সোহরাওয়ার্দীঃঢাকা মহানগরীর রমনা থানাধীন এলাকায় ডিএমপি পুলিশের সহযোগিতায় বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান হোসেন ।অভিযানে আরো অংশ নেন প্রসিকিউটর রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং সিরাজুম মুনিরা , পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে-
১) মেসার্স ইউসুফ কনফেকশনারী এন্ড গ্র্যান্ড সন্স, ২৪, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক, ৭ মগবাজার, রমনা, ঢাকা কর্তৃক প্রক্রিয়াজাতকৃত বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত বিস্কুট, কেক, পাউরুটি বিক্রি ও বাজারজাত করার অপরাধে সংশ্লিষ্ট আইন এর ১৬ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। এপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৩১ ধারা অনুযায়ী ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে।
এসময় প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাত সনদ গ্রহণ এর বিষয়ে সতর্কতা প্রদান করা হয়।
২) এছাড়া ফুডল্যান্ড প্রোডাক্টস, ২৪, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক, ৭ মগবাজার, রমনা, ঢাকা কর্তৃক বিএসটিআই বাধ্যতামূলক পণ্য কেক, বিস্কুট, পাউরুটি, চানাচুর, ঘি, ফার্মেন্টেড মিল্ক (দই) এর অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন ব্যতিত উক্ত পণ্যসমূহ বিক্রি এবং বাজারজাত করার ক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত এবং নিমকি পণ্য এর মোড়কে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার এর বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন এর ৩০ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করে। একইসাথে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা মোতাবেক তাঁর উপস্থিতিতে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এসময় প্রাপ্ত পণ্যসমূহ এর ১(এক) টি করে নমুনা তালিকাপূর্বক আলামত হিসেবে জব্দ করা হয়।
বর্ণিত আদালত এ ২(দুই)টি প্রতিষ্ঠানে বিএসটিআই আইনে সর্বমোট টাকা ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।