Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

বিশ্ব যক্ষ্মা দিবস আজ

প্রকাশিত:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৭২জন দেখেছেন

Image

লাইফস্টাইল ডেস্ক: যক্ষ্মা পৃথিবীর প্রাচীন রোগগুলোর একটি। বাংলাদেশে দীর্ঘদিন থেকে যক্ষ্মা সরকারি ও বেসরকারি উদ্যোগে চিকিৎসায় কাজ চলছে। কিন্তু যক্ষ্মা থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। বরং যক্ষ্মা থেকেও মারাত্মক মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স (এমডিআর) যক্ষ্মা দিন দিন বাড়ছে। দেশে এখন ১০ হাজারের বেশি এমডিআর যক্ষ্মা রোগী রয়েছে।

আজ বিশ্ব যক্ষ্মা দিবস। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি।

সাধারণ যক্ষ্মা রোগীদের সঠিক চিকিৎসা না হওয়া, অর্ধেক ওষুধ খেয়ে সুস্থ বোধ করলেই অনেকেই সাধারণ যক্ষ্মার ওষুধের পুরো কোর্স সম্পন্ন করেন না। ফলে যক্ষ্মার জীবাণুরা আরো শক্তিশালী হয়ে এমডিআর টিবিতে পরিণত হয়। একজন এমডিআর যক্ষ্মারোগী অন্যদের মধ্যে ভয়ঙ্কর এমডিআর যক্ষ্মাই ছড়িয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত ওষুধে না গিয়ে টিকা ব্যবহারের দিকে আমাদের যাওয়া উচিত। পৃথিবীর কয়েকটি দেশে যক্ষ্মার বিরুদ্ধে টিকা ব্যবহারে সফলতা এসেছে।

এ ব্যাপারে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা: আহমেদ পারভেজ জাবীন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জাম্বিয়ায় গ্ল্যাক্সো অ্যান্ড স্মিথক্লাইনের (জিএসকে) তৈরি টিবি ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট এম৭২/এএসও আইই’ নামক যক্ষ্মার টিকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।’ এই দেশগুলোতে জিএসকের ৯ হাজার ভায়াল টিকার সফল পরীক্ষা হয়েছে বলে ডা: জাবীন জানিয়েছেন।

তিনি বলেন, ‘যক্ষ্মার টিকাকে সব দেশেই উৎপাদনের অনুমতি দিয়ে যক্ষ্মা নিয়ন্ত্রণে অবদান রাখার সুযোগ দেয়া হোক।’

যে হারে সাধারণ যক্ষ্মা থেকে এমডিআর যক্ষ্মা হচ্ছে এবং এমডিআর যক্ষ্মার জীবাণুও ওষুধ প্রতিরোধী হয়ে আরো ভয়ঙ্কর এক্সটেনসিভলি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি (এক্সডিআর। জীবাণুতে পরিণত হচ্ছে এবং এই এক্সডিআর টিবি থেকে আরো ভয়ঙ্কর যক্ষ্মার জীবাণু আরআর টিবি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, যক্ষ্মা রোগে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক থেকে এখন বের হয়ে আসা উচিত এবং টিকার দিকে যেতে হবে।

১৯৯৫ থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ত্রিশ লাখ যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে। যার মধ্যে শিশু রয়েছে প্রায় ২০ হাজার।

স্বাস্থ্য অধিদফতরের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন পরিচালকের দফতর থেকে জানানো হয়েছে, ‘বাংলাদেশে ২০২১ সালে প্রতি ১২ মিনিটে একজন মানুষ যক্ষ্মায় মারা গেছে। ২০২১ সালে বাংলাদেশে প্রায় তিন লাখ ৭৫ হাজার মানুষ লোক যক্ষ্মায় আক্রান্ত হয় এবং ৪২ হাজার মৃত্যুবরণ করে। অর্থাৎ প্রতি ১২ মিনিটে যক্ষ্মার কারণে একজনের মৃত্যু হয়েছে।’


