Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

বরিশালে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিহত ২

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল নগরীর চাঁদমারি খেয়াঘাটের বিপরীত পাড়ে কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা এমভি এবাদি-১ জাহাজে এই বিস্ফোরণ ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের বাসিন্দা স্বাধীন ও বাবুল কান্তি দাস। তাদের মধ্যে স্বাধীন ট্যাংকারের চিফ ড্রাইভার কুতুব উদ্দিনের ছেলে। তিনি বরিশালে বেড়াতে এসেছিলেন।

দুর্ঘটনায় আহতরা হলেন চিফ ড্রাইভার কুতুব উদ্দিন, দ্বিতীয় ড্রাইভার রুবেল ও কামাল। কাশেম নামের অপর স্টাফ নিখোঁজ রয়েছেন।

জাহাজের ডেক-টেন্ডর সুমন সেন বলেন, ‘ট্যাংকারটি চট্টগ্রাম থেকে সাড়ে ৩ লাখ লিটার পেট্রোল ও ১০ লাখ লিটার ডিজেল নিয়ে দুইদিন আগে কীর্তনখোলা নদীতে এসে নোঙর করে। বরিশালের মেঘনা তেলের ডিপোতে এই তেল বৃহস্পতিবার খালাস করার কথা ছিল। সে অনুযায়ী স্টাফরা ইঞ্জিন রুমে যাওয়ার কিছুক্ষণ পরই বিকট শব্দে সেখানে বিস্ফোরণ ঘটে।

জাহাজটিতে ১৬ জন স্টাফ ছিলেন জানিয়ে সুমন সেন বলেন, ‘ট্যাংকারের ইঞ্জিনরুম থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান বলেন, তারা খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আর আহত তিনজনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনরুমে কমপ্রেশার মেশিনে বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বরিশালের জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।


আরও খবর



চীনে কয়লাখনিতে আগুন, নিহত ১৬

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:চীনের দক্ষিণাঞ্চলে একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।রোববার (২৪ সেপ্টেম্বর) গুইঝো প্রদেশের পাংগুয়ানের শানজিয়াওশু কয়লা খনিতে এই আগুনের সূত্রপাত হয়।জানা গেছে, খনিটি রাজধানী বেইজিং থেকে প্রায় তিন হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। কয়লার পরিবহন বেল্টে এই আগুনের সূত্রপাত হয়।

পানঝো শহর প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, একটি কনভেয়ার বেল্টে আগুন ধরার পরে সেখানে আটকা পড়ার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

চীন বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ। বায়ু ও সৌর শক্তির ব্যাপক প্রসার সত্ত্বেও দেশটি বিদ্যুতের জন্য কয়লার ওপর অনেকাংশে নির্ভর করে।চীন কয়লা খনি শ্রমিকদের নিরাপত্তায় সাম্প্রতিক বছরগুলোতে উন্নতি করেছে। তবে মৃত্যুর ঘটনা এখনও ঘটছে।উল্লেখ্য, গত মাসেই উত্তর চিনের শাংসি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়।

সূত্র:এপি


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




বাংলাদেশ ওয়ানডে দলের ১৬তম অধিনায়ক শান্ত

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক:বাংলাদেশ ওয়ানডে দলের ১৬তম অধিনায়ক হিসেবে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে টস করতে নামবেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছুটিতে থাকায় কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে নেতৃত্ব পেয়েছিলেন লিটন দাস।

এই সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। এশিয়া কাপে চোট পাওয়ায় সতর্কতার জন্য প্রথম দুই ম্যাচের দলে রাখা হয়নি তাকে। তবে প্রথম দুই ম্যাচ খেলে লিটন বিশ্রামে যাওয়ায় শান্তর কাঁধেই উঠল নেতৃত্ব ভার।

দলের ফিরে নেতৃত্ব পেয়ে যাওয়াটা হুট করে হলেও শান্তর অভিজ্ঞতা রয়েছে বয়ঃভিত্তিক ক্রিকেটে অধিনায়কত্ব করার। এবার জাতীয় দলের নেতৃত্ব পাওয়াটাকে বললেন, নেতৃত্ব গর্বের ব্যাপার।

একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও অনেক গর্বের।শান্ত কৃতজ্ঞ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে। উপভোগ করবেন বলেই জানিয়েছেন ম্যাচটা।

ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই উদগ্রীব এবং কালকে উপভোগ করবো ইনশাল্লাহ।

সাকিব আল হাসান ও মহেন্দ্র সিং ধোনিকে নিজের অনুপ্রেরণা উল্লেখ করে শান্ত বলেন, ‘আমার সব সময়ের পছন্দের ক্রিকেটার সাকিব ভাই। যদি অধিনায়ক হিসেবে বলেন মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি আমরা। উনাকে সবাই পছন্দ করে। ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের অধিনায়কত্ব বলেন বা উনার প্ল্যানিং বা প্লেয়ারদের হ্যান্ডেল করা আমি খুব উপভোগ করি। বিপিএলে তার সঙ্গে খেলার সুযোগ হয়েছিল। তখন অনেক কিছু শিখেছি। চেষ্টা করবো যতটুকু আমার অভিজ্ঞতা আছে যে জিনিসগুলো বড় ভাইয়ের কাছ থেকে শিখেছি সেই জিনিসগুলো ছোট ছোট ভাবে কাজে লাগানোর।


