Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বিরামপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ও মেলার উদ্বোধন

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৩৮জন দেখেছেন

Image

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ'সেবা ও উন্নতির দক্ষ রূপকার , উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে  সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ও মেলা উপলক্ষে বর্ণাঢ্য রালী অনুুুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য রালী শেষে রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দিকে  বিরামপুর উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ও মেলার  উদ্বোধন করেন প্রদান অতিথি দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক এমপি।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ও মেলার আলোচনা সভায় গঠন মূলক বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক এমপি, বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী প্রমুখ।

এসময় বিরামপুরপৌর সভার প্যানেল মেয়র আব্দুল কালাম আজাদ বকুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেষ কুন্ডু, সহ-সভাপতি নাড়ু গোপান কুন্ডু বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন,ইউপি চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানবৃন্দ,উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর



বেনাপোলে স্বর্ণ ব্যবসায়ি কতৃক কামলা অপহরন, থানায় মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান:বেনাপোলে স্বর্ণেরবার আত্নসাৎ এর ঘটনায় ওমর ফারুক (২৬) নামের এক কামলাকে অপহরণ করেছে স্বর্ণ ব্যবসায়ীরা। অপহৃত যুবক শার্শা থানাধীন টেংরালী গ্রামের ওসমান আলীর ছেলে।

যশোরের বেনাপোল পোর্ট থানার মামলা সূত্রে জানা যায়,অপহরন হওয়ার তিন দিন পরেও অপহৃত ওমর ফারুক বাড়িতে ফেরেনি । এ ঘটনায় অপহৃত যুবকের মা ফিরোজা বেগম (৫০) বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি স্পর্শ কাতর হওয়ায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে যার নং-১৫ ও তারিখ ১৪-১১-২-০২৩ ইং।

মামলাটির তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার সাব ইন্সেপেক্টর এস আই শংকর বিশ্বাস মামলার সত্যতা নিশ্চিত করে বলেন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ভিকটিম উদ্ধারের চেষ্ঠা চালাচ্ছে পুলিশ। মামলার আসামীরা বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বড় আঁচড়া গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে কামাল হোসেন (৪০), সাদীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এজাজ রহমান (২৮), শার্শা থানাধীন শালকোনা গ্রামের ইমান আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫) ও একই গ্রামের বাটুলের ছেলে পলাশ হোসেন (২৬)। এছাড়াও মামলায় ৮/১০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। 

মামলাটির বাদী লিখিত এজাহারে উল্লেখ করেন গত ১১ নভেম্বর ২০২৩ ইং তারিখ দুপুরে ওমর ফারুক বাসা হতে কালো রং এর পালসার যোগে পাত্রি দেখার উদ্দ্যেশে নিজ বাড়ি হতে বের হয়ে অদ্যবদি আর বাসায় ফেরেনি। তার ফোনে কল দিলেও রিসিভ করেনা। পরের দিন ১২ নভেম্বর  সকালে অজ্ঞাতনামা ব্যাক্তি ফোন কলে বলে যে, ওমর ফারুক তাদের স্বর্ণ মেরে দিয়েছে এ কারনে তাদের নিকট সে আটক আছে । মামলার বাদীকে বিশ্বস্ত লোক নিয়ে বেনাপোল স্থলবন্দরের ৩নং গেটের মুখে আসতে বলে। সে মতে আমি বেনাপোল আসলে অজ্ঞাতনামা ব্যাক্তি এসে আমাদের বেনাপোল পোর্টথানার ২০০ গজ সামনে শাহাবুদ্দিন গোলদারের তিনতলা বিল্ডিং এর তৃতীয় তলায় নিয়ে যায়। সেখানে গিয়ে আমি আমার ছেলেকে চেয়ারে বসা গুরুতর জখম অবস্থায় দেখতে পাই। সেখানে থাকা ৮/১০ জন অজ্ঞাতনামা ব্যাক্তি জানাই আমার ছেলে তাদের স্বর্ণ মেরে দিয়েছে। তাকে অপহরণ করে আটক রেখে হত্যার উদ্দেশ্যে প্রচন্ড মারপিট করে জখম করেছে বলে তিনি আরো উল্লেখ করেন। মারপিটের কারনে আমার ছেলে তাদের মাল আমার বসত বাড়ীর পূর্বপাশে আবর্জনার মধ্যে আছে জানালে আসামীরা আমাদের সাথে নিয়ে আমাদের বাড়িতে গিয়ে খোঁজা খুজি করে। না পেয়ে পুনরায় আমাদের সাথে করে বেনাপোল আনে। উক্ত স্থানে পুনরায় গিয়ে আমি আমার ছেলেকে দেখতে পাইনা। কারন জিজ্ঞাসায় আসামীরা বলে আমার ছেলেকে ঢাকায় নিয়ে গেছে তাই আমাকে বাড়ি চলে যেতে বলে। অধ্যবদী আমার সন্তানের কোন খোঁজ মেলেনী। চাঞ্চল্যকর এই অপহরণ ঘটনা জানা জানি হলে বন্দরনগরী বেনাপোলের আইনশৃঙ্খলা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। বেনাপোল পোর্ট থানা হতে ২০০গজ দূরে ঘটনাটি ঘটলেও এখনো পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসন ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি। এলাকা জুড়ে গুঞ্জন ছড়িয়েছে স্বর্ণ বহনের সময় বহনকারীর কাছ হতে আনুমানিক ৩ কোটি টাকার স্বর্ণবার ছিনতাই করা হয়েছে ও ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে অপহরণ নাটক সাজানো হয়েছে।

