সার্ভার বন্ধ করে দেয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ফলে ব্যাংক-বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানসহ ১৭৪টি প্রতিষ্ঠানে সেবা ব্যাহত হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এনআইডি সংশোধন ও স্থানান্তর প্রত্যাশীরা। গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ ছিল।

তথ্যমতে, এনআইডি সার্ভারে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ ভোটারের তথ্য রয়েছে। এছাড়াও রয়েছে ১০ লাখ রোহিঙ্গার তথ্য। এসব তথ্য থেকেই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সেবাগ্রহীতাদের পরিচিতি নিশ্চিত করে নেয়।


আরও খবর



দরপত্র ছাড়াই প্রায় ৪০ লাখ টাকার দূর্নীতির কাজ ক্ষুব্ধ তানোর পৌরবাসী

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৯জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি;কোন ধরনের দরপত্র আহবান করা হয়নি, কোটেশন করা হয়েছে কিনা সেটাও কেউ জানেনা, দরপত্র ছাড়াই প্রায় ৪০ লাখ টাকার দূর্নীতির মাধ্যমে পছন্দের দলীয় ব্যক্তিকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন মেয়র ইমরুল হক। একের পর এক কাজ অনিয়ম করে করা হচ্ছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেন। কোন কিছুর তোয়াক্কা করেন না রাজশাহীর তানোর পৌর মেয়র ইমরুল হক। তিনি নৌকা প্রতীকের মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি। মুলত একারনে কোন কিছুর তোয়াক্কা না করে ইচ্ছে মত কোটেশনে দেখিয়ে একের পর এক ধাপ্পাবাজির কাজ করায় চরম ক্ষুব্ধ পৌরবাসী। এতে করে স্থানীয় সাংসদ, নির্বাহী কর্মকর্তা ও ডিডিএলজি এবং জেলা প্রশাসকের সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি তুলেছেন কাউন্সিলর ও সচেতন নাগরিকরা। নচেৎ মেয়র ইমরুল হকের অনিয়ম কোনভাবেই দূর হবেনা বলে মনে করেন পৌর সচেতন মহল।

সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চাপড়াগ্রামে আলিমের বাড়ির সামনের পুকুরের পূর্ব দিকের প্রটেকশন ওয়াল নির্মাণ হয়ে গেছে। তিন ও দুই নম্বর ইট দিয়ে ওয়াল নির্মাণ হয়ে গেছে। পুকুরের উত্তর সাইডে কাঁদার মধ্যে কয়েকজন মিস্ত্রি ওয়াল নির্মাণের জন্য ঢালায় করছেন। ঢালায়ে যত সামান্য খোয়া ও সামান্য পরিমান সিমেন্ট দিয়ে পঁচা কাঁদার মধ্যে ইট গাতার কাজ করছেন। এক ব্যক্তি বলেন সিমেন্ট দিচ্ছে একাবারেই অল্প, খোয়াতো নাই। কাঁদার মধ্যে ঢালায় দেয়া মিস্ত্রিরা জানান, মুল মিস্ত্রি জাহাঙ্গীর, সে আমাদের কে যেভাবে বলেছে সেভাবে কাজ করা হচ্ছে, এর বেশিকিছু বলতে পারবনা। তাদের সাথে কথা বলতেই আতাউর নামের এক ব্যক্তি বলেন স্বাধীনের পর থেকে পুকুরে প্রটেকশন ওয়াল ও রাস্তা তৈরির জন্য সবাইকে বলা হয়েছিল,  কেউ বাস্তবায়ন করেনি। পৌরসভার প্রয়াত মেয়র এমরান আলী মোল্লা, প্রয়াত ফিরোজ সরকার ও মিজানকেও বলা হয়েছিল কেউ করে দেয়নি। অথচ বর্তমান মেয়র ইমরুল হক প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে প্রটেকশন ওয়াল ও রাস্তা করে দিতে চেয়েছিলেন। সে মোতাবেক তিনি কাজ করছেন। কাজের মান খারাপ হলে কিছু বলতে পারেন, তাছাড়া কোন কথা বলায় ঠিক না স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে পুকুরের প্রটেকশন ওয়াল ও আলিমের বাড়ি থেকে শামিমের বাড়ি পর্যন্ত রাস্তার প্রয়োজন। কারন বর্ষা মৌসুমে অনেকে বের হতে পারেনা। একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে প্রটেকশন ওয়াল নির্মাণ করা হয়েছে। হয়তো বর্ষা মৌসুমে পুকুরে পানি ভর্তি হলে ঢেওয়ে ভেঙ্গে যাবে। প্রটেকশন ওয়াল ও রাস্তা মিলে ঊর্ধ্বে ১৫/২০ লাখ টাকা খরচ হবে কিনা সন্দেহ । কিন্তু প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যাকে বলে মিলেমিশে হরিলুট করা।
কাজের স্থান থেকেই পৌর কার্যসহকারী মাহবুবের কাছে ফোন দেওয়া হলে তিনি সাব জানিয়ে দেন কাজের বিষয়ে আমি কিছুই জানিনা।

