Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ১০

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৮০ জন মারা গেলেন।

শুক্রবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ১৬৩ জনে পৌঁছেছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ২৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়। এটি একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ছিল। এর আগেও গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।


আরও খবর



ফুলবাড়ী খাদ্য গুদামে আমন ধান ও চাউল সংগ্রহের শুভ উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৪৬জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে ধান ও চাউল সংগ্রহের ফিতা কেটে শুভ উদ্বোধন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে আমন ধান ও চাউল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাফর আরিফ চৌধুরী। উদ্বোধন শেষে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও মোনাজাত করেন মওলানা রোস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিন অটো রাইস মিলের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈনুদ্দিন, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ মোঃ ইমরান, মাদিলাহাট খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী, ফুলবাড়ী চাল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ সামছুল মন্ডল, ফুলবাড়ী উপজেলা প্রাণ কোম্পানীর ডিজিএম মোঃ জাকারিয়া জাকির, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী সহ স্থানীয় মিল মালিক গ্রুপের সকল সদস্যগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

চলতি বছর সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩০ টাকা ও মিল মালিকদের কাছ থেকে চাউল ৪৪ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করবেন। চলতি বছর ফুলবাড়ী খাদ্য গুদামে ছয়শত পঁচাত্তর মেট্রিক টন ধান ও ২৬৬১ মেট্রিকন টন চাউল ক্রয় করবেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা খাদ্য বিভাগ।


আরও খবর



আ. লীগ সব সময় বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার সব সময় বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করেছে। আমরা দেশকে বিনিয়োগ, শিল্পায়ন ও রপ্তানির আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলেছি।

রোববার (১৯ নভেম্বর) ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬০ বছর পূর্তি উদযাপন এবং ইনভেস্টমেন্ট এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ আজ অনেক এগিয়ে গেছে। এর কারণ, আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করেছে এবং বিদেশি বিনিয়োগ আসার সুযোগ করে দিয়েছে। তবে কোভিড, ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা-পালটা নিষেধাজ্ঞা না হলে আমরা দেশের অর্থনীতিকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারতাম।

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি। গত ১৫ বছরে আমরা দেশের ব্যবসা-বাণিজ্য খাতের উন্নয়নে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলে বেসরকারি খাত আরও শক্তিশালী ও বিকশিত হয়েছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আশা করা হচ্ছে, ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির দেশ, ২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ।

প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক আন্তর্জাতিক চ্যালেঞ্জ থাকলেও আমরা এসডিজি বাস্তবায়ন করতে পেরেছি। দেশের এই অভাবনীয় প্রবৃদ্ধির নেতৃত্বে রয়েছে আমাদের বেসরকারি খাত। আইন দ্বারা বিদেশি বিনিয়োগ সুরক্ষাসহ বিনিয়োগ নীতিকে আরও সহজ করার বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি, এটা সামনের দিনেও অব্যাহত থাকবে। দেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে শুধু লজিস্টিকস খাতই ৯০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারে পরিণত হবে বাংলাদেশ।


আরও খবর



মানিকছড়িতে বিদেশী সিগারেট জব্দ,গ্রেপ্তার দুই

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে অভিনব কায়দায় ৭ টি প্লাস্টিকের ড্রামে  ১৪১৫ কার্টুন বিদেশি সিগারেট পরিবহনের সময় মানিকছড়ি থানা পুলিশের তৎপরতায় ২১ লক্ষ টাকার বিদেশি সিগারেট ও একটি পিক-আপসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার  করেছে থানা পুুলিশ।

মঙ্গলবার (৭নভেম্বর)রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) সুদৃঢ়  সুদক্ষ দিক- নির্দেশনায় মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো.আনচারুল করিম এর নেতৃত্বে মানিকছড়ি থানার   এসআই(নিঃ)/ আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ সহ অত্র থানা এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করাকালীন  সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, শুল্ক  ফাঁকি দিয়ে অবৈধ  বিদেশী সিগারেট নিয়ে  দুইজন ব্যক্তি  একটি পিকআপ যোগে খাগড়াছড়ি জেলা সদর হইতে চট্টগ্রাম এর  উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাড়িটানা বাজারস্থ গাড়িটানা টোল বক্সের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একটি পিক আপ গাড়ি সংকেত দিয়ে থামিয়ে পিকআপ গাড়ি তল্লাশী করে গাড়িতে রক্ষিত ৭ টি প্লাস্টিকের ড্রাম থেকে  ১৪১৫ কার্টন বিদেশী সিগারেট সহ পিক আপ গাড়ি জব্দ সহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মোঃ ইকবাল হোসেন (২৬) খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন এর বাসিন্দা মোঃ মনতাজ মিয়ার ছেলে। মোঃ আঃ শুক্কুর (২৮),খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গঞ্জপাড়া এলাকার বাসিন্দা মৃত হাছেন আলী, এর ছেলে।

মানিকছড়ি থানা পুলিশ সূত্রে জানাগেছে ৭ টি প্লাস্টিকের ড্রাম থেকে  ১৪১৫ কার্টন বিদেশী সিগারেট জব্দ করা হয় যার আনুমানিক মূল্যে ২১ লক্ষ টাকা।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম জানান আসামীদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। আসামীকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে বলে জানান তিনি।


আরও খবর



রাজশাহী-১ গোদাগাড়ী- তানোর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান ১০ জন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহী-১ আসন গোদাগাড়ী-তানোর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১০জন। গত মঙ্গলবার (২১ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় মনোনয়ন জমা দিলেন যারা,রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী,আদিবা আনজুম মিতা,নারী নেত্রী পুর্ণিমা ভুটাচার্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক,গোদাগাড়ীর কৃতীসন্তান ও লেস ফুটওয়্যার বিডির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ এরশাদ আলী আকাশ, আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য আয়েশা আখতার ডালিয়া, মুন্ডমালা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম রাব্বানী, আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান আখতার, জেলা কৃষক লীগ সভাপতি তাজবুল ইসলাম, ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএেম আসাদুজ্জামান,জেলা আওয়ামীলীগ সাবেক নেতা এ্যাডভোকেট মোকবল হোসেন।দলীয় মনোনয়ন উত্তোলন জমাদানের সময় উৎসব মুখর পরিবেশে নিজ নিজ নেতাকর্মী নিয়ে জমা দেন। মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে সবাই আশাবাদী।


আরও খবর



খবর প্রতিদিন ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর হাসান (টিপু) সাহেব এর মার দাফন সম্পন্ন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

তরিকুল ইসলাম:খবর প্রতিদিন ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর হাসান (টিপু) সাহেব এর মা মারা গেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেলে, মামুনুর হাসান (টিপু) সাহেব এর মা মারা জান,মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর,আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় হোসেনি দালান জামে মসজিদ এ জানাযা সম্পন্ন করা হয়, ১১টায় আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয় 








আরও খবর