Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

বিরামপুরে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত:শুক্রবার ০৫ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৬০জন দেখেছেন

Image
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: "নোঙ্গর ফেলেছি স্বপ্ন বুনেছি মুক্তির সংগ্রামে" শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে দিনাজপুর জেলা শাখার আয়োজনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৫ ঘটিকায় বিরামপুর উপজেলার অবসর মোড়ে দলীয় কার্যালয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) দিনাজপুর জেলার কমিটির আহবায়ক অধ্যক্ষ মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় দিনাজপুর জেলা এবি পার্টির সদস্য সচিব মেহেদী হাসান পলাশের সঞ্চালনায় দিনাজপুর জেলার কমিটির আহবায়ক অধ্যক্ষ মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির)  ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি ও রংপুর জেলার আহ্বায়ক আব্দুল বাতেন মারজান, বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহবায়ক, দিনাজপুর জেলা সদস্য, এবি পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটির অধ্যক্ষ শাহিনুর রহমান, বিশেষ অতিথি যুগ্ম আহবায়ক ও দিনাজপুর জেলা এবি পার্টির এডভোকেট খন্দকার মো: মাসুম, যুগ্ম আহবায়ক ও দিনাজপুর জেলা এবি পার্টির গোলাম সরোয়ার, সহকারী সদস্য সচিব, এবি যুব পার্টি কেন্দ্রীয় আহবায়ক কমিটি ও বোচাগঞ্জ উপজেলা শাখা কমিটির আহবায়ক হাফেজ আমানুল্লাহ সরকার, চিরিরবন্দর উপজেলার আহবায়ক মাওলানা আনিছুর রহমান, নবাবগঞ্জ উপজেলার আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় রংপুর জেলা কমিটি ও দিনাজপু জেলা কমিটি ও বিরামপুর উপজেলা কমিটির নেতা-কর্মী ও পার্শ্ববর্তী উপজেলার অনেক নেতা-কর্মী, সমর্থকবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও খবর



র‌্যাব-১১, অভিযানে গাঁজা ও ফেনসিডিল’সহ ২ জন গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

প্রেস রিলিজ:১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আষাঢ়িয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা ও ১০০ (একশত) বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। কামাল হোসেন (৩০), পিতা- মোঃ সেলিম মিয়া, সাং- শিবপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা এবং ২। মান্নান মিয়া (২৩), পিতা- আলী আক্কাস, সাং- রামচন্দ্রপুর, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লা। ৪। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। কামাল হোসেন (৩০) এবং ২। মান্নান মিয়া (২৩) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারের ছদ্দবেশ ধারন করে কুমিল্লা হতে গাঁজা এবং ফেনসিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




নবীনগরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

মোহাম্মদ হেদায়েতুল্লাহ নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক বখাটে যুবকের ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদা জাহান উপজেলার বীরগাও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কৃষ্ণনগর ইউনিয়ের গৌরনগর গ্রামের মাসুম নামের এক বখাটে ছেলেকে ইভটিজিং এর অপরাধে ০৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এসময় ছেলেটির মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় মোবাইল জব্দ করা হয়েছে। এছাড়া ০৬ মাস কারাদণ্ড ভোগের পর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও কোনো ইভটিজিং এর ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে অবগত করুন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বর্তমান কমিশনার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

রোববর (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাবেন এবং বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন। 

এর আগে গত বছরের ২৯ অক্টোবর গোলাম ফারুককে ডিএমপি কমিশনার করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই সময় তিনি পুলিশ স্টাফ কলেজের রেক্টর ছিলেন।

এদিকে গত বুধবার ডিএমপির নতুন কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। হাবিবুর রহমান বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে কর্মরত। 


আরও খবর



দেশে ডেঙ্গুতে আরও ১৫ মৃত্যু

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৯৫৮ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ২৯৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২৬ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২২২৪ জন  ভর্তি হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৯৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৩৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এ বছর দেশে এখন পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ঢাকায় ৮১ হাজার ২১৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৫ জন।

তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯০৬ জন। এরমধ্যে ঢাকায় ৭৭ হাজার ৫৪ এবং ঢাকার বাইরে ১ লাখ ৮ হাজার ৮৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


আরও খবর



নবীনগর ভোলাচংয়ের দীঘি ভরাটের সময় ড্রেজার মেশিন জব্দ করলেন ইউএনও

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর পৌরসভার ভোলাচং হাইস্কুলের পাশের দীঘিটি ভরাট করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার বিকালে। ঘটনাস্থলে উপস্থিত হন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এবং সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান সরেজমিনে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ড্রেজার মেশিন জব্দ করার নির্দেশ দেন তিনি।এদিকে ইউএনও'র আগমন ও বালি ভরাটের বন্ধের খবরে স্থানীয়রা বেশ খুশি।

এলাকাবাসী জানায়, গত ১ মাস যাবত ভোলাচং চৌধুরী পাড়ার কয়েকশো পরিবার জলাবদ্ধতায় আটকে আছেন।পৌর কর্তৃপক্ষের ভাষ্যমতে সামনের সপ্তাহে ড্রেনেজ ব্যবস্থা চালু হয়ে জলাবদ্ধতা দুর হয়ে যাবে। তবে দিঘীটি ভরাট হয়ে গেলে এখানকার বাসীন্দাদের বছরের পুরোটা সময় দুর্ভোগ পোহাতে হবে। এলাকাবাসী আরো জানান, কোন উপায়ে যেনো দীঘিটি ভরাট করা না হয় সংশ্লিষ্টদের নিকট জোর দাবি তাদের। অভিযানের সময় পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর