Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ডেঙ্গুতে মানুষ মারা যাওয়া স্বাভাবিক ঘটনা হতে পারে না: জিএম কাদের

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৮৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মানুষের মৃত্যুর সংখ্যাও। গত তিন দিনে প্রতিদিন তিন হাজারের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বাসা-বাড়িতে কত সংখ্যক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তার কোনো হিসাব নেই।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভা পরিচালনা করেন মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু রহমান খশরু। এসময় নিউ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ হোসেন, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, বলাকা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. আব্দুর রহিম অপু, আনিছুর রহমানসহ শতাধিক ব্যবসায়ী দলটির চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

জিএম কাদের বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ নতুন করে ডেঙ্গু আক্রান্ত হবে আর এর মধ্য থেকে কিছু সংখ্যক মারা যাবে, এটাই যেন স্বাভাবিক। ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাবে এটা স্বাভাভিক ঘটনা হতে পারে না। ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে কারো যেন দায় নেই। ডেঙ্গু আক্রান্ত হয়ে অসংখ্য মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এ মাসের ১৯ দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার। এ বছর ডেঙ্গুতে ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। তবে, সাধারণ মানুষের ধারণা এই মৃত্যুর সংখ্যা আরও বেশি। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৯৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গুর লার্ভা কমছে না, তাই আক্রান্তের সংখ্যাও কমছে না। ডেঙ্গুর বিষয়ে সাধারণ মানুষ অধিক শোকে পাথর হয়ে গেছে। তারা আর এই বিষয়ে কথা বলতে চায় না। হাসপাতালে জায়গা দেওয়ার ক্ষমতা নেই।

কাদের আরও বলেন, আমরা ডেঙ্গু নিয়ে কথা বললে নাকি দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই এটাকে তারা রাষ্ট্রদ্রোহী বিবেচনা করে শাস্তিযোগ্য অপরাধ বানাতে চাচ্ছে।

তিনি বলেন, রাজধানীতে ডেঙ্গু নিধনে দুই সিটি করপোরেশন নাটক করছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেখলেই বোঝা যায়, তাদের কোনো সফলতা নেই। সাধারণ মানুষের অভিযোগ, রাজধানীর বাইরেও ডেঙ্গু নিধনে কার্যকর কোনো উদ্যোগ নেই। আবার ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের জন্য পর্যাপ্ত স্যালাইন পাওয়া যাচ্ছে না। প্রভাবশালী একটি গোষ্ঠী জীবন রক্ষাকারী স্যালাইন কালোবাজারে নিয়ে কয়েকগুন মুনাফা করছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রধান কাজ হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখা। মশা-মাছি নিয়ন্ত্রণ করতে তাদের ভূমিকাই বেশি। এখন আমদের দেশের শহরগুলো আফ্রিকার অনেক শহরের চেয়েও নোংরা। পৌরসভা ও সিটি করপোরেশনের কাজ এখন বড় বড় ভবন করা ও ঠিকাদারের সাথে কমিশন ম্যনেজমেন্ট করা। সেখানে এই লীগ, সেই লীগসহ বিভিন্ন লীগকে চাঁদা দিতে হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু, দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল প্রমুখ। 


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




সুনামগঞ্জে পুলিশ ও বিএনপির সংঘর্ষ: টিয়ারশেল, ফাঁকা গুলি, আহত ১০

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ: সুনামগঞ্জে হরতালের সমর্থনে মিছিল বের করার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে পুলিশের ৫ সদস্য ও ২ সংবাদকর্মীসহ ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ পৌরশহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে- বেলা ১১টায় বিএনপির নেতাকর্মীরা সুনামগঞ্জ পৌরশহরের পুরাতন বাস স্টেশন এলাকায় অবস্থিত তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করলে কর্মরত পুলিশ বাহিনীর সদস্য তাদের বাঁধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে চায়। কিন্তু উত্তেজনা বেড়ে গিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওই সময় বিএনপির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পৌরশহরের আরফিন নগর ও জামতলা এলাকায় অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় ঘন্টাব্যাপী থেমে থেমে চলতে থাকে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা। এমতাবস্থায় সংঘর্ষস্থলে পুলিশের জনবল বৃদ্ধি করা হয় এবং দুই এলাকায় অবস্থান নিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে সক্ষম হয় পুলিশ। পরে আরফিন নগর এলাকায় অভিযান চালিয়ে ৩ যুবককে আটক করা হয়। তবে আটককৃতদের দাবী তারা আওয়ামীলীগের সমর্থক। এই সংঘর্ষের ঘটনার পর থেকে পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এব্যাপারে উপস্থিত কর্মরত পুলিশ সদস্যরা জানায়- সুনামগঞ্জ পৌরশহরের শুরুত্বপূর্ণ পয়েন্ট পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাঁধা দিলে তারা ধাওয়া করে। পরে বিএনপির লোকজন শহরের দুই দিক থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় পুলিশের ৫ সদস্য ও ২জন সংবাদকর্মী আহত হয়েছে। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তবে হামলাকারীদেরকে আটক করার জন্য বিশেষ অভিযান চলছে।


আরও খবর



দেশে ১৭ দিনে রেমিট্যান্স এলাে ১৩১২৪ কোটি টাকা

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :প্রবাসীরা নভেম্বর মাসের ১৭ দিনে ব্যাংকিং চ্যানেলে (বৈধ পথে) দেশে পাঠিয়েছেন ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ১২৪ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে)।

এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৮৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৫১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোট ৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার এবং দেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ মার্কিন ডলার।

রোববার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ধরনের উদ্যোগের ফলে হুন্ডির দাপট কমছে, বাড়ছে বৈধ পথে প্রবাসী আয়।

তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৬ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার। আগের বছরের নভেম্বর মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন প্রায় ৫ কোটি ৩২ লাখ ডলার। আর চলতি বছরের অক্টোবরে প্রবাসীরা প্রতিদিন বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছিলেন প্রায় ৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার মার্কিন ডলার। সে হিসাবে নভেম্বর মাসে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত আছে। প্রণোদনা বৃদ্ধিসহ নানা রকম উদ্যোগের ফলে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাড়ছে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




মধুপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরের বস্তুনিষ্ঠ সাংবাদিক সংগঠন মধুপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪নভেম্বর)বিকেলে  প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল রানা এর সঞ্চালনায় প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়। 

উক্ত মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল রানা, দপ্তর সম্পাদক আবুল হোসেন আকাশ, কার্ষকরী সদস্য অধ্যাপক আবু সাইদ, তছির উদ্দিন তানভীর, মোহাম্মদ শাহজাহান আলী, মাহবুবুর রহমান, মোঃ ইব্রাহিম আলী, জুয়েল রানা,  মিজানুর রহমান সহ আরও অনেকে। 

মাসিক সভায় সকলের সম্মতিক্রমে প্রতি বছরের ন্যায় এবারের বার্ষিক বনভোজন ও আলোচনা সভার তারিখ ও স্থান  নির্ধারনের বিষয়ে আলোচনা করা হয়। আগামী মাসিক সভায় পিকনিকের তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



নির্বাচনে ব্যস্ত সাকিব খোঁজ রেখেছেন জাতীয় দলেরও

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিশ্বকাপও শেষ করতে পারেননি ঠিকঠাক। আঙ্গুলের চোটে পড়ে এক ম্যাচ আগেই দেশে ফিরতে হয় সাকিব আল হাসানকে। এরপর জানতে পারেন, চোটের কারণে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর ফাঁকে সাকিব নাম লিখিয়েছেন রাজনীতিতে।

ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন মাগুরা-১ আসনে। নির্বাচনের আগে হাতে আছে মাত্র এক মাস। তাই ব্যস্ত হয়ে পড়েছেন সাকিব। তবে ভোটের মাঠে ব্যস্ত হয়ে পড়লেও ঠিকই খোঁজ রেখেছেন জাতীয় দলের।

আগামীকাল মঙ্গলবার থেকে সিলেটে শুরু বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। এই সিরিজে সাকিবের পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিবকে মিস করা নিয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ সাকিব ভাইকে আমরা অবশ্যই মিস করবো। প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে।’

তবে সাকিব এত ব্যস্ততার মাঝেও খোঁজ নিয়েছেন জাতীয় দলের, নতুন অধিনায়ককে জানিয়েছেন শুভ কামনা। এ নিয়ে শান্ত বলেন, ‘দলের ব্যাপারে উনি (সাকিব) গতকালকে ফোন করেছিলেন রাতে। তার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন। সব খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন ভালো করার। বলেছেন, আমরা যেই জিনিসটা পারি ওই জিনিসটাই যেন করি। এই তোৃএরকমই কথা হয়েছে।’

এই সিরিজে শুধু সাকিব নন, দলের অন্যতম দুই ব্যাটার তামিম ইকবাল ও লিটন দাস খেলছেন না। পেসার তাসকিন আহমেদ আর এবাদত হোসেনও নেই দলে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




ফরিদপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা

প্রকাশিত:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৮জন দেখেছেন

Image
টিটুল মোল্লা,ফরিদপুর:ফরিদপুর প্রেস ক্লাবের বিশেষ  সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বেলা ১০.৩০ মিনিটে ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে উক্ত সাধারন সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রেস ক্লাবের ৬৭ জন সদস্য উপস্থিত ছিলেন ‌ এবং ২৫ জন সদস্য আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন,প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব। সভায় প্রেসক্লাবের বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।সভায় পরবর্তী পর্বে ৭
সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এর আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক মোঃ শাহজাহান, সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মিজানুর রহমান মানিক ,এস এম তমিজউদ্দিন তাজ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, মফিজ ইমাম মিলন, মাহফুজুল আলম ও জাহিদ রিপন।

আগামী ৩১ শে মার্চ পর্যন্ত উক্ত কমিটি ফরিদপুর প্রেসক্লাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
এছাড়া আগামী ১৬ ডিসেম্বর  ফরিদপুর প্রেস ক্লাবের মরণোওর তিন জন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুদ্দিন মোল্লা, লিয়াকত হোসেন এবং এম এ মজিদকে সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়া প্রেস ক্লাবের বর্তমান দুই মুক্তিযোদ্ধা সদস্য মিজানুর রহমান মানিক আমিনুর রহমান ফরিদকে সংবর্ধনা প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।

আরও খবর