Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই সেসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে আবহাওয়া সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




কুড়িগ্রামে মহারানী স্বর্ণময়ী গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত:শনিবার ২৬ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১২৩জন দেখেছেন

Image
কুড়িগ্রাম ব্যুরো চিফ :কুড়িগ্রামের উলিপুরে বিশিষ্ট লেখক আবু হেনা মোস্তফা'র গবেষণা গ্রন্থ মহারানী স্বর্ণময়ী গ্রন্থের  মোড়ক উন্মোচন করা হয়েছে।২৫ আগস্ট মহারানী স্বর্ণময়ীর ১২৬ তম মৃত্যুবার্ষিকী। মহারানী স্বর্ণময়ীর জীবনী নিয়ে গবেষণা মূলক প্রথম গ্রন্থটি তাই ২৫ আগস্ট শুক্রবার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।উলিপুর বণিক সমিতির হলরুমে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মতিন।এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর মহারানী স্বর্ণময়ী (এম এস)  স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমসহ উলিপুরের সুধী জন।গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু'র সভাপতিত্বে "স্থানীয় ইতিহাস অনুসন্ধানে আমাদের দায়িত্ব" শীর্ষক আলোচনায় আরো বক্তব্য রাখেন, উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের প্রভাষক স, ম, আল মামুন সবুজ সালমান হাসান ডেভিড (মারজান), পার্থ সারথি সরকার, মিনহাজ আহমেদ মুকুল প্রমুখ।এ সময় গবেষণা গ্রন্থ মহারানী স্বর্ণময়ী'র জীবনীর উপর সংক্ষিপ্ত আলোকপাত করেন,  লেখক ও গবেষক প্রভাষক আবু হেনা মোস্তফা।দুরূহ ও কষ্টসাধ্য "মহারানী স্বর্ণময়ী" গ্রন্থটি লিখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দেয়ায় স্থানীয় সুধীজন লেখককে উষ্ণ অভিনন্দনে অভিনন্দিত করেন।

আরও খবর



সিরাজগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাজ্জান গ্রামের ৬ বছরের শিশু ফাতেমাকে ধর্ষণের পর হত্যা করার প্রতিবাদে জড়িত আসামীদের আটক ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।বুধবার দুপুরে গালা ইউনিয়নের মাজ্জান এলাকায় বাধের উপর গ্রামবাসী ও স্বজনদের উদ্যোগে ঘন্টা ব্যাপী এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সমাজ সেবক মোহাম্মদ লাল মিয়া মোল্লা সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাইফুল শেখ, তাহাজ শেখ, আসাদুল সরকার ও মা নুরজাহান খাতুন সহ স্থানীয় এলাকাবাসী। 

এসময়, বক্তারা বলেন, ধর্ষণ করার পর, দুইজন নারীর সহযোগিতায় নজরুল সহ ৮ জন মিলে শিশু ফাতেমাকে পরিকল্পিত ভাবে হত্যা করে। প্রধান আসামি নজরুল, আক্কাস, সাদ্দাম, ফারুক, পেশকার, আবেদ, হাকিম, মালেক, বুলি ও ময়ূরী বেগমকে আসামী করে থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ শুধু প্রধান আসামি নজরুলকে গ্রেফতার করে। তবে বাকিদের এখনো আসামী না করায় হুমকি দেয়ায় নিহতের পরিবার এখন বাড়ি ছাড়া। তাই দ্রুত বাকি দায়ীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ফাতেমা নিখোঁজ হবার পর তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে পায় না। পরে ৩ আগস্ট পাশের জমিতে ফাতেমার তিন খন্ড মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ফাতেমার মা দাবি হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার সূত্রে স্থানীয় সন্ত্রাসী নজরুল ইসলামকে গ্রেফতার করে থানা পুলিশ। আসামির স্বীকারোক্তি জবানবন্দী তা জানা যায়, নজরুলের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র ৬ বছরের শিশু ফাতেমাকে ধর্ষণ ও নির্মম ভাবে টুকরো টুকরো করে হত্যা করে পাশের জমিতে ফেলে রেখে যায়।

আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




টঙ্গীতে ১৩ অক্টোবর জোড় ইজতেমা শুরু

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় ইজতেমা। প্রতি বছর বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) সাদপন্থীদের লিখিতভাবে এ অনুমতি দেয় গাজীপুর মহানগর পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত অনুমতি পত্রে বলা হয়, নিজামুদ্দিন বিশ্ব মারকাজের অনুসারী তাবলিগের মূলধারার আহলে শুরার পক্ষে ঢাকার কাকরাইল মসজিদের সৈয়দ ওয়াসিফ ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) দক্ষিণ মো. মাহবুব উজ-জামান বলেন, প্রথম পর্বে ১৩ থেকে ১৭ অক্টোবর সাদপন্থীদের জোড় ইজতেমা হবে। এছাড়া দ্বিতীয় পর্বে পরবর্তী সময় জোড় ইজতেমা করবেন যোবায়েরপন্থীরা।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




প্রিগোজিনের মৃত্যুর খবরে ‘অবাক হননি’ বাইডেন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সম্ভাব্য মৃত্যু নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইয়েভগেনি প্রিগোজিনের সম্ভাব্য মৃত্যুর সংবাদে তিনি অবাক হননি। তিনি বলেন,‘আমি সঠিক জানি না আসলে কী হয়েছে। তবে আমি অবাক হইনি।

বাংলাদেশ সময় গতকাল বুধবার রাত ১১টার দিকে রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানে সাতজন যাত্রী ও তিনজন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে ছিলেন প্রিগোজিন ও ওয়াগনারের উপপ্রধানও।

ব্যক্তিগত বিমানটি উড্ডয়নের আধা ঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায়। এখন পর্যন্ত ১০ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিতভাবে প্রিগোজিনের মৃত্যুর খবর জানানো হয়নি।

বুধবার যুক্তরাষ্ট্রে লেক তাহোয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর সাংবাদিকদের বাইডেন বলেন, ‘রাশিয়ায় এমন কিছু হয় না, যার পেছনে ভ্লাদিমির পুতিনের হাত নেই। তবে এবারের ঘটনা সম্পর্কে আমি খুব বেশি জানি না। ফলে পুতিনের সাবেক এই ক্ষমতাশালী সহযোগীর কী হয়েছে তা আমি বলতে পারছি না।

গত মাসে হেলসিংকিতে প্রিগোজিনকে দুষ্টুমির ছলে বাইডেন সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি তার জায়গায় (প্রিগোজিন) হলে কিছু খেতে গেলেও সতর্ক থাকতাম। সবসময় বুঝে শুনে খেতাম।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র আদ্রিয়েন ওয়াটসনও জানিয়েছেন, প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




বলিউড অভিনেতা রিও কাপাড়িয়া আর নেই

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক;বলিউড অভিনেতা রিও কাপাড়িয়া মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

দিল চাহতা হ্যায়' থেকে 'চাক দে ইন্ডিয়া' এবং 'হ্যাপি নিউ ইয়ার' এর মতোঅনেক ব্যবসাসফল ও জনপ্রিয় ছবিতে কাজ করেছেন এ অভিনেতা। তার মৃত্যুতে পরিবার একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়, বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।১৯৫৭ সালের ৮ জুন জন্মগ্রহণ করা রিওর স্ত্রীর নাম মারিয়া এবং তাদের দুটি সন্তানও রয়েছে।

সর্বশেষ চলতি বছর আগস্টে জোয়া আখতারের জনপ্রিয় সিরিজ মেড ইন হেভেন ২-এ দেখা গিয়েছিল রিওকে। মায়ানগরী- সিটি অফ ড্রিমস, দ্য টেস্ট কেস, দ্য ভার্ডিক্ট- স্টেট ভিএস নানওয়াতি, বোম্বে বেগমের মতো অনেক ওটিটি সিরিজেও রিওকে দেখা গেছে।


আরও খবর

এবার সারা জেরিনের জয়িতা এ্যাওয়ার্ড অর্জন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