Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের প্রতিযোগিতায় নবীনগর চ্যাম্পিয়ান

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২১৬জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ন,বীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার বিকেলে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ায়  তিতাস নদীতে হয়ে গেলো জেলা প্রশাসন আয়োজিত এক অনারম্বর নৌকা বাইচ প্রতিযোগিতা  । শহরের শত ক্লান্তি আর একঘেয়েমিকে পাশ কাটিয়ে তিতাসের স্বচ্ছ  জলে বছর ঘুরে আবারও   ছলাৎ ছলাৎ শব্দে আর বৈঠায়  গর্জে উঠলো ছল ছল করা চোখে স্বপ্নীল রঙে বিভোর মাঝির লক্ষ্য ছোয়ার  নাও। আর এই উৎসবকে কেন্দ্র করে  মাতোয়ারা ছিলো পুরো তিতাসের  তীর।

আনন্দ আবেগ উচ্ছ্বাস যেন বাধা মানে না। পুরো বছরের ক্রীড়াপ্রেমীদের অপেক্ষা আর আবেগ যেন মিলিয়ে গেছে তিতাসের মাতোয়ারা  জলে।আর এই মুহূর্তটির সাক্ষী হতে পুরো  তিতাস পাড় জুড়ে বৃহস্পতিবার সকাল থেকেই ছিলো অপেক্ষমান আগ্রহী দর্শকদের উপচে পড়া  ভিড়। তিতাসের বুকে পড়ন্ত বিকেলে এ নৌকা বাইচ দেখতে ভিড় করেন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। পড়ন্ত বিকেলে চমৎকার এই নৌকা বাইচ তাদের নিয়ে গেছে যেন  এক রকম ভালো লাগার  রাজ্যে।  ভাদ্রের তপ্ত দুপুর গড়ানোর আগেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছোট বড় নৌকা নিয়ে উৎসাহী দর্শকরা নদীর দুই পাড়ে এসে হাজির  হতে থাকেন। 

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিঃ, দারাজ বাংলাদেশ ও ইউনিভার্সেল মেডিকেল এর সহযোগীতায় তিতাস নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

তিতাসের বুকভরা ঢেউ আর প্রাণভরা উচ্ছাসে পৌর এলাকার শিমরাইলকান্দি গাঁওগ্রাম এলাকা থেকে মেড্ডার শিশু পরিবার এলাকায় তিতাস নদীতে অনুষ্ঠিত হয় এই নৌকাবাইচ প্রতিযোগিতা। 

এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের ৪টি, বিজয়নগর উপজেলার ৫টি, নবীনগর উপজেলার ২টি, আশুগঞ্জ উপজেলার ২টি ও নাসিরনগর উপজেলার ১টিসহ মোট ১৫টি দল প্রতিযোগী দল তাদের সুসজ্জিত নৌকা আর রং বে-রঙের বাহারি পোশাক পড়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা চলার সময় বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের ভাটিয়ালী গান আর পানিতে বৈঠার ছলাৎ  ছলাৎ আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়। 

বিকেল ৩টার দিকে পৌর এলাকার শিমরাইলকান্দি গাঁওগ্রাম এলাকায় নৌকা বাইচের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্র্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন। 

মেড্ডার কালাগাজীর মাজার এলাকায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্র্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবির, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নবীনগর উপজেলা নৌকা, দ্বিতীয় স্থান অর্জন করে সরাইল উপজেলা নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে আশুগঞ্জ উপজেলার নৌকা। পরে প্রধান অতিথি প্রথম স্থান অর্জনকারী দলকে ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৩০ হাজার টাকা এবং ট্রফি উপহার হিসেবে প্রদান করেন। 

এছাড়াও প্রতিযোগীতায় অংশগ্রহনকারী প্রত্যেক দলকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এদিকে নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করতে দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশ এলাকা থেকে হাজার-হাজার মানুষ তিতাসের দু’পাড়ে, বিভিন্ন ভবনের ছাদের উপর ভীড় জমায়। অনেকেই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে ছোট ছোট নৌকা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে তিতাস নদীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

নৌকা বাইচ প্রতিযোগিতা চলার সময় শিমরাইলকান্দি গাঁওগ্রাম এলাকা থেকে মেড্ডা শিশু পরিবার এলাকা পর্যন্ত নিবার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১০টি মোবাইল কোর্ট টিমসহ বিপুল সংখ্যক পুলিশ, আনসার ফায়ার সার্ভিস, বিএনসিসি, নৌ-পুলিশ, ডুবুরীদল, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম  কয়েকটি টীম নিয়োজিত ছিল। এছাড়াও  ছিল ডুবুরীদল, ফায়ার সার্ভিস ও মেডিকেল টীম। নিরাপত্তার জন্য আকাশে উড়ানো হয় ড্রোন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়াল

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭৬ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যর সংখ্যা নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২৬৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৫ হাজার ১৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৭ হাজার ৫৭৩ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ১৫১। ঢাকায় ৬০ হাজার ২৪১ এবং ঢাকার বাইরে ৭১ হাজার ৯৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে ঝিনাইদহে শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

ঝিনাইদহ প্রতিনিধি:কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশ জাতি ও বিশ^মানবের মঙ্গল কামনায় আলোচনা সভা, প্রার্থনা ও বর্ণাঢ্য শোভাযাত্রা-২০২৩ বুধবার বিকাল সাড়ে ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম উল আহসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।


