Logo
আজঃ সোমবার ২০ মে ২০24
শিরোনাম
সুনামগঞ্জে মাদক,কয়লা ও মোটর সাইকেলসহ ৩ জন গ্রেফতার সারা দেশে পাওয়া যাচ্ছে ইনফিনিক্সের বাজেট ফোন স্মার্ট ৮ প্রো শিল্পী সমিতির নির্বাচন: ডিপজলের দায়িত্ব পালনে স্থগিতাদেশ জারি আগরবাতি তৈরি করে ১০ হাজার নারীর ভাগ্য বদল ইরানের অন্তবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোখবের রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২ মাগুরায় মহানবী (সাঃ)কে কুটুক্তি করায় দুটি বাড়িতে আগুন সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক মিরসরাইয়ে আবারো মিললো অবিস্ফোরিত গ্রেনেড, পরে ধ্বংস শীঘ্রই বাজারে আসছে টেকনো ক্যামন ৩০ সিরিজের ফোন হেলিকপ্টার বিধ্বস্ত : ইরানের প্রেসিডেন্ট রাইসি ছাড়াও যারা মারা গেলেন

ছাত‌কে এতিমখানার বিরুদ্ধে গ্রামবাসীর জায়গা দখ‌লের অ‌ভি‌যোগের

প্রকাশিত:সোমবার ০২ অক্টোবর 2০২3 | হালনাগাদ:সোমবার ২০ মে ২০24 | ২২৯জন দেখেছেন

Image

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:ছাত‌কে লতিফিয়া আবর আলী এতিমখানার নাম দি‌য়ে গ্রামবাসীর জায়গা জবর দখ‌লের অ‌ভি‌যোগের ঘটনায় ‌জেলাজু‌ড়েই বইছে আলোচনা ও সমা‌লোচনার ঝড় উঠে‌ছে। শুন‌্য থে‌কে কয়েক বছরের এতিমাখানার প‌রিচালক মোল্লা বশর এখন কো‌টিপ‌তি হ‌য়ে‌ছেন। তার আয়ের উৎস নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবু বিশাল অট্রা‌লিক মা‌লিক ব‌নে‌ছেন্ধসঢ়; হত দরিদ্র বশর। গ্রামবাসীর জায়গা জোরপুবক দখল ক‌রে ভবন নিমান ও ব‌্যাপক চাদাবা‌জি,প্রতারনা,ধান্দাবাজ.বহুরুপি লোভি প্রতারক ও তৈতইখা‌লি নদী দখ‌লের ও অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে তার বিরুদ্ধে। সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার, সুনামগঞ্জ জেলা প্রশাসক,পুলিশ সুপার ও উপ‌জেলার নিবাহী কর্মকতার বরাব‌রে আলমপুর গ্রাম ও এলাকাবাসীর প‌ক্ষে লিলু মিয়া, আব্দুল আউয়াল,মুজিবুর রহমান মু‌জিব,চেরাগ আলী ও ব‌শির সহ একা‌ধিক ব‌্যক্তিরা বাদী হ‌য়ে ভুয়া লতিফিয়া আবর আলী এতিমখানার প‌রিচালক মোল্লা বশরের বিরু‌দ্ধে লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের কর‌ছেন। অ‌ভি‌যোগ থে‌কে জানা যায়, উপ‌জেলার উত্তর খুরমা ইউপির আলপুর ও মা‌ন‌জিহারা গ্রা‌মে আবর আলীএতিমখানার সাইন বোর্ড দি‌য়ে এতিমখানার নাম দিয়ে গন্ধবপুর মৌজার জেএল নং ২৬৪, খতিয়ান নং ২০৭,১৯৩,১৭১,১৭২,১৭০, ১৭৭, ১৭৯, ১৭৪,১৮৬,১৮৭,১৮৮,১৮০,২৩৭, ১৮৩ ১৮৪ ১৮১,১৮২, ও দাগ নম্বার ১৩৩৫, ৩৪, ৩৫, ৩৬, ৬৭, ৩৮, ১২৬ ১৩৮ দাগের জায়গা দখলের করার পায়তারা চালা‌চ্ছেন। গ্রামবাসীর মালিকানাধীন জায়গা উপর জোরপূর্বক দখল করে সুনামগঞ্জ সিলেটের প্রবীন আলেম আল্লামা আব্দুল হাই (মুহাদ্দিস) এর নামে ব্যবহার করে ভবন নির্মান করা হয়। তেতইখালি নদী দখলের চেষ্টা, হাজার হাজার মানুষ চলাচলে রাস্তা বন্ধের প্রস্ততি ও এতিমখানার নামে দেশ বিদেশ থেকে লাখ লাখ টাকার চাদাবাজি, ভূয়া কমিটি, গ্রামের নামে ব‌্যবহার প্রায় ৯ বছর ধ‌রেই প্রতারনাসহ নানা অ‌নিয়‌মের অভিযোগ র‌য়ে‌ছে ব‌লে অভিযোগের উল্লেখ‌্য ক‌রেছেন। সে উপ‌জেলার উত্তর খুরমা ইউপিরআলমপুর গ্রা‌মে আশকর আলীর পুত্র বশর। আবুল বশর একজন হত দরিদ্র লোক হওয়া স্বত্বেও বিভিন্ন জায়গা থে‌কে মাদ্রাসা, এতিমখানার নামে লাখ লাখ টাকার চাঁদা তো‌লে নিজে পে‌টে রেখেছে। এসব টাকা দিয়ে তার বাড়ি পাকা ঘর দালান নির্মান করেছে। সে লতিফিয়া আরব আল্#ী৩৯; নামক এতিম খানা পরিচালনা করে আস‌ছে (আলমপুর মাজিহারা)। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাম, পাড়া মহল্লা থেকে চাদা আদায় করে এতিমখানা নামেই লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন ব‌লে অ‌ভি‌যোগ করা হয়। এ দুটি গ্রামে মানুষদের মধ্যে পরিচালনা কমিটিতে কেউ নাম ও নেই। তার অন্যায় অত্যাচারে গ্রামের মানুষের গরু ছড়ানোতে বাধা দিয়ে চলাচলে রাস্তা বন্ধ করে দেয়ার পায়তারা ক‌রে (পায়খানা লেপটিন) দিয়ে নদীর পা‌নির প‌রি‌বেশ নষ্ট কর‌তে চায়। সে সরকার দলীয় এমপি মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নানা দাপট দেখায় গ্রামের সাধারন মানুষকে। সে ভুয়া এতিমখানার নাম ব্যবহার করে দেশ বিদেশে চাঁদা আদায় করেন। এতিম সন্তানদের দেখাশোনার নামে অন্যদের জমি আত্মসাত সহ নানা কৌশলী প্রতারনা করে আসছে। ভুয়া উলামালীগের নেতা সেজে নানা অনিয়ম, দুর্নীতি, প্রতারনা,চাদাবাজি করে কয়েক বছরের কোটিপতি হয়েছে। তার নেতৃত্বে গ্রামে এক‌টি সিন্ডিকেট চত্রু লায়েক পতিত সম্পত্তির উপর ভবন নির্মাণ কাজ শুরু করে। গত মা‌সে গ্রামবাসীর উদ্দ্যোগে উভয় পক্ষকে নিয়ে এলাকার গন্যমান্য লোকজন মালিকানার অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গ্রামে একাধিক শালিশ বৈঠক অনুষ্টিত হলে ও ভূমির মালিকপক্ষ মালিকানার সব কাগজপত্র নিয়ে বশর মোল্লা হাজির হলেও বিভিন্ন অজুহাতে শালিশ বৈঠ‌কে আসেনি। আবুল বশর একজন ধান্দাবাজ, লোভী, প্রতারক তার নেতৃ‌ত্বে এক‌টি লা‌ঠিয়া বা‌হিনীর গ‌ড়ে উঠে‌ছে এলাকায়। গ্রা‌মের নিরিহ লোকজনকে নানা ভাবে হুমকি ধামকি দেয়ার একাধিক অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে তার বিরুদ্ধে। গ্রামবাসীর ভূমি দখলকে কেন্দ্র ক‌রে যে কোন সময় দাঙ্গা হাঙ্গামা সহ খুন,ঘটনা সংঘটিত সম্ভাবনা ও শান্তি শৃঙ্খলার চরম আশংকা বিরাজ কর‌ছে গ্রামে।

