Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

বিশ্বকাপ একাদশে কারা থাকছেন, জানালেন পাপন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ নিয়ে প্রতিটি দল এখনই পরিকল্পনা শুরু করেছে। পিছিয়ে নেই বাংলাদেশও। ইতোমধ্যে টাইগাররা বিশ্বকাপ সুপার লিগে নিজেদের শেষ সিরিজও খেলছে। যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেন তামিম-লিটনরা। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়।

বিশ্বকাপ সুপার লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে রয়েছে বাংলাদেশ। ২৪ ম্যাচে ১৫ জয়ে ১৫৫ পয়েন্ট দলটির। শীর্ষে নিউজিল্যান্ড ও দ্বিতীয়স্থানে ইংল্যান্ড।

এদিকে সদ্য আইরিশ সিরিজ খেলে এখন ছুটিতে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের পরের সিরিজ আফগানিস্তানের বিপক্ষে। তার আগেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের একাদশের কেমন হতে পার তার ইঙ্গিত দিয়ে রাখলেন।

সংবাদমাধ্যমকে পাপন জানান, বিশ্বকাপ একাদশে তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের জায়গা পাকা। তবে ৭ নম্বর ব্যাটিং অর্ডারের বিবেচনায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি ও মেহেদী হাসান মিরাজ।

গণমাধ্যমকে পাপন বলেন, ‘অলরাউন্ডার চাইলে আফিফ আছে, মোসাদ্দেক আছে ও মাহমুদউল্লাহ রিয়াদও আছে। সেও বল করে দিতে পারব। রিয়াদ ভালো বল করে, আমি দেখেছি, ঘরোয়া ক্রিকেটেও ও ভালো। পার্থক্যটা হচ্ছে শুধু ফিল্ডিংয়ে। ভালো ফিল্ডিং চাইলে এই তিনজনের মধ্যে আফিফ সবার উপরে। মোসাদ্দেকও রিয়াদের চেয়ে ভালো হতে পারে।

ফিল্ডিংয়ের বেলায় আফিফ-মোসাদ্দেককে এগিয়ে থাকলেও অভিজ্ঞতায় এগিয়ে রিয়াদ। এ সম্পর্কে পাপন বলেন, ‘অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যাদের সঙ্গে খেলছি আর বিশ্বকাপে যাদের সঙ্গে খেলব, দুটোর পরিস্থিতি কিন্তু এক না। তাই ব্যাপারটা (খেলোয়াড় বাছাই) কঠিন।

৫০ ওভারের এই টুর্নামেন্টের ১৩তম সংস্করণটি আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে। যা ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর শেষ হতে পারে।

বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অন্তত ১২টি স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে। যেখানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬ দিনের এই টুর্নামেন্টে। এছাড়া ভেন্যু হিসেবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামসহ ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লক্ষ্মৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাই রয়েছে সংক্ষিপ্ত তালিকায়। যদিও ফাইনাল ছাড়া আর কোনো ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।


