Logo
আজঃ বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩
শিরোনাম

চিকিৎসকের পরামর্শ নিন কুম্ভ, সামাজিক সংকট এড়ান ধনু

প্রকাশিত:রবিবার ০৫ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

আধ্যাত্বিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। কারো সঙ্গে দ্বন্দ্বে জড়ানো ঠিক হবে না। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে ছিলেন।

মিথুন (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যেতে থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগযোগ হতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

শরীর ভালো থাকবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না ব্যয় কমানোর চেষ্টা করুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরোধ করতে পারেন। তীর্থযাত্রা হতে পারে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। কোনো ব্যাপারে ঝুঁকি নিতে যাবেন না।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পারস্পারিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। সকলের প্রতি সদাচরণ করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো না-ও থাকতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।


আরও খবর

২৮ মার্চ রাশিফল

মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩

২৫ মার্চ রাশিফল

শনিবার ২৫ মার্চ ২০২৩




সাংবাদিকদের লাঠিপেটা পুলিশের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধান বিচারপতির

প্রকাশিত:বুধবার ১৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের মুখোমুখি অবস্থানের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তারা অভিযোগ করেছেন, পুলিশ তাদের লাঠিপেটা করেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান হলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের লাঠিপেটার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত সোমবার নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এ প্রেক্ষাপটে ভোট হবে কি না, কে নতুন আহ্বায়ক হবেন, নাকি উপকমিটির অন্য সদস্যরা নির্বাচন পরিচালনা করবেন— এসব নিয়ে গতকাল মঙ্গলবার দিনভর আইনজীবীদের মধ্যে আলোচনা চলে। গতকাল সন্ধ্যার পর সমিতি প্রাঙ্গণে আহ্বায়ক কমিটির প্রধান কে হবেন তা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তাপ ছড়ায়।

আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক হিসেবে মো. মনিরুজ্জামানকে মনোনীত করেন। অন্যদিকে, বিএনপি-সমর্থিত আইনজীবীরা এ এস এম মোকতার কবির খানকে আহ্বায়ক মনোনীত করেন। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার ভোটগ্রহণের কথা রয়েছে। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নিয়ে দুই দলের আইনজীবীদের মুখোমুখি অবস্থান এবং পরবর্তী সময়ে ধাক্কা-ধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রে দুই পক্ষের আইনজীবীদের মুখোমুখি অবস্থানের মধ্যে একদল পুলিশ ভোট কেন্দ্রে প্রবেশ করে বিএনপি সমর্থিত আইনজীবীদের ওপর লাঠিচার্জ করে তাদের বের করে দেওয়া হয়। এ সময় ১৪ আইনজীবী ছাড়াও সেখানে থাকা বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন।

বিএনপি আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, পুলিশের হামলায় তাদের দল সমর্থিত প্রার্থীদের মধ্যে সভাপতি মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক রুহুল কুদ্দুস কাজলসহ ১৪ আইনজীবী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ‘এই ভোট আমরা মানি না।

এদিকে পুলিশের উপস্থিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গ্রহণ দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়েছে। এদিকে ভোট নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠিপেটা আহত হয়েছেন অন্তত ছয় সাংবাদিক। এ ঘটনায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদের কাছে পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা চেয়েছেন সাংবাদিকরা।

আজ দুপুরে  ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি ও দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকারের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল বিচারপতিদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের ওপর হামলা ও লাঠিপেটা বিষয়টি তুলে ধরেন। এ সময় প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিরা সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনে মর্মাহত ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এলআরএফ সভাপতি আশুতোষ সরকার সাংবাদিকদের বলেন, ‘এই প্রথম সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করে পুলিশ পেশাগত দায়িত্ব পালনরত একদল সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশের লাঠিপেটার ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে দোষীদের শাস্তি চেয়েছি। প্রধান বিচারপতি এ বিষয়ে আমাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছেন। আমরা লিখিত একটি অভিযোগ দেব।


আরও খবর



সৌদি আরব রমজানে ১০ লাখ কপি কোরআন বিদেশে বিতরণ করবে

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: আসন্ন মাহে রমজানে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিদেশে বিতরণে বিষয়ে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার তিনি এই অনুমোদন দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কোরআনের বিভিন্ন আকারের কপি বিতরণ করা হবে এবং এতে ৭৬ এর বেশি ভাষায় কোরআনের অনুবাদ করা কপি থাকছে। এ কপিগুলো মুদ্রন করেছে মদিনার বাদশাহ ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স।

