Logo
আজঃ রবিবার ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম

বিরামপুরে ঘুর্ণিঝড় মোচা আসার আগেই বোরো ধান কাটার পরামর্শ

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৬৬জন দেখেছেন

Image

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় পুরোদমে বোরো ধান কাটা মাড়াইয়ের কাজ চলছে। ঘুর্ণিঝড় “মোচা” আসার আগেই মাঠের ধান ঘরে তুলতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি বিভাগ দ্রুত বোরো ধান কাটতে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। ফলনও হচ্ছে আশাতীত।

বিরামপুর পৌর শিমূলতলী গ্রামের কৃষক আসমান আলী জানান, তিনি এবার জিরাশাইল জাতের ধান চাষ করেছেন। অন্যান্য বছর ফলন কম হলেও এবার প্রতি বিঘা (.৩৩ শতক) জমিতে ২৫/২৬ মন হারে ফলন হচ্ছে।বিরামপুর বণিক সমিতির সভাপতি ও ধান আড়ৎদার আশরাফুল ইসলাম জানান, সদ্য কেটে আনা সরু জাতের জিরাশাইল ধান এক হাজার ৫০০ টাকা থেকে ১১শ’ টাকা মন দরে বেচা-কেনা চলছে।

বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াছ জানান, চলতি মে মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে ঘুর্ণিঝড় "মোচা" আঘাত হানার পূর্বাভাস রয়েছে। ঝড়ের আগে ধান কাটার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এলক্ষ্যে কৃষকদের লিফলেট বিতরণ, অন্যান্য প্রচার মাধ্যম, বিভিন্ন প্রশিক্ষণ, অনলাইন, অফলাইন, উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের নিকট বার্তা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান, উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৫ হাজার ২১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১৫ হাজার ২১৫ হেক্টর জমিতে। কৃষকদের আবাদকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, জিরাশাইল, ব্রি- ২৮, ২৯, ৫৮, ৭৪, ৮১, ৮৮, ৮৯ ও বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড জাতের ধান। সীমিত জনবল দিয়েই নিরলস ভাবে বিরামপুর পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে পরামর্শ দেওয়া হয়েছে। একারণে রোগ বালাইহীন ভাবে উপজেলার প্রতিটি বোরো ক্ষেত পরিপূর্ণ শীষে ভরে উঠেছে। কৃষকরাও ঘরে তুলছেন আশাতীত ফলন।

এদিকে কাল বৈশাখী মোচা আসার আগেই মাঠের বোরো ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। অনেক এলাকায় হারভেস্টার মেশিনের মাধ্যমে দ্রæত ধান কাটা মাড়াইয়ের কাজ করা হচ্ছে।


আরও খবর

সৈয়দপুরে আগাম শীতকালীন সবজি চাষের ধুম

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




রুমায় একএনএফ এর সা‌থে সেনাবা‌হিনী গু‌লি‌বি‌নিময়, আহত এক

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

বান্দরবান প্রতি‌নি‌ধি:বান্দরবানের রুমার জাইঅং পাড়া এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনফের গোলাগুলির ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় কেএনএফ এর এক সদস‌্য আহত হ‌য়ে‌ছে। এসময় ঘটনাস্থল থে‌কে অস্ত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে।ত‌বে আহ‌তের নাম এখ‌নো জানা যায়‌নি।সোমবার (১৮‌সে‌প্টেমর) ১০টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

‌সেনাবাহিনী ক‌য়েক‌টি সূত্র ও স্থানীয়রা জানায় , রুমার জাইঅং পাড়ার কা‌ছে কেএনএফ এর‌ এক‌টি দল অবস্থান কর‌ছে এমন খবর পে‌য়ে সেনাটহল দল ঘটনাস্থ‌লে যায়। সেখা‌নে আগে থে‌কে উৎপে‌তে থাকা ‌কেএনএফ এর সদস‌্যরা সেনাটহল দ‌লকে লক্ষ‌্য ক‌রে গু‌লি চালায়। এসময় সেনাবা‌হিনীও আত্ম রক্ষা‌র্থে পাল্টা গু‌লি চালা‌লে কেএনএফ এর এক সদস‌্য আহত হয়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে রুমা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে বান্দরবান হাসপাতা‌লে রেফার করা হয়। এসময় তার কাছ থে‌কে এক‌টি অস্ত্রও উদ্ধার করা হ‌য়ে‌ছে।

রুমা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক ব‌লেন, কেএনএফ এর সা‌থে গুলাগু‌লির ঘটনায় একজন আহত হ‌য়ে‌ছে শু‌নে‌ছি। ত‌বে এ বিষয়ে এখনো বিস্তা‌রিত বল‌তে পার‌বো না।



আরও খবর



তানোরে মারপিটের ঘটনায় পাল্টাপাল্টি মামলা উত্তেজনা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৪৫জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে পূর্ব শক্রতার জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট হয়। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) পারিশো দূর্গাপুর বাজারে চলতি মাসের ১৬ তারিখে ঘটে ঘটনাটি। মারপিটে আশরাফুল ও তার ছেলে রাসেল এবং প্রতিপক্ষ রিগান আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ও তার ছেলে রাসেল কে আটক করেন পুলিশ। এঘটনায় আশরাফুলের স্ত্রী রুপালি বেগম বাদি হয়ে রিগান মন্ডলকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে ১৮ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। অপর দিকে  ১৭ সেপ্টেম্বর রেজাউল ইসলাম বাদি হয়ে রাশেল মন্ডল ও তার পিতা আশরাফুল কে আসামি করে থানায় মামলা দায়ের করেন। অবশ্য আশরাফুল জামিন পেলেও তার ছেলে রাশেক কারাগারে আছেন। এঘটনায় উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

জানা গেছে, উপজেলার পারিশো দূর্গাপুর বাজারে নাইট গার্ড কে কেন্দ্র করে রিগানের দোকানে তালা মারা হয়। এঘটনায় আশরাফুল রিগানকে গালমন্দ করেন। এঘটনায় সমাধানের জন্য স্থানীয়রা বসতে চাইলে আশরাফুল উপস্থিত হন না। এটাকে কেন্দ্র করে ১৬ সেপ্টেম্বর বিকেলের দিকে বাজারের মতিনের কীটনাশক দোকান সংলগ্ন জায়গায় রিগান আশরাফুলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন ও বেধড়ক পেটায়। সংবাদ পেয়ে ছেলে রাসেল উদ্ধার করতে আসলে তাকেও পেটায় এবং রাসেল রিগানকে চাকু দিয়ে আঘাত করলে কোমরের নিচে ক্ষত হয়। আবার রিগান রাশেলের নাক ফাটিয়ে দেন।মারপিটের সংবাদ পেয়ে রিগানের লোকজন আশরাফুল ও তার ছেলেকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে রিগানকে রামেক হাসপাতালে পাঠানো হয়। অপর দিকে আশরাফুল ও রাশেল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আটক করে পরদিন আদালতে সোপর্দ করা হয়। অবশ্য আশরাফুল জামিন পেলেও ছেলে রাশেল কারাগারে আছেন।এদিকে প্রধান আসামি রিগানসহ সবাই পলাতক রয়েছেন। 

মামলার বাদি আশরাফুলের স্ত্রী রুপালি বেগম বলেন, আমার স্বামী কে একাই পেয়ে রিগানসহ দল নিয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে পেটাতে থাকেন। সংবাদ পেয়ে ছেলে রাসেল উদ্ধার করতে গেলে তাকে চাকু মারেন রিগান। ভাগ্যক্রমে চাকুর আঘাতটি নাকে লেগে ক্ষত হয় এবং বেশ কয়েকটি সেলাই লাগে। ওই অবস্থায় মেডিকেলেই চিকিৎসাধীন অবস্থায় আটক করে পুলিশ। অথচ রিগানের কাছে থাকা চাকুর আঘাতে তার ক্ষত হয়। তাকে এহাসপাতালে  রাখতে চাইলে দ্রুত রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। আমার ছেলের চেয়ে কম ক্ষত। অসুস্থ অবস্থায় কারাগারে রয়েছেন আমি মা হয়ে কিভাবে সহ্য করা যায়।আশরাফুল বলেন, রিগান দীর্ঘ দিন ধরে আমাকে ও ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন বিভিন্ন ভাবে। আমাকে মেরে ফেলার জন্য রিগান দল-বল নিয়ে হামলা করে শরীরের এমন কোন জায়গা নেই যে সেখানে আঘাত করেনি। আমার ছেলে রিগানকে চাকু মারেন নি। নিজের কাছে থাকা চাকুর দ্বারা আঘাত পেয়েছে।আরেক মামলার বাদি রেজাউল বলেন, আমার ভাতিজাকে মেরে ফেলার জন্য রাশেল চাকু মেরেছে। 

