Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

দেশে করোনা সংক্রমণ বাড়লেও আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে করোনাভাইরাসের সংক্রমণ সম্প্রতি বাড়লেও আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

জাহিদ মালেক বলেন, ফাইজার থেকে বিনামূল্যে ৩০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এসব টিকা তৃতীয়, চতুর্থ ডোজ হিসেবে অথবা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে। ষাটোর্ধ মানুষকে চতুর্থ এবং আঠারোর্ধ মানুষকে তৃতীয় ডোজ হিসেবে হবে।

দেশে করোনা সংক্রমণ বাড়ছে। অন্যদিকে সব বিধিনিষেধও উঠে গেছে, নতুন করে বিধিনিষেধ দেওয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি জেনেভা থেকে এসেছি। সেখানে দেখলাম একটি লোকও মাস্ক পড়েনি। সেখানে যে রোগী হচ্ছে না দু একটা করে তা নয়। আমাদের এখানেও দু একটি করে রোগী পাচ্ছি। ইদানিং কিছু বৃদ্ধি পেয়েছে। কিন্তু হাসপাতালে তেমন কোনো রোগী নেই। যেহেতু টিকা সকলে নিয়েছে সেজন্য মারাত্মক আকার ধারণ করছে না করোনা।

তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলব, ‘করোনা যেহেতু আছে আমাদের সতর্ক থাকাটা ভালো। যেভাবে বেশি লোকের সমাগম হয় সেখানে মাস্ক পড়তে পারলে ভালো। করোনা মোকাবিলার জন্য যেসব অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি, সেগুলো আমাদের মনে রাখা উচিত। কারণ যেকোনো সময় বাড়তে পারে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image
বাগেরহাট প্রতিনিধি:"পরিবর্তনশীল ও শান্তিপূ্র্ণ সমাজ গঠনেসাক্ষরতার প্রসার" এইপ্রতিবাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে জেলাপ্রশাসন ও উপ আনুষ্ঠানিকশিক্ষা বুরোর আয়োজনে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলাপ্রশাসক মোহা: খালিদ হোসেন। এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজআসাদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইদুররহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহআলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানরিজিয়া পারভিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষকও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় ঝরে পড়া এবং বয়স্কদেরবাধ্যতামূলক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতের আহবান জানান বক্তারা।

আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




পদ্মা সেতুতে ট্রেন চলবে ১০ অক্টোবর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পদ্মা সেতুতে ট্রেন চলবে আগামী ১০ অক্টোবর। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

চীনের ঋণে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে। আগামী মাসে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চলবে।

আগামী ৭ সেপ্টেম্বর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হবে। চীন থেকে যে নতুন ১০০ বগি কেনা হচ্ছে, তার ছয়টি দিয়ে পরীক্ষামূলক যাত্রা হবে। তবে ট্রেনটি চলবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ইঞ্জিনে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার সপ্তাহখানেক পর থেকে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হতে পারে।

গত ৩১ আগস্ট চিঠি দিয়ে নতুন এই ট্রেন (রেক) চেয়েছে পদ্মা সেতু রেল সংযোগের প্রকল্প পরিচালক। প্রস্তাব অনুযায়ী, শুরুতে পদ্মা সেতুতে দিনে একটি ট্রেন চলতে পারে রাজবাড়ি পর্যন্ত। ভাঙ্গা-রাজশাহী রুটের ‘মধুমতি এক্সপ্রেস’ ঢাকা পর্যন্ত আনা হতে পারে পদ্মা সেতু হয়ে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত স্টেশন সংখ্যা ৯টি। তবে শুরুতে মাওয়া, জাজিরা ও শিবচর এই তিনটি স্টেশনে ট্রেন থামতে পারে। পুরো সংকেত ব্যবস্থা চালুর পর বাকি স্টেশনগুলো চালু হবে।

এদিকে প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণধানী চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন ১০০ কিলোমিটার রেলপথ অক্টোবরের শেষভাবে উদ্বোধনের জন্য সরকার প্রধানের সময় চাওয়া হয়েছে। এবারের বন্যায় রেলপথটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অংশে রেল এমব্যাংকমেন্ট এবং পাথর ধুয়ে গেছে। তা মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মফিজুর রহমান।

এছাড়া  অক্টোবরের শেষ সপ্তাহে খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথও উদ্বোধন করা হবে। এ বিষয়েও প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন। এ সময় আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত নির্মিত আন্তদেশীয় রেলপথটিও উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধন করতে পারেন এই রেলপথ। আখাউড়া-আগরতলা ও খুলনা-মোংলা—এ দুটি রেলপথ ভারতীয় অর্থায়নে নির্মিত হয়েছে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




