Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দুরন্ত বিপ্লবের বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত:রবিবার ২৬ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ২১৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা প্রয়াত দুরন্ত বিপ্লব রচিত ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই মোড়ক উন্মোচন করেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

মোড়ক উন্মোচনের সময় দুরন্ত বিপ্লবের বোন শাশ্বতী বিপ্লব, ভাই দূর্জয় বিপ্লব ও মা রোকেয়া আক্তার খাতুন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে দুরন্ত বিপ্লবের (৫১) লাশ উদ্ধার করা হয়। এর আগে ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

দুরন্ত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।


আরও খবর



শোক সংবাদ

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৪৭জন দেখেছেন

Image

বিজ্ঞপ্তি ঃসামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্পোর্টস ক্লাবের সম্মানিত সহ সভাপতি ও ইংলিশ ভার্সনের ইনচার্জ মো. আলমগীর হোসেনের মাতা অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার সকালে ইন্তেকাল করেন। 

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমার নামাজে জানাজা আজ বাদ আসর মাতুয়াইল ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের পক্ষ থেকে  থেকে মরহুমার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন  এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।


আরও খবর



বাংলাদেশে নির্বাচনের আগাম পরিস্থিতি দেখতে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগাম পরিস্থিতি দেখতে অক্টোবরের ৭ তারিখে ছয় সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র বায়ার্ন শিলার এ তথ্য জানিয়েছেন।

দেশটির দুই গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই দলটির সফরের আয়োজন করেছে।

আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় এক সপ্তাহের এই সফরে দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের আগে এখনকার নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।


আরও খবর



স্মার্ট মধুপুর গড়তে নবনিযুক্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিভিন্ন উদ্যোগ

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃমধুপুর  উপজেলার যেকোনো এলাকায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধ করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন মধুপুর নবনিযুক্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান।

তিনি মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে থানা মধু কুঞ্জ ভবনে মতো বিনিময় কালে এসব কথা বলেন। তিনি আরও জানান, পর্ষায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে  জনসাধারণকে আইন শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

সব ধরনের আইন শৃঙ্খলা বিষয়ে পুলিশি সেবা দিতে আমি বদ্ধপরিকর। অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

ইতিমধ্যে তিনি গত ৪  আগষ্ট রাত দেড়টার দিকে রক্তিপাড়া বাজারে উপস্থিত হয়ে দোকানদার এবং পাহারাদারদের সাথে চুরি ডাকাতি রোধে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন,  আইন মেনে চলুন, পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। অপরাধী যেই হোক না কেনো তাকে আইনের আওতায় আনতে আমাদেরকে সহযোগিতা করুন।  আমরা আপনাদের যেকোন বিপদে আইনি সেবা দিতে সবসময় প্রস্তত আছি। মধুপুরকে অপরাধ মুক্ত করতে এবং স্মার্ট মধুপুর গড়তে তিনি সাংবাদিকদের  সহযোগিতা কামনা করেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বিচারপতি এম. ইনায়েতুর রহিম অবকাশকালীন চেম্বার জজ মনোনীত

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৬৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের অবকাশকালীন বিচারপতি হিসেবে মনোনীত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম। তিনি আজ, রোববার (৩ সেপ্টেম্বর) থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে অবকাশকালীন জজ হিসেবে মনোনীত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সংক্রান্ত প্রধান বিচারপতির সই করা আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে ১ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এসময় আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে মনোনীত করা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ৩, ৫, ১১, ১৩, ১৮, ২০, ২৫, ২৭ সেপ্টেম্বর এবং ২ ও ৪ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে অবকাশকালীন বিচারক হিসেবে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার জজ কোর্টের শুনানি গ্রহণ করবেন।


আরও খবর



খুরশীদ আলম ইউনূসের বিপক্ষে লড়বেন না, নতুন আইনজীবী নিয়োগ

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৪৬জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিপ্তরের পক্ষে আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। সেই সঙ্গে মামলাটি লড়তে নতুন আইনজীবী নিয়োগ করেছে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর।

এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী এ মামলা লড়বেন। গত সপ্তাহে তাকে নিয়োগ দেয় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর।আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

তিনি বলেন, ‘শুরু থেকে এই মামলাটি আমি করে আসছি। শুধু শ্রম আদালত নয়, আপিল ও হাইকোর্ট বিভাগে আমি সরকারি প্রতিষ্ঠানের পক্ষে মামলাটি করে এ পর্যায়ে নিয়ে এসেছি। এখন আমি মামলাটি একাই করতে চাই। তবে ক্লায়েন্টকে বলেছি আমাকে না হয় উনাকে যে কোনো একজনকে রাখবেন। দু’জনকে রাখলে আমি থাকব না।

এ দিকে গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিপ্তর আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলাটি শ্রম আদালতে বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

এর আগে গত ২০ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলে রুল খারিজের বিরুদ্ধে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে শ্রম আদালতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই।

গত ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় ড. ইউনূসসহ চারজনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অন্য তিনজন হলেন— এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়।


আরও খবর