Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

বিমানবন্দর থেকে সোনা চুরির মামলায় গ্রেপ্তার ৮

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে সোনা চুরির মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আগেই হেফাজতে নেওয়া হয়েছিল।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের উপকমিশনার আকরামুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রেপ্তার হওয়া আটজন হলেন- বিমানবন্দরের ভেতরের ওই গুদামের দায়িত্ব পালনকারী চারজন সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম ও আকতার শেখ। অন্য চারজন সিপাহি। তারা হলেন রেজাউল করিম, মোহাম্মদ মোজাম্মেল হক, আফজাল হোসেন ও নিয়ামত হাওলাদার।

সোনা চুরির ঘটনায় ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে মামলা করেন।


আরও খবর



নৌকার প্রার্থী নাজির মিয়ার সমর্থনে উঠান বৈঠক অনুষ্টিত

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ৪ সেপ্টেম্বর সোমবার রাতে ৬ নং বুড়িশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আশুরাইল মাঞ্জু মিয়ার বাড়িতে  আ.লীগ,যুব লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের  উদ্যোগে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মননোয়ন প্রত্যাশী ও কেন্দ্রিয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া।

এ সময়  বিভিন্ন নেতাকর্মীদের বৈঠকে জড়ো  হয় আশুরাইল  ৩  নং ওয়ার্ডে আ.লীগ,যুবলীগ,কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি  রোমা আক্তার,উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ  সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ,উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী  মোঃ অলি মিয়া,সাধারন সম্পাদক এস এম  নূরে আলম, নিজাম উদ্দিন খান সহ ৩  নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 উঠান বৈঠকের আলোচনা সভায়  সভাপতিত্ব করেন আশুরাইল ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মাঞ্জু মিয়া।উঠান বৈঠকে  উপস্থিত ওয়ার্ডবাসির মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও কৃষি খাতে সাফল্যের  সার্বিক চিত্র তুলে ধরে প্রকাশিত দলীয়  পুস্তিকা ও প্রচার পত্র বিতরণ করা হয়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



খুলনায় পুলিশের অভিযানে ১০৫ কেজি ভেজাল মধু সহ ২জন গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | ১১৩জন দেখেছেন

