Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম
প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’

বিএনপি নেতা চাঁদ দুই দিনের রিমান্ডে

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৪৩৯জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর চকবাজার থানায় করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) হাসিবুল হক এ আদেশ দেন।

গত ২৮ মে চাঁদকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির দিন ঠিক করেন।

আজ শুনানিকালে চাঁদকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন মোসলেহ উদ্দিন জসিমসহ কয়েকজন আইনজীবী।

শুনানিতে আইনজীবীরা বলেন, এ ঘটনায় চাঁদের বিরুদ্ধে ৯ জেলায় ২০টি মামলা হয়েছে। বক্তব্যটা ছিল তার রাজনৈতিকভাবে কথার কথা। কবরস্থানে পাঠানো মানে সরকার থাকবে না বুঝাতে চেয়েছেন। দল, রাজনীতি থাকলে এমন বক্তব্য থাকবে। আর মূল মামলা যেটা রাজশাহীতে হয়েছে, ওই মামলায় তাকে ৮ দিন রিমান্ডে নেওয়া হয়েছে। এখন আর রিমান্ডের প্রয়োজন নেই।

আইনজীবীরা আরও জানান, চাঁদ বয়স্ক, অসুস্থ মানুষ। বক্তব্যকে ভুল ব্যাখা করে মামলাটি দায়ের করা হয়েছে। তাই জামিন প্রার্থনা করেন তারা। তবে শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে’ পাঠাতে হবে বলে উল্লেখ করেন আবু সাঈদ চাঁদ। এ ঘটনায় মামলা হওয়ার পর গত ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই ঘটনায় রাজশাহীতে হওয়া একটি মামলায় চাঁদকে দুই দফায় পাঁচ ও তিন দিনের রিমান্ডে পাঠান আদালত। ওই রিমান্ডের পর ফরিদপুর আদালতে ২০ কোটি টাকার মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন গত ৬ জুন। আর গত ২৩ মে মামলাটি করেন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।


আরও খবর



নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শ্রেষ্ট প্রকৌশলী জামাল উদ্দিন

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ২০২২-২৩ইং অর্থবছরে রূপগঞ্জ উপজেলাকে স্মার্ট এবং ডিজিটাল উপজেলায় পরিনত করায় জনগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প গ্রহন ও চলমান প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন করায় অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রকৌশলী হিসেবে পুরষ্কৃত হয়েছেন জামাল উদ্দিন। এ সময় প্রকৌশলী জামাল উদ্দিনের হাতে ক্রেষ্ট তুলে দেন নারায়ণগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধায়ক  প্রকৌশলী মোঃ আব্দুল বাছেদ।

নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শেখ তাজুল ইসলাম তুহিন, নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে অন্যান্য কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রকৌশলী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।পুরুষ্কার প্রদানের বিষয়ে রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, বিগত অর্থ বছরে রূপগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ ভারী যানবাহন চলাচলের উপযোগী করে প্রশস্তকরণ, বৃদ্ধমান রাস্তা সমূহ মেরামত, গুরুত্বপূর্ণ সড়কে ব্রিজ/কালভার্ট নির্মাণ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ/পূর্ননির্মাণ ও মেরামত।

উপজেলা কমপ্লেক্স ভবন নির্মান ও সম্প্রসারণ, ইউনিয়ন ভ‚মি অফিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীরনিবাসসহ বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ, মালামাল ও পণ্য ক্রয় বিক্রয়ের সুবিধার জন্য বিভিন্ন হাট বাজার/ঘাটলা নির্মাণ ও মসজিদ/মন্দিরসহ বিভিন্ন উপাসনালয় নির্মাণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্রিশ্রতি “গ্রাম হবে শহর” বিনির্মাণে একটি টেকসই যোগাযোগ, নেটওয়ার্ক এবং সমৃদ্ধশালী অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে।