আরও খবর



সুনামগঞ্জ সীমান্তে যানবাহন ও মালামালসহ গ্রেফতার ১৪

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে জমজমাট ভাবে চলছে চোরাচালান বাণিজ্য। পৃথক অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ ১৪ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। এছাড়া ২টি ইঞ্জিনের নৌকা ও ৩টি পিকআপসহ অবৈধ চিনি ও মাদক দ্রব্যের চালান জব্দ করা হয়েছে। এব্যাপারে থানায় দায়ের করা হয়েছে পৃথক মামলা। তবে সীমান্ত এলাকায় সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামীদের দৌড়াত্ব বৃদ্ধি পেয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে- প্রতিদিনের মতো আজ শনিবার (২ সেপ্টেম্ভর) রাত ২টার পর থেকে জেলার তাহিরপুর উপজেলার তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তের লামাকাটা, সুন্দরবন, চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি, কলাগাঁও, এলসি পয়েন্ট, বাঁশতলা, লালঘাট, বালিয়াঘাট সীমান্তের লাকমা, লালঘাট, টেকেরঘাট সীমান্তের চুনাপাথর খনি প্রকল্প, বড়ছড়া, বরুঙ্গা ছড়া, রজনী লাইন, চাঁনপুর সীমান্তের নয়াছড়া, গারোঘাট, রাজাই, কড়ইগড়া, বারেকটিলা, লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী, সাহিদাবাদ, দশঘর, পুরান লাউড় এলাকা দিয়ে এক যোগে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে কয়লা ও পাথরসহ চিনি, সুপারী, কসমেটিকস, নাসির উদ্দিন বিড়ি, মাদকদ্রব্য ও গরু পাচাঁর শুরু করে চোরাকারবারীরা। কিন্তু এব্যাপারে কেউ কোন পদক্ষেপ নেয়নি। অথচ গত শুক্রবার (১ সেপ্টেম্ভর) ভোর ৫টায় পাশের মধ্যনগর উপজেলার মনাই নদীর জামগড়া খালে অভিযান চালিয়ে ২৪লাখ ৫শত টাকা মূল্যের ১৬১ বস্তা (৮ হাজার ৫ কেজি) ভারতীয় অবৈধ চিনি বোঝাই ১টি ইঞ্জিনের নৌকাসহ ওই উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান ও তার সহযোগী জহুরুল আলম, কালু মিয়া, আহাদ মিয়া, মারুফ মিয়া, বিল্লাল হোসেন ও মুক্তার হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে সকাল সাড়ে ৬টায় ছাতক উপজেলার তাজপুর গ্রামের রাস্তা থেকে ১৬৮ বস্তা (৮হাজার ৪শত কেজি) অবৈধ চিনি বোঝাই ৩টি পিকআপ ভ্যানসহ চোরাকারবারী আব্দুল কাইয়ুম কে হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরআগে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালী এলাকায় অভিযান চালিয়ে ১৯২ বোতল মদসহ ফিরোজ মিয়া, আমীর আলী ও আলী নুর নামের ৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। অন্যদিকে এদিন ভোরে মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের বাঙ্গলভিটা গ্রাম সংলগ্ন খালে অভিযান চালিয়ে ৮০ বস্তা অবৈধ চিনি বোঝাই ১টি ইঞ্জিনের নৌকাসহ চোরাকারবারী রনি মিয়া, এরশাদ মিয়া ও আবুল কাসেমকে গ্রেফতার করে। কিন্তু তাহিরপুর সীমান্তে একাধিক মামলার আসামীরা প্রতিদিন লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন মালামাল অবাধে পাচাঁর করলেও দেখার কেউ নাই। এব্যাপারে তাহিরপুরে কয়লা ও চুনাপাথর আমদানী কারক আবুল বাশার খান নয়ন, ফজলু সরদার, ইউপি সদস্য ধন মিয়া ও বাবুল মিয়াসহ আরো অনেকেই বলেন- একাধিক মামলার আসামী লালঘাট গ্রামের ইয়াবা কালাম, রুবেল মিয়া, খোকন মিয়া, লাকমা গ্রামের রতন মহলদার, কামরুল মিয়া, দুধের আউটা গ্রামের জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, শ্রীপুর কুড়েরপাড় গ্রামের নেকবর আলী, জঙ্গলবাড়ি গ্রামের লেংড়া জামাল, হযরত আলী, আইনাল মিয়া, কলাগাঁও গ্রামের রফ মিয়া, সাইফুল মিয়া, বাঁশতলা গ্রামের আনোয়ার হোসেন বাবলু, চাঁনপুর গ্রামের আবু বক্কর, লাউড়গড় গ্রামের মোহাম্মদ মিয়া, জসিম মিয়া, সাহিদাবাদ গ্রামের বায়েজিদ মিয়া ও তাদের কথিত গডফাদার সিন্ডিকেডের মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে কয়লা ও চুনাপাথরসহ বিভিন্ন মালামাল পাঁচার করে নিজেরা ব্যবসা করছে এবং পুলিশ, সাংবাদিক ও বিজিবির নাম ভাংগিয়ে লাখলাখ টাকা চাঁদা উত্তোলন করে হয়েগেছে কোটিপতি। তাদের কারণে সম্প্রতি লাকমা ও যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে চোরাচালান করতে গিয়ে ২জনের মর্মান্তিক মৃৃত্যু হয়েছে। এব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে ওদের