Image
ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম ১১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১ টা ৪০ মিনিটে আড়ংঘাটা থানাধীন সিটি বাইপাস সড়কের আকমানের মোড়স্থ এলাকায় একটি কারখানায় নকল ও কথিত মধু (ভেজাল মধু) উৎপাদিত হচ্ছে মর্মে সংবাদের প্রেক্ষিতে আড়ংঘাটা থানাধীন সিটি বাইপাস সড়কের আকমানের মোড়স্থ বাইতুশ শরিফ জামে মসজিদের পূর্ব পাশে জনৈক অপু সাহেবের টিনসেড বাড়িতে অভিযান পরিচালনা করে ০১ মোঃ আশরাফুল ইসলাম রিপন(৩৪), পিতা-আব্দুর রশিদ @ চিনি রশিদ, মাতা-ফিরোজা বেগম, সাং-মাথুরাপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা এ/পি সাং-তানিসা আবাসিক এলাকা লাইন, বিল পাবলা, থানা-আড়ংঘাটা, মহানগর খুলনা এবং ০২) শেখ শাহরিয়ার মাসুদ (৩৮), পিতা-শেখ মুজিবর রহমান, মাতা-শাহানারা বেগম, সাং-বাদঘাটা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-তানিসা আবাসিক এলাকা লাইন, বিল পাবলা, থানা-আড়ংঘাটা, মহানগর খুলনাদ্বয়কে কথিত মধু (ভেজাল মধু) এবং কথিত মধু (ভেজাল মধু) তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে। যে সকল সামগ্রী জব্দ করা হয় তা নিম্নরূপ ১) ১০৫ (একশত পাঁচ) কেজি (কথিত ভেজাল মধু); ২) ০১ টি হলুদ রংয়ের প্লাস্টিকের তৈরি ড্রামে রক্ষিত চিনি সিরা, ওজন ১০ (দশ) কেজি; ৩) Fresh, ০২ লিটারের পানির বোতলে রক্ষিত জালানো মধু, যাহা রং হিসেবে মধু তৈরিতে ব্যবহৃত হয়, ওজন ০২ কেজি; ৪) সাদা প্লাস্টিকের কৌটায় রক্ষিত ফিটকিরি চূর্ণ, ওজন ২০০ গ্রাম; ৫) ০১টি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত চিনি, ওজন ১২ কেজি; ৬) ০১ টি প্লাস্টিকের পানির জার যাহার গায়ে রং দিয়ে MD লেখা; ৭) ০১ টি নীল রংয়ের প্লাস্টিকের অর্ধেক ড্রাম, যা মধু রাখার কাজে ব্যবহৃত হয়; ৮) ০১ টি এক বার্নার বিশিষ্ট গ্যাসের চুলা, যার গায়ে omera লেখা; ৯) ০১ টি BEXIMCO ব্রান্ডের গ্যাস সিলিন্ডার; ১০) ০১ টি MEGHNA ডিজিটাল পরিমাপক যন্ত্র; ১১) প্লাস্টিকের তৈরি নীল কর্কযুক্ত সাদা রংয়ের বোতল ১৪ (চৌদ্দ) টি; ১২) কাঁচের তৈরি বোয়েম ১২ টি; ১৩) সাদা রংয়ের প্লাস্টিকের তৈরি ছোট কৌটা ২৪ (চব্বিশ) টি; ১৪) সাদা কর্কযুক্ত প্লাস্টিকের ছোট বোতল ৩৬ টি; ১৫) সবুজ রংয়ের প্লাস্টিকের তৈরি কর্ক (মধু ঢালার পাত্র) ০১ (এক) টি এবং ১৬) কালো জিরা ফুলের মধু লেখা স্টিকার ০৫ (পাঁচ) টি।
উল্লেখ্য, অভিযানকালে জানা যায় উক্ত প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী এই ভেজাল মধু তৈরির জন্য তারা প্রথমে চিনি, ফিটকিরি, কেমিক্যাল গ্লূকোজ ও অন্যান্য সরঞ্জাম চুলায় ফুটিয়ে নেয়। তারপর উক্ত মিশ্রন ঠান্ডা হলে তাতে সামান্য পরিমান মধু মেশানো হয় মধুর ফ্লেভার আনার জন্য এরপর উক্ত মিশ্রন বোতলজাত করে তার গায়ে ‘অর্গানিক বিডি’র’ লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়। এভাবেই তৈরি হয়ে যায় সুন্দরবনের খাঁটি মধু। সে প্রেক্ষিতে উক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১) মোঃ আশরাফুল ইসলাম রিপন(৩৪) এর বিরুদ্ধে ০২ টি মামলা এবং ০২) শেখ শাহরিয়ার মাসু (৩৮) এর বিরুদ্ধে ০১ টি মামলা রয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও খবর



র‌্যাব-১১, অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবু” হত্যার ঘটনায় জড়িত ০৩ জন গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

প্রেস রিলিজ:১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। গত ০২/০৯/২০২৩ তারিখে নারায়ণগঞ্জ ফতুল্লার কানাইনগর এলাকায় মোঃ বাবু (৩০) নামে এক অটো চালকের নৃশংস মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায়, ভিকটিম “বাবু” এর সাথে আসামীদের সঙ্গে নানা বিষয়ে পূর্বশত্রুতা ছিল। গত ০২/০৯/২০২৩ খ্রিঃ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় ভিকটিম “বাবু” ফতুল্লার কানাইনগর বেকারীর মোড় (বক্তাবলী) পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে বে-আইনী জনতাবদ্ধে আসামীগন বগি, রামদা, চাপাতি, হকিষ্টিক ও অন্যান্য দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সজ্জিত হয়ে ভিকটিম বাবুর উপর আক্রমণ করে। গ্রেফতারকৃত আসামী আলাল (৪০), দেলোয়ার (৩৯) ও নাজমুল (৩৮)সহ সঙ্গীয় অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম “বাবু” এর মাথায় ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভিকটিমের আত্ম-চিৎকারে ভিকটিমের ছোট ভাই ও মামাতো ভাইয়েরা এগিয়ে আসলে তাদেরকেও হত্যা উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগী অন্যান্য আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলেতাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার উন্নতর চিকিৎসার  জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার্ড করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ০৪/০৯/২০২৩ ইং তারিখে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ বাবু’কে মৃত ঘোষণা করেন। এ পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

৩। উক্ত ঘটনায় নিহত ‘‘বাবু” এর বড় বোন বাদী হয়ে ফতুল্লা থানায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৬, তারিখ ০৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় পলাতক আসামীরা কৌশলে আত্মগোপন থাকে।

