Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

বিরামপুরে ঘাসক্ষেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ৮৪জন দেখেছেন

Image

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের ভোবানীপুর (মুন্সীপাড়া) নেপিয়ার ঘাসের জমি থেকে আব্দুল ওয়াহেদ মুন্সী (৮০) নামের বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।

নিহত আব্দুল ওয়াহেদ মুন্সী (৮০)দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ ভোবানীপুর (মুন্সিপাড়া) মহল্লার মৃত্যু মনছের আলীর মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২ মে) সকালে  বিরামপুর পৌর শহরের ৯ নং ওয়ার্ডের ভোবানীপুর (মুন্সিপাড়া) মহল্লার পাশে মাঠে গরুর চরাতে ও গরুর ঘাস নিতে গিয়ে স্থানীয় গ্রামবাসী ঘাসের জমিতে আব্দুল ওয়াহেদ মুন্সী (৮০) নামের এক বৃদ্ধার বস্ত্রবিহিন অবস্থায় মরদেহ দেখতে পায়।মরদেহ দেখতে পেয়ে তাঁরা নিহতের পরিবার ও বিরামপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থ পরির্দশন করেন।

নিহতের ছোট ছেলে গোলাম মোস্তফা (৪৫) জানান, আমার বাবা পেশায় একজন কবিরাজ ছিলেন। তিনি গ্রামেগ্রামে ঝাড়-ফুঁক করে বেড়াতেন। সোমবার (১ মে) সন্ধ্যা থেকে বাবা বাড়ি না আসায় এবং দেখতে না পেয়ে আমরা মনে করি তিনি হয়তো অন্য গ্রামে কোন কাজে গিয়েছেন।

মঙ্গলবার (২ মে) সকালে প্রতিবেশীরা বাড়ির পূর্বপাশের নেপিয়ার ঘাসের জমিতে বাবার রক্তাক্ত মরদেহ দেখে আমাদের ও পুলিশে খবর দেয়। বাবার লাশের গলায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাঁকে কে বা কাহারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

নিহতের খবর পেয়ে, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল মনজুরুল ইসলাম, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) মমিনুল ইসলাম ও দিনাজপুর পিবিআই'র ক্রাইম সিনটীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট মাঠে কাজ করছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।



আরও খবর



চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে মারা গেল ২ সন্তানের জননী

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

চাঁদপুর প্রতিনিধি:কথিত আলাগায় ( জ্বিন ভূত ) শেষ পর্যন্ত কেড়েই নিলো ২ সন্তানের জননী শেলি (২৬) এর প্রান।শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর স্বামীর বাড়ির পুকুর থেকে শেলির মৃত লাশ উদ্ধার করেছে ডুবুরী দল।

সে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের হাওলাদার বাড়ির প্রবাসী মামুনের স্ত্রী। শেলির বাবার বাড়ির একই উপজেলার রাজারগাঁও গ্রামে। 

হাওলাদার বাড়ির রাকিব হাছানসহ একাধিক ব্যক্তি জানান,  অনেক ধরে শেলি অনেকটা মানষিক ভাবে অসুস্থ। উনার মাসহ অন্যরা বলছেন উনাকে জ্বানে ধরেছে চিকিৎসা ও চলছে।  মেয়ের অসুস্থের কথা শুনে উনার মা লিপি বেগম মেয়ের দেখাশুনার জন্য জামাইয়ের বাড়িতে আসেন। 

এ দিন (শুক্রবার ) বেলা একটার দিকে শেলি তার নিজ মায়ের সামনে দিয়ে গোসল করতে পুকুরে নামে। এর পর থেকে পানিতে তিনি তলিয়ে যান বা ডুবে যান। প্রাথমিক দিকে বাড়ির লোকজন শেলিকে খুঁজতে পুকুরে নামে। পরে খবর দেয়া হয় দমকল বাহিনীর ডুবুরিদলকে। 

