Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বৃষ্টি হতে পারে সপ্তাহজুড়ে

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ২৩৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তবে শনিবার কমলেও ১০ থেকে ১১ সেপ্টেম্বর আবারও বৃষ্টিপাত বাড়বে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, সারা সপ্তাহজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল কিছুটা কমবে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দ্বীপে সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, ডিমলা, নেত্রকোনা, রাঙামাটি, চাঁদপুর, কক্সবাজার, টেশনাফ, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯১ শতাংশ।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই বিএনপির কর্মীরা তাণ্ডব চালিয়েছে: ডিবি প্রধান

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৪৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপির ডাকা সমাবেশে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে বিএনপির কর্মীরা তাণ্ডব চালিয়েছে  বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশীদ জানান, রাজধানীর পল্টনে গত ২৮ বিএনপির ডাকা সমাবেশে হামলা ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজন ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন বিএনপি ও যুবদলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- বিএনপিকর্মী ইসমাঈল পাটোয়ারী (৬৫), শ্যামপুর থানার সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল সাঈদ রনি, শ্যামপুর থানার ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্যসচিব এসএম মুরাদ হোসেন মামু এবং যুবদলকর্মী মাকসুদুর রহমান মাসুদ, মোস্তফা কামাল সুমন। স্বেচ্ছাসেবক দল কর্মী আল আমিন (২৯)।

ডিবি প্রধান বলেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ কেন্দ্রিক হরতাল ও অবরোধে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের সরকারি কাজে বাধা দেয় নেতাকর্মীরা। এমনকি বিভিন্ন জায়গায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ফলে জনমনে ভীতির সৃষ্টি হয়।

হারুন বলেন, শাহজাহানপুর থানার কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশকে মারধর করে। ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায় ইসমাঈল পাটোয়ারী দুটি সবুজ রংয়ের প্লাস্টিকের লাঠি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ওপর হামলা করে। এছাড়া বিএনপি নেতা আবদুস সামাদের কর্মী সাঈদ রনি, মুরাদ ও মাসুদ। তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা, গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া বিভিন্ন ভিডিও ফুটেজেও তাদের দেখা গেছে।

তিনি বলেন, গ্রেপ্তার মোস্তফা কামাল সুমন ২৮ অক্টোবর সমাবেশের দিন পুলিশের ওপর হামলা করে এক পুলিশ সদস্যের দাঁত ভেঙে ফেলে। এমনকি এই ঘটনার ছবি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন ‘দাঁতভাঙা জবাব দিয়েছি’। এছাড়া নিহত পুলিশ সদস্যের শিশু মেয়ে ‘বাবা, বাবা বলে কাঁদছে’ এমন এক ফেসবুক পোস্টে গিয়ে কমেন্ট করেছে ‘উই আর নট আনহ্যাপি’। গ্রেপ্তারের পর সবকিছু স্বীকার করেছে। এমনকি তার সঙ্গে যারা ছিল তাদের পরিচয় স্বীকার করেছে। পৃথক আরেক ঘটনায় গত ৮ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বংশাল এলাকায় আকাশ পরিবহনে যাত্রীবেশে উঠে আগুন দেওয়ার ঘটনায় আল-আমিন নামে এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করা হয়।

হারুন আরও বলেন, সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে গাজীপুর রুটে চলাচল করা আকাশ পরিবহনের একটি গাড়ি বংশাল থানার নবাব ইউসুফ রোডের ট্রাফিক সিগন্যালে থামলে যাত্রীবেশে কয়েকজন উঠে বিস্ফোরণ ঘটিয়ে নেমে যায়। এ ঘটনায় জড়িত আল-আমিনকে কেরানীগঞ্জ থানার চুনকটিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




বর্হিবিশ্বে মানবতার আরেক নাম সিরাজগঞ্জের সন্তান সুলতানা লায়লা

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৪১জন দেখেছেন

Image
সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান বিশ্বের আলোচিত লিথুয়ানিয়া,লাটভিয়ায়,পোল্যান্ডে,ইউক্রেনসহ কয়েকটি দেশে বসবাসরত বাংলাদেশীদের কাছে মানবতার আরেক নাম সুলতানা লায়লা।

