Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

ঢাকা টেস্টে সাকিব-তাসকিনকে নিয়ে সুখবর

প্রকাশিত:বুধবার ২১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২৪৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক ;ঢাকা টেস্টের আগে সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা জাগে। মূলত পাঁজরের চোট ভোগাচ্ছিল তাঁকে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের পর আর বোলিং করতে পারেননি সাকিব। তাই দ্বিতীয় টেস্টে বোলিং করতে পারবেন কি না সেটা নিয়ে প্রশ্ন ওঠে। সেই চিন্তা দূর করে সাকিবকে নিয়ে সুখবর দিলেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। জানালেন, ঢাকায় দ্বিতীয় টেস্টে বোলিং করবেন সাকিব।

সেই সঙ্গে তাসকিন আহমেদকে নিয়েও দিলেন সুখবর। জানিয়েছেন—চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন ডানহাতি এ পেসার।  

দ্বিতীয় টেস্ট শুরুর আগে সাকিব ইস্যুতে ডোনাল্ড বলেন, ‘সাকিব ঠিকঠাক আছে। সে বল করবে। ওয়ানডে সিরিজের ম্যাচে এখানে কিছুটা চোট পেয়েছিল সে, তবে তা কাটিয়ে উঠেছে। প্রথমত, (একাদশে) তাকে পাওয়া যাবে এবং বোলিংও করবে।’

এরপর তাসকিনের ফেরার বার্তা দিয়ে কোচ বলেছেন, ‘আমার মনে হয়, আগের টেস্টের তিন স্পিনারই এখানে থাকবে। পাশাপাশি তাসকিনকে আমরা স্বাগত জানাব (একাদশে), সঙ্গে খালেদ তো আছেই। এরকম কিছুই সম্ভবত হতে যাচ্ছে। ভালো ব্যাপার হলো, সাকিব বোলিংয়ের জন্য তৈরি এবং উইকেট দেখে যা মনে হচ্ছে, তার অনেক বড় ভূমিকাও থাকবে এখানে।’

তাসকিন এখন পুরোপুরি সুস্থ আছেন বলেও জানালেন ডোনাল্ড, ‘তাসকিন ভালো আছে এবং মাঠে নামতে প্রস্তুত। সে গত টেস্ট ম্যাচও খেলতে চেয়েছিল। তবে ছন্দ ও গতির দিক থেকে তার ঘাটতি ছিল যথেষ্ট। গত সপ্তাহে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতির ব্যাপারটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। গতকাল সে এখানে কাজ পুরোপুরি ভালোভাবে শেষ করেছে এবং লড়াইয়ে নামতে সে পুরোপুরি তৈরি।’

আগামীকাল সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।


আরও খবর



ফুলবাড়ী খাদ্য গুদামে আমন ধান ও চাউল সংগ্রহের শুভ উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৪৬জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে ধান ও চাউল সংগ্রহের ফিতা কেটে শুভ উদ্বোধন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে আমন ধান ও চাউল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাফর আরিফ চৌধুরী। উদ্বোধন শেষে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও মোনাজাত করেন মওলানা রোস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিন অটো রাইস মিলের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈনুদ্দিন, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ মোঃ ইমরান, মাদিলাহাট খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী, ফুলবাড়ী চাল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ সামছুল মন্ডল, ফুলবাড়ী উপজেলা প্রাণ কোম্পানীর ডিজিএম মোঃ জাকারিয়া জাকির, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী সহ স্থানীয় মিল মালিক গ্রুপের সকল সদস্যগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

চলতি বছর সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩০ টাকা ও মিল মালিকদের কাছ থেকে চাউল ৪৪ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করবেন। চলতি বছর ফুলবাড়ী খাদ্য গুদামে ছয়শত পঁচাত্তর মেট্রিক টন ধান ও ২৬৬১ মেট্রিকন টন চাউল ক্রয় করবেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা খাদ্য বিভাগ।