এ বিষয়ে সকল জনপ্রতিনিধি বিশেষ করে রূপগঞ্জের মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সার্বক্ষণিক দিক নির্দেশনা ও সহযোগীতা করে যাচ্ছেন।আমার উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে উদ্ধূত করা ও বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষনিক সিদ্ধান্ত প্রদান করে কাজ বাস্তবায়নে ভূমিকা রাখায় নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) নারায়ণগঞ্জ জনাব মোঃ শেখ তাজুল ইসলাম তুহিন এবং স্থানীয় পর্যায়ে কাজ বাস্তাবায়নে বিভিন্ন জটিলতা নিরসনে সার্বক্ষণিক ভ‚মিকা রাখায় (উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপগঞ্জ) জনাব ফয়সাল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ ভাবে সকলের সহযোগীতায় উন্নয়ণ কাজ চলামান থাকলে অচিরেই রূপগঞ্জ একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে আত্তপ্রকাশ করবে। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



সোহরাওয়ার্দী উদ্যান মিছিল-স্লোগানে মুখরিত

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টা থেকে ছাত্রসমাবেশ চলছে। ছাত্রলীগ আয়োজিত এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখ শিক্ষার্থী সমাগমের টার্গেট করা হয়েছে। ইতোমধ্যেই সমাবেশস্থল মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন গেটের সামনে জড়ো হতে থাকেন। মিছিল-স্লোগানে টিএসসি গেট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট, বাংলা একাডেমির সামনের গেটসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকা মুখরিত হয়ে উঠেছে।

এ সময় নেতা-কর্মীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা সরকার, বার বার দরকার, স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে বিএনপি-জামায়েতের কালো হাত, ভেঙে দাও এবং তাদের বিরুদ্ধে অসংখ্য স্লোগান দিতে থাকেন তারা।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

রবিউল আওয়াল শাওন বলেন, আমরা নেত্রকোনা থেকে ৩৪টি বাস, ১১টি হায়েস গাড়ি এবং ৫টি প্রাইভেটকার নিয়ে এসেছি। আমাদের জেলায় পরিবহন স্বল্পতা আছে। যে কারণে অন্তত আরও ৫০০ নেতা-কর্মীকে আমরা সঙ্গে আনতে পারিনি।

সমাবেশে প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন বলে জানান আয়োজকরা।


আরও খবর



মৃত্যু পর্যন্ত আমার এলাকার উন্নয়ন জন্য কাজ করে যাবো: মীর মোশারফ হোসেন

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ ৫ আসনের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজার সংলগ্ন পথসভায় ২নং রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: লালাচান আলী প্রামাণিক এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য প্রদান করেন বেলকুচি এনায়েতপুর চৌহালী বাসীর প্রানপ্রিয় জনপ্রিয় জননেতা  মীর মোশারফ হোসেন ।

এছাড়া আরো বক্তব্য রাখেন  রাজাপুর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রিপন মোল্লা, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুর রশিদ ভুইয়া,  বেলকুচি কলেজ ছাত্র সংসদের সাবেক প্রো ভিপি জাহিদ হাসান মশরু, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য  শহিদুল ইসলাম শফি, ২ নং স্থল ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি লেবু বেপারী, ২ নং রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ২ নং রাজাপুর ইউনিয়নের ইউপি সদস্য আশরাফুল আলম ।
 
তিনি উপস্থিত জন সাধারনকে বলেন, যেহেতু এটি আমার বোনাস জীবন আমি ২১ আগস্ট প্রেনেড হামলা থেকে বেঁচে ফিরেছি তাই আমার বোনাস জীবন আমি আমার সাধারন জনগনের জন্য কাজ করে যাবো । আমি কষ্ট পেয়েছি কিন্তু লজ্জা পাইনি কারন আমি আমার নেত্রীর মুক্তির দাবীতে  কাফনের কাপড়ের উপর জনগনের সাক্ষর নেয়ার সময় একটি সরকারি বাহিনীর কাছে লাঞ্চিত হয়েছি ।  এটা আমার জন্য গৌরবের।  আমি আমার নেত্রীর জন্য কিছু করতে পেরেছি ।

