Logo
আজঃ রবিবার ১১ জুন ২০২৩
শিরোনাম

দেশ ছাড়লেন শাকিবের সেই প্রযোজক

প্রকাশিত:সোমবার ২০ মার্চ ২০23 | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;বর্তমান সময়ে দুই খান মাতিয়ে রেখেছে পুরো দেশ। একজন হচ্ছেন পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান। আরেকজন হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এই নায়কের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ। যা নিয়ে গেল ক’দিন ধরে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

আরাভ খানের কথা বাদ রেখে কথা বলা যাক, চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে। শীর্ষ এই নায়কের দাবি, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আর রহমত উল্লাহ একজন ‘প্রতারক ও ভূয়া প্রযোজক’।

‘কথিত’ এই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে গত শনিবার গভীর রাতে গুলশান থানায়ও যান শাকিব খান। এর পরদিন রোববার বিকেলে যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। দুই জায়গাতেই তিনি এই প্রযোজকের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ধরেন। আর এই প্রযোজক যেন দেশ ত্যাগ না করতে পারে, তার জন্যও আইনের সহযোগিতা চান শাকিব খান।

শাকিব খানের বিরুদ্ধে গত ১৫ মার্চ প্রযোজক রহমত উল্লাহ লিখিত আকারে বিস্তর অভিযোগ জমা দেন প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে। এরপর বিষয়টি সমঝোতার চেষ্টায় ১৬ মার্চ ঢাকার একটি রেস্তোরাঁয় বসেন শাকিব খান ও রহমত উল্লাহ। সেখানে আরও উপস্থিত ছিলেন- প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, চিত্রনায়িকা অপু বিশ্বাসও। কিন্তু সেখানে কোনো সমঝোতার হয়নি, বরং হয়েছে উল্টোটা। যার ফল- শাকিব খানের থানায় যাওয়া।

 অনুসন্ধানে বেরিয়ে এসেছে- এরই মধ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন প্রযোজক রহমত উল্লাহ। সুদূর অস্ট্রেলিয়া থেকে এই প্রযোজক বলেন, ‘শাকিব বলছে, আমি ভূয়া প্রযোজক- এটা হাস্যকর। আমি যে একজন প্রযোজক এর যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। আর আমি যেসব অভিযোগ এনেছি তার বিরুদ্ধে, একটাও মিথ্যে না। আমি আমার আইনজীবীর সঙ্গে এখানে কথা বলছি। কীভাবে কি করা যায়, সেই সিদ্ধান্তই নিচ্ছি। আমি কিছুদিনের মধ্যেই আইনিভাবে লড়তে বাংলাদেশে আসছি। অল্প কিছুদিন আপনারা অপেক্ষা করেন।’

অভিযোগ দিয়েই দেশ ত্যাগ করার কারণ কী জানতে চাইলে এই প্রযোজক বলেন, ‘আমি আপনাকে আগে জানিয়েছিলাম, আমার হাতে সময় কম। অস্ট্রেলিয়ায় আমার বেশ কিছু কাজ আছে। বিষয়টি আমি শাকিব খান ও চলচ্চিত্রের বিভিন্ন সমিতিগুলোর কাছেও বলেছি। কারও ভয়ে আমি দেশ ত্যাগ করেনি। আমি আমার কাজের জন্যই অস্ট্রেলিয়ায় এসেছি। আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আপনাদের সঙ্গে সব প্রমাণ নিয়ে দেখা হচ্ছে। এবার লড়াই হবে আইনিভাবে।’


আরও খবর



দেশে ফিরলেন টাইগাররা

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক: দুই ভাগে ভাগ হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সফল সিরিজ শেষে গতকাল বিকাল ৫টার দিকে একই বহরে ঢাকায় এসে পৌঁছান নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও লিটন দাস। পরিবারের সঙ্গে সময় কাটাতে সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। আর বাকি চারজন সপ্তাহখানেক ইংল্যান্ডে অবস্থান করে দেশে ফিরবেন।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ খেলতে গত ১ মে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন টাইগাররা। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন তারা। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।