৪। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ সকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাষাড়া মোড় এলাকা হতে ফতুল্লা থানার চাঞ্চল্যকর “মোঃ বাবু (৩০)” হত্যা মামলার জড়িত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কানাইনগর বক্তাবলী এলাকার আব্দুল এর ছেলে আলাল (৪০) ও দেলোয়ার (৩৯) এবং একই এলাকার আইয়ুব আলীর ছেলে নাজমুল (৩৮)’দেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিতহত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করে।

৫। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে মারধর ও গায়ে পেট্রোল ঢেলে আগুন

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৮জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু ,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী সুমন ও তার বন্ধুদের সন্ত্রাসী কায়দায় মারধর করে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা ন্যানশাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) ব্যবসায়ী সুমনের স্ত্রী সিলমী জাহান যুথি বাদী হয়ে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় এজাহার নামিয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

আসামিরা হলেন- উপজেলার বাঘবের এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. রিটন (২৬), জাঙ্গীর এলাকার মো. সানাউল্লাহ মোল্লার ছেলে মোঃ শিমুল (২৩), বৌরারটেক এলাকার সাইফুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২৪) ও জাঙ্গীর এলাকার রফিজ উদ্দিন মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২২) সহ অজ্ঞাত আরও ২০-৩০ জন। 

মোসা. সিলমী জাহান যুথি লিখিত অভিযোগ করে বলেন, আমার স্বামী মো. সুমন একজন ইট বালু ব্যসায়ী। আর উপরোক্ত আসামিরা মাদক সেবী ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ার পূর্ব শত্রুতার জের ধরে প্রায় সময় আমার স্বামী মো. সুমন এর সাথে ঝগড়া করতো। সর্বশেষ গত ২৭ আগস্ট বিকেল ৫ টার দিকে রুপগঞ্জের পূর্বাচল উপ শহরের ২ নম্বর সেক্টরে একটি টিনের একচালা নতুন দোকানে বিভিন্ন অপকর্ম হয় এমন কথা জানতে পেরে আমার স্বামী সুমন ২ নম্বর আসামি শিমুল ও ৩ নম্বর আসামি তারিকুলকে জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে গালমন্দ করে চলে যায়। পরে রাত সাড়ে ৮ টায় আমার স্বামী সুমন ও তার বন্ধু মো. মুরাদ (২১), মো. মোবারক হোসেন (২২) ও মো. রিফাত মিয়া (২০) কাজ শেষ করে এক সাথে বাড়ি ফেরার পথে রুপগঞ্জের পূর্বাচল শহরের ২ নম্বর সেক্টরের পার্শ্ব দিয়ে যাওয়ার সময়ে এক নম্বর আসামি রিটন আমার স্বামী ও তার বন্ধুদের ডেকে নিয়ে আসামি মামুনের একচালা টিনের তেলের দোকানে নিয়ে যায়। সেখানে আগে থেকে ২, ৩ ও ৪ নম্বর আসামি সহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জন ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন।

এ সময় আমার স্বামী সহ তার বন্ধুদের সেখানে নেওয়া হলে তারা পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে তাদের মারধর করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামীর শরীরের বিভিন্ন অংশ থেতলে যায় ও ছেচা জখম হয়। একইভাবে তার বন্ধুদেরও জখম করা হয়। এ সময় আমার স্বামীর প্যান্টের পকেটে থাকা নগদ ৫৫ হাজার টাকা ও তার বন্ধু মুরাদের পকেটে থাকা সাড়ে ৩৮ হাজার টাকা, আরেক বন্ধু মোবারকের পকেটে থাকা নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে এক নম্বর আসামি লিটন আগুন দিয়ে পুড়িয়ে প্রাণ নাশের নির্দেশনা দিলে তার সহযোগি অপর আসামিরা তাদের হাতে থাকা গ্যালন ভর্তি পেট্রোল তাদের শরীরে ঢেলে দেয় ও আগুন জ্বালিয়ে দেয়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়া এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তার শরীরের আগুন নিভিয়ে দগ্ধ অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা ন্যানশাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

রূপগঞ্জ থানার (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এই ঘটনায় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। 

মুক্তির মেয়াদ বাড়িয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব (কারা অনুবিভাগ) মো. জিয়াউল হক গণমাধ্যমকে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন।এ নিয়ে অষ্টমবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল।

এর আগে গত ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়ে এ সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওইদিন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগের মতো খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না- এ দুটি শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

এর আগে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝে মাঝে তাকে হাপাতালে নিতে হচ্ছে। খালেদা জিয়া এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। 


আরও খবর