Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

দেশে ১৬ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি টাকা

প্রকাশিত:রবিবার ১৮ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১৮১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; বিভিন্ন ধরনের ছাড় ও নানা সুবিধা দেওয়ার পরও আশানুরূপভাবে বাড়ছে না রেমিট্যান্স প্রবাহ। চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে ৯৪ কো‌টি ১০ লাখ (৯৪১ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১০৭ টাকা ধ‌রে) যার পরিমাণ ১০ হাজার ৬৮ কোটি টাকা। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, আলোচ্য সময়ের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭৬ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার। আর বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে ২ কোটি ২৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪২ লাখ মার্কিন ডলার।

আলোচিত সময়ে সাত ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। ব্যাংকগুলো হলো—বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি খা‌তের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, উরি ব্যাংক এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার, আগস্টে এসেছে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে এসেছে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার এবং নভেম্বর এসেছে ১৫৯ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার।

এদিকে, রেমিট্যান্স বাড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো হলো বৈধ উপায়ে ওয়েজ আর্নার্স রেমিট্যান্সের বিপরীতে আড়াই শতাংশ নগদ প্রণোদনার ব্যবস্থা, সরকার রেমিট্যান্স প্রেরণকারীদের সিআইপি সম্মাননা প্রদান, রেমিট্যান্স বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও সহজীকরণ পাশাপাশি প্রবাসীদের জন্য বিনিয়োগ ও গৃহায়ণ অর্থায়ন সুবিধা দেওয়া, ফিনটেক পদ্ধতির আওতায় আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরকে বাংলাদেশের ব্যাংকের সঙ্গে ড্রয়িং ব্যবস্থা স্থাপনে উদ্বুদ্ধকরণ এবং রেমিট্যান্স প্রেরণে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউসগুলোর চার্জ ফি মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আরও খবর



হজের নিবন্ধনের সময় ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

চলতি বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৫ দিন বাড়ানো হয়েছে। কোটা পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো বাড়ানো হলো হজের নিবন্ধনের সময়।

তিনি বলেন, ‘হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আশা করছি, এ সময়ের মধ্য কোটা পূরণ হয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘আজকে কোথাও কোথাও নির্বাচনের জন্য ব্যাংকিং কার্যক্রমে সমস্যা হয়েছে। কোথাও কোথাও ব্যাংক সার্ভিস দিতে পারেনি বলে আমাদের কাছে খবর এসেছে। তাই আমাদের সময়টা বাড়তে হচ্ছে। সময় বাড়িয়ে নোটিশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি শুরু হয় হজযাত্রী নিবন্ধন। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া না পাওয়ায় পাঁচ দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধনের হার ছিল খুবই কম। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। কিন্তু কোটার বিপরীতে এখনো অর্ধেক হজযাত্রীও নিবন্ধন করতে পারেননি। এরপর করা হয় ১৬ মার্চ পর্যন্ত।

এদিকে সৌদি সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক তথা আঙুলের ছাপ চালু করতে যাচ্ছে। এ জন্য হজযাত্রীদের ভিসার জন্য পাসপোর্ট আপাতত নিজের কাছে রাখতে বলা হয়েছে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন সাবমিট করার জন্য বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।


আরও খবর



সাকিব-হৃদয়ের ব্যাটে সংগ্রহ ৩৩৮

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাটিংয়ে নামা টাইগাররা সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান করেছে। যদিও তারা দুজনেই নড়বড়ে নব্বইয়ে বিদায় নিয়ে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন।  

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। দুপুর ২টা ম্যাচটি শুরু হয়। টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে অবশ্য বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। অধিনায়ক তামিম ইকবাল ব্যক্তিগত ৩ রানে মার্ক অ্যাডায়ারের বলে আউট হন। এরপর দলীয় ৪৯ রানে আরেক ওপেনার লিটন দাস ফেরেন। কার্টিস ক্যাম্ফারের বলে ২৬ রান করা এই ডানহাতি পল স্টার্লিংকে ক্যাচ দেন। আর ২৫ রান করা নাজমুল হোসেন শান্ত অ্যান্ড্রু ম্যাকব্রিনের বলে বোল্ড হন।