বিশ্বের ২২টি দেশের ইসলামিক কেন্দ্রে এসব কোরআনের কপি দেওয়া হবে।

রমজানেই সংশ্লিষ্ট দেশগুলোয় কোরআনের কপি পৌঁছে দিতে প্রস্তুতি শুরু করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা–বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ।


আরও খবর



সংস্কারের নামে প্রতারনা দুবিঘার বেশি জমিতে পুকুর খনন নিরব প্রশাসন

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে পুরাতন পুকুর সংস্কারের অনুমতি নিয়ে পরিপক্ব গাছ পালা উজাড় করে আরো দু বিঘা ডাঙ্গা জমিতে পুকুর খনন করছেন বিএনপি নেতা ধান ব্যবসায়ী মতিউর ও আতাউর বলে নিশ্চিত করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাউসার আলী। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) শ্রীখন্ডা গ্রামে ঘটেছে পুকুর খননের ঘটনা। বিএনপি নেতার এমন প্রতারনা ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুরের পরে  ভূমি কর্মকর্তা অভিযান চালিয়ে হেরো ট্যাক্টরের চাবি নিয়ে অফিসে আসেন।

খবর পেয়ে খননের দায়িত্বে থাকা ইউপি সদস্য বকুল হোসেন ও ভেকু মেশিন মালিক মোহনপুর উপজেলার জামাল উদ্দিন অকাথ্য ভাষায় গালমন্দ করেন ভূমি কর্মকর্তা কে। বকুল মেম্বার ক্ষমতাসীন দলের মেম্বার, তিনি প্রশাসন থেলে শুরু করে সবাইকে ম্যানেজ করার নাম করে পুকুর মালিকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও একই ইউপির ছাঐড় গ্রামের আরেক বিএনপি নেতা আবুলের পুরাতন পুকুর সংস্কারের নামে ফসলী জমিতে মাটি দিচ্ছেন। সেই মাটিতে সদ্য নির্মিত পাকা রাস্তা মাটিতে রুপান্তর হয়েছে। এতকিছুর পরও রহস্যজনক কারনে নিরব অবস্থায় প্রশাসন। অথচ স্থানীয় সাংসদের কঠোর নির্দেশ কোনভাবে রাস্তা নষ্ট করা যাবে না, এজন্য প্রশাসন কঠোর ভূমিকা রাখার নির্দেশ দেন। আবার সামন্য বৃষ্টি হলে রাস্তা দিয়ে কোনভাবেই চলাচল করা যাবে না, ঘটবে ভয়াবহ সড়ক দূর্ঘটনা। ফলে দ্রুত অভিযান দিয়ে এসব মাটি ও ভেকু দস্যুদের আইনের আওতায় আনার জোরালো দাবি উঠেছে।

কামারগাঁ ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাউসার আলী জানান, শ্রীখন্ড মৌজার অন্তর্গত ১২১৭ দাগে ৭০ শতাংশ পুরাতন পুকুর সংস্কারের অনুমতি রয়েছে। খারিজকৃত জমির মালিক রহিমা বিবি, জজে আব্দুর রশিদ। কিন্তু ৭০ শতাংশ পুরাতন পুকুর সংস্কারের নাম করে জালিয়াতির মাধ্যমে ১২১৮ দাগে ৪৪ শতাংশ সহ বিভিন্ন দাগে দুই বিঘা ডাঙ্গা জমিতে পুকুর খনন করছেন মতিউর ও আতাউর। আমি কয়েকদিন আগে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে খনন করতে নিষেধ করি। কিন্তু খননের দায়িত্বে থাকা মেম্বার বকুল ও ভেকু মালিক জামাল অকাথ্য ভাষায় গালমন্দ করে। রোববার দুপুরের দিকে পুনরায় গিয়ে দেখি খননের মাটি হেরো ট্যাক্টরে করে বহন করার কারনে পাকা রাস্তা প্রচুর ভাবে ভেঙ্গে গেছে। আমি একটি হেরো ট্যাক্টরের চাবি নিয়ে আসি এবং কাজ বন্ধ করতে বলি। পুকুরে ভেকু মেশিন ছিল, আসার খবর পেয়ে চালক পালিয়ে যায়। পরে বকুল মেম্বার ও জামাল নানা ভাবে হুমকি দিয়ে পুনরায় খনন কাজ করছেন। অনেক গুলো পরিপক্ব তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে  দিয়েছে। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে। তিনি আরো জানান ছাঐড় গ্রামে পুরাতন পুকুর সংস্কারের নামে চার ফসলী জমি ভরাট করছেন বকুল মেম্বার ও জামাল। মাটি বহনের জন্য পাকা রাস্তার চিহ্ন নাই। সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, শ্রীখন্ডা গ্রামের বাসিন্দা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম পুরাতন পুকুর সংস্কার করার সময় কখনো থানা পুলিশ বাধা দেয় কখনো ক্ষমতাসীন দলের লোকজনরা বাধা প্রদান করেন। তিনি নিজের মার্কেটে মাটি দিচ্ছিলেন সেটাও বন্ধ করা হয়। তাহলে একই গ্রামের মতিউর কিভাবে নতুন পুকুর কাটছেন এবং মাটি বানিজ্য করছেন। কেউ এসে বাধা দিচ্ছেনা, ও ক্ষমতাসীন দলের মেম্বার বকুল দায়িত্ব নিয়েছেন এজন্য। আইন সবার জন্য সমান। এক চোখে তেল আরেক চোখে নুন কেন ও মতিউর বড় ব্যবসায়ী বিএনপি নেতা একারনে সবাই বিক্রি হয়ে গেছে। আবার একই ইউপির ছাঐড়গ্রামে পুকুর সংস্কার ও মাটি দিয়ে চার ফসলী জমি ভরাট করা হচ্ছে, হিমাগার নির্মান হবে। সদ্য নির্মিত গ্রামের রাস্তা ও মুল রাস্তার চরম বেহাল হয়ে পড়েছে। ধূলা বালির জন্য গ্রামবাসী বাধ্য হয়ে রাস্তায় পানি দিচ্ছে। একারনে পাকা রাস্তা কাদায় রুপ নিয়েছে। দিনরাত সমান তালে কাজ করলেও সবাই অজানা।