এছাড়াও তিনি পোল্যান্ড, ইউক্রেন,লিথুয়ানিয়া,লাটভিয়ায় দেশের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে মরক্কোয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি তিনি লস অ্যাঞ্জেলসে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্বও পালন করেছেন। সুলতানা লায়লা পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে এমএসসি অর্জন করেছেন।এছাড়া কর্মজীবনে তিনি নয়াদিল্লি ও ইয়াঙ্গুনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) হিসেবেও কাজ করেছেন।ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় দেশটি থেকে বাংলাদেশিদের উদ্ধার তৎপরতায় বিশেষ অবদান রেখেছেন সুলতানা লায়লা। তিনি এর আগেও ২০১১ সালে লিবিয়া সংকটের সময়ও প্রায় ৪০ হাজার বাংলাদেশি নাগরিকদের  ফেরত আনতে কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে অবদান রেখেছেন।

আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




আওয়ামী লীগের অধীনে আর নির্বাচন হবে না বললেন নুর ktvbangla #ktv

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন


আরও খবর



নিখোঁজের ৫ দিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের খানজাহান (রহঃ) মাজার সংলগ্ন দীঘি থেকে নিখোঁজের ৫দিন পরে প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা ( ৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে দীঘির পূর্ব পাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে থাকা সোয়েটার, জামা ও লুঙ্গি দেখে পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করেছে বলে জানিয়েছেন পুলিশ।

মৃত ভোলা কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি তিনি। পরে শুক্রবার (১ ডিসেম্বর) রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন স্ত্রী দিপিতা রানী দাস।

মরদেহ উদ্ধারের খবরে দীঘির পাড়ে উৎসুক জনতা ভীড় জমায়। দীঘির পূর্বপাড়ের বাসিন্দা সুমনা আক্তার জুথি বলেন, সকাল সাড়ে ৮টার দুকে থালা-বাসন ধোয়ার জন্য বাড়ির সামনে থাকা দীঘির ঘাটে যাই। তখন দীঘির মধ্যে অনেক দূরে একটি লাশ ভাসতে দেখি। পরবর্তীতে সবাইকে জানাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। মরদেহের বেশির ভাগ অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে ৫-৬দিন আগে মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

ওসি আরও বলেন, নিহতের বাবা পরিতোষ কুমার দাস ও ভাই থানায় এসেছেন। শরীরের কাপড় দেখে নিহতকে ভ্যান চালক প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা হিসেবে শনাক্ত করেছেন তার বাবা পরিতোষ কুমার দাস। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরও খবর



মন্ত্রীর আসনে সরবে স্বতন্ত্র প্রার্থীরা আলোচনা-সমালোচনায় সমর্থকরা

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

সাগর আহম্মেদ,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর অদুরে গুরুত্বপূর্ণ আসনটি হচ্ছে গাজীপুর-১। টানা তিন বার এ আসনটি দখল করে রেখেছেন আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক (এমপি)। চর্তুথ বারের মতোও নৌকার আস্থায় এ মন্ত্রী। কিন্তু তাঁর আসনে অনেকটা সরবে আওয়ামীলীগ ও দলীয় সমর্থক তিন স্বতন্ত্র প্রার্থী। সরগরম হয়ে উঠছে নিজেদের রাজনীতির মাঠ। এতে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালোচনায় মুখরিত প্রার্থীদের সমর্থকরা।

নির্বাচন অফিস, এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড থেকে ১৮ নং ওয়ার্ড এলাকা অর্থাৎ গাজীপুর মহানগরীর বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৮৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৪৬ হাজার ৩৪৪ এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৪৯ হাজার ৫০৮। এছাড়াও মোট ভোট কেন্দ্র সংখ্যা ২৩৭টি ও বুথ সংখ্যা হলো ১ হাজার ৫১২টি। টানা তিন বার গুরুত্বপূর্ণ এ আসনটি দখল করে রেখেছেন আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক।

