Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ড. ইউনূসের মামলা কার্যতালিকা থেকে বাদ

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ১১শ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার কার্যতালিকা থেকে মামলাটি বাদ দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমির উদ্দিন।

এর আগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ২০১২-১৭ এই পাঁচ বছরে ১১শ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হাইকোর্টকে জানায়।

কর ফাঁকির বড় মামলার বিষয়ে গতকাল সোমবার উচ্চ আদালত হাইকোর্টে আদেশ দেওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে আজ মঙ্গলবার দিন ঠিক করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ মামলাটি তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে ইউনূসের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১শ কোটি টাকার আয়কর রিটার্নের মামলা চালুর জন্য হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।


আরও খবর



গাজীপুরে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৮১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃগাজীপুরে কিশোর ছেলের হাতে  পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর সিটি কর্পোরেশন ৩২ নং ওয়ার্ড গাছা থানার উত্তর জাঝর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাজিব হোসেন (৩৫)। তিনি জাঝর এলাকার বাসিন্দা। অভিযুক্ত নিহত রাজিব হোসেনের  পুত্র শিশির (১৫)। সে স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।

পরিবারের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন জানান, নিহত রাজিব হোসেন মাদকাসক্ত ছিল। সে প্রায় সময়ই পরিবারের সদস্যদের মারধর ও নানাভাবে নির্যাতন করতেন। নেশার টাকার জন্য পরিবারের লোকদের সে অতিষ্ঠ করে তুলেছিলেন।

ওসি জানান, রবিবার সকালে পারিবারিক কলহের জেরে নিহতের ছেলে (১৫) চাপাতি দিয়ে তার পিতা রাজিবকে এলোপাতাড়িভাবে কোপায়। এতে রাজিব গুরুত্বরভাবে আহত হন। তাকে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকে তার ছেলে পলাতক রয়েছে।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরও খবর



‘শেখ হাসিনা আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন’

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:শেখ হাসিনা আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। তিনি বলেন, নিজের পরিবারের সবাইকে হারিয়েও প্রধানমন্ত্রী এদেশের মানুষের জন্য চিন্তা করে বিদেশ থেকে ফিরে এসেছেন। গত ৪২ বছর ধরে সংগ্রামী নেতায় পরিণত হয়েছেন তিনি।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সেলিম মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ রাষ্ট্রকে টেকসই এবং স্থায়ী করার জন্য যা যা দরকার, তা তিনি করেছিলেন। আজ তারই কন্যা শেখ হাসিনা পিতার নেতৃত্বের হাল ধরেছেন। দেশকে উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতায় পরিণত হয়েছেন।

তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের জাতীয় স্বার্থের জন্য কাজ করেছেন। এ দেশের জনগণের মঙ্গল একমাত্র আওয়ামী লীগই চায়। এখন সাধারণ মানুষ অপপ্রচার, মিথ্যাচারকে বিশ্বাস করে না।


আরও খবর



নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের শপথ ২৬ সেপ্টেম্বর

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি ওবায়দুল হাসান আগামী ২৬ সেপ্টেম্বর শপথ গ্রহণ করবেন। ওই দিন সকাল ১১ টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করাবেন। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের  ১১ জানুয়ারি তারিখে নেত্রকোনা জেলার মোহনগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ডা. আখলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি গণপরিষদ সদস্য হিসাবে স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান রচনায় সক্রিয় অংশগ্রহণ করেন এবং সংবিধান রচনার পর তাতে স্বাক্ষর প্রদান করেন। বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে এম.এস.এস. ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় হতে তিনি এলএল.বি. ডিগ্রী অর্জন করেন।

তিনি ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৮ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে এবং ২০০৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালে বিচারপতি হাসান নিয়মিত আইনজীবী হিসেবে হংকং-এ অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল ল'ইয়ারস কনফারেন্স'-এ অংশগ্রহণ করেন। গণচীনের প্রকিউরেটর জেনারেলের আমন্ত্রণে বাংলাদেশের এটর্নি জেনারেলের সফরসঙ্গী হিসেবে যান।

১৯৯৭ সালে চীনের বেইজিংসহ বেশ কিছু নগরী ভ্রমণ করেন। বিচারপতি ওবায়দুল হাসান সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ১৯৯৬-২০০১ মেয়াদে ৫ (পাঁচ) বছর দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে অনেক সাংবিধানিক মোকদ্দমা পরিচালনা করেন।

বিচারপতি হিসেবে যোগদানের আগে তিনি দেওয়ানি, ফৌজদারি এবং সাংবিধানিক বিষয়াদি সম্পর্কিত মোকদ্দমার একজন দক্ষ আইনজীবী হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেন। তিনি দীর্ঘদিন ধানমণ্ডি ল' কলেজের একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৯ সালের ৩০ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদান করেন এবং ২০১১ সালের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি ২০১২ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর একজন সদস্য হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে ২০১২ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বিচারপতি হাসান অনেক দেশ ভ্রমণ করেছেন। যার মধ্যে অন্যতম-পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বেলিজিয়াম, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, ফ্রান্স, সুইজারল্যান্ড সৌদি আরব। 

তার একমাত্র ছেলে আহমেদ শাফকাত হাসান আইন বিষয়ক একজন গবেষক। তিনি যুক্তরাজ্যের ইনার টেম্পল থেকে বার-এট-ল করার পর ইউনির্ভার্সিটি অব ডারহাম থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে এলএল.এম.ডিগ্রী অর্জন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত। তার স্ত্রী নাফিসা বানু বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী বোর্ডের সদস্য (অর্থ) হিসেবে কর্মরত আছেন।


আরও খবর



সুনামগঞ্জ সীমান্তে যানবাহন ও মালামালসহ গ্রেফতার ১৪

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে জমজমাট ভাবে চলছে চোরাচালান বাণিজ্য। পৃথক অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ ১৪ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। এছাড়া ২টি ইঞ্জিনের নৌকা ও ৩টি পিকআপসহ অবৈধ চিনি ও মাদক দ্রব্যের চালান জব্দ করা হয়েছে। এব্যাপারে থানায় দায়ের করা হয়েছে পৃথক মামলা। তবে সীমান্ত এলাকায় সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামীদের দৌড়াত্ব বৃদ্ধি পেয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে- প্রতিদিনের মতো আজ শনিবার (২ সেপ্টেম্ভর) রাত ২টার পর থেকে জেলার তাহিরপুর উপজেলার তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তের লামাকাটা, সুন্দরবন, চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি, কলাগাঁও, এলসি পয়েন্ট, বাঁশতলা, লালঘাট, বালিয়াঘাট সীমান্তের লাকমা, লালঘাট, টেকেরঘাট সীমান্তের চুনাপাথর খনি প্রকল্প, বড়ছড়া, বরুঙ্গা ছড়া, রজনী লাইন, চাঁনপুর সীমান্তের নয়াছড়া, গারোঘাট, রাজাই, কড়ইগড়া, বারেকটিলা, লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী, সাহিদাবাদ, দশঘর, পুরান লাউড় এলাকা দিয়ে এক যোগে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে কয়লা ও পাথরসহ চিনি, সুপারী, কসমেটিকস, নাসির উদ্দিন বিড়ি, মাদকদ্রব্য ও গরু পাচাঁর শুরু করে চোরাকারবারীরা। কিন্তু এব্যাপারে কেউ কোন পদক্ষেপ নেয়নি। অথচ গত শুক্রবার (১ সেপ্টেম্ভর) ভোর ৫টায় পাশের মধ্যনগর উপজেলার মনাই নদীর জামগড়া খালে অভিযান চালিয়ে ২৪লাখ ৫শত টাকা মূল্যের ১৬১ বস্তা (৮ হাজার ৫ কেজি) ভারতীয় অবৈধ চিনি বোঝাই ১টি ইঞ্জিনের নৌকাসহ ওই উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান ও তার সহযোগী জহুরুল আলম, কালু মিয়া, আহাদ মিয়া, মারুফ মিয়া, বিল্লাল হোসেন ও মুক্তার হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে সকাল সাড়ে ৬টায় ছাতক উপজেলার তাজপুর গ্রামের রাস্তা থেকে ১৬৮ বস্তা (৮হাজার ৪শত কেজি) অবৈধ চিনি বোঝাই ৩টি পিকআপ ভ্যানসহ চোরাকারবারী আব্দুল কাইয়ুম কে হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরআগে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালী এলাকায় অভিযান চালিয়ে ১৯২ বোতল মদসহ ফিরোজ মিয়া, আমীর আলী ও আলী নুর নামের ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। অন্যদিকে এদিন ভোরে মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের বাঙ্গলভিটা গ্রাম সংলগ্ন খালে অভিযান চালিয়ে ৮০ বস্তা অবৈধ চিনি বোঝাই ১টি ইঞ্জিনের নৌকাসহ চোরাকারবারী রনি মিয়া, এরশাদ মিয়া ও আবুল কাসেমকে গ্রেফতার করে। কিন্তু তাহিরপুর সীমান্তে একাধিক মামলার আসামীরা প্রতিদিন লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন মালামাল অবাধে পাচাঁর করলেও দেখার কেউ নাই। এব্যাপারে তাহিরপুরে কয়লা ও চুনাপাথর আমদানী কারক আবুল বাশার খান নয়ন, ফজলু সরদার, ইউপি সদস্য ধন মিয়া ও বাবুল মিয়াসহ আরো অনেকেই বলেন- একাধিক মামলার আসামী লালঘাট গ্রামের ইয়াবা কালাম, রুবেল মিয়া, খোকন মিয়া, লাকমা গ্রামের রতন মহলদার, কামরুল মিয়া, দুধের আউটা গ্রামের জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, শ্রীপুর কুড়েরপাড় গ্রামের নেকবর আলী, জঙ্গলবাড়ি গ্রামের লেংড়া জামাল, হযরত আলী, আইনাল মিয়া, কলাগাঁও গ্রামের রফ মিয়া, সাইফুল মিয়া, বাঁশতলা গ্রামের আনোয়ার হোসেন বাবলু, চাঁনপুর গ্রামের আবু বক্কর, লাউড়গড় গ্রামের মোহাম্মদ মিয়া, জসিম মিয়া, সাহিদাবাদ গ্রামের বায়েজিদ মিয়া ও তাদের কথিত গডফাদার সিন্ডিকেডের মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে কয়লা ও চুনাপাথরসহ বিভিন্ন মালামাল পাঁচার করে নিজেরা ব্যবসা করছে এবং পুলিশ, সাংবাদিক ও বিজিবির নাম ভাংগিয়ে লাখলাখ টাকা চাঁদা উত্তোলন করে হয়েগেছে কোটিপতি। তাদের কারণে সম্প্রতি লাকমা ও যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে চোরাচালান করতে গিয়ে ২জনের মর্মান্তিক মৃৃত্যু হয়েছে। এব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে ওদের

দৌড়াত্ব বেড়েই চলেছে। মধ্যনগর থানার ওসি এমরান হোসেন সাংবাদিকদের জানান- এই উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে রাতের আধাঁরে রাজস্ব ফাঁকি দিয়ে চিনিসহ বিভিন্ন মালামাল পাচাঁর করে নৌকা বোঝাই করার সময় অভিযান চালিয়ে চোরাকারবারীদের গ্রেফতার করেছি। এব্যাপারে থানায় পৃথক মামলা দায়ের করে সবাইকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে। চোরাচালান প্রতিরোধের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর



খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, এই কারণে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ব্যাপারে আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শর্তযুক্ত মুক্তি বাতিল করে সহাবস্থানে যাওয়ার পরে অন্য বিবেচনা করা যাবে। এর আগে সরকারের কোনো কিছু করার নেই। 

আনিসুল হক বলেন, দেশে আইনের শাসন রয়েছে। আদালত খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন। এখন আইনের পরিবর্তন না করে তাকে মুক্তি দেওয়া যাবে না। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে হলে, তার শর্তযুক্ত মুক্তি বাতিল করতে হবে।


আরও খবর