Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

চট্টগ্রাম বন্দরে ৫ দাবিতে শ্রমিক ধর্মঘট, পণ্য পরিবহন বন্ধ

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২০৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে লাইটার জাহাজে পণ্য পরিবহন কার্যক্রম বন্ধের ডাক দিয়েছে শ্রমিকরা। আজ শুক্রবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে ‘সর্বস্তরের নৌযান শ্রমিকবৃন্দ’ ব্যানারে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীতে এক সমাবেশ থেকে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

তাদের অন্য দাবিগুলো হলো- লাইটার জাহাজের শ্রমিকদের ওঠানামায় ব্যবহৃত চরপাড়া ঘাটের ইজারা বাতিল, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ, সাঙ্গু নদীর মুখ খনন করে লাইটার জাহাজের নিরাপদ পোতাশ্রয় করা।

আজ বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, চরপাড়া ঘাট ইজারা দেওয়ার পর থেকে ইজারাদারের লোকজন শ্রমিকদের বিভিন্নভাবে হেনস্তা করে আসছে। গত ৩ নভেম্বর ইজারাদারের লোকজন ৮–৯ জন শ্রমিককে মারধর করে। কিন্তু ওই ঘটনায় পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ ছাড়া বন্দরের কাছে এই ঘাটের ইজারা বাতিলের দাবি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এর প্রতিবাদে চরপাড়া ঘাটের সামনে থেকে সব লাইটার জাহাজ পারকির চর এলাকায় নিয়ে যায় নৌযান শ্রমিকরা। পারকির চর এলাকায় অবস্থানরত নৌযান থেকে শ্রমিকরা বিমানবন্দর সড়কের শেষ মাথায় চাইনিজ ঘাট ব্যবহার করে ওঠানামা করতে শুরু করে। এ ঘাটটিও আজ উচ্ছেদ করে বন্দর কর্তৃপক্ষ। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিকেলে বাংলাবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে লাইটার জাহাজে পণ্য ওঠানো-নামানো ও পরিবহন বন্ধের ডাক দেয়।


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




কুড়িগ্রামের রৌমারী স্বামীর নির্যাতনে স্ত্রীর আত্মহত্যায় সন্দেহে লাশ মর্গে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪০জন দেখেছেন

Image

মাজহারুল ইসলাম,রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ স্বামীর নির্যাতনে স্ত্রীর বিষ পানে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কলাবাড়ী গ্রামে। এলাকা সুত্রে জানা গেছে মৃত্যু আমেনা খাতুনের মা কয়েকদিন আমেই মৃত্যুবরণ করেছেন। মায়ের মৃত্যুর খবরে মেয়ে আমেনা মাকে শেষ দেখাটা দেখতে যাবে। এসম আমেনার পাষন্ড স্বামী সোনা মিয়া তার স্ত্রীকে যেতে দেবেন না মায়ের লাশ দেখতে। এমন বাধার মুখে স্ত্রী পাষন্ড স্বামীর কাছে। এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল প্রায় ২০ দিন ধরেই। এমতাবস্থায় স্ত্রীর উপর স্বামীর নির্যাতন ধারাবাহিকভাবে চলতে থাকায় অবশেষে আত্মহত্যার পথ বেচে নিয়েছে আমেনা খাতুন। বৃহুস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে স্বামী স্ত্রীর উপর নির্যাতন চালালে সইতে না পেড়ে বিষ পান করেছে বলে সুত্রে জানা গেছে। বিষ খাওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী জীবিত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্র এনে ভর্তি করেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে চিকিৎসা দেয়ার চেষ্টোকালেই কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু ঘোষনা করেন। মায়ের মৃত্যুর খবরে মেয়ে আমেনা মাকে দেখতে না দেওয়ায় এমন ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসীর দাবি। পাষন্ড স্বামীর অমানবিক কর্মকান্ডের নির্যাতন সইতে না পেড়েই বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানা গেছে। বিষ পানের ঘটনাটি ঘটেছে সকাল ১০ টার দিকে আমেনার স্বামীর বাড়িতে। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় পাঠানো হচ্ছে। এবিষয় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্রের আবাসিক ডাঃ দুলাল জানান কলাবাড়ী গ্রামের সোনা মিয়ার স্ত্রী আমেনা খাতুনকে হাসপাতালে আনার কয়েক মিনিট বেচে ছিলো আমরা চিকিৎসা দেয়ার সময়ই পাইনি তার আগেই মারা যায়। পরে খবর পেয়ে রৌমারী থানা পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। এবিষয় রৌমারী থানার তদন্ত ইনর্চাজ মোসাহেদ খান বলেন আমরা লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করছি।


আরও খবর



ভারতকে হারিয়ে শেষটা রঙিন করল বাংলাদেশ

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:ম্যাচটা বাংলাদেশ অবশেষে নিজেদের করে নিলো । ভারতের বিপক্ষে জয় দিয়ে শেষ করল এশিয়া কাপ। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারের পর মানসিক ভাবে অনেকটা দুর্বল হয়ে গেলেও শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে টাইগাররা। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫৯ রানে অল-আউট হয়েছে ভারত।

দুপুরে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় বাংলাদেশ। দুই দলই নামে পাঁচ পরিবর্তন নিয়ে। ব্যাট করতে নেমে শুরুটা হয়েছিল যাচ্ছেতাই। টপ অর্ডারের তিন ব্যাটার লিটন দাস (০), তানজিম হাসান সাকিব (১৩) এবং আনামুল হক বিজয় (৪) ফেরেন দলীয় ২৮ রানের ভেতর।

মেহেদী হাসান মিরাজ ১৩ রান করে ফিরলে আরো চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে তাওহীদ হৃদয়কে নিয়ে ধাক্কাটা সামাল দেন সাকিব আল হাসান। ১০১ রানের জুটি বেঁধে সাকিব তুলে নেন ফিফটি। 

জুটি ভাঙার আগে সাকিব খেলেন ৮৫ বলে ৮০ রানের ইনিংস। এরপর শামিম পাটোয়ারি ১ রান করে ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। এখান থেকেই নাসুম আহমেদকে নিয়ে স্কোরবোর্ডে আরো ৩২ রান যোগ করেন হৃদয়।

হৃদয় তুলে নেন ফিফটি। তবে বেশিদূর আর যেতে পারেননি, থামতে হয় ৫৪ রানের ইনিংস খেলে। এরপর নাসুমের ৪৪, শেখ মেহেদীর ২৯ ও অভিষিক্ত তানজিম সাকিবের ১৪ রানের ক্যামিওতে ২৬৫ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

ভারতের পক্ষে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। ২ উইকেট নেন মোহাম্মদ শামী ও ১উইকেট করে নেন প্রসিদ্ধ, প্যাটেল এবং জাদেজা।

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে তানজিম হাসানের করা ইনিংসের প্রথম ওভারেই খেই হারান রোহিত শর্মা। পয়েন্টে থাকা বিজয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ০ রানে।

তানজিম দ্বিতীয় ওভার করতে এসে আবারও তুলে নেন উইকেট। এবার তিলক বর্মাকে (৫) ফেরান সোজা বোল্ড করে। এরপর একপাশ আগলে রেখে লড়াই চালিয়ে যান শুভমান গিল। এর মাঝে বিদায় নেন লোকেশ রাহুল (১৯), ইষান কিষান (৫)।

গিল খেলেছেন আপন মনে। কখনো দ্রুত রান তুলে বিপদে ফেলেন বাংলাদেশকে, আবার কখনও বেশ সাবধানে চালান ব্যাট। শেষ পর্যন্ত তাকে ফেরান শেখ মেহেদী। ১২১ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন দলকে অনেকটা জয়ের নাগালে পৌঁছে দিয়ে।

গিল তার কাজ করে দিলেও বাকিরা সেটি আর পারলেন কই। অভিজ্ঞ মোস্তাফিজ তার ধার দেখিয়েছেন। শেখ মেহেদী প্রমাণ দিয়েছেন অধিনায়কের আস্থার। তানজিম সাকিব প্রথম ওভারের মতো শেষ ওভারেও বোলিং করেছেন অভিজ্ঞদের মতোই।

শেষ ওভারে যখন ১২ রান লাগে, তানজিম খেই হারাননি। প্রথম তিন বলে কোনো রান না দিলেও চতুর্থ বলে দেন বাউন্ডারি। তবে পঞ্চম বলটায় মোহাম্মদ শামীকে রান আউট করে সব হতাশা ভুলিয়ে দেন লিটন দাস।

এশিয়া কাপের সব ব্যর্থতা যেন এক নিমিষেই শেষ বাংলাদেশের। টাইগারদের পক্ষে ৩ উইকেট নেন মোস্তাফিজ, ২টি করে উইকেট নেন তানজিম ও শেখ মেহেদী। ১টি করে উইকেট নেন সাকিব এবং মিরাজ।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফের সিসিইউতে খালেদা জিয়া

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




স্ত্রীর পাশেই শায়িত হলেন সোহান

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান স্ত্রীর কবরের পাশেই চিরনিন্দ্রায় শায়িত হলেন । আজ বৃহস্পতিবার সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, লেখক আবু সাঈদ চৌধুরী, শ্যালক শাহী, আত্মীয়-স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় তার স্ত্রী স্ট্রোক করে মারা যান। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুনিয়া ছেড়ে বিদায় নেয় ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত এই নির্মাতাও। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোহান। স্ত্রী ও তার ইচ্ছায় মৃত্যুর পর দুইজনকে পাশাপাশি দাফন করে তার পরিবারের লোকজন। এক দিনের ব্যবধানে দু’জনের মৃত্যুতে শোকে পাথর স্বজন ও এলাকাবাসী।


আরও খবর

পরীমণি-বুবলী একসঙ্গে খেলবেন!

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




সুনামগঞ্জে ধর্ষনের ঘটনায় প্রেমিক সহ গ্রেফতার ৫

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৩৫জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের সীমান্ত ঘেষা দৃষ্টিনন্দন পর্যটনস্পর্ট বারেকটিলায় নিয়ে প্রেমিকাকে দল বেঁধে ধর্ষনের ঘটনায় পৃথক অভিযান চালিয়ে বান্দবীসহ মোট ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো-জেলার বিশ^ম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামের মৃত আক্কাছ আলীর মেয়ে ও ধর্ষিতার বান্দবী আখি আক্তার প্রিয়া (২০), তার বড়ভাই ধর্ষিতার প্রেমিক হ্নদয় আহমেদ (২৩), তার সহযোগী একই গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল আজিজ (২৪), একই ইউনিয়নের পাশের মথুলকান্দি গ্রামের একলাস মিয়ার ছেলে শামওয়েল আহমদ (২০) ও শামীম আহমদ (২৬)। গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্ভর) মধ্যরাতে পৃথক স্থানে বিশ^ম্ভরপুর ও তাহিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- ধর্ষিতা কিশোরীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে। পড়ালেখা ও চলার ফেরার সুবাধে পাশের বিশ^ম্ভরপুর উপজেলার বান্দবী আখি আক্তার প্রিয়ার বাড়িতে আসা যাওয়া করতো। তারই সূত্র ধরে বান্দবীর বড়ভাই হ্নদয় আহমদের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এমতাবস্থায় গত সোমবার (২৫ সেপ্টেম্ভর) বিকেলে ওই কিশোরী বান্দবী আখির বাড়িতে বেড়াতে গেলে প্রেমিক হ্নদয় আহমেদ বেড়ানোর কথা বলে পাশের তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেষা পর্যটনস্পর্ট বারেকটিলা নিয়ে যায়। এরপর সন্ধ্যায় ওই পর্যটন স্পর্টের নির্জন জায়গা নিয়ে প্রেমিকাকে, প্রেমিক হ্নদয় আহমেদ ও তার বন্ধুরা পালাক্রমে ধর্ষন করে। তারপর রাত ১১টার সময় ধর্ষিতা প্রেমিকাকে মোটর সাইকেল যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা সেতু সংলগ্ন রাধানগর এলাকা নিয়ে ফেলে রেখে যায় প্রেমিক ও তার বন্ধুরা। এঘটনার পর ধর্ষিতার চিৎকার শুনে স্থানীয় আসে এবং থানায় খবর দিলে পুলিশ এসে ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ^ম্ভরপুর থানার ওসি শ্যামল বনিক ও তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান- ধর্ষনের ঘটনায় অভিযান চালিয়ে প্রেমিক ও বান্দবীসহ ৫জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে। এঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা।


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




আজ বিশ্ব ওজোন দিবস

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:‘বিশ্ব ওজোন দিবস’আজ । দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন করি-ওজোন স্তর রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ করি’।ওজোন স্তরের ক্ষয় ও তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতিবছর ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলো ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোনস্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এই দিনটিতেই পালিত হয় বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোনস্তর রক্ষা দিবস হিসেবে। বাংলাদেশ ১৯৯০ সালে এই মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে। এরপর থেকে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়।

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফের সিসিইউতে খালেদা জিয়া

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