আলু, পেঁয়াজ ও ডিমের দাম কমল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে কোনো কারণ ছাড়াই অনেক পণ্যের দাম বেড়েছে। এরমধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে। এখন ডিমের দাম প্রতি পিস ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ডিম আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিম প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে। ডিম ছাড়াও পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কারণ ছাড়াই পণ্যের দাম বেড়েছে। পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা নিয়মের বাইরে আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘নতুন করে টিসিবির কার্ড করা হচ্ছে। আমরা (বাণিজ্য মন্ত্রণালয়) ৫০ লাখ পরিবারের জন্য কার্ড করেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি করার নির্দেশ দিয়েছেন। বাকিগুলো শিগগির মানুষ হাতে পেয়ে যাবে। কার্ডের কাজ চলছে।’দেশে সাড়ে তিন কোটি দরিদ্র মানুষ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এরমধ্যে এক কোটি পরিবারকে সাশ্রয়ী দামে পণ্য দিচ্ছি। অর্থাৎ পাঁচ কোটি মানুষ এ সেবায় অন্তর্ভুক্ত রয়েছেন। একটি পরিবারে গড়ে পাঁচজন করে সদস্য থাকে। তারপরও যদি কোনো দরিদ্র মানুষ টিসিবির সেবা থেকে বাদ পড়েন, সে বিষয় আমরা দেখব।’


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




কুষ্টিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image
হাবিবুর রহমান:দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ খিঃ , ২৮শে আগস্ট সোমবার বেলা ১০ঃ৩০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কুষ্টিয়ার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল , বিশেষ অতিথি ছিলেন -জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার , জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এস এম কাদেরী শাকিল। সভাপতিত্ব করেন -জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল । মডারেটর ছিলেন - মোঃ মাসুদ রানা বিচারকমন্ডলী ছিলেন- মোঃ শাহীন সরকার , শেখ মশিউর রহমানও মোছাঃ সাবিনা খাতুন । বিতর্ক প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলার প্রথম রাউন্ডে ৮ টি স্কুলের মধ্যে ৭ টি স্কুল অংশগ্রহন করেন- কুষ্টিয়া জিলা স্কুল , লাহিনী মাধ্যমিক বিদ্যালয় ,আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ,কুষ্টিয়া হাইস্কুল ,কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় , কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় , কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ ও কালেক্টরেট স্কুল (অনুপস্থিত )। সেমিফাইনাল রাউন্ডে - কুষ্টিয়া জিলা স্কুল , কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ , কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কুষ্টিয়া হাইস্কুল । ফাইনাল রাউন্ডে - কুষ্টিয়া জিলা স্কুল ও কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় । চ্যাম্পিয়ন হয়েছেন পক্ষের কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয়েছেন বিপক্ষের কুষ্টিয়া জিলা স্কুল । সেরা বক্তা নির্বাচিত হয়েছেন উমামা জামান দলনেতা কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি পার্থ প্রতিম শীল  সকল বিজয়ীদের হাতে পুরুস্কার ও ক্রেস্ট তুলে দেন এবং অনুস্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।

আরও খবর



নাসিরনগরে আম্বিয়া ও আহলে বায়েত স্বরণে জিকরে ইমাম হোসাইন চেহলাম মজলিস অনুষ্টিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৯জন দেখেছেন

Image
আব্দুল হান্নান,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ৬ সেপ্টেম্ভর ২০২৩ রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা সৈয়দ হামিদ বখত ডুমন মিয়ার মাজার প্রাঙ্গনে আম্বিয়া আঃ ও আহলে বায়েত পাকপাঞ্জাতন  স্বরনে জিকরে ইমাম হুসাইন আঃ চেহলাম মজলিস অনুষ্টিত হয়েছে।সৈয়দ আহমদ বখত মতিন সাহেবের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা  মুহাম্মদ মন্জুরুল ইসলাম ক্বাদেরী সাহেব খাদেম মেদেনিপুর দরবার শরীফ ভারত।

বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক ক্বাদেরী সাহেব খতিব খানকাহে ক্বাদেরিয়া সাটিয়াখোলা পাবনা।তাছাড়াও খান্দুরা হাবেলী সহ বিভিন্ন হাবেলীর  পীর মাশায়েক ও দেশ বরেণ্য আলেম উলামাগণ উপস্থিত ছিলেন।আখেরী মোনাজাত পরিচালনা করেন  সৈয়দ মাসুদ বখত কায়েদ সাহেব খান্দুরা দরবার শরীফ।অনুষ্টানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ,দেশ বিদেশের বিভিন্ন ভক্তবৃন্দ ও তরিকাপন্থী আলেম উলামাগণ উপস্থিত ছিলেন।
-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