কাজ করা পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো কে কাজের স্থান থেকেই মোবাইল করা হলে তিনি বলেন, কাজ পাড়ার লোকজনের চাঁদার টাকাই করা হচ্ছে।অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলমের সাথে মোবাইলে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান অবশ্যই দরপত্রের মাধ্যমে কাজ হচ্ছে। যিনি কাজ করছেন তিনি বলছেন পাড়ার মানুষের চাঁদার টাকায় কাজ হচ্ছে জানতে চাইলে তিনি জানান, সে ভুল বলেছে আগামী রবিবারে অফিসে আসেন সব কাগজ দেখানো হবে বলে দায় সারেন।৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজিমুদ্দিন বলেন, কাজের বিষয়ে আমি কিছুই জানিনা।পৌর মেয়রকে ফোন দিলে তিনি রিসিভ না করায় প্যানেল মেয়র আরব আলীর কাছে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান এসব বিষয়ে কার্যসহকারী  মাহবুর ভালো বলতে পারবেন, তার কাছ থেকে জেনে নেওয়ায় ভালো। কার্যসহকারী মাহবুর সকালে কিছু বলতে না পারলেও বিকেলে বলেন, কোটেশনে রাজিব সরকার হিরো কাজটি করছেন।পৌর মেয়র ইমরুল হকও বিকেলের দিকে ফোন করে বলেন, এডিবি প্রকল্প  থেকে কাজটি হিরো করছেন। রাস্তাটি জরুরি ভিত্তিতে করা প্রয়োজন ছিল এজন্য কোটেশনে করা হচ্ছে। যতখুশি নিউজ করতে পার, আমার কিছুই হবে না, আমি প্রধানমন্ত্রীর সভা শেষ করে গণভবন থেকে বের হয়েছি বেশি কথা বলতে পারবনা।রাজশাহীর স্থানীয় সরকার উপপরিচালক ( ডিডিএলজি) অসিম কুমার বলেন, দরপত্র ছাড়া এত টাকার কাজ করার কোন সুযোগ নেই। খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সুত্রে জানা যায়, গত ২০২২-২৩ অর্থ বছরে তানোর পৌরসভায় ৫৮ লাখ টাকা এডিবি থেকে বরাদ্দ পায়। গত জুন মাসের আগেই এডিবি প্রকল্পের টাকার কাজ শেষ করে জুন ক্লোজিং হয়। কিন্তু কোন কাজ না করে টাকা তছরুপ করার পরিকল্পনা করেন মেয়র। কিন্তু ৫৮ লাখ টাকার কোন দরপত্র আহবান করা হয়নি। সেই এডিবির টাকায় অনিয়ম ভাবে কোটেশনে প্রায় ৪০ লাখ টাকার  দূর্নীতির কাজ করা হচ্ছে, যা তদন্ত করলেই বেরিয়ে আসবে বলে কাউন্সিলরদের দাবি।


আরও খবর



আশঙ্কা নতুন মহামারির, মৃত্যু হতে পারে ৫ কোটি মানুষের

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:এক্স নামে নতুন এক রোগের কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগ করোনাভাইরাসের মতো মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। মৃত্যু হতে পারে পাঁচ কোটি মানুষের। এই রোগকে ‘ডিজিজ এক্স’ বলে সংজ্ঞায়িত করেছে ডব্লিউএইচও।

যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের সাবেক প্রধান কেট বিংহ্যাম ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাতকারে বলেন, নতুন এই ভাইরাস স্প্যানিশ ফ্লু এর মতো প্রভাব ফেলতে পারে। ১৯১৯-২০ সালে বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল স্প্যানিশ ফ্লু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই রোগ-ভাইরাস, ব্যাক্টেরিয়া কিংবা ফাঙ্গাসের মাধ্যমে ছড়াতে পারে। এখনো এই রোগের কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি।

বিংহ্যাম বলেন, ‘১৯২০ সালের মহামারিতে অন্তত ৫ কোটি মানুষ মারা গিয়েছিল. যা প্রথম বিশ্বযুদ্ধেরও দ্বিগুণ। বর্তমান বিশ্বেও এমন ভাইরাসেও এত সংখ্যক মৃত্যু হতে পারে।

এই রোগ থেকে বাঁচতে গণটিকার প্রস্তুতি ও রেকর্ডদ্রুত সময়ে তা সরবরাহ করতে হবে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই ভাইরাসের ২৫ ধরনের গোত্র পেয়েছে। তবে এর ১০ লাখেরও বেশি ভ্যারিয়েন্ট থাকতে পারে।

বিংহ্যাম বলেন, ‘করোনা মহামারির ক্ষেত্রে আমরা হয়তো সৌভাগ্যবান ছিলাম। বিশ্বজুড়ে ২ কোটিরও বেশি মানুষ মারা যাওয়ার পরও আমি একথা বলছি কারণ বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে উছে। কিন্তু ডিজিজ এক্স এর সংক্রমণ হার যদি এমন হয় আর মৃত্যুহার যদি ইবোলার মতো হয় তবে পরিণতি হবে খুবই ভয়াবহ।

ইবোলার মৃত্যুহার ৬৭ শতাংশ। বার্ড ফ্লু ও মার্স ভাইরাসের মৃত্যু হারও এমন। তাই সামনের মহামারি নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিংহ্যাম। তিনি বলেছেন, আধুনিক বিশ্বে মহামারি বাড়ছে। এর মূল কারণ বিশ্বায়ন। বেশিরভাগ মানুষ নগরের দিকে ছুটছে এবং ঘনবসতি বাড়ছে। বনায়ন ধ্বংস ও আধুনিক কৃষিব্যবস্থার কারণেও ভাইরাসেরও নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে।

চলতি বছর মে মাসে প্রথম ডিজিজ এক্স এর কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।



আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধিঃ ৮ সেপ্টেম্বর,জয়পুরহাটে নিজের ১০ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাষন্ড বাবা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। জয়পুরহাট পৌর শহরের তাতি পাড়া রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।গ্রেফতারকৃত সাইফুল ইসলাম একই এলাকার বাবু মিয়ার ছেলে।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মা একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সেই কারণে বাড়িতে কেউ না থাকার সুযোগে সাইফুল তার নিজের ১০ বছরের কণ্যা শিশুকে  ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্না করলে সাইফুল ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলে। পরে শিশুটি তার  মাকে বিষয়টি খুলে বলে।  এ ব্যাপারে শিশুটির মা  বাদি হয়ে জয়পুরহাট সদর  থানায় মামলা দায়ের করলে অভিযুক্তকে পুলিশ  গ্রেফতার করে। 



আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




সৈয়দপুরে শিয়ালের কামরে ১৫ জন আহত

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুরে শিয়ালের কামড়ে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার পৌরসভার ১০ নং ওয়ার্ডের পাটোয়ারী পাড়ায় এ ঘটনা ঘটে।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন সুদর্শন রায় (৩০), নির্মল কুমার (৩৫), আলী হোসেন (৭০), হাবিবুর রহমান (১৫), খাদিমুল ইসলাম (৩০), হাসানুর আলী (৩৪), জুয়েল হোসেন (২৫), আজিজুল হক (৬৫) ও জাহিদ হোসেন (৩০)। বাকি ৬ জনের নাম ও ঠিকানা পাওয়া যায় নি।

প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন জানান , সকাল ৯টার দিকে একটি শিয়াল বাঁশঝাড় থেকে হঠাৎ বের হয়ে যাকে তাকেই কামড়াতে থাকে। এভাবে শিয়ালটি পাটোয়ারীপাড়া স্যলগ্ন খড়খড়িয়া পাড়া, মনছুরের মোড় এলাকার ১৫ জনকে কামড়িয়ে রক্তাক্ত জখম করেছে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে এলাকাবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলেও জানান তিনি।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদা সিদ্দিকা রিয়া জানান , দুপুর ১২টা পর্যন্ত শিয়ালে কামড়ানো আহত রোগীদের ৯জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এর মধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান হাবিব নামের এক কিশোর কে রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে । আহতদের মুখে ও পায়ে শিয়ালের কামড়ের ক্ষত রয়েছে বলে জানান তিনি।


আরও খবর