এব‌্যাপা‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী অ‌ভি‌যোগ প্রা‌প্তির সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন তদন্ত পুবক আইনাগত ব‌্যবস্থা নেয়া হ‌বে।


আরও খবর



খাগড়াছড়িতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মে 2০২4 | হালনাগাদ:রবিবার ১৯ মে ২০২৪ | ৬৬জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:“শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে বিষয়কে  রেখে খাগড়াছড়িতে  মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (১ মে) সকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি পৌর টাউন হল  থেকে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে একটি  র‌্যালি বের হয়। র‌্যালিটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  টাউন হলে এসে র‌্যালিটি শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

বক্তারা  বলেন, বিশ্বব্যাপী আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ঘামে দেশ বাঁচে, শ্রমিকদের ঘামে দেশের অর্থনৈতিক টিকে থাকে। শ্রমিকেরা দেশের জন্য সম্পদ বলে মন্তব্য করেন বক্তারা।

এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার নাঈমা ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তফিকুল আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি  প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া, জাতীয় শ্রমিক লীগের খাগড়াছড়ি জেলা সভাপতি জানু সিকদার, জাতীয় শ্রমিক লীগের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রমজীবী ও অন্যান্য সংগঠক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর



নবীনগরে চেয়ারম্যান প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটোর গণসংযোগ

প্রকাশিত:রবিবার ১২ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৮ মে ২০২৪ | ১২৭জন দেখেছেন

Image

মোহাম্মদ হেদায়েতুল্লাহ  নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আসছে আগামী ৫ জুন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর  উপজেলা পরিষদ নির্বাচকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। 

১৯৭০ সালের জাতীয় সংসদ সদস্য কাজী আকবরউদ্দিন সিদ্দিক সাবেক এমপির, 

শ্রীরামপুর গ্রামের সুযোগ্য সন্তান  চেয়ারম্যান প্রার্থী  কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো , নবীনগর  উপজেলার

২১ ইউনিয়ন ও ১টি পৌরসভার  সাধারন ভোটারদের সঙ্গে নিয়মিত গণসংযোগ করছেন। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বিদ্যাকুট, মেরকুটা ও কুড়িঘর বাজারে সাধারন ভোটারদের সঙ্গে গণসংযোগ মতবিনিময় ও দোয়া প্রার্থনা করেন তিনি ।

আগামী ২০মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হবে, তার আগেথেকেই তিনি মাঠে গণসংযোগ ও প্রাচার-প্রচারনা চালাতে দেখা যাচ্ছে। কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো , তিনি  ভোটারদের আকৃষ্ট করতে ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া কামনা করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। বিভিন্ন হাট-বাজারে চায়ের দোকানে যেয়ে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ  করছেন। 

এ সময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো বলেন, আমি অতীতে এই নবীনগর উপজেলার মানুষের সঙ্গে সুখে-দুঃখে ছিলাম, বর্তমানে আছি, আগামীতেও থাকবো। 

চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মাট বাংলাদেশ। সদর উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করার লক্ষ্যে আমার চেষ্টা সব সময় অব্যাহত থাকবে। 

এছাড়াও সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবো। আর নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, বেকার সমস্যা সমাধাণ, রাস্তা-ঘাটের উন্নয়নসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করবো। আর নবীনগর উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তিত করবো। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

    -খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মির্জাপুরে বিয়ের দাবিতে এক মেয়ের বাড়িতে আরেক মেয়ে হাজির!