আরও খবর



নব্য সহ সাংস্কৃতিক সম্পাদক জনাব সাঈদ সোহরাব কে জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পক্ষে বরন

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২০০জন দেখেছেন

Image

সায়মন তারিক:গত ২১ সেপ্টেম্বর  জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি  নব্য সহ সাংস্কৃতিক সম্পাদক   সাবেক ছাত্রনেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান  জনাব তারেক রহমানের  বলিষ্ঠ  হাতিয়ার  সাঈদ  সোহরাব কে বরন করে ফুলের  শুভেচ্ছা  জানানো হল পার্টি অফিসে।


জাসাস কার্যক্রম নিয়ে  কিছু  আলোচনা  করেন  জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র  যুগ্ম  আহবায়ক  লিয়াকত আলী,  সদস্য  বিল্লাহ  হোসেন  সদস্য  ও চলচ্চিত্র পরিচালক  মো: তারিকুল ইসলাম ভুঁইয়া  (সায়মন তারিক) দপ্তরের  দায়িত্ব  প্রাপ্ত  মিজানুর রহমান  মিজান  জাসাস দক্ষিণ  সদস্য সচিব  শফিকুল ইসলাম  রতন ভারপ্রাপ্ত  আহ্বায়ক  শওকত আজিজ, নেত্রী  কণ্ঠশিল্পী  জোসনা ও শাহনাজ  সরনি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বিমানবালাকে চুমু দিতে গিয়ে বাংলাদেশি দুলাল গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকাগামী একটি প্লেনের ভেতর বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগে ভারতের মুম্বাইয়ে এক বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে মোহাম্মদ দুলাল নামে এক ব্যক্তি ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার চেষ্টা করেন।

ভিস্তারা এয়ারলাইন্সের ওই প্লেনটি মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা আসছিল। প্লেনটি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ আগে তিনি এমন হীন কাজ করেন।

ওই পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে শুক্রবার বলেছেন, আমরা খুঁজে বের করেছি অভিযুক্ত যাত্রীর নাম মোহাম্মদ দুলাল। তিনি একজন বাংলাদেশি। তিনি ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটে মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন। প্লেনটি মুম্বাইয়ে অবতরণ করার আধা ঘণ্টা আগে তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়ান এবং এক বিমানবালাকে জড়িয়ে ধরেন। এরপর তাকে চুমু দেওয়ার চেষ্টা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, যখন বিমানের অন্যান্য ক্রুরা ও যাত্রীরা এগিয়ে আসেন তখন তিনি তাদের বাধা দেন।

প্লেনের ভেতর এমন অসদারচরণ করায় বাংলাদেশি ওই যাত্রীকে হুঁশিয়ারি দেন প্লেনের ওই পাইলটও। কিন্তু এতেও তিনি কর্ণপাত করেননি।

প্লেনটি মুম্বাইয়ে অবতরণ করার পর মোহাম্মদ দুলালকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় শহর পুলিশ স্টেশনে।

ওই বিমানবালার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুলালের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। এরপর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর দুলালকে স্থানীয় আদালতে তোলা হয়। সেই আদালত শুক্রবার পর্যন্ত তাকে পুলিশি রিমান্ডে রাখার নির্দেশ দেন।


আরও খবর



বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিলেন ওবায়দুল কাদের

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপিকে আগামী ৩৬ দিনের মধ্যে অপরাজনীতি, নাশকতা, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়তে আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ আল্টিমেটাম দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয়, তারাতো ৩৬ মিনিটও খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারেনি, তাই ৩৬ দিনের আল্টিমেটাম দিলাম, সঠিক পথে আসুন। যদি তারা সঠিক পথে না আসে তবে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির কালো হাত ভেঙে দেবো।

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা হবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে ওই হাত ভেঙে দিতে হবে, যদি আগুন দিতে আসে ওই হাত পুড়িয়ে দেবো।

ভিসা নীতি নিয়ে তিনি বলেন, কারও ভিসা নীতির তোয়াক্কা করি না, কারো নিষেধাজ্ঞার তোয়াক্কা করি না। বাংলাদেশ রক্ত দিয়ে স্বাধীন করেছি, কারো নিষেধাজ্ঞা মানার জন্য নয়।

কাদের বলেন, বিএনপি এখন সোজা হয়ে দাঁড়াতে পারে না। এখন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ওপর ভর করেছে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমাদের নিজেদের শক্তিতে আমরা বলিয়ান। শেখ হাসিনার মতো নেতা আমাদের আছেন।

বাংলাদেশের জনগণ কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নীতি মানে না উল্লেখ করে তিনি বলেন, আজকে যারা নিষেধাজ্ঞার কথা বলেন, স্যাংশনের কথা বলেন তাদের নিজেদের দেশের মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমার নির্বাচন আমি করব, কারো খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র চলবে না, কারো খবরদারিতে বাংলাদেশের ভোট হবে না। ভোট হবে সংবিধানের নিয়মে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি প্রসঙ্গে কাদের বলেন, বিএনপির ঘুম হারাম, দুই সেলফিতেই বাজিমাত। বিএনপির ঘুম হারাম।


আরও খবর