Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

বিশ্ব আবহাওয়া দিবস আজ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব আবহাওয়া দিবস আজ বৃহস্পতিবার। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘প্রজন্মান্তরে আবহাওয়া, জলবায়ু ও পানির ভবিষ্যৎ’।

প্রতিবছর বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল দিনটি বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করে থাকে। ১৯৫১ সাল থেকে এটি পালন হয়। প্রতি বছরের মতো এবারও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু নাতিশীতোষ্ণ হলেও তা ‘‘দিনে-দিনে চরমভাবাপন্ন হয়ে উঠছে’’ উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের কৃষি, জনস্বাস্থ্য, মৎস্য, জীববৈচিত্র্যসহ সামগ্রিক ক্ষেত্রে বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার জন্য বিশ্বের ন্যায় বাংলাদেশও বিভিন্ন গবেষণা কার্যক্রম ও উন্নত প্রযুক্তির ব্যবহার করছে।

আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত সেবা দ্রুততার সঙ্গে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ১৪ বছরে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব এবং ঘূর্ণিঝড়, বজ্রপাত, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, খরাসহ অন্যান্য চরম আবহাওয়ায় আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

এদিকে দিনটি উপলক্ষে আজ বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সেমিনার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।


আরও খবর



বাগেরহাটে পাকা সড়কের মাঝে পিলার স্থাপনে ঘটছে দূর্ঘটনা, যান চলাচলে বাঁধা

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী-মাদারতলা সড়কের মাঝে পিলার স্থাপন করায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। উপজেলার গাবতলা নামক স্থানে সড়কটির প্রবেশমুখে দুটি পিলার থাকায় বড় যানবাহন প্রবেশ করতে পারছেনা। সেই সাথে এক সাথে কয়েকটি যানবাহন ওই সড়কে প্রবেশের সময় সৃষ্টি হচ্ছে যানজট। এসব কারণে ওই স্থানে দূর্ঘটনার সাথে সাথে জনগণের ভোগান্তিও বাড়ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, সড়ক রক্ষার কথা বলে মাস-দুয়েক আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত ধোপাখালী-মাদারতলা সড়কের প্রবেশ মুখে দুটি এবং এর এক কিলোমিটার দূরে স্থানীয় নিজ বাড়ির সামনে সড়কের উপর দুটি কনক্রিটের পিলার স্থাপন করেন ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন। এর ফলে সড়কে কোন ট্রাক ও বড় গাড়ি ঢুকতে না পারায় ওই এলাকার কৃষকদের উৎপাদিত সবজি পরিবহন বেড়েছে।

সেই সাথে দূর্ঘটনা, চলাচলে সময় বৃদ্ধিসহ নানা ধরণের ভোগান্তি বেড়েছে। পথচারি মোহসিন মল্লিক বলেন, রাস্তার মুখেই দুইটা পিলার দিয়ে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যহত করার কোন মানে হয় না। এই পিলারের জন্য গেল দুই মাসে কয়েকটি দূর্ঘটনাও ঘটেছে। আর মাঝে মাঝেই এক সাথে কয়েকটি অটো এবং ভ্যান আসলে জড়ায়ে যায়। তখন অনেক ক্ষন দাড়িয়ে থাকা লাগে যানবাহন চালকদের। পিলারগুলো ভোগান্তির কারন হয়ে দাড়িয়েছে সাধারণ মানুষের।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, এই সড়কের পাশেই চেয়ারম্যান মকবুল হোসেনের ভবন রয়েছে। বড় গাড়ি গেলে ওই ভবন কেপে ওঠে, এই কারণেই হয়ত মানুষের ভোগান্তির কথা চিন্তা না করে চেয়ারম্যান সড়কের মাঝে পিলার দিয়ে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছেন।

এদিকে ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, আমি নিজে থেকে পিলার স্থাপন করিনি। সবার সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন অনুযায়ী সড়কে পিলার দেওয়া হয়েছিল। কিন্তু কিছু ধান ব্যবসায়ীদের ধান পরিবহনে সমস্যা হওয়ায় তারা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। এলজিইডি, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান বলেন, খবর পেয়ে চেয়ারম্যানের বাড়ির সামনের সড়কের উপর থাকা দুটি পিলার উঠিয়ে ফেলা হয়েছে। সড়কের প্রবেশমুখে থাকা পিলারদুটোও ওঠানো হবে বলে জানান তিনি। এলজিইডি নির্মিত ২ দশমিক ৮০ কিলোমিটার সড়ক দিয়ে সাইনবোর্ড-গজালিয়া এবং মাজার-পাটগাতি জেলা মহাসড়ককে সংযুক্ত করেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ এবং সহস্রাধিক যান চলাচল করে।