দৌড়াত্ব বেড়েই চলেছে। মধ্যনগর থানার ওসি এমরান হোসেন সাংবাদিকদের জানান- এই উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে রাতের আধাঁরে রাজস্ব ফাঁকি দিয়ে চিনিসহ বিভিন্ন মালামাল পাচাঁর করে নৌকা বোঝাই করার সময় অভিযান চালিয়ে চোরাকারবারীদের গ্রেফতার করেছি। এব্যাপারে থানায় পৃথক মামলা দায়ের করে সবাইকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে। চোরাচালান প্রতিরোধের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর



হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ পাঠানো যাবে অন্য অ্যাপেও

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৯জন দেখেছেন

Image

প্রযুক্তি ডেস্ক:ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল মার্কেট বিধি অনুয়ায়ী থার্ডপার্টি মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে অ্যালফাবেট (গুগল), আমাজন, অ্যাপল, বাইটড্যান্স ও মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোকে যুক্ত হতে হবে। এই আইনের সঙ্গে সংগতি বজায় রাখতে হোয়াটসঅ্যাপে ক্রস–প্ল্যাটফর্ম মেসেজিং সুবিধা নিয়ে আসছে মেটা।

হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনে ‘থার্ডপার্টি চ্যাট’ নামে এই ফিচার দেখা গেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের এক প্রতিবেদনে জানানো হয়।  

হোয়াটসঅ্যাপের আসন্ন বিভিন্ন ফিচারের তথ্য প্রদানকারী ডব্লিউবেটাইনফো এক প্রতিবেদনে বলে, অ্যান্ড্রয়েড বেটা অ্যাপের ২.২৩. ১৯.৮ ভার্সনে ‘থার্ডপার্টি চ্যাট’ নামে এই ফিচার দেখা যাবে।

তবে টুলটি এখনই ব্যবহার করা যাচ্ছে না। একটি স্ক্রিনশটে দেখা যায়, ফিচারটিতে কোনো অপশন বা বাটন নেই। এই পদক্ষেপ ইঙ্গিত দেয়, ২০২৪ সালের মার্চের মধ্যে ক্রস–প্ল্যাটফর্ম মেসেজিংয়ের সঙ্গে যুক্ত হয়ে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটের বিধি মেনে চলবে মেটা।  

ইউরোপসহ বিশ্বের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মেসেজিং প্ল্যাটফর্ম ফেসবুকের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই পরিষেবাগুলো ব্যবহার করা তুলনামূলক সহজ। এনক্রিপ্টেড মেসেজিংয়ের সুবিধা দিয়ে অ্যাপগুলো ব্যবহারকারীর নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়ে থাকে।

মেটা, অ্যাপল ও মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলোর অবাধ ডিজিটাল পরিষেবা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ) প্রণয়ন করেছে। ডিএমএ কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে প্রি–ইনস্টল করা অ্যাপ মুছে ফেলার অনুমতি দিতে নির্দেশনা দিয়েছে।

যাতে ব্যবহারকরীরা অ্যাপ স্টোর থেকে তাদের ইচ্ছানুযায়ী অ্যাপ ইনস্টল করতে পারেন। এর পরিপ্রেক্ষিতে মেটা ও মাইক্রোসফট নিজস্ব অ্যাপ স্টোর তৈরির কথা বিবেচনা করছে।


