Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

দীপ্ত টিভিতে বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয়

প্রকাশিত:বুধবার ২৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক ;ধারাবাহিক “আমাদের গল্প” ;প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ও রাত ৯টায় এবং আরো দেখা যাবে দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে

(এই সপ্তাহের কাহিনী সংক্ষেপ)

এলিবোল পরিবারের হাসিমুখে দারিদ্রকে মেনে নেবার গল্প নিয়েই

নির্মিত তুরস্কের বহুল আলোচিত এই সিরিয়াল। হাস্যরসে ভরপুর

বাস্তবধর্মী এই গল্পে দেখা যায় মাতৃহীন পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে

বড় বোন ফিলিয সবাইকে আগলে রেখেছে। নিজের সৌন্দর্য কিংবা

ব্যক্তিগত হাসি- আনন্দ নিয়ে যার কোন ভ্রুক্ষেপ নেই। মূলত সংসার চালাতে

গিয়ে ফিলিযের নিত্যদিনের যে সংগ্রাম, তা নিয়েই এ ধারাবাহিকের

গল্প এগিয়ে যায়। সুখে দুঃখে কাছের বান্ধবী তুলায়কে ফিলিযের পাশে

এসে দাঁড়াতে দেখা যায়। মদ্যপ বাবার দায়িত্বহীনতা, নিত্যদিনের

আর্থিক টানাপোড়েন, সর্বোপরি জীবন বাস্তবতা বয়সের চেয়ে অনেক

বেশি পরিপক্ক করে তুলেছে এলিবোল পরিবারের ছেলেমেয়েদের। রাহমেত,

হিকমেত, কিরায, ফিকরেত ও ইসমেত বড় বোনকে যেমন ভালোবাসে,

তেমনি পারিবারিক যে কোন প্রয়োজনে বোনের পাশে এসে দাঁড়ায়।

মদ্যপ বাবা ফিকরি’র অদ্ভুত সব কর্মকান্ড আর ভাই বোনদের মধুর

খুনসুটিতে ভরা এই ধারাবাহিকের প্রতিটি পর্ব। কিছু মানুষের

রোজকার জীবন যুদ্ধ জয়ের হাস্যোজ্জ্বল আর সম্মিলিত প্রয়াসের, এক

প্রাণবন্ত উপ¯’াপন - “আমাদের গল্প”।

চরিত্র ও কন্ঠাভিনেতার তালিকা: ফিলিয (জয়শ্রী মজুমদার লতা), বারিশ

(শফিকুল ইসলাম), ফিকরি (রফিকুল সেলিম), তুলায় (নাহিদ আখতার ইমু),

তুফান (মরু ভাস্কর), রাহমেত (খায়রুল আলম হিমু), হিকমেত (এন কে

মাসুক), কিরায (নাদিয়া ইকবাল ইকরা), ফিকরেত (মেরিনা আফরোজ

শিপু), ইসমেত (আনিরা মিশেল রিভা), চিচেক (রুবাইয়া মতিন গীতি),

জেমিল (সজিব রায়) ও অন্যান্য।

ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত

টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

“আমাদের গল্প” ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া

মতিন গীতি এবং প্রযোজনা করেছেন রোমানা হোসেন।


দীপ্ত টিভির ধারাবাহিক নাটক‘‌জবা‘‌ ;প্রচারিত প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে এবং আরো দেখা যাবে দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে।

মোহনপুর গ্রামের সবাই একটা বিষয়ে পরিস্কার, বয়স যাই হোক জবার

মধ্যে আসলে একটা দুরন্ত শিশুই লুকিয়ে আছে। এই সে খোলা মাঠে...তো

এই ফসলের ক্ষেতে, কখনও কাকতাড়ুয়া সেজে... আবার কখনো কানে শাপলা

গুঁজে রঙ্গিন ঘুড়ি উড়িয়ে তার উত্তাল বিচরণ পুরো গ্রামজুড়ে। ফুলের

নামে নাম হলে কী হবে, সবাই ডাকে তাকে জ্বিনে ধরা জবা বলে। গাছের

সাথেও নাকি কথা বলতে পারে সে। একদিন উ”ছ¡সল সেই জবার প্রেমে পড়ে

যায় পুরান ঢাকার মিঠু। স্বভাবে মিঠু নম্র-ভদ্র হলে কী হবে, তার মা

বিলকিস বেগমের যে ভীষণ মেজাজ। তালুকদার বাড়িতে পান থেকে চুন

খসতে পারে না বিলকিস বেগমের অনুমতি ছাড়া। বাড়ির সবচেয়ে ছোট

ছেলে মিঠুর জন্য বিলকিস চেয়েছিলেন নিখুঁত এক সংসারী মেয়ে।

কিš‘ মিঠুর মন রাখতে বাড়িতে বৌ করে আনতে হয় গ্রামের চঞ্চল জবাকে।

বিলকিস নিজের মত করে জবাকে গড়ে নিতে পারবে? নাকি উল্টো জবা-ই

যেন বদলে দিতে থাকে তার পুরো সংসারকে।

সম্পর্কের এমনই এক সমীকরণ নিয়ে দীপ্ত টিভির নতুন ধারাবাহিক নাটক

্#৩৯;জব্#া৩৯;। নাটকটির চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান, সংলাপ কলিন

রড্রিক এবং চিত্রনাট্য সম্পাদনায় আছেন নাসিমুল হাসান।ধারাবাহিকটির লাইন প্রোডিওসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান চিত্রগ্রাহক সবুজ হাওলাদার এবং চিত্র সম্পাদক মুক্তাদির রহমান তুষার। আশিস্ধসঢ়; রায়ের নির্দেশনায় ধারাবাহিটিতে অভিনয় করেছেন রেজমিন সেতু, সোহান খান, শিল্পী সরকার অপু, শাহ আলম দুলাল, আইনুন পুতুল, সায়েম সামাদ, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়া সহ অনেকে।


দীপ্ত টিভিতে তারকা সমৃদ্ধ ধারাবাহিক নাটক ‘‌বকুলপুর সিজন ২‘‌ প্রচারিত হ”েছ প্রতিদিন রাত ৮টায় এবং আরো দেখা যাবে দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে।বিনোদনের বিপুল সম্ভার নিয়ে এবার আরো টান টান গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন।

কায়সার আহমেদের পরিচালনায় তারকা সমৃদ্ধ এ ধারাবাহিকে অভিনয় করেছেন সুজাতা, আজিজুল হাকিম, আ খ ম হাসান, আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা ইসলাম, শামীমা তুষ্টি, ফারজানা ছবি,হোমায়ারা হিমু, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, প্রমুখ।

প্রতিদিন টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাবে দীপ্ত টিভির

ইউটিউব ও ফেসবুকে।


ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’ প্রচারিত হ”েছ প্রতিদিন রাত ৮টা ৩০মিনিটে এবং আরো দেখা যাবে দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে।

প্রত্যন্ত এক গ্রামে মায়া আর ভালবাসায় জড়িয়ে থাকা ভাইবোন মণি আর

মন্ডা নানা চড়াই উতরাই পেরিয়ে আবার ফিরে এসেছে ভিন্ন এক গ্রামে,

যেখানে বদলে গেছে তাদের স্বপ্ন। শহরে হারানো মন্ডাকে খুঁজতে গিয়ে

মণি পেয়েছিলো রুনার ভালবাসা, আয়ানের বন্ধুত্ব আর নামকরা ক্রিকেটার

হবার সুযোগ। তবে জীবনযুদ্ধের জটিলতায় একসময় পরাজিত মণি আর

মন্ডাকে ফিরে আসতে হয় গ্রামে। এরপর আটবছর সময়ের ব্যবধানে বয়সের

সাথে সাথে পরিবর্তিত হয়েছে ক্রিকেটার মাশরাফি জুনিয়রের জীবন ও

চারপাশ। তবে পুরনো বন্ধুকে খুঁজে পেতে মরিয়া আয়ান। আয়ান মণিকে

কি খুঁজে পাবে, বাড়ি ছেড়ে আসা মণি আবার রুনার কাছে ফিরবে কী

না কিংবা ফেলে আসা ক্রিকেটার হবার স্বপ্ন মণি আবার জাগিয়ে

তুলবে কী না - সেসব প্রশ্নের উত্তর মিলবে নাটকের আগামী পর্বগুলোতে।

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন

আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। সাজ্জাদ সুমনের

পরিচালনায় এই ধারাবাহিকের লাইন প্রডিউসার কিশোর খন্দকার। অভিনয়ে

সাফানা নমনি, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু

চৌধুরী, মিতুল রহমান, মাইশা মাশফিকা তানিশা। সাথে যোগ

হয়েছেন শহিদুল আলম সা”চু, রোজি সিদ্দিকী, আফ্রি সেলিনা, জুয়েল

জহুর, সোমা, শেহজাদ সহ আরো অনেকে। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে

দীপ্ত টিভিতে প্রচারের আগেই ্#৩৯;মাশরাফি জুনির্য়#৩৯; দেখা যা”েছ দীপ্ত

প্লেতে, সাথে ইউটিউব আর ফেসবুকে তো আছেই।


আরও খবর



হজযাত্রীদের ভিসা ইস্যু না করায় ৯০ এজেন্সিকে শোকজ

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ধর্ম মন্ত্রণালয়ের বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা ইস্যু না করায় ৯০টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ রোববার এ নোটিশটি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সময় শেষ হয়ে হলেও বেসরকারি প্রায় ৪৯ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি। এ পরিস্থিতিতে গত ৩১ মে চিঠি দিয়ে তিন দিনের মধ্যে হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এজেন্সিগুলো সেই নির্দেশনা মানেনি।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, চলতি বছর হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিকে তিন দিনের মধ্যে স্ব স্ব এজেন্সির হজযাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত নিবন্ধিত হজযাত্রীদের ভিসা ইস্যু করা হয়নি, যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় অসহযোগিতার সামিল। এ ধরনের অব্যবস্থাপনা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করেছে। সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে। এ ঘটনা ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’র পরিপন্থী। এতে এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

নোটিশে এসব হজ এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’র ১৩ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই জবাব আগামী তিন দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে দাখিল করার অনুরোধ জানানো হয়।


আরও খবর



দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোটায়: জয়

প্রকাশিত:শনিবার ১০ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৪২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :সারা দেশে লোডশেডিং এখন শূন্যের কোটায় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেন।    

সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘গত ৮ জুন থেকে সারা দেশে ব্যাপকহারে কমেছে লোডশেডিং। আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি। জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।

পোস্টে সংযুক্ত ভিডিওতে দাবি করা হয়, ‘৯ জুন লোডশেডিং একেবারে শূন্যের কোটায় নেমে আসে। এদিন বিদ্যুৎ উৎপাদন হয় ১২ হাজার ৫৬৮ মেগাওয়াট। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরে লোডশেডিং একেবারেই ছিল না। কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে উৎপাদনে ঘাটতি হলেও লোডশেডিং দেয়নি জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টার। ঘাটতি ছিল মাত্র ১.০১ শতাংশ।



আরও খবর



গায়ানায় স্কুল ছাত্রাবাসে ভয়াবহ আগুন, নিহত ২০

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমিকান দেশ গায়ানার এক স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। দেশটির কর্মকর্তারা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।

দেশটির তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা মাহদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে আগুনের একটি হৃদয় বিদারক আপডেট নিয়ে এসেছি। আগুনে আমরা অত্যন্ত সুন্দর আত্মা হারিয়েছি। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েজন।

তবে হতাহতের পরিচয় এখন পর্যন্ত জানানো হয়নি। হতাহতরা শিক্ষক, কর্মচারী না শিক্ষার্থী তা উল্লেখ করা হয়নি। এ ছাড়া ঠিক কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে তাও দেশটির কর্তৃপক্ষ জানায়নি।


আরও খবর



শিরোপার খুব কাছে পিএসজি এমবাপ্পের জোড়া গোলে

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অক্সেরকে ২-১ ব্যবধানে হারাল পিএসজি। এ জয়ে ফরাসি লিগ ওয়ানে শিরোপার খুব কাছে পৌঁছে গেল ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে এই জয় তুলে নেয় পিএসজি। যদিও ম্যাচের এক পর্যায়ে অক্সের দারুণ খেলেও সফরকারী গোলরক্ষকের কারণে খেলায় ফিরতে পারেনি। শেষ দুই রাউন্ড থেকে কেবল ১ পয়েন্ট পেলেই টানা দ্বিতীয় শিরোপার ঘরে তুলবে প্যারিসের ক্লাবটি।

পিএসজি এদিন প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত শুরু করে। মাত্র ষষ্ঠ মিনিটে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়েই ফাবিয়ান রুইস খুঁজে নেন এমবাপ্পেকে। নিখুঁত শটে বাকিটা সারেন ফরাসি ফরোয়ার্ড। দুই মিনিট পরেই স্কোরলাইন ২-০ করে পিএসজি। মেসির বাড়ানো বল স্পর্শ না করে ছেড়ে দেন উগো একিতিকে। ডি-বক্সের মাথায় পেয়ে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এমবাপে।

বিরতির পর থেকেই পিএসজিকে চেপে ধরে স্বাগতিকরা। ফলও পেয়ে যায় দ্রুত। ৫১তম মিনিটে দা কস্তার দারুণ ফ্লিকে বল পেয়ে এগিয়ে গিয়ে বুলেট গতির শটে ব্যবধান কমান সিনায়োকো। কিন্তু সমতায় আর ফেরা হয়নি তাদের।

লিগে ৩৬ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে ৮৪ পয়েন্ট পিএসজির। দিনের আরেক ম্যাচে  লরিয়ঁকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লড়াই অন্তত আরেক রাউন্ড পর্যন্ত টিকিয়ে রেখেছে লসঁ। ৭৮ পয়েন্ট নিয়ে তারা আছে দু্ই নম্বরে।


আরও খবর



পরিণীতি চোপড়া বাগদান সারলেন, ছবিতে দেখুন

প্রকাশিত:রবিবার ১৪ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন। হবু বর আর কেউ নন, সেই রাঘব চাড্ডা। যিনি আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য।

গতকাল শনিবার পারিবারিক আয়োজনে আংটি বদল করেন এই প্রেমিক জুটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, নয়া দিল্লির কাপুরথালা হাউজে বসেছিল বাগদান অনুষ্ঠানের আসর। দুই পরিবারের সদস্য ছাড়া এ জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। যদিও বিয়ে তারিখ এখনও ঘোষণা করেননি পরিণীতি। তবে শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে সাতপাকে বাঁধা পড়বেন পরিণীতি-রাঘব।

বাগদান অনুষ্ঠানের জন্য বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছিল রাঘবের বাড়ি।

পরিণীতির বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তার দুই ভাই সহজ আর শিবাঙ্গ। তারা সাদা পোশাকে হাজির হয়েছিলেন। বাগদানের আসরের বাইরে পাতা হয়েছিল রেড কার্পেট। অতিথিদের জন্যই এই ব্যবস্থা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া। সকাল সকাল স্বামী নিক জোনাস ও কন্যাকে নিয়ে নয়া দিল্লিতে হাজির হন তিনি।

তাছাড়াও এই অনুষ্ঠানে এসেছিলেন রাজনৈতিক জগতের বড় বড় ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন আদিত্য ঠাকরে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী।

গতকাল রাতে বাগদান অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসে। আর এ ছবি প্রথমে শেয়ার করেন পরিণীতি নিজেই। এসব ছবিতে দেখা যায়, রোমান্সে ডুবে আছেন পরিণীতি-রাঘব।

ভারতীয় একটি সংবাদ সংস্থার দাবি, দুই জগতের দুই তারকা কলেজ জীবনের বন্ধু। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তারা।

কিছুদিন আগে মুম্বাইয়ের বিলাসবহুল একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘবকে। দুজনে একসঙ্গে ডিনার করতে একটি রেস্তোরাঁয় যান। এসময়ের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আলোচনায় উঠে আসেন এই জুটি।

পরিণীতি চোপড়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। ২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৫০ কোটি রুপি।


আরও খবর