Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

ছাত্রলীগ ৫ লাখ চকলেট দেবে চট্টগ্রামের জনসভায়

প্রকাশিত:শনিবার ০৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১৩৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; আগামীকাল রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে চট্টগ্রাম কলেজ ও হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিতরণ করা হবে প্রায় ৫ লাখ চকলেট।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে রূপান্তরের জন্য কলেজের শিক্ষার্থীদের নিকট আমরা দাওয়াত পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রীর আগমনের এই আনন্দকে স্মরণীয় করে রাখতে জনসভায় আগত মানুষের মাঝে শিক্ষা উপমন্ত্রীর পক্ষ থেকে চকলেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দীন মামুন বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠের জনসভায় ছাত্র-জনতা মিছিলে-মিছিলে যোগ দেবে। এতে আসা জনতার মাঝে শিক্ষা উপমন্ত্রীর পক্ষে চকলেট বিতরণ করা হবে।

দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রামের জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনও একেক রকমের আয়োজন করছে।


আরও খবর



কলারোয়ায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় লম্পট গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৩৯জন দেখেছেন

Image

জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় ইয়াবা সেবন করে ঘরে ঢুকে এক (১৩) বছর বয়সের মেয়েকে ধর্ষণের চেষ্টায় এক লম্পট গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে-বৃহস্পতিবার (২৩মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের চান্দা গ্রামে। এঘটনায় শুক্রবার  কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে,উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের চান্দা গ্রামের জিয়ারুল ইসলাম ও তার বড় মেয়েকে নিয়ে ঘটনার দিন সাতক্ষীরায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সে সুবাদে ছোট মেয়ে (১৩) বছর বাসায় ছিলো। বাড়ীর দরজা খোলা থাকায় একই গ্রামের লম্পট মোটরসাইকেল মেকার মামুন হোসেন (২৭) ইয়াবা সেবন করে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং ঘরের খাটের নিচে লুকিয়ে থাকে।

রাত ৮টার দিকে নাবালিকা কন্যাকে একা পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। তার ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে লম্পট মামুন হোসেনকে ঘরের খাটের নিচ থেকে ধরে থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়। এঘটনায় মেয়ের পিতা জিয়ারুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় লম্পট মামুন হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ আটক মামুনকে শুক্রবার বিকেলে জেলহাজতে প্রেরণ করেছেন।


আরও খবর



বাখমুতে শত শত সেনা নিহত, দাবি ইউক্রেন-রাশিয়ার

প্রকাশিত:রবিবার ১২ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুতে কিয়েভ ও মস্কোর বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। ইতোমধ্যে রাশিয়া দাবি করেছে, তারা বাখমুতের অনেকাংশ দখলে নিয়েছে। ইউক্রেনও বলছে, তারা রুশ বাহিনীর বহু হামলা প্রতিহত করছে এবং লড়াই চালিয়ে যাবে। তবে এবার দুই দেশই বাখমুতে উভয়েরই গত ২৪ ঘণ্টায় বহু সেনা হতাহতের দাবি করেছে। খবর রয়টার্সের।

গতকাল শনিবার ইউক্রেন-রাশিয়া দাবি করেছে, বাখমুতের জন্য গত ২৪ ঘণ্টায় তাদের শত্রুপক্ষের শত শত সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, বাখমুতে ২২১ জন রুশপন্থী সেনা নিহত হয়েছে এবং ৩০০ জনের বেশি আহত হয়েছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সম্মুখসারির বিস্তৃত দোনেতস্ক অংশে ২১০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে বাখমুতের হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি রাশিয়া।

দুই দেশই বাখমুতে যে তাদের সেনারা হতাহত হচ্ছে তা স্বীকার করেছে। তবে ঠিক কী পরিমাণ হতাহত ঘটছে তা নিরপেক্ষভাবে বলা সম্ভব নয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৮২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।


আরও খবর



রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৫২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে র‍্যাবের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গতকাল বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার র‌্যাব-২’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় কিশোর গ্যাংয়ের হাতে মো. হৃদয় নামে এক যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকা থেকে ৪৩ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

র‌্যাব-২’র সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক বলেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। এ বিষয়ে থানায় একাধিক জিডি ও মামলা হয়েছে। সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। এতে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া পথচারীদের হঠাৎ ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও ল্যাপটপ ছিনতাই করে দ্রুত পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। নারী, পুরুষ ও স্কুলগামী শিক্ষার্থী নির্বিশেষে সবাইকে তিক্ত অভিজ্ঞতায় পড়তে হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার তরুণরা পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও ল্যাপটপ ছিনতাই করত বলে স্বীকার করেছেন। ছিনতাই ও ডাকাতি ছাড়াও গ্রেপ্তার সদস্যরা মাদক সেবন, খুচরা মাদকের কারবার, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। এ ছাড়া চক্রের সদস্যরা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখতে অন্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ বিভিন্ন সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় মোহাম্মদপুরের সাদেক খান কৃষি মার্কেটের পেছনে রাজধানীর মোহাম্মদপুরে মো. হৃদয় (২২) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঢামেকে আহত হৃদয় বলেন, ‘সন্ধ্যায় আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য গতিরোধ করে রায়েরবাজারের কিশোর গাং লিডার ডাইল্যা হৃদয়ের লোকজন। পরে আমি মোবাইল দিতে অস্বীকৃতি জানালে ডাইল্যা হৃদয় গ্রুপের পিঞ্জিরা রাব্বি, বিপুল, ফেরদৌস ও ডিজেসহ আরও ৪-৫ জন আমাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে বন্ধুরা আমাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।