দলীয় ৩৮তম ওভারে নড়বড়ে নব্বইয়ে আউট হন সাকিব আল হাসান। দুর্দান্ত ব্যাট করা এই তারকা ৮৯ বলে ব্যক্তিগত ৯৩ রানে গ্রাহাম হিউমের শিকার হন। ৫৩তম ফিফটি পাওয়া এই তারকা ৯টি চার হাঁকিয়েছেন। চতুর্থ উইকেট জুটিতে তিনি তৌহিদ হৃদয়ের সঙ্গে ১২৫ বলে ১৩৫ রান তোলেন।

যদিও তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব। ২০তম ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে মিড অফে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন তিনি। পাশাপাশি ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ও হয়ে গেছে সাকিবের। আর এই ডাবলে সাকিবই দ্রুততম। তিনি পেছনে ফেলেন শ্রীলংকান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদিকে।

৪৬তম ওভারে মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয় আউট হন। যেখানে অভিষেকে দারুণ ব্যাটিং করলেও নড়বড়ে নব্বইয়ে বিদায় নিয়েছেন হৃদয়। তিনি গ্রাহামের বলে ৮৫ বলে ৯২ করে বোল্ড হন। ৮টি চার ও ২ ছক্কা হাঁকান এই ডানহাতি। একই ওভারে এর আগে মুশফিক ২৬ বলে সমান ৩টি চার ও ছক্কায় ৪৪ করে মাঠ ছাড়েন। এই দুজন জুটি গড়ে ৪৯ বলে ৮০ রান তোলেন।

হিউমের চতুর্থ শিকার হওয়া তাসকিন আহমেদ ৭ বলে এক ছক্কায় ১১ রান করেন। আর শেষ ওভারে ইয়াসির আলী ১০ বলে ১৭ করে রান আউট হন।

আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান হিউম। একটি করে উইকেট পান অ্যাডায়ার, ম্যাকব্রিন ও ক্যাম্ফার।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, হ্যারি টেক্টর, মার্ক অ্যাডায়ার, লরকান টাকার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ড্রু ম্যাকব্রিন।


আরও খবর

বাংলাদেশ ইতিহাস গড়ে সিরিজ জিতল

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩

১০১ রানে শেষ আয়ারল্যান্ড

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩




হোমনায় ৫৭ ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি ;কুমিল্লার হোমনায় আশ্রায়ণ- ০২ প্রকল্পের আওতায় তৃতীয়ও চতুর্থ পর্যায়ে৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর গৃহ উপহার দেওয়া হয়েছে।
মুজিববর্ষে উপলক্ষে ‘একটি পরিবারও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ
ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও
সেমি পাকা গৃহ উপহার দেওয়া হয়। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গৃহ প্রদান অনুষ্ঠানের
উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৭ট পরিবারকে দুই
কক্ষবিশিষ্ট একটি সেমি পাকা গৃহের সনদপত্র ও পর্চা আনুষ্ঠানিকভাবে প্রদান
করেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে প্রজেক্টরের মাধ্যমে
প্রদর্শনের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার
সভাপতিত্বে বক্তব্য রাখেন পোৗর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা,সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, চান্দেরচরইউনিয়ন পরিষদের চেয়ারম্যানি মো. মোজাম্মেল হক, সাবেক ডেপুটি কমান্ডারমুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান প্রমুখ। এ সময় শিক্ষক, সাংবাদিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবংউপকারভোগীরা উপ¯ি’ত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায়
মোট ২১৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও ঘর দেওয়া হবে। ইতোমধ্যেপ্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১২৮ টি দেওয়া হয়েছে। গতকাল বুধবার তৃতীয় ও চতুর্থপর্যায়ে আনুষ্ঠানিকভাবে দড়িচর ৬, চম্পকনগর ১১, বিজয়নগর ২৭, ছোটঘাগুটিয়া ৮ ও ভিটি কালমিনা গ্রামে ৫ টিসহ মোট ৫৭টি ঘরের সনদপত্র ও পর্চা উপহার দেওয়া হয়েছে। বাকীগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে।


