Logo
আজঃ Wednesday ০৮ February ২০২৩
শিরোনাম
ন্যায্য মূল্য পাওয়ায় মহেশখালীর পানচাষীদের মাঝে আনন্দের বন্যা কুড়িগ্রামে সাড়ে ২২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সবার জন্য নিরাপদ ডিজিটাল বিশ্ব নিশ্চিতের লক্ষ্যে ‘সিকিউরিটি ডে’ পালন করল গ্রামীণফোন হোমনায় ইউএনওর বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠিত কলারোয়ায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে টিকাদান অবহিতকরণ দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিভিল সার্জন বিএনপির ১০ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আগামী সপ্তাহে সংসদীয় আসনগুলোর সীমানার খসড়া প্রকাশ: ইসি ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে: ডব্লিউএইচও এইচএসসির ফল কাল, জানা যাবে যেভাবে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত:Tuesday ২৭ December ২০২২ | হালনাগাদ:Wednesday ০৮ February ২০২৩ | ২০০জন দেখেছেন
Image

আজাদ হোসেনঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) -২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) -২০২২ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৯ ডিসেম্বর। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বালিকাদের ফাইনাল 

ম্যাচ মাঠে বসে খেলা দেখতে এবং পুরস্কার বিতরণ করতে সম্মতি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বালকদের ম্যাচ শুরু হবে ১২ঃ১৫ মিনিটে। বালিকাদের ম্যাচ শুরু হবে ২:১৫ মিনিটে।

এবারের আসরে উপজেলা পর্যায়ে সারাদেশের  ৪৫৭১ টি ইউনিয়ন ও ২৫৭ টি পৌরসভা সহ ৪৮২৮ দলের ৮৬৯০৪ জন বালক অংশ নেয় এই প্রতিযোগিতায়। জেলা পর্যায়ে ৪৯৫ টি উপজেলা ২৯ টি সিটি কর্পোরেশন এবং ৬০ টি পৌরসভা সহ ৫৮৪ টি দলের ১০,৫১২ জন খেলোয়ার অংশ নেয়। বিভাগীয় পর্যায়ে ৬৪ টি জেলা ও চারটি সিটি কর্পোরেশন সহ ৬৮ টি দলের ১২২৪ জন অংশ নেয়। জাতীয় পর্যায়ে আটটি বিভাগীয় দলের ১৪৪ জন খেলোয়াড় সুযোগ পায়। প্রতিটি পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা হয়। বালকদের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে থেকে শুরু হলেও বালিকাদের প্রতিযোগিতা শুরু হয় জেলা পর্যায়ের প্রতিযোগিতা থেকে। দেশের ৪৯৫ টি উপজেলা এবং ২৯ টি সিটি কর্পোরেশন এবং ৬০ টি পৌরসভা সহ ৫৮৪ টি দলের ১০,৫১২ জন খেলোয়ার অংশ নেয়। এই টুর্নামেন্টের সর্বমোট ১ লক্ষ ১০ হাজার ৬৬৪ জন খেলোয়াড় বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পায়।

জাতীয় পর্যায়ের এই আসর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দিয়ে প্রতিভাবান ৪০ জন বালক এবং ৪০ জন বালিকা বাছাই করা হয়। এসব বাছাইকৃত খেলোয়ারদের বিকেএসপিতে দুই মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ থেকে সেরা ১৫ জন বালক ১৫ জন বালিকার জন্য দেশের বাইরে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ২০১৯ সালের এই আয়োজন থেকে চার জন খেলোয়াড় কে ব্রাজিলে পাঠানো হয়। ২০২১ সালের এই আয়োজন থেকে ১৫ জন বালক কে ব্রাজিলে এবং ১৫ জন বালিকাকে স্পেনে পাঠানোর সিদ্ধান্ত  হয়। চুরান্তভাবে বাছাইকৃত খেলোয়াড়দের অধিকাংশ বর্তমানে দেশের স্বনামধন্য ক্লাবগুলোতে জায়গা করে নিয়েছে। চলমান নারী ফুটবল লীগে অধিকাংশ খেলোয়াড়ই এ প্রতিযোগিতা থেকে উঠে এসেছে


আরও খবর