Logo
আজঃ শুক্রবার ০৯ জুন ২০২৩
শিরোনাম

বিএনপি শওকত মাহমুদকে বহিষ্কার করল

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৭৮৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার শওকত মাহমুদকে শোকজ করে বিএনপি। শোকজের কারণ হিসেবে বলা হয়, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর নামাজে জানাজার পর গতকাল বায়তুল মোকাররমের আশেপাশে কিছু বিএনপি কর্মী পেশাজীবী পরিষদের ব্যানারে সরকারের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেন। দলীয় হাই কমান্ডের অনুমোদন ছাড়া এটি করা হয়।

এর আগেও শওকত মাহমুদ বেশ কয়েকটি দলীয় শৃঙ্খলা ভাঙ্গার কাজ করেন। তার এই ধরনের কার্যক্রম দলের ভেতরে এবং পেশাজীবী ও সাংবাদিকদের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। সবকিছু পর্যালোচনা করে শওকত মাহমুদের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।


আরও খবর



‘মোখা’ কোথায়, দেখুন সরাসরি

প্রকাশিত:শনিবার ১৩ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

 অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। এ জন্য দেশের চার সমুদ্রবন্দরকে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ঘূর্ণিঝড় মোখার সবশেষ অবস্থান কোথায়, দেখুন নিচে।



আরও খবর



পণ্যের দাম বাড়লেও বাংলাদেশে আমরা ভালো আছি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৩৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পণ্যের দাম বাড়লেও অন্যদের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পণ্যের দাম বাড়লেও বাংলাদেশে আমরা ভালো আছি। আমরা আশা করছি সামনে আরও ভালো কিছু হবে।

টিপু মুনশি বলেন, ‘সারা পৃথিবীর দিকে তাকালে দেখবেন আমরা কোন অবস্থায় আছি। নিম্নআয়ের মানুষের কিছু কষ্ট হচ্ছে, এটা অর্থমন্ত্রীও বলেছেন। আমরা কিন্তু এটি মাথায় রেখে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ডাল-চিনি ও ভোজ্যতেল দিয়েছি। পেঁয়াজের দাম যখন বেড়েছে আমরা কমদামে পেঁয়াজ বিক্রি করেছি।

পণ্যের দাম বাড়ার পেছনে মধ্যস্বত্বভোগীরা অন্যতম দায়ী বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাজারে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে সমস্যা তৈরি করে। আমরা যেসব পণ্য আমদানি করি তার দাম যদি বাড়ে বাজারেও এর প্রভাব পড়ে। কোথাও কোথাও সমস্যা আছে। মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে সমস্যা তৈরি করে।

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, ‌শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থসচিব ফা‌তেমা ইয়াস‌মিন প্রমুখ।


আরও খবর



ঢাকার বায়ু আবারও অস্বাস্থ্যকর

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: একদিনের ব্যবধানে আবারও অবনতি হয়েছে রাজধানী ঢাকার বাতাস। গতকাল সোমবার ঢাকার বায়ু সহনীয় থাকলেও আজ মঙ্গলবার তা অস্বাস্থ্যকর পর্যায়ে চলে গেছে।

আজ সকাল সাড়ে ৯টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক বলছে ঢাকার স্কোর ১৩৮। আর গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার স্কোর ছিল ৬৫। অর্থাৎ ঢাকার বাতাসের দূষণমাত্রা সহনীয় পর্যায় থেকে একদিনের ব্যবধানে অস্বাস্থ্যকর পর্যায়ে চলে গেছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয় এবং কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই তথ্য অনুসারে, একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ৬১২ স্কোর নিয়ে সবচেয়ে ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় রয়েছে ভারতের দিল্লি। আর ৩৭১ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর দ্বিতীয়। একিউআইয়ের স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

অপরদিকে, দক্ষিণ কোরিয়ার বোসান শহর ১৬৪ স্কোর নিয়ে রয়েছে তালিকার তৃতীয় স্থানে। ১৬১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চীনের ওহান এবং পঞ্চম স্থানে রয়েছে চেংদু, যার স্কোর ১৬০।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


আরও খবর



ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালন

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি  "টেকশই দুগ্ধ শিশ্প: সুস্থ মানুষ, সবুজ পৃথিবী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১লা জুন) সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ডেইরী অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা,  সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও শরীর সুস্থ রাখতে দুধের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং খামারিদের বেশি বেশি দুধ উৎপাদন করে টেকশই দুগ্ধ শিল্প বাস্তবায়নে উৎসাহিত করা হয়। এদিকে গো-খাদ্য বিষয়ে অভিযোগ করে গরু খামারিরা বলেন, গো-খাদ্যের যে পরিমাণ মূল্য বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে গাভী পালন অথবা দুগ্ধ খামার স্থাপন করে টিকে থাকাতে আমাদের অনেক হুমকির মুখে পড়তে হয়। তাই টেকশই দুগ্ধ উৎপাদনে গো-খাদ্যের মূল্য কমানোর দাবি করেন খামার ব্যবসায়ীরা।

আরও খবর



গাজীপুর সিটি নির্বাচন: মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের জন্য আজ মঙ্গলবার মধ্যরাত থেকে সিটিতে মোটরসাইকেল চলাচল বন্ধ হচ্ছে। এ ছাড়া আগামীকাল বুধবার রাত থেকে বন্ধ হচ্ছে ভারী যানবাহনও।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে বুধবার রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত যে কোনো ধরনের ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ ছাড়া আগামী ২৩ মে রাত ১২টা থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

কিন্তু প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এ ছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয়পত্রধারী দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনী এলাকায় মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী ২৭ মে মধ্যরাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন (লাইসেন্সধারী), বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, অস্ত্র-শস্ত্র, দা, কাঁচি, তরবারি, লাঠি, বল্লম ইত্যাদি বহন ও আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।


আরও খবর