Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: 'আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে' এই শ্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার সচেতনতা সৃষ্টিতে বে-সরকারি সংস্থা 'ইপসা'র আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে 'শিশু অধিকার ও শিশু সুরক্ষা' বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বিধিমালা ২০১৮, জেণ্ডার সমতা, ও শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বে-সরকারি সংস্থা 'ইপসা'র সমন্বয়কারী গোলাম সারোয়ার।

কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হেলেনা পারভিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিকারুন্নেছা, ইপসার বিভাগীয় প্রকল্প সমন্বয়কারী ফারহানা ইদ্রিস, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার ২৭ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।(ছবি : মেইলে সংযুক্ত)

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



এসএমসিকে ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের লিগ্যাল নোটিশ

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৬জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:চুক্তির মেয়াদ শেষ হলেও বিজ্ঞাপন প্রচার বন্ধ না করায় খাবার ওরস্যালাইন উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এসএমসিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সেখানে তিনি চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

নায়ক শাকিব খানের পক্ষে ব্যারিস্টার ওলোরা আফরিন গত ৩ সেপ্টেম্বর এ নোটিশটি পাঠান। আজ বুধবার তিনি নোটিশ পাঠানোর কথা জানিয়েছেন।

২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করেন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল প্রতিষ্ঠানটির।

তারই অংশ হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে এসএমসি ওরস্যালাইনের একটি বিজ্ঞাপনে কাজ করেন শাকিব খান। সেই থেকে এখনো পর্যন্ত বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়ে আসছে।

যদিও চুক্তি অনুযায়ী বিজ্ঞাপনটি ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চালানোর কথা ছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও বিজ্ঞাপন প্রচার করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন শাকিব খান।


আরও খবর

পরীমণি-বুবলী একসঙ্গে খেলবেন!

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




সুনামগঞ্জে বিষপানে ৩ শিশুর মৃত্যু, মায়ের অবস্থা আশংকাজনক

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪০জন দেখেছেন

Image

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের পল্লীতে স্বামীর সাথে ঝগড়া করে এক গৃহবধু নিজে বিষপান করে এবং তার ৩ শিশু সন্তানকেও বিষপান করান। এঘটনায় ৩শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর ওই গৃহবধুকে আশংকাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত শিশুরা হলো- জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে সাকিবা আক্তার (১৪) ও ছেলে তামজিদ মিয়া (১৩), শাহেদ মিয়া (৫)। আর গৃহবধুর নাম- যমুনা বেগম (৩৫)। এই ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২৪ সেপ্টেম্ভর) সকাল ১০টায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে- অভাব-অনটনের কারণে জেলার জামালগঞ্জ উপজেলার শান্তিপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়ার পরিবারে সব সময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। তারই সূত্রে ধরে প্রতিদিনের মতো আজ রবিবার (২৪ সেপ্টেম্ভর) সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। ওই সময় উত্তেজিত হয়ে গৃহবধু যমুনা বেগম চাষের জমিতে দেওয়ার জন্য ঘরে রাখা কীটনাশক বিষ নিজে পান করে এবং তার ৩ সন্তানকেও পান করায়। বিষপানের পরে মা ও সন্তানরা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে, জাহাঙ্গীরের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। দুপুরে হাসপাতালে গিয়ে পৌছার পর কর্তব্যরত চিকিৎসক ৩শিশু সন্তানকে মৃত বলে ঘোষনা করেন। আর মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এব্যাপারে সদর হাসপাতালে চিকিৎসক ডাঃ শফিকুল ইসলাম জানান- বিষপানে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর মাকে আশংকাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়েছে। জামালগঞ্জ থানার ওসি দীলিপ কুমার দাস বলেন- জানতে পেরেছি মা বেঁচে আছে কিন্তু ৩ সন্তানের মৃত্যু হয়েছে। এব্যাপারে আইনগত পক্রিয়া চলছে।


আরও খবর



কোনো রাজনৈতিক দলের সঙ্গে পুলিশের শত্রুতা নেই: ডিএমপি যুগ্ম-কমিশনার

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ভিসানীতি নয়, আমাদের চিন্তার বিষয় জনগণের নিরাপত্তা বলে মন্তব্য করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ডিএমপি জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। ভিসানীতি নিয়ে ডিএমপি কোনো কাজ করে না, এটি রাষ্ট্রের বিষয়।মার্কিন ভিসানীতি প্রসঙ্গে রোববার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএমপির যুগ্ম-কমিশনার।

ডিএমপির যুগ্ম-কমিশনার বলেন, রাজনৈতিক দল রাজনীতি করবে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে পুলিশের শত্রুতা নেই। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি আমাদের যথাযথ সম্মান রয়েছে এবং আমরা প্রত্যেককেই তাদের কার্যক্রমে যথাযথভাবে সহযোগিতা করে থাকি। যখন যে রাজনৈতিক দল আমাদের কাছে যে ধরনের সহায়তা প্রত্যাশা করে, আমরা সামর্থ্য অনুযায়ী সে কাজগুলো করে থাকি।

বিপ্লব কুমার সরকার বলেন, আমরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত পেশাদার সংস্থা। আমরা কাজ করি জনগণের জানমাল, পাবলিক ও প্রাইভেট প্রোপার্টিজের নিরাপত্তা নিশ্চিত করা। সুতরাং ভিসানীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

মার্কিন ভিসানীতির প্রভাব পুলিশের ওপর পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রায় ৩২ হাজার জনবল রয়েছে। ৩২ হাজার জনবলের মধ্যে ভিসানীতির বিষয়ে চিন্তার কোনো অবকাশ আছে বলে মনে করি না। আমাদের চিন্তার বিষয় হচ্ছে জনগণের নিরাপত্তা।

ডিএমপি অধ্যাদেশ মনে করিয়ে দিয়ে বিপ্লব কুমার সরকার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অধ্যাদেশ রয়েছে, সে অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে কোনো সভা-সমাবেশ করতে হলে ডিএমপি কমিশনার বরাবর আবেদন করতে হয় ও অনুমতি নিতে হয়। কাজেই ঢাকা মহানগরে দুই কোটি বাসিন্দার প্রতি আমাদের আহ্বান, যে যেই প্রোগ্রামই করুন না কেন ডিএমপি কমিশনারের কাছে অনুমতি নিয়ে করবেন।


আরও খবর



বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তিন বিভাগের অনেক জায়গায় এবং পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে রোববার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।


আরও খবর



এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথমদিন আদায় হলো কত টোল

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথমদিন টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এটি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ২২ হাজার ৮০৫টি যানবাহন চলাচল করে।  এই যানবাহন থেকে টোল আদায় ওই পরিমান টোল আদায় হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএম সাখাওয়াত আখতার।

তিনি বলেন, বিমানবন্দর থেকে বনানী মহাখালী, ফার্মগেটের পথে ১২ হাজার ২৪২টি গাড়ি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ২ হাজার ৪২৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৮৯২টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী কুড়িল ও বিমানবন্দরের পথে ৫ হাজার ২৪৬টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে।

এর আগে গত শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় উড়ালপথটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

উড়াল সড়কের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


আরও খবর