আরও খবর



জলঢাকায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি ও অধ‍্যক্ষ মিলে নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে শৌলমারী বাজারে এ মানববন্ধনে জাহিনুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শৌলমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক হোসেন দুলাল, আসাদুজ্জামান নুর আসাদ, রিপন বাবু লাবলু, আরিফুল ইসলাম আরিফ, সাইফুল ইসলাম প্রমূখ। বক্তরা বলেন, সভাপতি মিন্টু ও অধ‍্যক্ষ ওয়াহেদুজ্জামান রুবেল মোটা টাকার বিনিময়ে পছন্দের প্রাথী ঠিক করে ফেলেছেন। তাই নিয়োগের বিষয়ে সব তথ্য গোপন রেখেছে। এমনকি সোনালী ব‍্যাংকের একাউন্ট নাম্বার ভুল দিয়েছে। যাদেরকে নিয়োগ দিবে তাদের সঠিক একাউন্ট নাম্বার দিয়ে আবেদন করিয়েছে। তারা আরও বলেন প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে নিয়োগের তথ্য নেই। এর আগেও একটি পদের জন্য বিজ্ঞপ্তি দিলেও তা অদৃশ্য কারণে বন্ধ রয়েছে। তারা দাবী করে বলেন সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু অর্ধ শিক্ষিত হয়েও কিভাবে শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হয়। আমরা ওই মিন্টুর পদত‍্যাগ দাবি করছি। এ বিষয়ে অধ‍্যক্ষ ওয়াহেদুজ্জামান রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সভাপতি বলেন ব‍্যাংক একাউন্ট নাম্বার ভুল আছে আমরা এটা পত্রিকায় সংশোধনী দেবো। 


আরও খবর



মতিঝিল আইডিয়ালের শিক্ষক বরখাস্ত প্রশ্নফাঁসে

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাকসুদা আক্তারকে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির রুটিন দায়িত্বে থাকা অধ্যক্ষ মিজানুর রহমান সাক্ষরিত এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়েছে। 

মাকসুদা আক্তার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যম প্রভাতির সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি। 

সাময়িক বরখাস্তের চিঠিতে জানানো হয়েছে, মাকসুদা আক্তারের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিরপুর মডেল থানায় মামলাটি রয়েছে।

চাকরিতে নিয়োগের শর্তাবলী ভঙ্গের কারণে মঙ্গলবার থেকে সাময়িক বরখাস্ত কার্যকরের কথা বলা হয় চিঠিতে। 


আরও খবর

সহকারী জজ হলেন ইবির ৭ শিক্ষার্থী

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




তানোরে গৃহবধূকে ধর্ষণ মেম্বার পুত্র ধর্ষক আটক

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৩জন দেখেছেন

Image
 তানোর প্রতিনিধি ;রাজশাহীর তানোরে ধর্ষন মামলায় কামারগাঁ ইউপির সংরক্ষিত নারী আসনের সদস্যার পুত্র আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত ধর্ষক আব্দুর রশিদ (৩০) তানোর উপজেলার কামারগাঁ ইউপি ধানুরা গ্রামের আকবর আলী ও কামারগাঁ ইউপি ৭,৮ ও ৯ নং সংরক্ষিত নারী আসনের সদস্যা রশিদা বেগমের পুত্র। 

গত সোমবার বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় ভিক্টিম একই এলাকার জৈনক ব্যক্তির স্ত্রী বাদি হয়ে একজনকে আসামী করে সোমবার  থানায  ধর্ষন মামলা দায়ের করেছেন। 

 জানা গেছে, জৈনক ব্যক্তি তার স্ত্রীকে বাড়িতে রেখে অন্য এলাকায় কাজের তাগিদে থাকেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই গৃহবধুর বাড়িতে ঢুকে জোর পূর্বক ধর্ষন করে চলে যায় রশিদ। 

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, সোমবার দুপুরে ওই গৃহবধু  থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। তিনি বলেন, মামরা দায়েরের পর ওই দিনই বিকালে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার গ্রেপ্তারকৃতকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিক্টিকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আরও খবর