আরও খবর



রাজশাহী সিটি নির্বাচন নিয়ে তানোরে মতবিনিময় সভা

প্রকাশিত:শুক্রবার ০৫ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে তানোরে চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌর সদর গোল্লাপাড়া হাট সেটে অনুষ্ঠিত হয় সভা।  সাবেক মেয়র সাবেক সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ। পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরোর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ম জেলা আওয়ামীলীগের  নেতা সাবেক দেওপাড়া ইউপির চেয়ারম্যান আকতারুজ্জামান আকতার, সাবেক উপজেলা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,

,মুন্ডুমালা পৌর মেয়র পৌর সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রহমান, কামারগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক, সাবেক যুগ্ন সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল,সাবেক আওয়ামীলীগ নেতা আবুল বাসার, পাচন্দর ইউপির সম্পাদক বিজেন কর্মকার, পৌর আওয়ামীলীগ নেতা আরিফুজ্জামান বাচ্চু মোল্লা,, তালন্দ ইউপি নেতা মাহবুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা, মৃদুল কুমার ঘোষ,চান্দুড়িয়া ইউপি আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, পৌর যুবলীগ নেতা মিজান,প্রতাপ হলদার প্রমুখ।

আসাদ বলেন, আগামী ২১ জুন রাজশাহী সিটি নির্বাচন। মুলত আমরা আপনাদের সাথে এজন্য চা চক্র ও মতবিনিময় করতে এসেছি। কারন  আপনাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে শহরে। আপনারা তাদের কাছে গিয়ে মেয়র প্রার্থী নৌকার মাঝি, লিটন ভাইকে পুনরায় বিজয়ী করারর জন্য ভোট চাইতে হবে। ক্লীন, পরিস্কার, পরিচ্ছন্ন রাজশাহীর জনক এএইচএম খাইরুজ্জামান লিটন। জাতীয় চারনেতার অন্যতম এএইচএম কামারুজ্জামান হেনা তানোর গোদাগাড়ী আসনের এমপি ছিলেন। তার ঋন পরিশোধ করার জন্য হলেও দলীয় নেতাকর্মী দের প্রস্তুত থাকতে হবে। রাজশাহী শহর শুধু দেশের সুনাম না, বিদেশেও রয়েছে ক্লীন শহরের সুনাম, সুতরাং  এই ধারা অব্যাহত রাখতে হলে লিটন ভায়ের জয় ছাড়া কোন বিকল্প পথ নেই। আগামী ১৩ মে আপনারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে যাবেন, মতবিনিময় সভা হবে, নৌকার প্রার্থী দিক নির্দেশনা দিবেন, সে মোতাবেক আপনারা ভোটের মাঠে থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করে রাজশাহী সিটির উন্নয়নের ধারা অব্যাহত ও দেশরত্নের হাতকে শাক্তিশালী করার আহবান জানান তিনি। এসময় উপজেলার সাত ইউপি ও দুই পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর



ছাত‌কে ২ মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

আনোয়ার হো‌সেন র‌নি সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি: ছাত‌কে প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত "টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ ০২ মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কোর্সের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এই কোর্সে ২০জন ছেলে ও ২০জন মেয়ে সহ ৪০ জন শিক্ষার্থী  অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত ) মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, এক সময় মোবাইল ব্যবহার করা অনেক কঠিন ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী দিন-রাত কাজ করে যাচ্ছেন। যুবক-যুবতীদের উদ্যোক্তা করে তুলতে সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা ও তাদের সফলতার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন। প্রশিক্ষনার্থীদের মনোভাব বৃদ্ধি করতে সর্বোচ্চ ফলাফলকারীদের ৪ জনকে ল্যাপটপ  প্রদান করার আশ্বাস প্রদান করেন।  বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক (অঃদঃ) (টেকাব ২য় পর্যায়) মোঃ সুলতান আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস,  উপ-পরিচালক মোঃ আসাদ মিয়া, প্রশিক্ষক সাজিদুল ইসলাম, সহকারী প্রশিক্ষক আসাদুজ্জামান স্বপ্নন,দক্ষিণ খুরমা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোঃ সাহিদ আলী, গীতা পাঠ করেন অঞ্জনা শর্মা, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন  তারেক হোসেন ও পান্না বেগম।


আরও খবর



শিবপুরে প্যারালাইসিস রোগে আক্রান্ত স্বামী,রাজ মিস্ত্রী কাজ করে সংসারের হাল ধরলেন স্ত্রী।