ওসি আব্দুর রহিম বলেন, আসামীদের গ্রেফতারে জোর অভিযান পরিচালনা করা হচ্ছে। 

আরও খবর



বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যা বললেন ডিএমপি কমিশনার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং। শত চ্যালেঞ্জ মোকাবিলা করেও ট্রাফিক পুলিশে কর্মরত সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যানজট নিরসনে দক্ষতার পরিচয় দিচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা তিনি এসব কথা বলেন।

বিদায়ী ডিএমপি কমিশনার বলেন, ঢাকার রাস্তার ধারণ ক্ষমতা ২ লাখ গাড়ির, অথচ সেখানে প্রতিদিন ১৪ লাখ গাড়ি চলাচল করছে। এরপরও ডিএমপির ট্রাফিক পুলিশ রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রোবটের মতো দায়িত্ব পালন করে ঢাকার চাকা সচল রেখে চলেছে। একটি সভ্য ট্রাফিক ব্যবস্থায় চারটি ‘ই’ এর প্রয়োজন হয়। পুলিশ শুধু ল’ এনফোর্সমেন্টের দায়িত্ব পালন করে থাকে। এর পাশাপাশি এডুকেশন, ইঞ্জিনিয়ারিং ও এনভারমেন্টের সমন্বয় করতে পারলে ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব।

অনুষ্ঠানে বিদায়ী অতিথির কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন ট্রাফিক বিভাগে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক এবং বাংলাদেশ পুলিশের উন্নয়নে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

উল্লেখ্য, খন্দকার গোলাম ফারুক ডিএমপির ৩৫তম পুলিশ কমিশনার হিসেবে গত ২০২২ সালের ২৯ অক্টোবর যোগদান করেন। ৩২ বছর ৮ মাস ১০ দিনের চাকরি জীবন শেষে এ পুলিশ কর্মকর্তা ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা.আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো.আসাদুজ্জামান,  অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদসহ ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।


আরও খবর



খালেদা জিয়া বিদেশ যাবে কিনা, জানানো হবে রোববার: আইনমন্ত্রী

প্রকাশিত:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে করা আবেদনের বিষয়ে মতামত জানানো হবে রোববার (১ অক্টোবর)।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের এমন তথ্য জানান আনিসুল হক। এর আগে গত ২৫ সেপ্টেম্বর এই আবেদন করা হয়।

এদিকে, ভয়েস অব আমেরিকায় এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশে চিকিৎসার অনুমতি নিতে হলে আবার খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে, জেলে যেতে হবে।

প্রধানমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার আবেদন করতে হলে কারাগারে যেতে হবে, এ বিষয়ে আপনি কী বলবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে করা আবেদন নিয়ে আজ এখন কিছু বলতে চাই না। এটা নিয়ে রোববার মন্ত্রণালয়ে জানানো হবে। কী সিদ্ধান্ত হবে সেটি সেখানেই বলবো, আজ নয়।


আরও খবর



পত্নীতলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:পত্নীতলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার একটি বর্ণাঢ্য রালী শেষে উপজেলা অডিটেরিয়াম হলররুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

"পরিবর্তন শীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার" প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উ মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব সহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সূধীজন প্রমুখ।

আরও খবর