আরও খবর



গবেষণার কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মার্চ 2০২3 | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গবেষণার কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশকে এগিয়ে নিতে আমরা শুধু পরিকল্পনাই করছি না, সেটা বাস্তবায়নও করছি।

আজ বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আরও দক্ষ বিজ্ঞানী তৈরিতে গবেষণায় জোর দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি যার ভিত্তি বঙ্গবন্ধুই স্থাপন করে যান। ১৯৭৫ সালের ১৪ জুন রাঙামাটির বেতবুনিয়াতে তিনি দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেন।

তিনি আরও বলেন, ‘জাতির পিতা এদেশের মানুষের উন্নয়ন ও মানুষের ভাগ্যোন্নয়ন করতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেটা করে যেতে পারেননি। পঁচাত্তরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সে সময়ে প্রাণ হারান আমার পরিবারের ১৮ জন সদস্য।

শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় এসে সমুদ্রসীমায় আমাদের যে অধিকার সে বিষয়ে কাজ শুরু করি। মাত্র ৫ বছরে আমরা সে কাজ সম্পন্ন করতে পারিনি। কিন্তু পরেরবার ক্ষমতায় এসে আমরা সে অধিকার বুঝে নিয়েছি। জাতির পিতা শুধু করেই দিয়ে যাননি, আমাদের জন্য সবকিছুর ভিত্তিপ্রস্তর করে গেছেন তিনি।

সরকার প্রধান বলেন, ‘একটা সময়ে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ কম ছিল। কিন্তু একটা দেশের শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও গবেষণা কতটা জরুরি তা আমরা উপলব্ধি করি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। শুধু নিজের দেশে নয়, বিদেশ থেকে জ্ঞান আহরণ করে দেশের উন্নয়নেও যেন ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থাও করেছে আওয়ামী লীগ সরকার।

শেখ হাসিনা এসময় বলেন, ‘নভোথিয়েটার করতে গিয়ে খালেদা জিয়া আমার নামে দুইটা মামলা দিয়েছিলেন। সেগুলো কেন এবং কী কারণে আমি জানি না। যে কাজই করতে গিয়েছি সে কাজেই আমাকে মামলা দেওয়া হতো। আমি মনে করি দেশে যত বেশি গবেষণা হবে তত বেশি উন্নয়ন হবে আমাদের। আমরা বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ করব আমরা সেটা করেছি।


আরও খবর



নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি গঠন সভাপতি সালাহ উদ্দীন বিশ্বাস ও পিন্টুকে সাধারণ সম্পাদক

প্রকাশিত:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৩৫জন দেখেছেন

Image

মুক্তার হোসেন গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে আইন সহায়তা কেন্দ্রর হলরুমে সভায় ২০২৩-২৪ সালের জন্য ৮৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নাগরিক স্বাথ-সংরক্ষণ কমিটির সভাপতি মানবাধিকার কর্মী ও রাজশাহী জজকোটের আইনজীবি সালাহ উদ্দীন ও গোদাগাড়ী শিশু নিকেতনের সাবেক অধ্যক্ষ এস এম বরজাহান আলী পিন্টুকে সাধারণ সম্পাদক,সহ সভাপতি মজিবুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক শিমুল প্রতীম মজুমদার,সাংগঠনিক সম্পাদক ৬নংওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম,কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম,৫নংওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম প্রচার সম্পাদক,মাওলালা নিয়াজউদ্দীন ধর্ম বিষয়ক সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মন্টু মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,সাবেক কাউন্সিলর আসরাফুল ইসলাম উসমান মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,বিমল চন্দ্র রাজোয়াড় ক্ষুদ্র-নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক,মুক্তার হোসেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,মামুন অর রশিদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,জিন্নাতুন নেসা জলি মহিলা বিষয়ক সম্পাদক,আব্দুল হাকিম কৃষি বিষয়ক সম্পাদক,আবুল কাসেম শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলামকে স্বা¯’্য বিষয়ক সম্পাদক করা হয়। কমিটি গঠন শেষে আলোচনা করা হয় যে নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি শুধু সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাবে।



আরও খবর