সুত্রে জানা যায়, বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি। মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ চার বা তিন ফসলী জমিতে কোন শিল্প কলকার খানা করা যাবে না। সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে চার ফসলী জমি ভরাট করছেন রাজশাহীর বড় ঠিকাদার বজলুর ও খড়িবাড়ি বাজারের মোটরসাইকেল শোরুমের মালিক শরিফ। প্রায় ১৮-২০ বিঘা চার ফসলী জমির শ্রেণী পরিবর্তন না করে হিমাগার হচ্ছে। হিমাগারের জন্য বর্ষা মৌসুমে কয়েকগ্রাম ও পার্শ্ববর্তী জমিতে প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হবে।
হিমাগার নির্মানকারী বজলুর জানান, হিমাগার তৈরি না হলে আলু কোথায় রাখবে। ফসলী জমিতেই তো হিমাগার করতে হবে। হিমাগার করতে জমির শ্রেণী পরিবর্তন করা লাগে না। 

ছাঐড় হরিপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মতিউর জানান, ছাঐড় গ্রামের পাকা রাস্তার চিহ্ন নাই। পানি দেওয়ার কারনে কাদায় পরিনত হয়ে পড়েছে। আমিও দূর্ঘটনার স্বীকার হয়েছি। পুরাতন পুকুর সংস্কার করার অধিকার আছে, কিন্তু সরকারী পাকা রাস্তা নষ্টের কোন এখতিয়ার নাই। বড় মাপের লোকজন আমি ছোট মানুষ, আমার কথা কেউ শুনবে না। দ্রুত মাটি বহন বন্ধ না হলে দূর্ঘটনার শেষ থাকবে না। তিনি আরো জানান, ছাঐড় গ্রামে যে পুকুর সংস্কার করা হচ্ছে গত মাসে তার পাশেই সংস্কার করে মাটি বহনের কারনে রাস্তা নষ্টের দায়ে জামাল ও আরেকজনকে ১ লাখ টাকা জরিমানা করেছিল। তাহলে একই জায়গায় একই কায়দায় কিভাবে কি রাস্তা নষ্ট করতে পারে। কেন অভিযান দেওয়া হচ্ছে না।

গ্রামের একাধিক বাসিন্দারা জানান, দিন রাত হেরো ট্যাক্টর ও ভেকু মেশিনের শব্দে অতিষ্ঠ সবাই। রাতে ঘুমানো যাচ্ছে না। ছেলে মেয়েরা পড়া লিখা করতে পারছে না। বাড়ি ঘর ধূলায় সাদা হয়ে যাচ্ছে। কিন্তু বকুল মেম্বার ও জামালের ভয়ে কেউ কিছুই বলতে পারছেনা। হিমাগার নির্মান হলে বর্ষা মৌসুমে এর যন্ত্রনা টের পাবে জনসাধারন। রাঘব বেয়ালরা জড়িত এজন্য সবাই নিরব।
খননের দায়িত্বে থাকা  মেম্বার বকুল ও ভেকু মেশিন মালিক জামাল জানান, সবাইকে ম্যানেজ করে খনন করে মাটি বিক্রি করা হচ্ছে।

