
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ'সেবা ও উন্নতির দক্ষ রূপকার , উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ও মেলা উপলক্ষে বর্ণাঢ্য রালী অনুুুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য রালী শেষে রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দিকে বিরামপুর উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ও মেলার উদ্বোধন করেন প্রদান অতিথি দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক এমপি।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ও মেলার আলোচনা সভায় গঠন মূলক বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক এমপি, বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী প্রমুখ।
এসময় বিরামপুরপৌর সভার প্যানেল মেয়র আব্দুল কালাম আজাদ বকুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেষ কুন্ডু, সহ-সভাপতি নাড়ু গোপান কুন্ডু বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন,ইউপি চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানবৃন্দ,উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।