Logo
আজঃ শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা: ওবায়দুল কাদের

প্রকাশিত:বুধবার ০১ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ২৬১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনো শুরু করিনি। বিএনপির সরকার পতনের আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি সবই ভুয়া।

আজ বুধবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা শহীদ শেখ রাসেল পার্কের সামনে শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরল। সরকার পতন, ৫৪ দল, ২৭ ও ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, সাত দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ।


ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনে উপনির্বাচনে আজকের ভোট অবাধ-সুষ্ঠু হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে। বিএনপির রাজনীতি ঘোমটা পরা রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি। বিএনপির আন্দোলনে সরকার ভয় পায়নি, উল্টো বিএনপি নিজেরাই ভয় পেয়েছে। বিএনপি ষড়যন্ত্রমূলক সমাবেশ প্রতিরোধ নয়, সতর্ক থাকবে আওয়ামী লীগ। আগামী দ্বাদশ নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে যাবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, মিজবাউর রহমান ভূইয়া রতন, শরফুদ্দিন আহমেদ সেন্টু, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।


আরও খবর

আরও ১১০ ইউএনওকে বদলির অনুমোদন ইসির

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




প্রার্থীদের মনোনয়নপত্রের যাচাইবাছাই শুরু আজ

প্রকাশিত:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হচ্ছে আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে। যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ১৭ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। সময় বাড়ানোর গুঞ্জন থাকলেও তা করা হয়নি।

এবারের ভোটে অংশ নিচ্ছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল। আর ৩শ’ আসনে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। এছাড়া মনোনয়নপত্র যাছাইবাছায়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সবশেষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। এদিনই শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।


আরও খবর

আরও ১১০ ইউএনওকে বদলির অনুমোদন ইসির

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




দিনাজপুর ৫ আসনে জনগণের আস্থা ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর -৫ আসন (ফুলবাড়ী- পার্বতীপুর) এই আসনে দীর্ঘ ৩৫ বছর ধরে সাধারণ মানুষের আস্থা ধরে রেখেছেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৯১ সালে প্রথম এমপি নির্বাচিত হন তিনি, এরপর থেকে লাগাতার সাতবার (৩৫ বছর) এই আসনটি ধরে রেখেছেন তিনি। এই আসনে মোট ভোটার ৪লাখ ১৬ হাজার ৭০৩জন। পার্বতীপুরে মোট ভোটার ২ লাখ ৭১ হাজার ২৪৩ জন ও ফুলবাড়ীতে মোট ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৬০জন। তিনি গত জাতীয় নির্বাচনে ভোট পেয়েছিলেন ১,৮৮,৬৮০টি। বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এরপর তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন, সর্বশেষ তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব‌ও পালন করেন ।

৩৫ বছরে তিনি ফুলবাড়ী ও পার্বতীপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। যার মধ্যে রয়েছে পল্লী সড়ক নির্মাণ, পল্লী সড়ক মেরামত, বৃহৎ সেতু নির্মাণ, সেতু-কালভার্ট নির্মাণ, উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, গ্রোথ সেন্টার হাট বাজার, প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো নির্মাণ, ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন, সুইস গেট নির্মাণ,খাল খনন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, অসচ্ছল মুক্তিযোদ্ধা নিবাস নির্মাণ, স্টেডিয়াম নির্মাণসহ নানামুখী উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। একইভাবে পার্বতীপুর উপজেলাতেও স্কুল,কলেজ, মাদ্রাসা,রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সহ ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। দিনাজপুর-৫ আসন (ফুলবাড়ী-পার্বতীপুর) এ অসহায় গরীব মানুষের সংখ্যায় বেশি, আর সব সময় অসহায় গরিবদের পাশে দাঁড়িয়েছেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। যার কারণে জনগণের আস্থা আজও ধরে রেখেছেন প্রবীণ এই রাজনৈতিক নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন তিনি পেয়েছেন। এই নির্বাচনেও তিনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেছেন দুই উপজেলার আওয়ামী নেতৃবৃন্দ।

উন্নয়নের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান ফুলবাড়ীর গ্রাম গঞ্জের রাস্তা ঘাট গুলো পাকা হয়ে গেছে, স্কুলে স্কুলে ভবন নির্মাণ হয়েছে, ফুলবাড়ী বহুতল উপজেলা পরিষদের ভবন নির্মাণ হয়েছে, এই সব‌ই সম্ভব হয়েছে এই এলাকার উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপ্#ি৩৯;র অক্লান্ত প্রচেষ্টায়, তিনি পার্বতীপুর-ফুলবাড়ী বাসীকে অনেক দিয়েছেন। আমাদের উচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাকে ভোট দিয়ে জয়যুক্ত করা। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল জানান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা বর্তমান প্রধান জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নৌকা প্রতীক নিয়ে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। একইভাবে পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন জানান পার্বতীপুরের মানুষ সব সময় এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে সমর্থন দিয়ে এসেছে, আশা রাখি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট প্রদান করে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।


আরও খবর



আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ২৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালে যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিজিবি সদস্যরা।