এবার দ্বাদশ জাতীয় নির্বাচনেও তিনিসহ এ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন ৬ জন। কিন্তু আবারও দলীয় মনোনয়ন পেলেন ১৯শে মার্চের মহানায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দলের আস্থা ও জনগণের ভালবাসায় বিজয়ের মাধ্যমে চর্তুথ বারের মতোও আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান হেভিওয়েট এ মন্ত্রী।

এদিকে বিকল্প প্রার্থী (ডামি) রাখার দলীয় পরামর্শ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আনতে দলের স্বতন্ত্র প্রার্থীদের উন্মুক্ত করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে- এমন বক্তব্য দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগনকে ভোটমুখী করতে স্বতন্ত্র কৌশল হিসেবে এবার কিছুটা নরম সুর আওয়ামী লীগের। ফলে দলীয় প্রতীকের বিপক্ষে প্রার্থী হতে অনুপ্রেরণা হিসেবে দেখছেন নৌকা বঞ্চিতরা। তাই নৌকা বঞ্চিত অনেকে নৌকার বিপক্ষে নির্বাচনে লড়বেন বলে একাধিক সূত্র জানিয়েছেন। ইতিমধ্যে বুধবার দুপুর পর্যন্ত এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন মনোনয়নপত্র নিয়েছেন।

এরা হলেন- কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, আওয়ামী সমর্থক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ কর্মী নূরে আলম সিদ্দিকী ও গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল। নৌকার বিপক্ষে নিজেদের দলের স্বতন্ত্র প্রার্থীরা সরবে থাকায় সরগরম হয়ে উঠছে আওয়ামীলীগের রাজনীতির মাঠ। আর গুঞ্জন উঠেছে স্বতন্ত্র প্রার্থীদের কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বেন নৌকার প্রার্থী। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালোচনায় মুখরিত প্রার্থীদের সমর্থকরা। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বলছেন, নৌকার বিপক্ষে লড়াই করেও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেতে পারেন।

অপরদিকে নৌকার প্রার্থীর সমর্থকরা বলছেন, দেশে ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী সরকার। আর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দিনরাত পরিশ্রম করেছেন মন্ত্রী। এছাড়াও দলীয় কর্মসূচীসহ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে তিনি সবসময় মাঠে ছিলেন। ফলে উন্নয়নের ধারা ঠিক রাখতে মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে আবারও বিজয়ী করছেন বলেও জানিয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দকী বলেন, আওয়ামীলীগকে ভালবেসে সবসময় মাঠে দলের জন্য কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে। সেজন্য আমি নির্বাচনে অংশ নিবো। এছাড়াও দল থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটা পালন করবো। তবে নির্বাচনে জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। সে অনুসারে আমি মাঠে কাজ করে যাচ্ছি।

অপর স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল বলেন, আওয়ামীলীগের মনোনয়নের জন্য আবেদন করেছিলাম। আমাকে দেওয়া হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা মনোনয়ন পাননি তারা ইচ্ছা করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সরকার রাসেল বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এখন পর্যন্ত দলীয় কোন প্রভাব দেখা দেয়নি।

সামনে যদি দলীয় প্রভাব দেখা দেয়, সেক্ষেত্রে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ের জন্য আমি শতভাগ আশাবাদী। নেতাকর্মীদেরকে ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেওয়ার আহবান জানিয়ে নৌকার প্রার্থী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক বলেন, জনগনকে বুঝান আগামী ৭ জানুয়ারী তারা যাতে নির্বিগ্নে স্বতঃস্ফুর্ত ভাবে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে। স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে তারা যাতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করে। আর তিনি যেন দেশের উন্নয়নের যাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, এ পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। সেগুলো ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই করা হবে। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এছাড়া ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৫ জানুয়ারী থেকে প্রচার-প্রচারণা শুরু হবে। ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনী মাঠে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।


আরও খবর