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




নিষিদ্ধ সুতি জালে আদিবাসী যুবকের মৃত্যু

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:আদিবাসী সম্প্রদায়ের বেশকিছু যুবক যান শিকারে, গিয়ে এক যুবক বিল পার হওয়ার সময় নিষিদ্ধ সুতি জালে আটকা পড় প্রান গেছে ইমানুয়েল (২৪) নামের এক যুবকের বলে নিশ্চিত করেন একাধিক সুত্র। মৃত যুবকের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার অমৃতপুর আদিবাসী পাড়ায় । সে মৃত নগেনখকমণ হাসদার পুত্র । শুক্রবার দুপুর একটার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির)  দমদমা শ্রীখন্ডা টেংরা বাধ নামক বিলে ঘটে মরাত্মক মৃত্যুর ঘটনা টি। এঘটনায় অবৈধ ভাবে বিল লীজ দেয়া ও সুতি জাল ব্যবহারকারীদের শাস্তির দাবি তুলেছেন জনসাধারণ।জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়ন (ইউপির)  অমৃতপুরগ্রামের মৃত নগেন হাসদার পুত্র ইমানুয়েল সহ ৬/৭ জন যুবক শিকারে যান কামারগাঁ ইউপির টেংরা বাধ এলাকায়। শিকার শেষে টেংরা বাধ ও বিল পার হওয়ার সময় নিষিদ্ধ সুতি জালে আটকা পরে স্রোতে ডুবে মৃত্যু হয়।

টেংরা বাধের জায়গাটি উন্মুক্ত জলাশয় হলেও দমদমা গ্রামের সাইদুর মন্ডল, মুন্টু মন্ডল ও ফিজুর লীজ দেয় এইক গ্রামের মফিজ উদ্দিনের কাছে।মফিজ জানান, আমি প্রায় তিন একর জলাশয় লীজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ মেরে আসছি। শুক্রবারে সুতি জাল ফেলা ছিল। সেখানে বেধে কেউ যদি মারা যায় তাহলে আমার কি করার আছে। তার এভাবে মৃত্যু লিখা আছে, মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান,  জায়গাটিতে সুতি জাল মানে মরন ফাঁদ। শুধু মানুষ না যে কোন জীবজন্তু পড়লে মরতেই হবে। সিদ্ধান্ত আছে ওই জায়গায় কোন ধরনের লীজ বা সুতি জাল পাতানো যাবে না। কিন্তু মফিজ ও তার ছেলে রফিক কোন কিছুর তোয়াক্কা না করে জাল ফেলে রেখেছিল। এমৃত্যুর দায় লীজ দেয়া সাইদুল মন্ডল, আজিজ মন্ডল, মুন্টু মন্ডল ও ফিজুর এবং লীজ নিয়ে জাল পেতে রাখা মফিজ ছেলে রফিকের।লীজ দেয়া ব্যক্তিরা জানান, কিছু জায়গা নিজস্ব এজন্য লীজ দেয়া হয়েছে।নিহতের স্বজনরা জানান, কয়েকজন মিলে শিকার করতে গিয়েছিল। পরে শুনেছি ইমানুয়েল মারা গেছে।

দমদমা ফুলহার জলকর সমবায় সমিতির সভাপতি সুদাম ও সম্পাদক দুলাল বলেন, উন্মুক্ত জলাশয় মাছ ধরার অধিকার আমাদের রয়েছে। কিন্তু সাইদুল মন্ডলের পরিবার লীজ দিয়েছেম। জলাশয়টি সরকারি, তাহলে লীজ কিভাবে হয়। ওই জায়গায় সুতি জাল ফেলা নিষিদ্ধ। তারপরও মফিজ ছেলে রফিক জাল ফেলে মাছ ধরছে। সুতি জাল মানে মরন ফাঁদ। সুতি জাল না ফেলা থাকলে আদিবাসী যুবকের মরাত্মক মৃত্যু হত না। সমিতির পক্ষে রবিবার নির্বাহীর দপ্তরে লিখিত অভিযোগ দিব।

ওসি আব্দুর রহিম বলেন, সুতি জালের পার্শে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহতের আত্মীয়রা কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাত বলেন, সরকারি ভাবে কোন লীজ দেয়া হয়নি।

আরও খবর



মধুপুর থানার চৌকস পুলিশ টিমের বিশাল সাফল্য অর্জন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর থানাধীন কাকরাইদ এলাকা থেকে ৮০গ্রাম হেরোইন সহ ৪জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করায় টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মধুপুর থানা টিমকে অক্টোবরের মাসিক সভায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করেন। পুলিশসূত্রে জানা যায়, মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌকস পুলিশ অফিসার মোল্লা আজিজুর রহমানের দিকনির্দেশনায় এসআই হুমায়ুন ফরিদীর নেতৃত্বে ।