আরও খবর



মাগুরার শ্রীপুরে নারী প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত:শুক্রবার ০৯ জুন ২০২৩ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ৯২জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে সাচিলাপুর গ্রামবাসির উদ্যাগে শুক্রবার দুপুরে হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সাচিলাপুর গ্রামের শত শত মানুষ উপস্থিত হয়ে নারী প্রতারক চক্রের সদস্য সকিনা বেগম, লিজা খাতুন, জোছনা, জরিনা খাতুন ও তাদের সহযোগী আইয়ুব হোসেনসহ যারা চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মানববন্ধনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাচিলাপুর গ্রামের এ সকল প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও যুবক ছেলেদের প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা আত্মাসাৎ করে আসছে।
 এলাকাবাসীর পক্ষ থেকে এদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হয়।

আরও খবর



মাধবপুরে সাংবাদিকের উপর হামলা নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

মোঃ আব্দুল হান্নান:-

হবিগঞ্জ জেলার মাধবপুরে এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে মোটরসাইকেল সহ নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ১৯ মে ২০২৩ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় আদাঐর ইউনিয়নের মাধবপুর-নাসিরনগর সড়কের আদাঐর কালী মন্দিরের সামনে।জানা গেছে জাতীয় দৈনিক এই বাংলা'র মাধবপুর প্রতিনিধি নারায়ণ সরকার নয়নের উপর হামলা চালিয়ে দূর্বৃত্তরা একটি Afacee 4v 160 cc মোটরসাইকেল ও নগদ ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।


এ ব্যাপারে নারায়ণ সরকার নয়ন জানান,সে একজন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ধারী ব্যবসায়ী। ইলেক্ট্রনিক্স মালামাল আনার জন্য ১৯ মে শুক্রবার দুপুরে ভারতের আগরতলা যাওয়ার কথা তার। এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে আদাঐর গ্রামে একটি মোবাইলের জন্য তমাল চক্রবর্তীর বাড়িতে যায়। সেখান থেকে আসার পথে ঐ গ্রামের কালী মন্দির এলাকায় পৌছা মাত্র কয়েকজন দূর্বৃত্ত তার উপর হামলা করে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।এ বিষয়ে নয়ন সরকার মাধবপুর থানার একটি অভিযোগ দায়ের করেন।

 অভিযোগের ভিত্তিতে এস আই সাইদুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে হিরেন্দ্র সরকার হিরোর ঘর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন।

জানতে চাইলে মাধবপুর থানার অফিসার ইনচার্জের  মোবাইল নাম্বারে যোগাযোগ করলে, ওসি তদন্ত বলেন স্যার ছুটিতে আছেন।আমরা অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ডেমরা আল-আমিন রোডে সিএনজি চালক নিখোঁজ

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

এ.আর হানিফঃ রূপগঞ্জ এলাকায় যাত্রীবহন করতে ট্রিপ নিয়ে রওনা হয়ে গত ৫ দিন যাবত নজরুল ইসলাম (৪১) নামে সিএনজি চালক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ২৩মে মঙ্গলবার রাতে ডেমরা থানার আল-আমিন রোড এলাকায় এ নিখোঁজের ঘটনাটি ঘটে। অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ সিএনজি চালক ও তার সিএনজি অটোরিকশার কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে তার পরিবারের সদস্যরা যাত্রাবাড়ি ও ডেমরা থানায় সাধারণ ডায়েরি বা নিখোঁজ জিডি এন্ট্রি করতে গেলে নানা জটিলতা দেখিয়ে কোন আইনী সহায়তা পায়নি।

নিখোঁজ সিএনজি চালক নজরুল ইসলাম ডেমরা থানার ডিএসসিসি ৬৫ নং ওয়ার্ডস্থ  আল-আমিন রোড এলাকায় দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে নিখোঁজ নজরুল ইসলামের ছেলে হাবিব গনমাধ্যমকে জানান, আমার পিতা প্রতিদিনের মত গত মঙ্গলবার র নারায়ণগঞ্জ থ-১১-১১৬২ নম্বারে একটি সিএনজি নিয়ে রূপগঞ্জ এলাকায় যাত্রীবহন করার জন্য ট্রিপ নিয়ে  রওনা হয়। কিন্তু গত কয়েক দিন পার হলেও সে বাড়িতে ফিরেনি। অনেক স্থানে খোঁজাখুজি করে আমার পিতার কোন হদিস না পেয়ে এ ব্যাপারে আমি নিখোঁজ জিডি এন্ট্রি করতে গেলে যাত্রাবাড়ি বা ডেমরা থানায় সাধারণ ডায়েরি নেয়নি।

পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে না পেয়ে নিখোঁজ নজরুল ইসলামের পরিবার নানা উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। জরুরী ভিত্তিতে নিখোঁজ নজরুল ইসলামের সন্ধ্যান চেয়েছেন তার ছেলে হাবিব।নিখোঁজ সিএনজি চালক নজরুল ইসলামের সন্ধ্যান পেলে তার ছেলে হাবিব এর মোবাইল ফোন নং ০১৭৮৩-৭৬৫০৫৪ তে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন ।


আরও খবর



তানোরে হাসুয়ার মুখে সিটি ব্যাংক এজেন্টের ৪ লাখ টাকা ছিনতায়

প্রকাশিত:শুক্রবার ০৯ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর পৌর এলাকার তালন্দ বাজার সিটি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এজেন্ড জাহাঙ্গীরের  ৪ লাখ টাকা ছিনতায় করেছেন  বলে নিশ্চিত হওয়া গেছে । বৃহস্পতিবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে ব্যাগে করে টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময়  পলাশ মার্কেট ও জাহাঙ্গীরের বাড়ির মাঝে সরু অন্ধকারাচ্ছন্ন স্থানে ঘটে ছিনতায়ের ঘটনাটি। এঘটনায় পুরো গ্রামবাসী র মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। তবে ছিনতায়ে ব্যবহিত হাসুয়া ও সেন্ডেল পেয়েছেন প্রতিবেশিরা, যা হেফাজতে রাখা হয়েছে। এখবর ছড়িয়ে পড়লে তালন্দ বাজারে শতশত জনতা ভীড় করেন, আবার কেউ কেউ শান্তনা দিচ্ছেন ভুক্তভোগীকে।সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার তালন্দ বাজারের কলেজে যাওয়ার রাস্তার উত্তরে সিটি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এবং গ্যাস সিডিন্ডারের ব্যবসা করে আসছেন তালন্দ সরদারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম। সে মৃত ইমরানের পুত্র। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ৯ টার দিকে দোকান বন্ধ করে ব্যাগে করে ৪ লাখ টাকা দুটি ট্যাব ও ব্যবসার জন্য কয়কটি মোবাইল নিয়ে বাড়িতে আসছিলেন ।  বাজারের মুল রাস্তার পূর্ব দিকে পলাশের মার্কেটের পিছনে জাহাঙ্গীরের বাড়ি। মার্কেট ও বাড়ির মাঝে সরু অন্ধকারচ্ছন পায়ে চলা রাস্তা দিয়ে যাওয়ার সময় পরিকল্পিত ভাবে চারজন জাহাঙ্গীরের গলায় হাসুয়াসহ দেশীয় অস্ত্রের মুখে  টাকার ব্যাগ ট্যাব ও মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। তাদের পিছনে ধাওয়া করেও নাগাল পায়নি জাহাঙ্গীর ।

প্রত্যাক্ষদর্শী প্রতিবেশিরা জানান, সরু জায়গাটি অন্ধকার।  জাহাঙ্গীর সেখানে আসামত্রই চারজন ঘিরে ধরে ব্যাগসহ সবকিছু কেড়ে দৌড়ে পালিয়ে যান। জাহাঙ্গীর পিছুপিছু ধাওয়া দেয়। কিন্তু কোন নাগাল পায়নি। এটা পরিকল্পিত।তাছাড়া এত দ্রুত পালিয়ে যেতে পারত না। কারো উপরে সন্দেহ আছে কিনা জানতে চাইলে তারা জানান, কারো সাথে দ্বন্দ্ব ফাসাদ কিছুই নেই।জাহাঙ্গীর হতাশ হয়ে দোকানের বারান্দায় ছিলেন, তিনি জানান, আমার কাছে থেকে ছিনতায় করেছে বিশ্বাস করতে পারছিনা। প্রতিদিন কম বেশি একই সময় বাড়িতে যায়। পরিকল্পিত ভাবেই কাজটি করা হয়েছে বলে মনে হচ্ছে। আপনি কাউকে চিনতে পেরেছেন কিনা আর তাদের বয়স কেমন ছিল জানতে চাইলে সে জানায় কাউকে ছিনতে পারিনি, মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, বয়সে সবাই তরুন। আমি রাতেই থানায় অভিযোগ দায়ের করব।থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, আমিসহ পুলিশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছি, বাজারের সিসি ক্যামেরা চেক করা হবে। অভিযোগ হলে আইনগত সকল ব্যবস্থা নেওয়া হবে। ইতিপূর্বে বিভিন্ন থানাকে অবহিত করা হয়েছে। বিভিন্ন ভাবে অভিযান চলছে।

আরও খবর