প্রকাশিত:শুক্রবার ০৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ২২৭জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়ন শিবপুর গ্রামের মোঃ কামাল মিয়া দীর্ঘ ৯ বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত।স্বামী অসুস্থ হওয়ার পর রাজ মিস্ত্রী কাজ করে সংসারের হাল ধরলেন স্ত্রী লিপি বেগম।স্থানীয় লোকেরা বলেন,মোঃ কামাল হোসেন সুস্থ্য সবল ছিলেন। আজ থেকে নয় বছর পূর্বে প রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক ভাবে চলতে পারে না।এক বছর চিকিৎসা করানোর পর অর্থের অভাবে আর চিকিৎসা করাতে পারেনি তার পরিবার।কামাল হোসেন এর দুই মেয়ে।স্ত্রী লিপি বেগম রাজমিস্ত্রী কাজ করে দুই মেয়ে ও স্বামী কে নিয়ে সংসারের হাল ধরলেন।

এক মেয়ে কে বিয়ে দিয়েছে আশেপাশের বৃত্তভানদের সহযোগিতায়।রাজ মিস্ত্রী কাজ করে যে টাকা উপার্জন করে তা দিয়ে সংসার চালিয়ে স্বামীর চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।সমাজের বৃত্তভান ব্যাক্তিরা পরিবারটির পাশে দাড়াঁনোর জন্য আহবান করছি।কামাল হোসেন এর স্ত্রী লিপি বেগম বলেন,আমার পরিবারের এক মাত্র ভরসা ছিল আমার স্বামী।প্রতিদিন যে টাকা উপার্জন করত তা দিয়ে আমাদের সংসার চলত।৯ বছর পূর্বে হঠাৎ আমার স্বামী প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়।এর পর থেকে কথা বলতে পারে না,স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে না।

এক বছর চিকিৎসা করানোর পর আর চিকিৎসা করাতে পারি নাই অর্থের অভাবে।আমার স্বামী অসুস্থ হওয়ার পর পরিবারের হাল ধরার মত কেউ ছিলনা,আমি রাজ মিস্ত্রী কাজ করে সংসার এর হাল ধরেছি।আশেপাশের লোকদের সহযোগিতায় এক টি মেয়ে বিবাহ দেয়।বর্তমানে রাজ মিস্ত্রী কাজ করে যে টাকা উপার্জন করি তা দিয়ে কোন রকমে সংসার চলে,তাই আমার স্বামীর চিকিৎসা করাতে পারছিনা।সমাজের বৃত্তভান ব্যাক্তি সহ সরকারের কাছ থেকে আমার পরিবারের জন্য সহযোগিতা কামনা করছি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



পদ্মা সেতুর রেল সংযোগে প্রকল্পে ব্যয় বাড়ছে ৩০১ কোটি টাকা

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পরামর্শক ব্যয় ৩০১ কোটি ৪২ লাখ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে বাড়ানো হয়েছে পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ। আজ বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, রেলপথ মন্ত্রণালয়ের অধীন ‘পদ্মাসেতু রেল সংযোগ’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ আর্মি ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরটিসি, বুয়েটকে ২০২৪ সালের মে পর্যন্ত মেয়াদ বৃদ্ধির জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩০১ কোটি ৪২ লাখ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত সচিব জানান, এই ব্যয় বাড়ানোর ফলে এ খাতের মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ কোটি ২৭ লাখ ৭৬ হাজার টাকা। মেয়াদ বাড়ানোর কারণেই এই ব্যয় বাড়ানো হয়েছে।

এদিকে, গত ৪ এপ্রিল পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলে। ইঞ্জিন ও কোচ ফরিদপুরের ভাঙ্গা প্রান্ত থেকে রওনা হয় দুপুর ১টা ২১ মিনিটে। এরপর প্রথম স্টেশন ভাঙ্গার মালিগ্রাম সংলগ্ন বগাইলে পৌঁছায় ১টা ৪১ মিনিটে। ট্রেনটি গড়ে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে চলে। ২টা ১০ মিনিটে মাদারীপেুরের শিবচরের পদ্মা স্টেশনে এসে পৌঁছায় এটি।

২টা ৪০ মিনিটে পদ্মা সেতুতে ওঠে ট্রেন। পদ্মা সেতু পার হতে ট্রেনটির সময় লাগে ১৬ মিনিট। সব মিলিয়ে ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশনে ট্রেনটিরর সময় লাগে প্রায় দুই ঘণ্টা। এতে ৪২ কিলোমিটার রেলপথ পাড়ি দিতে হয়।

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকার সঙ্গে পদ্মা সেতু হয়ে চার জেলা (মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল) অতিক্রম করে যশোরের সঙ্গে রেলযোগাযোগ স্থাপিত হবে।


আরও খবর