Logo
আজঃ বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩
শিরোনাম

বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা: ওবায়দুল কাদের

প্রকাশিত:বুধবার ০১ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনো শুরু করিনি। বিএনপির সরকার পতনের আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি সবই ভুয়া।

আজ বুধবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা শহীদ শেখ রাসেল পার্কের সামনে শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরল। সরকার পতন, ৫৪ দল, ২৭ ও ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, সাত দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ।


ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনে উপনির্বাচনে আজকের ভোট অবাধ-সুষ্ঠু হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে। বিএনপির রাজনীতি ঘোমটা পরা রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি। বিএনপির আন্দোলনে সরকার ভয় পায়নি, উল্টো বিএনপি নিজেরাই ভয় পেয়েছে। বিএনপি ষড়যন্ত্রমূলক সমাবেশ প্রতিরোধ নয়, সতর্ক থাকবে আওয়ামী লীগ। আগামী দ্বাদশ নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে যাবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, মিজবাউর রহমান ভূইয়া রতন, শরফুদ্দিন আহমেদ সেন্টু, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।


আরও খবর



মার্চে কয়েকটি কালবৈশাখীর পূর্বাভাস

প্রকাশিত:শুক্রবার ০৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসে দেশে দুই থেকে তিনটি মাঝারি আকারের এবং এক থেকে দুটি তীব্র কালবৈশাখী হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে তাপমাত্রা বাড়তে থাকবে। গত বছরের মার্চের চেয়ে এ বছরের মার্চে তাপমাত্রা বেশি থাকবে। এছাড়া মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফেব্রুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

গেল শীত মৌসুমে সব মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে চার দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়। গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা বাড়তে থাকে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।


আরও খবর



ডিবি প্রধান এবার জয়ের প্রশ্নের মুখে

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক ;যেকোনো অপরাধ সংঘটিত হলে তদন্তের জন্য আইন প্রয়োগকারী সংস্থা মুখোমুখি হতে হয়। পুলিশ, ডিবি কিংবা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অনেক অজানা সত্য। তবে এবার তেমনটি হচ্ছে না, হচ্ছে উল্টোটা।

এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে প্রশ্নের মুখে পড়তে হবে। আর তাকে প্রশ্নগুলো করবেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তার ‘১৩টি প্রশ্ন’র মুখোমুখি হয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। যা প্রচার হবে আজ মঙ্গলবার রাত ১০টায় চ্যানেল আইয়ে।

শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘আমি বরাবরই ভিন্ন কিছু করার চেষ্টা করি। আমার আগের অনুষ্ঠানগুলো দেখলেই সেটি স্পষ্ট হবেন। এবারের অনুষ্ঠানটিও অন্যরকম। এই অনুষ্ঠানে ইতোমধ্যেই অতিথি হয়েছেন অনেকে। সবগুলো পর্বই দর্শকদের ভালো লেগেছে। আশা করি, এবারের পর্বটিও সবার ভালো লাগবে।’

জানা গেছে, ইতোমধ্যেই জয়ের ‘১৩টি প্রশ্ন’র মুখোমুখি হয়েছেন এনবিআ’র চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, চিত্রনায়িকা মৌসুমী, মালেক আফসারী, দেলোয়ার জাহান ঝন্টু, বাঁধন, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকেই।


আরও খবর



স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত:সোমবার ২৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ৩৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ দিনের সফরে আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ সোমবার এ তথ্য জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি-৫৮৪) আগামীকাল বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।

সিঙ্গাপুরে আবদুল হামিদের ৮ দিনের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে। রাষ্ট্রপতি ৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।


আরও খবর



মুন্ডুমালা পৌর মেয়রের ভ্রমন বিলাস মিশ্রপ্রতিক্রিয়া

প্রকাশিত:সোমবার ১৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: বিগত ও চলতি বছরে বেতন পাননি মুন্ডুমালা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা, অথচ মেয়র সাইদুরের পছন্দের কাউন্সিলরদের নিয়ে ভ্রমন বিলাসের খবরে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাতে  হাইস গাড়ী নিয়ে কয়েক দিনের ভ্রমন বিলাস করছেন  মেয়র সাইদুর। শুধুমাত্র পছন্দের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরের ভাগ্যে এভ্রমন বিলাস। মেয়রের এমন এক গুয়েমি কান্ডে চরম ক্ষুব্ধ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। কারন এর আগেই ভ্রমন হয়েছে সবাইকে নিয়ে। কিন্তু বর্তমান মেয়র কেন এমন সফর করছেন, এর হেতু কি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন পৌরবাসীর মাঝে বিরাজ মান। বিশ্বব্যাপী মন্দা আর এসময় কিভাবে ভ্রমন বিলাস, দিতে পারেনা বেতন কেন ভ্রমন এসব প্রশ্নের উত্তর খুজে পাচ্ছেনা কর্মকর্তা কর্মচারী রা।