আরও খবর



নাওডোবায় ওরশ এর মেলায় চলছে মাদকের অবাধ ব্যাবহার

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃ

শরীয়তপুর জেলার, নাওডোবা পদ্মা দক্ষিণ থানা এলাকার মজিদ মোড়ল কান্দিতে মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতির বার্ষিক ওরশ মাহফিল উপলক্ষে ১৯-২১ মার্চ পর্যন্ত ৩ দিনের জন্য ওরশ মাহফিল এর আয়োজন করা হয়।

 গত শনিবার থেকেই দেখা নির্ধারিত সময়ের আগেই মাতাল পাগলদের মাদক সেবনসহ মাদক ব্যবসার অন্যরকম অসামাজিক পাগলামি,ভুলের পাগলের আস্তানায় পাগল মেলার নামে দীর্ঘ দিন ধরে মাদকের রমরমা ব্যবসা, অভিযোগ পাওয়া গেছে ওরশ উদযাপন কমিটি মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতির বড় ছেলে নিশান এর বিরুদ্ধে, এদিকে ওরশ আয়োজক কমিটি প্রশাসনের অনুমতির নিয়ম নীতিমালার তোয়াক্কা না করেই অদৃশ্য ক্ষমতার বলে স্থানীয় সন্ত্রাসী ও নাওডোবা মজিদ মোড়ল কান্দির,মোতালেব হাওলাদারের জামাতা মোহাম্মদ আবুল,ও নাওডোবা গোল চত্বর সংলগ্ন ফুট এক্সপ্রেস রেস্টুরেন্ট এর মালিক সেনাবাহিনী পরিচয় দানকারী মোঃ তরিক মিয়া সহ উল্লেখিত এলাকার কতিপয় ব্যাক্তিদের ম্যানেজ করে নাওডোবা মজিদ মোড়ল কান্দি এলাকায় বেআইনী ভাবে পাগল মেলা বসিয়ে মাদকের আস্তানা গড়ে তোলায় চরম ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল।পদ্মা দক্ষিণ থানার ১ কিলোমিটারের মধ্যে পাগল মেলার নামে প্রকাশ্যে মাদক ব্যবসার ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেছে স্থানীয় এলাকাবাসী।তথ্য সূত্রে জানা গেছে, নাওডোবাএলাকায় ভূলের পাগলের আস্তানায় ওরশ শরীফ আয়োজন করে উল্লেখিত বাউল সম্রাট ও বাউলশিল্পী মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতির বড় ছেলে নিশান, ওরশ মোবারক উপলক্ষে প্রশাসনের কাছ থেকে বাউল গান ও মিলাদ মাহফিল এর ৩ দিনের অনুমতি পায়, কিন্তু অনুমতি পত্রে যে সকল নিয়ম এবং শর্ত থাকে তার কোন কিছুর তোয়াক্কা না করে ১৯ মাচ থেকে নাওডোবা মজিদ মোড়ল কান্দি এলাকায় পাগল মেলা আয়োজন করে। পাগল মেলা বসার আগের দিন থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আগত মাদকাসক্তারা সে ওরশ মাহফিল অনুষ্ঠানে ভিড় করতে দেখা গেছে।নাওডোবা বাজার মসজিদের ইমাম, মাওলানা, মুসল্লী গন, নাওডোবা আমজাদিয়া স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকরা এবং এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরজমিন ঘুরে দেখা গেছে, এবং অভিযোগকারীদের সাথে আলাপ কালে তারা, দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সাংবাদিক দের, আক্ষেপ ও নিন্দার সাথে জানায় যে মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতি একজন শিল্পী, হিসেবে দেশবাসী চিনে কিন্তু তার আরো অনেক কিছুই আছে জানার মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতি দেশ-বিদেশ গান গাইয়া যে অর্থ উপার্জন করতো সেখান থেকে অধিক অংশ টাকা এলাকার গরীব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিত এবং মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতি নিজে একজন ধার্মিক ও গুণী ব্যক্তি ছিলেন আমরা এলাকাবাসী প্রতিবছর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নফল রোজা, নামাজ পড়ে মন থেকে দোয়া করি এবং শোক পালন করি , কিন্তু তার বড় ছেলে নিশান এলাকার কিছু সন্ত্রাসী ,দুষ্কৃতী মাদক ব্যবসায়ীদের সাথে মিলেমিশে মেলা নামক ৩ দিনের আনন্দ উৎসব গোরে তুলেন, পুতুল নাচের নামে নর্তকী দিয়ে গান এবং নৃত্য পরিবেশন এবং এই মেলায় এমন সব বিনোদন থাকে যে গুলো ফ্যান্টাসি, ও নন্দন পার্কের মত জায়গায় দেখা যায়, আমাদের দেশে এই সমস্ত বিনোদন চালাতে হলে, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারের আরো বড় বড় কর্মকর্তাদের অনুমতি লাগে, কিন্তু আব্দুল হালিম মিয়া বয়াতির ছেলে নিশান প্রশাসনের কোন তোয়াক্কা না করে এই সকল কার্যকলাপে লিপ্ত, এবং এলাকার কেউ এই সমস্ত মাদক ব্যবসা অসামাজিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিতে গেলে, নিশান ক্ষোভের সাথে হুমকি প্রদান করেন যে শরীয়তপুরের সার্কেল এসপি আমার বন্ধু বাড়াবাড়ি করলে মাদক মামলায় চালান করিয়ে দিব,মেলায় ঘুরে আরো দেখা যায় এবং দোকান মালিকরাও অভিযোগ করেন প্রতিটি দোকান হইতে তরিক গং জোর পূর্বক আমাদের কাছ থেকে ,১০০০০-১৫০০০ টাকা আদায় করে নিচ্ছে,সেখানে ওরশ মাহফিল অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার পাগল মাস্তানরা নাওডোবা এলাকায় অবস্থান করে সেখানে মাদকের পসড়া বসিয়ে প্রকাশ্যে বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছে আর সে পসড়ায় ভিড় করছে এলাকার উঠতি বয়েসের যুবকরা,ওরশ মাহফিল অনুষ্ঠানের নামে প্রকাশ্যে মাদক বিক্রি ও মাদক সেবনের ঘটনায় নাওডোবা এর আশে পাশের এলাকা গুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে অগ্রসর হচ্ছে। পাগল মেলার নামে প্রকাশ্যে মাদক ব্যবসা বন্ধ করে যুব সমাজকে রক্ষা করার জন্য , শরীয়তপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, এর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন নাওডোবা মসজিদ কমিটি, স্কুলের শিক্ষকবৃন্দও স্থানীয় শান্তি প্রিয় এলাকাবাসী।


আরও খবর



রাশিয়ায় শি জিনপিং, ইউক্রেনে আকস্মিক সফরে কিশিদা

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল সোমবার রাষ্ট্রীয় সফরে মস্কোয় গেছেন। ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎও করেছেন। আজ মঙ্গলবার পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকেও বসবেন তিনি। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে আকস্মিক সফরে যাচ্ছেন ফুমিও কিশিদা। দেশটির সরকারি প্রচারমাধ্যম এনএইচকে-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনএইচকে জানিয়েছে, আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন কিশিদা। ইতোমধ্যে জাপানের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে ইউক্রেনে উদ্দেশে পাড়ি দিয়েছেন।

জাপান গত মাসে ইউক্রেনকে ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিশিদার সঙ্গে জেলেনস্কির সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতি জাপান জানিয়েছে, কিশিদা ইউক্রেনের প্রতি সংহতি ও অটুট সমর্থনের বার্তা এবং মাতৃভূমিকে রক্ষা করতে ইউক্রেনীয়দের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাবেন।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রাশিয়ার প্রতি নিন্দা জানিয়েছে জাপান। একই সঙ্গে রাশিয়ার প্রতি নিষেধাজ্ঞাও আরোপ করেছে দেশটি।


আরও খবর