টাকা দিলে সবই হয়, ওই সময় সামান্য ভুলের জন্য জরিমানা দিতে হয়েছে। এজন্য সব লাইন ঠিক করে কাজ করা হচ্ছে। হাজারো লিখে কোন কাজ হবে না বলেও দম্ভক্তি প্রকাশ করেন তারা। থানার ওসি কামরুজ্জামান মিয়াকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে তিনি দেখছি বলে দায় সারেন। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানোরের অতিরিক্ত  দায়িত্ব প্রাপ্ত ইউএনও জানে আলম জানান, পুরাতন পুকুর সংস্কার করতে পারবে, কিন্তু সরকারী পাকা রাস্তা নষ্টের কোন অধিকার নেই। আর নতুন ভাবে পুকুর খননের প্রশ্নই আসেনা। আমি সোমবার তানোরে গিয়ে চিরনি অভিযান পরিচালনা করব এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা তহসীল দারকে গালমন্দ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন এই কর্মকর্তা। 

আরও খবর



ঘূর্ণিঝড় ফ্রেডিতে মৃত্যু ছাড়াল ৩০০

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফ্রেডিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আফ্রিকান দেশগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে প্রাণহানি ৩০০ ছাড়িয়েছে। খবর আল-জাজিরার।

মোজাম্বিক এবং মালাউইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রাণহানির সংখ্যা নিশ্চিত হতে বেশ কয়েকদিন সময় লাগবে। প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ নাগাদ প্রথম আছড়ে পরে ফ্রেডি। এরপর তা গত সপ্তাহে আফ্রিকার দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালায়।

রয়টার্স বলছে, সাম্প্রতিক বছরগুলোতে মহাদেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী এই ঝড়কে দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলা হচ্ছে।

গত বুধবার মোজাম্বিকের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির শুধু জাম্বেজিয়া প্রদেশেই অন্তত ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে মালাউই ২২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এতে এতে আহত হয়েছে অনেকে এবং নিখোঁজের সংখ্যা শতাধিক।

এছাড়া ঝড়ের কারণে অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে, ভেসে গেছে রাস্তা ঘাট।


আরও খবর



অনূর্ধ-২০ নারী ফুটবলে ইরানের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত:রবিবার ১২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

আজাদ হোসেন: এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম পর্বে ইরানের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইরানের কাছে হেরে বিদায় নেয় স্বাগতিকরা।

৮৫ মিনিটে গোল করে ১-০ ব্যবধানে জিতে বাছাইয়ের পরের রাউন্ডে উঠে গেছে ইরান। দলটির পক্ষে গোল করেন জানদি। বাংলাদেশের মেয়েরা প্রথম অর্ধে একাধিক গোল করার সুযোগ নষ্ট করে খেসারত দিয়েছে ম্যাচ হেরে। ম্যাচের প্রথম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেননি প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জোড়া গোল করা আকলিমা খাতুন। তার নেওয়া দুর্বল শট জমা পড়ে ইরানের গোলরক্ষকের হাতে।

১৭ মিনিটে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক রুপনা চাকমা। ইরানের গানদি বিপদ সীমানায় ঢুকে পড়লে তার পা থেকে বল কেড়ে নেন রূপনা চাকমা।৩২ মিনিটে বাংলাদেশ দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। সে যাত্রায়ও ভাগ্য খোলেনি। আইরিনের নেওয়া শট বাইরে চলে যায় পোস্ট গেছে।

প্রথমার্ধে ইরান আরও একবার গোলের সহজ সুযোগ পেয়েছিল। সেবারও বাংলাদেশের ত্রাতার ভূমিকায় অধিনায়কের দায়িত্ব পালন করা গোলরক্ষক রুপনা চাকমা। কিন্তু শেষ রক্ষা হয়নি।

বাংলাদেশ একাদশ

রুপনা চাকমা (অধিনায়ক), নাসরিন আক্তার (উন্নতি), সুরমা জান্নাত, আফিদা খন্দকার, সোহাগি কিসকু, স্বপ্না রানি, মাহফুজা খাতুন (হালিমা আক্তার), শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আইরিন খাতুন, ইতি খাতুন।


আরও খবর