Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বিরামপুরে শিশুকে ধর্ষণের চেষ্টাঃধর্ষক পলাতক

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃবিরামপুর পৌর শহরে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। গুরুত্বর আহত শিশুটিকে দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বৃদ্ধ ইনছান আলী (৬৫) পলাতক রয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) ১১টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার এসআই এরশাদ মিয়া জানান, রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বিরামপুরস্থ মির্জাপুর নূরানী কালিমুল মাদ্রাসা থেকে শিশুটি বাড়ী ফিরছিল। বাড়ি ফেরার পথে শিশুটিকে একা পেয়ে বিরামপুর বিজুল মাগুরাপাড়া গ্রামের মৃত: রিয়াদ আলীর ছেলে কাঠমিস্ত্রী বৃদ্ধ ইনছান আলী (৬৫) পৌর শহরের মির্জাপুরস্থ পারভেজ নার্সারীতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে অভিযুক্ত বৃদ্ধ কাঠমিস্ত্রী ইনছান আলী পালিয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) নিলে কর্তব্যরত চিকিৎসক জাকিরুল ইসলাম শিশুটির অবস্থা গুরুত্বর দেখে তাকে দুপুর ১টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে তিনি জানান। (৭) বছর বয়সী ঐ শিশুটি বিরামপুর পৌর শহরের  মির্জাপুরস্থ নূরানী কালিমুল মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে জন্য পুলিশী  অভিযানে অব্যাহত রয়েছে।


আরও খবর



বাগেরহাটে অভিযানের খবরে কমলো পিয়াজের দাম, ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ২৪জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:সারাদেশের মতো বাগেরহাটেও অস্বাভাবিক হারে বেড়েছে পিয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পিয়াজের মূল্য ৬০ থেকে ১২০ টাকা বেড়ে খুচরা বাজারে ১৮০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পিয়াজের দাম নিয়ন্ত্রনে রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শহরের প্রধান বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর। অভিযানের খবরে প্রতি কেজি পিয়াজের দাম নেমে আসে ১৫০ থেকে ১৬০ টাকায়। বেশিরভাগ দোকানি ক্রয় মূল্যের পরে কেজি প্রতি ১০ টাকা লাভে পিয়াজ বিক্রির অঙ্গিকার করেন।

অথচ অভিযান শুরুর আগেও, ১৮০ থেকে ২৪০ টাকা দরে পিয়াজ বিক্রি হয়েছে এই বাজারে। ক্রয় মূল্যের পরে ৩০ থেকে ৬০ টাকা লাভে প্রতি কেজি পিয়াজ ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অতিরিক্ত দামে পিয়াজ বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকলকে পেয়াজের ক্রয় ও বিক্রয় মূল্য প্রকাশ্যে টানিয়ে দিতে বলা হয়েছে। প্রতি কেজি পিয়াজে সর্বোচ্চ ১০ টাকা লাভে ব্যবসায়ীদের পিয়াজ বিক্রি করতে বলা হয়েছে। বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এছাড়া দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত পিয়াজ ক্রয় না করে, ভোক্তাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।

বাগেরহাট শহরের বাইরে অন্যান্য উপজেলা সদর ও বিভিন্ন বড় বাজারে ১৮০ থেকে ২৪০ টাকা কেজি পিয়াজ বিক্রির খবর পাওয়া গেছে।


আরও খবর



শীর্ষ নেতাদের ভিডিও পাঠানো হয় বাসে আগুন দিয়ে: র‍্যাব

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, হরতাল অবরোধের সময় বাসে আগুন দিয়ে হোয়াটসঅ্যাপে শীর্ষ নেতাদের ভিডিও পাঠাতো হরতাল অবরোধ পালনকারীরা।

রাজধানীর মিরপুরের কালশীতে গত ১৮ নভেম্বর বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পর তাদের থেকে এমন তথ্য পেয়েছেন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।

এর আগে সোমবার (২০ নভেম্বর) রাতে র‍্যাব-৪ এর একটি দল মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় আল মোহাম্মদ চাঁন (২৭), মো. সাগর (২৫), মো. আল আমিন ওরফে রুবেল (২৯) ও মো. খোরশেদ আলম (৩৪) নামে চারজনেকে গ্রেপ্তার করে।