আরও খবর



যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ২২১ কর্মকর্তা

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২২১ কর্মকর্তা। সোমবার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ২১৫ কর্মকর্তা। পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাদের পদায়ন করা হবে বলে জানা গেছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ছয় কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় বর্ণিত কর্মকর্তার প্রেষণ পদের বেতনস্কেল উন্নীত করে আদেশ জারি করবেন। আদেশ জারির পর পদোন্নতি পাওয়া কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে পদোন্নতি পাওয়া পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে, বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদগুলো শূন্য হওয়ার আগে পর্যন্ত উন্নীত বেতনস্কেল বহাল থাকবে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মোস্তফা সরয়ার ফারুকী প্রথমবারের মতো অভিনয়ে

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১০২জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:দেশের গুণী চলচ্চিত্র পরিচালকদের একজন মোস্তফা সরয়ার ফারুকী। অনেক অভিনেতা-অভিনেত্রীও তৈরি হয়েছে তার হাত দিয়ে। এবার তিনি নিজেও এলেন অভিনয়ে।

বুধবার এক ফেসবুক পোস্টে অভিনয়ে আসার খবর নিজেই দিয়েছেন ফারুকী। তিনি লেখেন, ‘গত পঁচিশ বছর ধরে কাজ করছি। নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকম ভাবে মানুষকে স্পর্শ করেছে। কোনোটা বেশি, কোনোটা হয়তো কম। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরি - এইসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজটা কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়।

এ পরিচালক লেখেন, ‘‘‘অটোবায়োগ্রাফি” ছবিটা লেখার সময় থেকেই আমি এবং তিশা দুইজনই জানি এখানে আমাদের দুইজনকেই অভিনয় করতে হবে। প্রথম দিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব ছিল। কারণ অভিনয় একটা ভালনারেবল কাজ। আর এই গল্পে অভিনয় তো আরও ভালনারেবল ব্যাপার। রেদওয়ান রনি গল্প শোনার পর বলল, ‘‘বস, এই ক্যারেক্টার আপনাকেই করতে হবে।’’ তারপরও আমার সংশয় না কাটলে তিশা আমাকে হেল্প করে সিদ্ধান্ত নিতে। ও বলে, “এই গল্প তুমি জীবনে একবারই করতে পারবে। করে ফেল, প্লিজ!” তারপর তো বাকিটা ইতিহাসৃ..

ফারুকী লেখেন, ‘তৈরি হয়ে গেল “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি” ওরফে “অটোবায়োগ্রাফি”! মিনিস্ট্রি অব লাভের জন্য বানানো আমার দ্বিতীয় ছবি। অপেক্ষায় আছি কত দ্রুত দর্শক ছবি দুইটা দেখতে পায়!

তিনি আরও লেখেন, ‘পরিশেষে, আজকের দিনটা বাংলাদেশের সিনেমার জন্য খুব সুন্দর একটা দিন। যেখানে ভ্যারাইটির গ্লোবাল বুলেটিনে হেডলাইন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের তিনটা ছবি, একটা এপিএম প্রজেক্ট আর একজন এএফএ পার্টিসিপেন্ট এবার বুসানে নির্বাচিত। তিনটা ছবির মধ্যে তিনটাই দুই কম্পিটিশনে! হোয়াট আ বিউটিফুল ইয়ার।


আরও খবর

এবার সারা জেরিনের জয়িতা এ্যাওয়ার্ড অর্জন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




খুলনায় ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা যানজট নিরসনে কেএমপি পুলিশ কমিশনার সাথে মতবিনিময়

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image
ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা কেএমপি আয়োজনে ট্রাফিক বিভাগের আয়োজনে সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে ১৭ আগস্ট রবিবার সকাল ১১টায় মান্যবর পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে খুলনা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যানজট নিরসনে পরিবহন, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান, সিএনজি এবং এ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতৃবৃন্দ ও হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনিস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শোকাবহ আগস্টের সকালে আয়োজিত মতবিনিময় সভায় মান্যবর পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় সভার কার্যক্রম শুরু করেন। সভার শুরুতে মান্যবর পুলিশ কমিশনার মহোদয় সভায় আগত সকল প্রতিনিধিবৃন্দের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেন। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় পরিবহন, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান, সিএনজি এবং এ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতৃবৃন্দ ও হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনিস্টিক সেন্টারের প্রতিনিধিদের ক্লিনিক, ডায়াগনিস্টিক সেন্টারের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি না করে ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি খুলনা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যানজট নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় আগত সকল প্রতিনিধিবৃন্দের উদ্দেশ্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, “সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু সমাজের আয়না।"
সবশেষে মান্যবর পুলিশ কমিশনার মহোদয় মতবিনিময় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সাথে নিয়ে একটি মাদক মুক্ত, ইভটিজিং মুক্ত, জঙ্গী-সন্ত্রাস মুক্ত, যানজট মুক্ত এবং ফৌজদারি অপরাধ মুক্ত খুলনা মহানগরী গড়ার প্রত্যয় জানিয়ে তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য সমাপ্ত করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা এবং ট্রাফিক বিভাগের পুলিশ অফিসারবৃন্দ-সহ পরিবহন, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান, সিএনজি এবং এ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতৃবৃন্দ ও হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনিস্টিক সেন্টারের প্রতিনিধিবৃন্দ।

আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