পুলিশের একটি আভিধানিক দল গত ২৫শে অক্টোবর বুধবার রাতে টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন চাড়ালজানী খান পেট্রোল পাম্পের পূর্ব পাশে একটি মাদক অভিযান পরিচালনা করে ৮০গ্রাম হেরোইন সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। যাহার মূল্য ৮লক্ষ টাকা। দীর্ঘদিন পর উত্তর টাঙ্গাইলে এটাই ছিলো সব চেয়ে বড় মাদকের চালান।টাঙ্গাইল পুলিশ সুপারের কাছ থেকে এই পুরস্কার অর্জনের মাধ্যমে মধুপুর থানা তথা উপজেলাবাসী গর্বিত। এই পুরস্কার মধুপুর থানা টিমকে তাদের দায়িত্ব পালনে আরও বেগবান ও উৎসাহ দিবে এমনটাই বলছেন বিশিষ্টজনেরা।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা ; নওগাঁ :নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সামসুদ্দিন ডিউ (৫৬) মৃত্যু হয়েছে। শুক্রবার(১৭ অক্টোবর) দিবাগত রাত ৭টার এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসুদ্দিন ডিউ পাশ্ববর্তী মান্দা উপজেলার কামারকুড়ি গ্রামের (প্রসাদপুর বাজারের) মৃত ডাক্তার সাইফুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সামসুদ্দিন ডিউ তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নওহাটা মোড়ে বেড়াতে এসেছিল। সেখান থেকে মোটসাইকেল নিয়ে নওহাটা মোড় থেকে বাড়িতে যাচ্ছিলেন। তার পরিবারের অন্যরা সিএনজি নিয়ে তার পরে যায়। পথিমধ্যে রাজশাহী-নওগাঁ মহাসড়কের খোর্দ্দ নারায়নপুর কল্পনা চাউল কল এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটসাইকেলে থাকা সামসুদ্দিন ডিউ মহাসড়কের  পাশে ছিটকে পড়ে সেখানে অবস্থিত ধানবাহী একটি ট্রাক্টর এর সাথে সজোরে ধাক্কা লাগে (খায়)। এতে ঘটনাস্থলেই  মর্মান্তিকভাবে  তার মৃত্যু হয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা সিএনজি নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় তার লাশ নিয়ে যায়।

নওহাটা ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জিয়া বলেন, এ ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফোর্সসহ যাওয়া হয়। সেখানে পৌঁছার আগেই তার পরিবারের লোকজন তাকে নিয়ে চলে যায়। পরবর্তীতে জানা যায় তিনি মারা গেছেন।


আরও খবর



রাষ্ট্রপতি-ইসির সাক্ষাৎ পিছিয়ে ৯ নভেম্বর

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে সাক্ষাতের সময়সূচি পিছিয়ে আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর) নির্ধারণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির কার্যালয়ে সাক্ষাতের জন্য সময় চাইলে প্রথমে ৫ নভেম্বর সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটি পিছিয়ে ০৯ নভেম্বর সময় দেওয়া হয়েছে। ওই দিন দুপুর ১২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সংসদ নির্বাচনের প্রায় সব কার্যক্রম সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। এখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে তফসিল।

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে ইসি।

সংবিধান অনুযায়ী, গত ১ নভেম্বর সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে


আরও খবর



ইবিতে বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

সাব্বির খান,ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. রেবা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।

হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেন, উপ-হিসাব পরিচালক এস এম সামাদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্যা।এছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আজমেদ জয় এ সংগঠনটির সাধারণ সম্পাদক রনি সাহাসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, বৃহত্তর ফরিদপুর মানেই বাংলাদেশ। যেখানে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে। ফরিদপুরের ইতিহাস রাজনৈতিকভাবে সমৃদ্ধ। তোমরাও এরকম ইতিবাচক কাজের মাধ্যমে সমাজে ভূমিকা রাখবে এবং যুক্তি, বুদ্ধি ও জ্ঞানের আলোকে সমাজকে এগিয়ে নিয়ে যাবে।

আরও খবর