এক কর্মচারী ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত ২০২২ সালে কোন বেতন দেয়নি। বছর ধরে বেতন ভাতা না পেলে সংসার কিভাবে চলবে। যারা বেতন নিয়োমিত পাচ্ছেন তাদের সংসার চলছেনা। কারন নিত্যপণ্যের বাজারের অবস্থা কি সবার জানা। বেতনের উপর নির্ভর সংসার। বাজারে বাকি খেতে খেতে খাতায় ধরছেনা। দোকানির সামনে যাওয়া যাচ্ছে না। বাড়িতেও চলে আসছে দোকানিরা। সংসারে প্রতি সময় গোলমাল হতেই আছে। মনে করেছিলাম ২০২৩ সালে হয় তো বেতন পাব। কিন্তু এখনো মিলেনি। ঘরে চাল ডাল নেই, তিন বেলা খাওয়া জুটছেনা। আর মেয়র প্রায় ৮ দিনের ভ্রমন বিলাস করছেন। তিনি যদি একটু চিন্তা করত আমাদের সংসার কিভাবে চলে তাহলে এমন ভ্রমন বিলাস করত না। ভ্রমনের টাকা তো মেয়র ব্যক্তিগত ভাবে দিবে না, পৌরসভার কোন না কোন ফান্ড থেকেই খরচ করবে।অতীতে ভ্রমন হয়েছে সবাই মিলে।কিন্তু ব্যতিক্রম এবারে। 

ভ্রমনকারী এক কাউন্সিলরের কাছে টাকার  উৎস কোথায় কি ভাবে ভ্রমন বিলাস জানতে চাইলে তিনি জানান, এসব মেয়র জানে, আমরা কিছুই বলতে পারব না।

ভ্রমনে না যাওয়া আরেক কাউন্সিলর জানান, যেখানে বছর পার হলেও বেতন দিতে পারেনি পৌরসভা। সেখানে ৭-৮ দিনের ভ্রমন কতটা যুক্তিক। সে বিষয়ে মেয়রের ভাবা উচিৎ ছিল। আবার মন্দার সময় এমন বিলাশি ভ্রমন ঠিক হয়নি। আপনি জাননি কেন জানতে চাইলে তিনি জানান, প্যানেল মেয়র দায়সারা ভাবে বলেছে কিভাবে যাব। ভ্রমনের অর্থ কে দিবে জানতে চাইলে তিনি জানান অর্থের বিষয়ে মেয়র ভালো বলতে পারবেন। কেউ তো ব্যক্তিগত তহবিল থেকে নিয়ে যাবে না। কোন না কোন প্রকল্প থেকেই খরচ দেখানো হবে। কারন পৌরসভা শায়িত্ব শাসিত, খাতা কলমে ঠিক রাখলেই হবে।

পৌর সচিব আবুল হোসেন জানান, আমি ছিলাম না, আজ এসেছি, ভ্রমনের বিষয়ে তেমন ভাবে জানিনা। তবে শুনেছি ব্যক্তিগত ভাবে গেছে। এক কাউন্সিলর বলে। তবে মেয়র সাইদুরকে মোবাইল করা হলে রিসিভ করেননি।

আরও খবর



তৃতীয় ওয়ানডের দল ঘোষণা, বাদ আফিফ

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ মার্চ ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

 স্পোর্টস ডেস্ক ;আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ম্যাচের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন। ইতোমধ্যে সিরিজের মাঝপথে এই ব্যাটারকে পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকায়। পেসার শরিফুল ইসলামকেও দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

তাদের দুজনকে ছেড়ে দেওয়াটা অবশ্য বাদ হিসেবে বলছেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘এক ম্যাচের জন্য এত বড় দল রেখে লাভ নেই। ওরা যেহেতু খেলবে না, অযথা এখানে না থেকে ঢাকা লিগের ম্যাচ খেলুক, ওদের জন্যই ভালো হবে। টি-টোয়েন্টি দলের বিবেচনায় ওরা থাকবে, পরের সিরিজেও বিবেচনায় থাকবে।’

বাংলাদেশ প্রথম ম্যাচে ১৮৩ রানের জয়ে সিরিজে এগিয়ে আছে। দ্বিতীয় ম্যাচে সোমবার তারা ৩৪৯ রান তুললেও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় পরে। সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রনি তালুকদার।


আরও খবর