আমার এলাকায় অনেক কাজ বাকি আছে  সেগুলো করবো । আর আমার এলাকায় যেসব গ্রুপিং রয়েছে আমি যদি মনোনয়ন পেয়ে এমপি হতে পারি সেগুলো সমাধান করবো । আপনারা সবাই একটি কথা মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত আমার এলাকার উন্নয়ন ও মানুষের মঙ্গলের  জন্য কাজ করে যাবো । আপনারা সবাই আমার জন্য শুধু দোয়া করবেন । আর জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন । তিনি যদি বেচেঁ থাকেন তাহলে আমাদের দেশ হবে স্মাট বাংলাদেশ  । তিনি আমাদের উন্নয়নের জন্য সব সময় চিন্তা করেন । আজ বিশ্বের বুকে বাংলাদেশকে সবাই চেনে এটা শুধু মাত্র সম্ভব আমাদের দেশ নেত্রী শেখ হাসিনার জন্য ।

খেলা হবে। সামনে লড়াই, ডিসেম্বরে ফাইনাল খেলা। জিততে হবে। জিততে পারবেন। কারণ, ওদের হাতে শোকের পতাকা। আমাদের হাতে শেখ হাসিনার বিজয়ের পতাকা। আমরা বিজয়ের সোনালী বন্দরে পৌঁছে যাবো।শেখ হাসিনা দিয়েছেন মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, একদিনে শত সেতু, একদিনে শত সড়ক।


আরও খবর



মালিতে নৌকা-সেনাঘাঁটিতে হামলা, নিহত ১১৪

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:আফ্রিকার দেশ মালিতে পৃথক দুই হামলায় বেসামরিকসহ অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। ঘোষণা করা হয়েছে তিনদিনে রাষ্ট্রীয় শোক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর পূর্বাঞ্চলে এক নৌকায় হামলায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন বেসামরিক। অন্যদিকে এক সেনাঘাঁটিতে হামলায় ১৫ সেনা ও ৫০ জন সন্ত্রাসী নিহত হন।

২০২০ সাল থেকে সামরিক জান্তা দেশটি পরিচালনা করছে। ক্ষমতাদখলের সময় তারা দেশজুড়ে সমর্থন পেয়েছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতার বিরুদ্ধে রাজপথে নেমেছিল সাধারণ মানুষ। তবে ক্ষমতা দখলের পর দেশের খুব একটা অগ্রগতি হয়নি। উন্নতি হয়নি নিরাপত্তা ব্যবস্থারও। দেশের একাদিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা ও আইএস সংশ্লিষ্টগ্রুপগুলো ২০১২ সাল থেকে দেশটিতে তাণ্ডব চালাচ্ছে।

সর্বশেষ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রিভার নাইজার নদীতে একটি নৌকায় হামলা চালানো হয়। এতে প্রাণ হারায় ৪৯ বেসামরিক নাগরিক। মালি সরকার বলছে, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন এই হামলা চালিয়েছ।

নৌকাটির অপারেটর কোমানাভ বলেন, অন্তত তিনটি রকেট নৌকাটি লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। হামলার পর নৌকাটি বিকল হয়ে যায়। পরে সেনা সদস্যরা গিয়ে যাত্রীদের উদ্ধার করেন।

অন্যদিকে গাও অঞ্চলের বুরেম সার্কেল সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়। এতে ১৫ সেনা ও ৫০ জন সন্ত্রাসী নিহত হন।

বিবিসি বলছে, সাম্প্রতিক সময়ে মালিতে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। তবে সরকারের দাবি, রুশ ভাড়াটে সেনা দল ওয়াগনার গ্রুপ এর সংশ্লিষ্টতায় পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে।


আরও খবর



ঢাকায় এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকায় এসেছেন। এটি তার দ্বিপাক্ষিক সফর।

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় এসে পৌঁছান তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। ফরাসী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করবেন।

এছাড়া দুই নেতা দুটি দ্বিপক্ষীয় চুক্তি সই প্রত্যক্ষ করবেন এবং তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।


আরও খবর