প্রকাশিত:রবিবার ১৯ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ২০ মে ২০24 | ৬১জন দেখেছেন

Image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল ইউনিয়নের  ইন্নত খা চালা গ্রামের দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ের সাথে রাজশাহীর বাগমারা উপজেলার দশম শ্রেণীতে পড়ুয়া আরেক মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ই মেয়ে জেনেও তারা প্রেমে জড়িয়ে পড়ে। ১৮ মে শনিবার রাজশাহীর মেয়ে মির্জাপুর বাঁশতৈল গ্রামে চলে আসে এবং বিয়ের দাবি করে। খবর পেয়ে বাঁশতৈল গ্রামবাসী  এবং মেয়ের পরিবার মিলে মেয়েকে নারী পাচারকারী সন্দেহে আটক করে রাখে। বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হেলাল দেওয়ান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা রাজশাহীর মেয়ের পরিবারের কাছে খবর পাঠিয়েছিলাম। মেয়ের পরিবারের লোকজন আসলে তাদের জিম্মায় মেয়েকে ফেরত দেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 


আরও খবর



নওগাঁর রাণীনগরে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে এক জেলের মৃত্যু

প্রকাশিত:শনিবার ১১ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৯ মে ২০২৪ | ৬০জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা নওগাঁ প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে মাছ ধরার সময় নদীর পানিতে ডুবে আনছার আলী প্রামানিক (৬৯) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) সকালে ছোট যমুনা নদীর তারাপালের দহ নামকস্থানে এ ঘটনাটি ঘটে।নিহত জেলে আনছার আলী রাণীনগর উপজেলার পার্শ্ববতি নওগাঁ সদর উপজেলার দড়িয়াপুর মৎস্যজীবি পাড়া গ্রামের মৃত-মোহর আলী প্রামানিকের ছেলে। 

পরিবারের বরাদ দিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, এদিন সকালে আনছার ও তার ছেলে জাল দিয়ে ছোট যমুনা নদীর আতাইকুলা তারাপালের দহ নামকস্থানে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে আরো লোকজন মিলে খোঁজা খুজি করে আনছারের লাশ উদ্ধার করে বাড়ীদিতে নিয়ে যায়। তিনি আরো জানান, আনছার মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এ কারনেই মারা মারা যেতে পারে বলে ধারনা করছেন তিনি। তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর



প্রয়োজন হলে ঢাকা এবং আশেপাশের এলাকায় লোডশেডিং দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিত:শনিবার ১১ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৯ মে ২০২৪ | ৮৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ঘোষণা দিয়েছেন প্রয়োজন হলে ঢাকা ও আশেপাশের এলাকায় লোডশেডিং দেওয়া হবে বলে ।

শুক্রবার (১০ মে) রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, তেলের দাম প্রতি মাসে কমবে বা বাড়বে। তবে বিদ্যুতের দাম বছরের চারবার কমবে-বাড়বে। কারণ ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, সামনের হিটওয়েভের জন্য প্রস্তুতি আছে। সময়মতো অর্থের জোগান দেওয়া হলে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে ঢাকা এবং আশেপাশের এলাকায় লোডশেডিং দেওয়া হবে।

তিনি আরও বলেন, তিতাসের পুরানো লাইন সংস্কারের পরিকল্পনা আছে। এই সংস্কার করানো গেলে গ্যাস নিয়ে ভোগান্তি কমে আসবে।

এছাড়া আগামী বছরের শেষ নাগাদ নিউক্লিয়ার প্ল্যান্ট দুটো থেকে বিদ্যুৎ পাওয়া যাবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এ সময় বৈদ্যুতিক যানবাহন আমদানিতে ট্যাক্স ভ্যাট কমানোর পরামর্শ দেন তিনি।


আরও খবর