হাজীগঞ্জ দমকল বাহিনীর নেতৃত্বে একদল ডুবুরি  বেলা দুইটার দিকে হাওলাদার বাড়ির পুকুরে নেমে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে শেলীকে মৃত অবস্থায় পায়। এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার ষ্টেশানের সিনিয়র ষ্টেশান অফিসার ইকবাল হাসান জানান  আমরা পুকুর নারীকে মৃত অবস্থায় উদ্ধার করেছি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।


আরও খবর



যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।শনিবার (২৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ, তেমনি আমরাও।

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক শক্তি হিসেবে তারা (যুক্তরাষ্ট্র) অবশ্যই অন্যদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারে। কিন্তু আমরা এ নিয়ে মাথা ঘামাচ্ছি না। কারণ আমরা জানি কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়।

‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত’ কিছু ব্যক্তির ওপর গত বৃহস্পতিবার ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। এই ব্যক্তিদের পাশাপাশি তাদের নিকটবর্তী পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বিবেচিত হতে পারেন।

তবে ‘আইনি বাধ্যবাধকতার কারণে’ ভিসা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এর প্রায় চার মাস আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশে ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন। সেসময়ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছিল।

আব্দুল মোমেন বলেছিলেন, তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয়। কারণ তাদের বেশিরভাগ উন্নয়নশীল এই দেশেই থাকতে চায়।

তিনি আরও বলেন, আমাদের ভোটাররাও চিন্তিত নয়। কারণ তারা সম্ভবত যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছে না।


আরও খবর



নারীরা মাদকাসক্ত হলে সমাজের সকলেই ক্ষতিগ্রস্থ হয়

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

সংবাদ বিজ্ঞপ্তি:নারীরা ক্ষতিগ্রস্থ হলে সমাজের সকলেই ক্ষতিগ্রস্থ হয়। একটা নারীর থেকে তার পরিবার বা সমাজের অনেক আশা থাকে। আর যদি নারী মাদকে আসক্ত হয়ে পড়ে তাহলে একটি পরিবারের সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে যায়। তাই সব সময় নারীদেরকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে হবে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে নারীদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের উদ্দেশ্যে ভোকেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। সমাজের নারীদের মাদকমুক্ত করার পাশাপাশি সমাজের মূল ধারায় তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের আয়োজনে আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে নিয়মিতভাবে এই কার্যক্রম চলতে থাকবে। যার মধ্যে রয়েছে রান্না কোর্স (কনফেকশনারী ও চাইনিজ আইটেম) এবং ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) ও (অতিরিক্ত দায়িত্ব, নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা অধিশাখা) মোঃ মাসুদ হোসেন। এসময় তিনি বলেন, নারীদের মাদকা আসক্তে জড়িয়ে না পড়ে তা থেকে দূরে থাকতে হবে। আর যারা মাদকাসক্তই জড়িয়ে পড়েছেন তাদের উচিৎ চিকিৎসা নিয়ে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসা। তিনি আরোও বলেন, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের আজকের এই উদ্যেগটি একটি প্রশংসিত আয়োজন। আমি আশা করবো এখান থেকে যারা চিকিৎসা নিয়ে ঘরে ফিরবেন তাদের আর এখানে যেন না ফিরতে হয়। আমি মনে করি আজকের এই আয়োজন হয়তো অতি ক্ষুদ্র কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা মাদকাসক্তি থেকে ফিরে আসা নারীদের জন্য পুনর্বাসনের জন্য অনেক বড় একটি সুযোগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ঢাকা মেট্রো (দক্ষিণ) অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটোয়ারী। মাদকাসক্তি থেকে ফিরে আসা নারীদের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন যে উদ্যেগ নিয়েছে তাকে তিনি সাধুবাদ জানিয়ে তিনি বলেন পুর্ন আসক্তির মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মাদকাসক্তি থেকে সবাইকে দূরে রাখতে এই ধরণের উদ্যেগের প্রতি গুরুত্ব দেয়ার জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনকে অনুরোধ জানান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। এসময় তিনি বলেন, আমাদের স্ব-উদ্যেগে এই আয়োজনটি ক্ষুদ্র কিন্তু উদ্যেগটা মহৎ। আমার নারীদের স্বাবলম্বী করার জন্য অনেক উদ্যেগ নিয়েছি। এছাড়াও নারী মাদকাসক্তিদের চিকিৎসার জন্য সকল সুযোগ সুবিধাসহ বড় কেন্দ্র স্থাপন করবে ঢাকা আহ্ছানিয়া মিশন।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ভোকেশনাল ট্রেনিংয়ের টিম লিডার মোঃ আব্দুস সাদিক, প্রশিক্ষক রুমানা রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান, সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডাঃ নায়লা পারভীন, প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী শাহেদুল হক, সিনিয়র সাইক্লোজিস্ট রাখী গাঙ্গুলী,
আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তাগণ।