আরও খবর



কলারোয়ার কয়লায় কাত্যায়নী পূজা: পদ্মা সেতুর উপরে মেট্রোরেলে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ায় ৭দিন ব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী কাত্যায়নী পূজা। উপজেলার কয়লা ইউনিয়নের কয়লা দাস পাড়া সনাতন যুব সংঘের আয়োজনে ওই পূজা অনুষ্ঠিত হবে। পূজায় বিশেষ আকর্ষণ রয়েছে-বিশাল জলাশায়ের উপর দিল্লির অক্ষয় ধাম মন্দিরের আদলে ডেকোরেশন দ্বারা মায়ের মন্ডপ তৈরী ও পদ্মা সেতুর উপরে মেট্রোরেলে চড়ে ভক্তদের সুদর্ষন আকর্ষণীয় শাবু দিয়ে নির্মিত প্রতিমা দর্শনে, ডিজিটাল লাইটিং ও আলোক সজ্জা প্রত্যাহ সন্ধা আরতীর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জীবন্ত কাত্যায়নী প্রতিমার ডিসপ্লে। আর এগুলা পরিচালনায় থাকবেন পুতুল সিকদার। কয়লা দাসপাড়া সনাতন যুব সংঘের সভাপতি জয় দাস জানান-এখানে ৬বছর ধরে কাত্যায়নী পুজা অনুষ্ঠিত হতে আসছে। এবছর ভিন্ন ধরনের আয়োজন। সকল ভক্তবৃন্দের নজর কাড়বে। আগামী ১৮ নভেম্বর শনিবার সকাল ১০টা ১৫ মিনিটের পরে শ্রী শ্রী কাত্যায়নী দেবীর ষষ্ট্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশন্ত এবং সায়ংকালে দেবীর বোধন আমন্ত্রণ অধিবাস। তিনি আরো বলেন-বিশ্বজননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ৬দিন ব্যাপী ৬ষ্ট তম শ্রী শ্রী কাত্যায়নী পূজা। জগতের কল্যাণময়ী শ্রীশ্রী কাত্যায়নী দেবী ভক্তের জন্য হৃদয় থেকে অশুভ শক্তি বিনাশ করে যেখানে শুভ শক্তি ও ভক্তির উন্মেষ ঘটানো। কাত্যায়নী দেবীর আবিরর্ভাব হচ্ছে ধরাধামে তাই আমরা কয়লা দাসপাড়া সনাতম সম্প্রাদায় এলাকায় মাতৃভক্তবৃন্দ তার নিকট আধ্যা শক্তির আগমন ও অশুভ শক্তি বিতাড়িত করা এবং শ্রী শ্রী কাত্যায়নী মায়ের আরোধনা করার জন্যই শ্রী শ্রী কাত্যায়নী চ‚জা মন্ডপে দেবীকে আহবান করে পূজা আর্চনার আয়োজন করছি। বর্তমানে শত শত ভক্তবৃন্দ এই কাত্যায়নী পূজা মঞ্চ ও বিশাল জলাশায়ের উপর দিল্লির অক্ষয় ধাম মন্দিরের আদলে ডেকোরেশন দ্বারা মায়ের মন্ডপ তৈরী ও পদ্মা সেতুর উপরে মেট্রোরেলে চড়ে ভক্তদের সুদর্শষ আকর্ষণীয় শাবু দিয়ে নির্মিত প্রতিমা দর্শনে, ডিজিটাল লাইটিং ও আলোক সজ্জা প্রত্যাহ সন্ধা আরতীর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জীবন্ত কাত্যায়নী প্রতিমার ডিসপ্লে দেখার জন্য ভিড় জমাচ্ছে। এতিমধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু পরিদর্শন করেছেন।


আরও খবর



জলঢাকায় দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

( জলঢাকা) নীলফামারী প্রতিনিধি:”পাটের হারানো গৌরব পুনরুদ্ধারে করব পাট চাষ,সোনার বাংলা বিনির্মানে তবে প্রয়োজন পাট আঁশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জলঢাকায় পাট চাষিদের নিয়ে দিনব্যাপী  প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে । 

মঙ্গলবার সকাল থেকে উপজেলা হলরুমে ইউএনও ময়নুল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় সহকারী পরিচালক মো. সোলায়মান আলী, 

নীলফামারী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তৈবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, উপজেলা উপ সহকারী পাট কর্মকর্তা প্রীতম কুমার সরকার প্রমূখ। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক আওতাধীন অনুষ্ঠানে উপজেলার ৭৫ জন কৃষক- কৃষানীর মধ্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়। 

এসময় পাট চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্চুয়াল মিটিং-এ যুক্ত হয়ে বক্তব্যে দেন, পাট অধিদপ্তর- (ডিপিডি) ঢাকা উপ-সচিব ও প্রশিক্ষণ মনিটরিং কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ। তিনি উন্নত পাট উৎপাদন, সংরক্ষণ ও বেশি দাম পাওয়ার উপর বিভিন্ন পরামর্শ দিয়ে বলেন, পাট জাতীয় সম্পদ, অর্থনৈতিতে এর অবদান অপরিসীম,  পলিথিন পরিহার করে পাটের তৈরী পন্য ব‍্যবহার করতে উদ্বুদ্ধকরণ সহ পরিবেশ রক্ষায় এর ভুমিকা আলোকপাত করেন।


আরও খবর



বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মাঠে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১০জন দেখেছেন

Image

সাগর আহম্মেদ,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে হরতাল-অবরোধের নামে বিএনপি- জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ, প্রতিরোধ ও জনগণের যানমাল নিরাপত্তায় বৃহস্পতিবার মাঠে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক এমপি। তাঁর নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে মাঠে ছিল আওয়ামীলীগ।

এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ডাকা তৃতীয় ধাপে ৪৮ ঘন্টা হরতাল-অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈরে সর্তক অবস্থানে মাঠে ছিল জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ। হরতাল-অবরোধের নামে বিএনপি- জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ, প্রতিরোধ ও জনগণের যানমাল নিরাপত্তায় মাঠে নামেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে মন্ত্রীর নেতৃত্বে ঢাকা-টাঙ্গাল মহাসড়কের উপজেলার মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ, চন্দ্রা ত্রিমোড়সহ বিভিন্ন এলাকায় সর্তক অবস্থানে ছিল জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা। এসব এলাকায় শান্তি মিছিল ও সমাবেশ করে হাজার হাজার আওয়ামীলীগের নেতাকর্মী। সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ. ক. ম মোজাম্মেল হক এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শিকদার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদস্য হাবিবুর রহমান ও লোকমান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, পৌর আওমীলীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন শামিম, সাবেক তথ্য ও বিষয়ক সম্পাদক আরিফ হোসেন খোকন, উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হারিজ উজ্জামান হারিজসহ আরো অনেকে।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




হাতীবান্ধায় ওয়াশ ব্লক নির্মাণে অনিয়ম অধিদপ্তরের মাঠে ঠিকাদারের নির্মান সামগ্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৪১জন দেখেছেন

Image
লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায়- ১ কোটি ৭ হাজার ২শ' ২ টাকা ব্যয়ে ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভাঙ্গতে শুরু করেছে পিলার, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাঠে ঠিকাদারের নির্মান সামগ্রী।

জানাগেছে, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ঠিকাদারের সাথে যোগসাজসে নিম্নমানের কাজ করে এবং তড়িঘড়ি করে নির্মান কাজ শেষ করার চেস্টা করছে। কাজ করছেন মেসার্স নূর ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারের বাড়ি কুড়িগ্রাম ও ওই ঠিকাদারের নাম জানা নেই জনস্বাস্থ্য প্রকৌশলীর। হাতীবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশলীর কর্মচারী কদম আলীরও বাড়ি কুড়িগ্রামে। ওই কর্মচারীর যোগসাজসে ও প্রকৌশলী রাসেল মিয়ার সহযোগিতায় ঠিকাদার এ ধরনের নিম্নমানের কাজ করছেন। যার ফলে ঠিকাদার কোনদিনও আসেনি। লেবারও মিস্ত্রি তাদের মনমতো কাজ করছেন। ফলে ঘরে বসে নিম্নমানের কাজ করতে কোন চিন্তা ও ঝামেলায় পড়তে হয়না ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে। এতে করে কোন রকম নয়ছয় কাজ শেষ করে বিলের অর্থ উত্তোলন করার জোর তৎপরতা চালানো হচ্ছে বলেও জানা গেছে। ইত্যেমধ্যে উপজেলার খানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের কারণে নির্মাণ কাজ বন্ধ করেদেন প্রতিষ্ঠানের সভাপতি রমজান আলী। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাঠে রাখা হয়েছে ঠিকাদারের নির্মান সামগ্রী। ফলে অফিসের বাউন্ডারি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। অপরদিকে নোংরা ও ময়লায় পরিবেশ হারিয়েছে দপ্তরটির উপজেলা কার্যালয়।

ভোলারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এমনেই তথ্য পাওয়া গেছে। ভোলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম বলেন, ওয়াশ ব্লকের কাজে ঠিকাদার কোনদিনও আসেনি, মিস্ত্রি ও লেবার তাদের মনমতো কাজ করছে। নির্মাণ কাজে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করা, কখনো কখনো জনস্বাস্থ্য প্রকৌশলীর অনুপস্থিতে বেইজ ও ভাঙ্গাপিলার দিয়ে ও ছাদ ঢালাই করা হচ্ছে নকশা ফাঁকি দিয়ে। নির্মান কাজে ছাকুনি ব্যবহার না করে অপরিস্কার বালু ব্যবহার করে কাজ করার অভিযোগ রয়েছে। এছাড়াও কিউরিং করানো হয়নি বলে শিক্ষক ও স্থানীয়রা জানান। লেবার, মিস্ত্রী এমনকি জনস্বাস্থ্য প্রকৌশলীর নিকট ঠিকাদারের ব্যক্তিগত মোবাইল নম্বর চেয়ে না পাওয়ায় ওই ঠিকাদারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বুধবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল জানান, ঠিকাদারের নামও জানেন না তিনি। তাঁর কথাবার্তা,  চাল চলনে মনে হলো, তিনি প্রকৌশলী নন, যেন, তিনিই ঠিকাদার। ওয়াশ ব্লকের নির্মান কাজের অনিয়মের বিষয় জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজাজ হারিয়ে ফেলে বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবনা। এসব অনিয়মের বিষয়ে কতৃপক্ষের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী স্থানীয়দের।

আরও খবর