সোমবার (২০ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি।


আরও খবর

আরও ১১০ ইউএনওকে বদলির অনুমোদন ইসির

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




তানোরে কর্মসূচির শ্রমিক প্রকল্পে কাজ না করে মহিলা ভাইস চেয়ারম্যানের পুকুরে

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৮০জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:রাজশাহীর তানোরে অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মস্থান কর্মসূচির শ্রমিক প্রকল্পে কাজ না করে মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারের পুকুরে কাজ করছেন বলে নিশ্চিত করেন প্রকল্প সভাপতি কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপির)  সংরক্ষিত মেম্বার বেলী বেগম। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির)  শ্রীখন্ডা পালপাড়া গ্রামে ঘটে রয়েছে এমন অলৌকিক প্রকল্পের কাজের ঘটনাটি। গত শনিবার কাজের উদ্বোধন করা হলেও তিন দিনে কোন কাজ করাননি প্রকল্প সভাপতি বেলী বেগম। এতে করে কর্মসূচির প্রকল্পে ব্যাপক অনিয়ম করছেন প্রকল্প সভাপতিরা। এছাড়াও একই ইউপির ভবানীপুর গোরস্থানে মাটি ভরাটের প্রকল্প থাকলেও এখনো কাজ শুরু করেননি প্রকল্প সভাপতি মেম্বার আনিরুল। ফলে প্রতিটি প্রকল্পে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি তুলেছেন স্থানীয় জনসাধারণ। 

সংরক্ষিত মহিলা মেম্বার বেলী বেগম বলেন, গত শনিবার থেকে কাজ শুরু হয়েছে। শ্রমিকরা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারের পুকুরে কাজ করছেন। আপনার প্রকল্প শ্রীখন্ডা পালপাড়া  আইয়ুব মাস্টারের বাড়ি হতে ষষ্ঠী পালের বাড়ি পর্যন্ত পুকুরে কিভাবে কাজ হয় জানতে চাইলে তিনি বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ও চেয়ারম্যান বলেছে এজন্য সেখানে কাজ করছে। প্রকল্পের কাজ রেখে ভাইস চেয়ারম্যানের পুকুরে কাজ করার কোন অনুমতি আছে কি প্রশ্ন করা হলে উত্তরে বলেন, ভাইস চেয়ারম্যান সব অনুমতি নিয়েই কাজ করছেন, তাছাড়া কাজ কেন করবে। 

ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার বলেন, প্রকল্পের রাস্তায় ২০ দিন ও পুকুরে ২০ দিন কাজ করবে।কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপির)  চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ বলেন, আমি কাজের বিষয়ে কিছুই জানিনা। 

সরেজমিনে দুপুরের আগে দেখা যায়, কামারগাঁ ইউপির শ্রীখন্ডা পালপাড়া আইয়ুব মাস্টারের বাড়ি হতে ষষ্ঠী পালের বাড়ি পর্যন্ত প্রায় ১৫০ মিটার মাটির রাস্তায় কোন শ্রমিক দেখা যায় নি। স্থানীয় কিছু মহিলা ও বয়োজ্যেষ্ঠ পুরুষরা বলেন, গত রবিবার মহিলা মেম্বার বেলী বেগমের স্বামী আলমগীর এসে রাস্তার পাশে ছোট কুড়ি থেকে মাটি নিবে বলেছে। কিন্তু কুড়িতে পানি আছে, অন্য জায়গা থেকে মাটি এনে সংস্থার করা যাবে। সামান্য বৃষ্টি হলে রাস্তা দিয়ে হাটা যায় না। তিন দিনে কেউ আসেনি কাজ করতে। এপ্রকল্পে ২৬ জন শ্রমিকের কাজ করার কথা।এদিকে এক কুদাল মাটি পর্যন্ত ফেলা হয়নি ভবানীপুর গোরস্থানেও। কোন শ্রমিকেও দেখা যায়নি। এপ্রকল্পে শ্রমিক সংখ্যা ২৬ জন।

 প্রকল্প সভাপতি মেম্বার আনিরুল বলেন গোরস্থান যেখান থেকে মাটি ফেলা হবে সে জমির ধান কাটা হয়েছে, উত্তোলন হলে মাটি ফেলা হবে। তিনি আরো বলেন, পার্শ্বেই মাদারিপুরে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে কাজ করেছে। কোন শ্রমিক দেখা যায়নি আর আপনার প্রকল্প গোরস্থানে সেখানে কাজ করা হয়নি এবং স্বাস্থ্য কেন্দ্রেও কোন শ্রমিক দেখা যায়নি প্রশ্ন করা হলে উত্তরে বলেন, আমি বাহিরে আছি পরে কথা হবে বলে দায় সারেন। 

পিআইও এটিএম কাউসার আলী বলেন, আপনি জানালেন আমি খোঁজ নিয়ে দেখছি। তিন দিন ধরে কোন কাজ হয়নি ব্যবস্থা গ্রহণ হবে কিনা জানতে চাইলে একই ধরনের কথা বলে তিনিও দায় সারেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, কাজ না করলে টাকা পাবেনা। উপজেলার সাতটি ইউনিয়নে ১৬ প্রকল্পের বিপরীতে শ্রমিক সংখ্যা ৪৪৬ জন। প্রতিদিন একজন শ্রমিক ৪০০ টাকা করে পাবেন। সে হিসেবে ১৬ প্রকল্পে ৪৪৬ জন শ্রমিকের বিপরীতে প্রায় ৭২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি প্রকল্প প্রচুর পরিমানে অনিয়মের অভিযোগের খবর পাওয়া যাচ্ছে।

আরও খবর



সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাকে আগুন, গাড়ি ভাংচুর

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১১১জন দেখেছেন

Image
সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পন্যবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এসময় আরো বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐলে এ ঘটনাটি ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ভোরবেলা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে ঢাকা থেকে রাজশাহীগামি একটি পণ্যবাহি ট্রাকে আগুন দেয় অবরোধকারী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুরে গেছে। এর আগে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

আরও খবর