আরও খবর



দেশে ফিরেছেন লিবিয়ায় আটকেপড়া ১৫১ বাংলাদেশি

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১১১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:লিবিয়ার বেনগাজি শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটকসহ সেখানে বিপদগ্রস্ত ১৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বহনকারী বিমানটি আজ মঙ্গলবার ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, সোমবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আইওএমের সহযোগিতায় এদের দেশে পাঠানো হয়। দেশে রওনা দেওয়ার আগে এরা সবাই বেনগাজীর গানফুদায় একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার বেনগাজীর বেনিনা বিমানবন্দরে তাদের বিদায় জানান।

গত ৩১ জুলাই লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ডিটেনশন সেন্টারে আটক ১৩১ বাংলাদেশিকে মুক্ত করে আইওএমের সহযোগিতায় দেশে পাঠানো হয়।

দূতাবাস থেকে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য আগ্রহী প্রবাসীদের নিবন্ধন করে পর্যায়ক্রমে তাদেরকে আইওএম'র সঙ্গে রেজিস্ট্রেশন করা হয়। অন্যদিকে ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করে তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইওএম'র সহযোগিতায় তাদেরকে বিনা খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করা সম্ভব হয়েছে।


আরও খবর



বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ তামিমকে বাদ দিয়ে

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক:বাংলাদেশের বিশ্বকাপ দল অবশেষে ঘোষণা হলো।সাকিব আল হাসান দলের নেতৃত্ব দেবেন ।বহূল প্রতীক্ষিত মাহমুদউল্লাহ রিয়াদকে দলে রাখা হয়েছে । বাদ পড়েছেন তামিম ইকবাল।

বিশ্বকাপের দল ঘোষণা করতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তামিম ইকবালকে দলে রাখা নিয়ে গত কদিন ধরেই চলছিল দর কষাকষি। শেষ পর্যন্ত তাকে ছাড়াই দেওয়া হলো ১৫ সদস্যের দল।

বিশ্বকাপ সুপার লিগের পুরোটা সময় তামিম ইকবালের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ। তার অধিনেই সুপার লিগে সেরা তিনে থেকে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। 

তবে ফিটনেস ইস্যুতে শেষ পর্যন্ত বাদ পড়েছেন দল থেকে। যদিও চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন এই বাঁহাতি ওপেনার। প্রথম ম্যাচে ব্যাটিং না করলেও দ্বিতীয় ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। সেদিন সংবাদ সম্মেলনে নিজেই জানান এখনো যে তিনি পুরোপুরি ফিট না। 

এদিকে গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বাজে পারফর্ম করায় দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদকে শেষ একটা সুযোগ দেওয়া হয় চলমান নিউজিল্যান্ড সিরিজে। সুযোগটা দারুণ ভাবে কাজে লাগিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের দলে। 

সাকিব, রিয়াদ, মুশফিকদের সঙ্গে এক ঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে সাজানো হয়েছে দল। যে দলে রাখা হয়েছে অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।  

বাংলাদেশের বিশ্বকাপ দল: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।


আরও খবর