Logo
আজঃ রবিবার ১১ জুন ২০২৩
শিরোনাম

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

প্রকাশিত:সোমবার ২৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ সোমবার। বিকেল ৪টার পর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ অনলাইন ভর্তির কার্যক্রম উদ্বোধন করবেন।

সাধারণ ভর্তি কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর একঘণ্টা পূর্ব পর্যন্ত, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এবার চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। ইউনিটগুলো হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।

আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি যুদ্ধ। এছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

সকল ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবে। ‘চারুকলা ইউনিট’ ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে হবে।


আরও খবর



বাজারে আসছে সংগীতশিল্পী রুমি খান ও নাসির উদ্দিন সনি'র নতুন গানের একটি মিউজিক ভিডিও

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৯৭জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: বাজারে আসছে সংগীতশিল্পী রুমি খান ও নাসির উদ্দিন সনি'র নতুন গানের একটি মিউজিক ভিডিও "ভাড়াটিয়া ঘর জামাই"। এফ কে মাল্টিমিডিয়া আগামী বৃহস্পতিবার বিকালে গানটি রিলিজ পাবে বলে জানিয়েছেন এফ কে মাল্টিমিডিয়ার কর্নধার কবির  চৌধুরী।

জানা গেছে, ইতোমধ্যেই  স্টুডিওতে রেকডিং শেষে গানটির চিত্রগ্রহণ সম্পন্ন হয়।

গানের শিরোনাম 'ভারাটিয়া ঘর জামাই। গানটির কথা লিখেছেন রাজ কামাল ও সুর করেছেন জাতীয়   চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী।  সংগীত পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় মিউজিক কম্পোজার রুমি সেন ।

শিল্পী জানান, বর্তমানে ভাল গানের খরা চলছে। প্রযুক্তির উৎকর্ষতায় প্রচুর গানের ভিডিও তৈরি হলেও শিল্পীসুলভ গান সৃষ্টি হচ্ছেনা।  

এ কারণে শ্রোতাদের কাছে গানের স্থায়িত্বও কম। তাই শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেই যত্নসহকারে গানের ভিডিওটি তৈরি করা হয়েছে।

দীর্ঘদিন পর দর্শক শ্রোতারা একটি ভালো মানের সুরেলা গান পাবেন বলে শিল্পী আশবাদ ব্যক্ত করেছেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



সমুদ্রবন্দর থেকে সব সংকেত নামল

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব কেটে যাওয়ায় দেশের সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আজ সোমবার সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আবহাওয়ার সর্বশেষ বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে বার্তায় আজ সন্ধ্যা পর্যন্ত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টার ২২ নম্বর বিশেষ বুলেটিনে অধিদপ্তর জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উপকূল অতিক্রম করার পর ক্রমশ শক্তি হারাতে শুরু করেছে। এ অবস্থায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আরও খবর



মিরসরাইয়ে কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ, আটক ২

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

মিরসরাই প্রতিনিধি:মিরসরাইয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ীসহ ২ জনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (৫ জুন) দিবাগত রাত পৌনে ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরবাজারে ফুটওভার ব্রীজের নীচে চট্টগ্রামমুখী অংশে অভিযান চালিয়ে দুইটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়। গাড়ী তল্লাশী করে ৩১ টি গাইডের ভেতর ২ হাজার ৩০৫ টি শাড়ী জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এসময় গাড়ীর চালক উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে সোহাগ (৩৭) ও ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের নুরুল হকের ছেলে রেজাউল করিমকে (২৬) আটক করা হয়। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, কতিপয় চোরাকারবারী সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় রাত পৌনে ৩ টায় মহাসড়কের মিরসরাই পৌর বাজারে ফুটওভার ব্রীজের নীচে চট্টগ্রামমুখী অংশে অভিযান চালিয়ে দুইটি হাইচ মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ-১১-৪২৫৪, চট্ট মেট্রো-চ- ১১-৫৪২৫) গাড়ী আটক করা হয়। পরবর্তীতে গাড়ী তল্লাশী করে ভেতরে থাকা ৩১ টি গাইডের মধ্যে ২ হাজার ৩০৫ টি শাড়ী জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। তিনি আরো বলেন, গাড়ী চালক সোহাগ ইতিপূর্বেও ভারতীয় শাড়ী চোরাচালান করার সময় আমাদের হাতে আটক হয়েছিল। জেল থেকে বের হয়ে সে পুণরায় চোরাচালানে জড়িয়ে পড়ে। জব্দকৃত গাড়ী দুইটির মূল্য প্রায় ৫৪ লাখ টাকা। গাড়ীর চালকদের আটক করা হয়েছে। চোরাচালানের সাথে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর



ছুটির দিনেও ঢাকার অবস্থান দ্বিতীয়

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শুক্রবার ছুটির দিনেও ঢাকার অবস্থান দ্বিতীয়। এদিন সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৪ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হয়ে পড়েছে।

একইসময়ে ২৫০ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপালৈর কাঠমান্ডু। ১৭২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি আর ১৬৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৬২, ১৫৯ ও ১৩৮ স্কোর নিয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সাথানে রয়েছে চীনেরই তিনটি শহর যথাক্রমে শাংহাই, বেইজিং ও ইউহান। ১৩২ স্কোর নিয়ে নবম স্থানে ভারতের মুম্বাই। ১২৩ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে কাজাখস্তানের আস্তানা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে 'খুব অস্বাস্থ্যকর' এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়।


আরও খবর



টাংগাইলে মধুপুরে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি :সোমবার (২২ মে)  দুপুরে মধুপুর জেলা পরিষদ ডাকবাংলোয় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক  খন্দকার আলমগীর হোসেন শিমুল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি রেজাউল রহমান চঞ্চল। এ সময় আরও  উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক,জেলা আওয়ামীলীগের শ্রম ও সমাজকল্যাণ সম্পাদক, সাবেক জেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল হুদা নবীনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত বর্ধিত সভার মূল আলোচনার বিষয় ছিলো  আগামী ২৭ মে টাঙ্গাইল জেলা যুবলীগের ত্রি- বার্ষিক  সম্মেলন  সফল ও সার্থক করার লক্ষ্যে  আলোচনা  করা হয়। উক্ত বর্ধিত সভায়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুরের বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন যুবলীগের সদস্য মো. লোকমান হোসেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর