
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি আসনের নিচ থেকে প্রায় সাড়ে ছয় কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসব সোনা উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিমানের বিজনেস ক্লাসের একটি আসনের ভেতরে কালো টেপ মোড়ানো অবস্থায় এসব সোনার বার পাওয়া যায়। তবে ওই আসনে কোনো যাত্রী ছিল না।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।