খন্দকার আল মঈন বলেন, বাসে আগুন দেওয়ার জন্য গ্রেপ্তার চাঁন প্রত্যেকের জন্য ১০ হাজার টাকা করে পেতেন। তিনি সাগর ও আল আমিনকে ৭ হাজার টাকা করে দেন। চাঁন বাসে আগুন দেওয়ার জন্য তার বন্ধুর মোটরসাইকেল থেকে ২৫০ এমএল পরিমাণ পেট্রোল বের করে এনার্জি ড্রিংকের বোতলে ভরে ওইদিন সন্ধ্যায় আল আমিনের কাছে দেন। পরে বাসে আগুন দেওয়া হয়।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া চারজন বিরোধী একটি রাজনৈতিক দলের কর্মী। তাদের দলের স্থানীয় শীর্ষ নেতাদের নিদের্শনায় গ্রেপ্তার আল মোহাম্মদ চাঁন রাজধানীর মিরপুর ও পল্লবীর আশপাশের এলাকায় বাসে অগ্নিসংযোগ করার পরিকল্পনা করেন। পরবর্তী সময় গত ১৮ নভেম্বর সন্ধ্যায় গ্রেপ্তার চাঁন ও তার সহযোগী সাগর ও আল আমিন ওরফে রুবেলসহ রাজধানীর মিরপুর-১১, তালতলা নাভানা, কালশী রোড ও সিরামিক রোড এলাকায় সুবিধাজনক স্থানে যানবাহনে আগুন দেওয়ার জন্য রাত সাড়ে ৯টা পর্যন্ত রেকি করেন। পরে সময় সুযোগ বুঝে এসময় কালশী সড়কে মসজিদের পাশে পার্ক করা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন জ্বালিয়ে দেন। এরপর ঘটনাস্থল থেকে সাগরের সঙ্গে পালিয়ে যান।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এসময় গ্রেপ্তার চাঁন রাস্তার আইল্যান্ডের ওপরে দাঁড়িয়ে যানবাহনে অগ্নিসংযোগের নির্দেশনা প্রদান ও ঘটনা পর্যবেক্ষণ করেন। অন্য কোনো বিরোধীদলের সদস্য যাতে এ ঘটনার ছবি তুলে ও ভিডিও ধারণ করে স্থানীয় শীর্ষ নেতাদের কাছে প্রেরণ করে কৃতিত্ব নিতে না পারে সেজন্য গ্রেপ্তার চাঁন বাসে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই খোরশেদকে ঘটনাস্থল থেকে ভিডিও ধারণ করে তাৎক্ষণিকভাবে পাঠাতে বলেন। এছাড়াও নাশকতার এ সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে শেয়ার করে তাদের সমমনা অন্যান্য অনুসারীদের নাশকতার জন্য প্ররোচিত করতেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিরোধী একটি দলের মহাসমাবেশে অংশগ্রহণ করে পল্টন এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, সরকারি পরিবহনসহ বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা ও সহিংসতার সঙ্গেও জড়িত ছিলেন তারা।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




মাগুরায় বিএনপির ডাকা অবরোধের সমর্থনে জেলা কৃষক দলের মিছিল

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৫৮জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরায়  বিএনপির ডাকা দুই দিনের অবরোধের সমর্থনে মাগুরা জেলা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে সোমবার দুপুরে মিছিল বের করা হয়। মিছিলটি পারনান্দুয়ালী ব্রীজের উপর থেকে শুরু হয়ে জেটিসি রোড প্রদক্ষিন করে। নেতা কর্মীরা অবৈধ তফসিল বাতিলের দাবি ও অবরোধ সফল করার দাবিতে বিভিন্ন শ্লাগান দেয়। নেতাকর্মীরা গ্রেফতারি পরোয়ানা ও মামলার ঝুকি ঘাড়ে নিয়ে পুলিশের চোখ ফাকি দিয়ে এ মিছিল বের করে।


আরও খবর



কালিয়াকৈরে যাত্রী বেশে বাসে আগুন

প্রকাশিত:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

সাগর আহম্মেদ,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:বিএনপি’র অষ্টম দফায় ডাকা হরতাল অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রাকে এবার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা যাত্রী বেশে ওই বাসে আগুন দিয়েছে। বোরবার রাঁতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ইউসুফ পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। যাওয়ার পথে বাসটি রাঁত পৌণে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছে। এসময় এক নারীসহ ১০-১২জন যাত্রী অল্প বয়সের যাত্রী ওই বাসে উঠেন। পরে যাত্রী নিয়ে কিছুদুর চন্দ্রা ফ্লাইওভার এলাকা পার হওয়ার আগেই বাসে থাকা নারী আগুন আগুন বলে চিৎকার করে। আগুন দেখে তাৎক্ষণিকভাবে সব যাত্রী চালক বাস থেকে নেমে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে আগুনে সম্পূর্ন বাসটি পুড়ে যায়। এতে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে সম্পূর্ন বাসটি পুড়ে যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আগুনে বাসটি পুড়ে গেছে। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় রডবোঝাই চলন্ত একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় চালক ও তার হেলতার অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেওতারা দুজনই আগুনে দ্বগ্ধ হন।


আরও খবর



গুলশান ১ এ নিধি ট্রেড ইন্টারন্যাশনালে ৪ লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: আজ ০৫/১২/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ইশরাত সিদ্দিকা এর নেতৃত্বে "নিধি ট্রেড ইন্টারন্যাশনাল" নওয়াব ম্যানশন, গুলশান-১, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানে বেশকিছু খাদ্যপণ্য মেয়াদোত্তীর্ণ অবস্থায় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করতে দেখা যায়। যাথযথ লেবেল সংযোজন ব্যতিরেকে খাদ্যদ্রব্য মজুদ করতে দেখা যায়। এছাড়াও ট্রেড লাইসেন্স এর ঠিকানার সাথে বাস্তবে ব্যবসায় প্রতিষ্ঠানের ঠিকানার মিল পাওয়া যায় নি। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।  

অভিযান পরিচালনাকালে "নিধি ট্রেড ইন্টারন্যাশনাল" কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, ;মনিটরিং অফিসার  মো: আমিনুল ইসলাম,   নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম,  নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস ছালাম মৃধা, ; নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার,  ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।


আরও খবর