বেনাপোলের একাধিক সূত্র জানায় ইতি পূর্বেও মামলার এজাহার ভূক্ত আসামীরা স্বর্ণবার ছিনতাই কান্ডে জড়িত। প্রশাসনিক তৎপরতার অভাবে সে যাত্রায় তারা স্বর্ণবার ছিনতাই নাটকে সফল হয়েছে।

ভূক্তভোগী পরিবার সহ এলাকবাসীর দাবি দ্রুত অপহৃত উদ্ধার ও অপহরণ রহস্য উদঘাটন পূর্বক অপহরণকারীদের মুখোস উন্মোচন করা হোক।


আরও খবর



ফোর্বসের প্রতিবেদন

প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৪৬তম স্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তালিকাটি প্রকাশ করেছে ফোর্বস। ২০২৩ সালের জন্য এ তালিকা প্রকাশ করা হয়। রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও নেতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ব থেকে ১০০ নারীকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয় ও করপোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে।

শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকারপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং পঞ্চমবারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

ফোর্বসের প্রতিবেদনে আরও বলা হয়, পরপর তিনবারসহ শেখ হাসিনা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। সবশেষ ২০১৮ সালের নির্বাচনে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে।

আর এবার ফোর্বসের তালিকায় শীর্ষে থাকা ইসির প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়নের তৎপরতা এবং করোনা মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




স্বতন্ত্র প্রার্থীদের ভোটের অনুমতি কৌশলগত সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :আগামী নির্বাচনে আওয়ামী লীগের যেকোনো নেতা বা যেকোনো ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা কৌশলগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রতীক নৌকা পাওয়া প্রার্থীর পাশাপাশি দলের যেকোনো নেতা বা যেকোনো ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা আওয়ামী লীগের কৌশলগত সিদ্ধান্ত। সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে এগোচ্ছে আওয়ামী লীগ। নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই।

দেশে নির্বাচনি আমেজ শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। নির্বাচনে দেশের মানুষ ও নেতা-কর্মীদের আগ্রহ আছে।

বিএনপির নির্বাচন বানচাল করার চেষ্টা করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে। সেজন্য তারা নানা জায়গায় চোরাগোপ্তা হামলা করছে।

তিনি আরও বলেন, তাদের (বিএনপি) নির্বাচন বানচাল করার স্বপ্ন পূরণ হবে না। বিক্ষিপ্ত বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




মানিকছড়ি থানা পুলিশের অভিযানে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯১জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ ও একটি মোটরসাইকেল সহ মোঃ নূরুল হক(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে  গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত  ১০টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)এর দিক নিদের্শনায় মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই নিঃ) ঝন্টু চন্দ্র দে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান  ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন গাড়িটানা বাজার এলাকায় অবস্থানকালে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে  পারেন যে,  ০২জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ নিয়ে মোটরসাইকেল যোগে খাগড়াছড়ি থেকে  চট্রগ্রাম এর উদ্দেশ্যে রওনা করেছে।  সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায়  চেকপোস্ট স্থাপন করে ৪০লিটার দেশীয় তৈরী চোলাই মদ  একটি মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী মো. নূরুল হক(৪২) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন-মো. নূরুল হক(৪২) 
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।

মানিকছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে 
আসামী নুরুল হক এর  নিকট থেকে  ৪০ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ  এবং ০১টি মোটরসাইকেল সহ তাকে গ্রেপ্তার করা হয়।

 মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম জানান আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে আসামীকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। 

আরও খবর



নিয়ামতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

নওগাঁ প্রতিনিধি:নিয়ামতপুরে পুুকুরের পানিতে ডুবে দু’বছরের শিশু হামিদের মৃত্যু হয়েছে। বুধবার (৬ডিসেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ইকরাপাড়া (শুখনদিঘী) গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু হামিদ ওই গ্রামের বাসিন্দা আবদুল জলিলেে ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুর স্বজনরা জানান, ঘটনার দিন বেলা ১০ টার দিকে কোন এক সময়ে হামিদ সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে যায়।  এক সময় ও-ই পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যাচ্ছিলোনা। পরে দুপুর ১২ টার সময় হঠাৎ করে লাশ পুকুরের পানিতে ভেসে উঠলে দেখতে পায় তার স্বজনরা। এসময় দ্রুত তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে প্রস্তুতি চলে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার।  সংবাদ দেওয়া হয় স্থানীয় এক পল্লী চিকিৎসকে। পল্লী চিকিৎসক এসে শিশুটির শরীর পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। 


আরও খবর